28/01/2021
হালকা স্পয়লার এবং ব্যক্তিগত অনুভূতি
জানোয়ার সিনেমাটা দেখলাম পরশু দিন। এই সিনেমার নাম জানোয়ার ছাড়া আর কিছু দিলে মনে হয় ঠিক হতো না। যাই হোক, করোনার মধ্যে যে এরকম একটি কনসেপ্টে পুরো সিনেমাটি দাড় করিয়েছে এজন্য পরিচালকের সাহস এবং বুদ্ধিমত্তার প্রশংসা করতে হবেই। এক ফ্লাটের মধ্যে একটি ফিল্ম নামানো যেই সেই কথা না। তবে তাসকিনকে রাখাটা মনে হয়েছে জোর করেই রাখা। এই ক্যারেক্টর এমন কোনো গুরুত্বপূর্ন রোল প্লে করেনি যে চুল বড় থাকা সত্ত্বেও ওনাকে রাখতেই হবে। টেকনিক্যাল পার্ট বাদ দেই। সব মিলিয়ে সিনেমাটি দারুন। বিষয় বস্তু স্পর্শকাতর।
কেন স্পর্শকাতর কারন খোজার চেষ্টা করলাম। সিনেমাটিতে দৃশ্যত ভায়োলেন্স নেই বললেই চলে। হলিউড, বলিউড বাদ দেই, ঢাকাই ফিল্মে এর চেয়ে অনেক অনেক বেশি ভায়োলেন্স দেখায়, এমনো ঘটনা অহরহ যে এই ভায়োলেন্স গুলো দর্শক উপভোগও করে। কিন্তু #জানোয়ার এতটা মর্মস্পর্শী, পীড়াদায়ক কেন? কারন আমরা এখনো পারিবারিক সম্পর্ককে, মূল্যবোধকে ধরে রাখি। যদি কোনো মাকে সন্তানের সামনে সামান্য একটা গালিও দেয়া হয় বা যখন কোনো সন্তানকে মা বাবার সামনে বাইরের লোকদের কাছে অপদস্থ হতে হয় এর থেকে খারাপ পরিস্থিতি পৃথিবীতে আর কি হতে পারে? সেখানে শুধু এক মা বা মেয়ে নয়, একটা বাচ্চা শিশু এমনকি অবলা এক প্রতিবন্ধী বাচ্চাকেও যদি কেউ জবাই করে এর থেকে খারাপ আমার মাথায় আর কিছু আসে না। এরকম ঘটনাই গত বছর আমাদের দেশেই ঘটে আর সেটা নিয়েই সিনেমাটি নির্মিত।
সিনেমাটি আমাদের কয়েকটা বিষয়ে খুবই সতর্ক করে, একটা হলো ছোটলোক ছোটলোকই, এদের কাছে টেনে নেয়া আর ক্ষুধার্ত হায়েনাকে
ভালোবেসে খাবার দিতে যাওয়া একই কথা। বাইরে কখনোই টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা না করা, বিপদ দেখতে পেলে একে প্রশ্রয় না দেয়া। যদিও বিপদের সময় এসব মাথায় রাখা খুবই কঠিন কাজ। তবুও এয়াব বিষয় চর্চায় রাখা প্রতিটা মানুষের জন্যই জরুরী।
আজ সত্যিকারের একটা জানোয়ার দেখে এগুলো লিখলাম। রিকশায় আসছিলাম। পাশ থেকে একটা ছেলে ও একটা মেয়ে বাইকে যাচ্ছিলো। মেয়েটা ছেলেটাকে শক্তভাবেই জড়িয়ে ধরে বসেছিলো। এটুকুই। রিকশাওয়ালা স্বপ্রনোদিত ভাবেই বলে উঠলো, এদের ডায়রেক্ট ফায়ার করে মেরে ফেলা উচিত। বললাম, কাদের? সে দেখালো ছেলেমেয়ে দুজনকে। জিজ্ঞাসা করলাম, কেন? সে বলে, দেখেন না কিরকম ঢলাঢলি করে? বললাম, চিনি ওনাদের। ওনারা তো জামাই বউ। আপনার সমস্যা কি?(চিনিনা যদিও, এমনিতেই ওকে অপরাধী করার জন্য বললাম)।
অপরাধবোধ তো দূরের কথা রিকশাওয়ালা কঠিন যুক্তি দিলো, "তবুও" সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড জাতির আনাচে কানাচে এরকম জানোয়ার ঘুরে বেড়ায়। সাবধানে থাকবেন। সেল্ফ ডিফেন্স শিখে রাখবেন। জীবনে কাজে না লাগলেও লস হবে না। প্রতিহত করতে না পারলেও অন্তত একটা আচড় তো ফেলতে পারবেন।
#মার্শাল_আর্ট
#সেলফ_ডিফেন্স
#জানোয়ার_সিনেমা