Boiler sale service center

Boiler sale service center Contact Number: +8801730914816

13/11/2023

বয়লার পরিচারকদের অবহেলা করবেন না,
মনে রাখবেন, বয়লার চালু অবস্থায় মেরামত করবেন না, ইহা মারাত্মক অপরাধ, প্রয়োজনে বয়লার বন্ধ করে দিন, প্রতি ছয় মাস অন্তর বয়লার হাইড্রলিক টেস্ট করুন, বছর বছর বয়লার রেনু করুন, ভাল মানের বয়লার পরিচালনা করুন, নিরাপদ থাকুন, ভাল রাখুন,ভাল থাকুন।

02/10/2023

EFFE stenter machines er****on work is going on.

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যা...
31/08/2023

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু , কাঁকের সাথে লড়াই করে, বা তাকে মেরে ফেলতে যেয়ে, তার সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে, সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে, এবং ঈগলের প্রচন্ড গতির কারনে, কাঁক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে, ঈগলের ঘাড় থেকে, দ্রুত খসে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে, আপনার জীবন চলার পথে, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক কাঁক, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে, সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকেরা, দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে........

10/06/2023

New Erensan Boiler running.

19/04/2023

মোঃ নুরুজ্জামান।
বাড়ী: কুতুবউদ্দিন ভূঁইয়া বাড়ী। পূর্ব ইছাখালী, মিরসরাই চট্টগ্রাম। বয়লার দূর্ঘটনা শরীরের অনেক অংশ পুড়ে যায়। বর্তমান ঢাকা মেডিক্যাল ভর্তি আছে।

19/04/2023
04/04/2023

Knitting machines cylinder Change is going on.

 #হে আল্লাহ মাফ করো..!! এবার বঙ্গবাজারে আগুন...!!সবই শেষ, এক্কেবারে শেষ; কেউ কিচ্ছু বের করতে পারে নাই।ভয়াবহ আগুনে দাউ দা...
04/04/2023

#হে আল্লাহ মাফ করো..!! এবার বঙ্গবাজারে আগুন...!!
সবই শেষ, এক্কেবারে শেষ; কেউ কিচ্ছু বের করতে পারে নাই।
ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলছে বঙ্গবাজার মার্কেট...!!!
পানি দিয়ে আগুন নাকি নিভানো সম্ভব হচ্ছে না। ধারণা করা যাচ্ছে,"আগুন জ্বলতে জ্বলতে যদি একটা সময় নিভে যায়...!!!
দ্রুত বেড়ে চলেছে বঙ্গবাজার মার্কেটের আগুন, পুড়ে ছাই হচ্ছে দোকান...!
হে আল্লাহ তুমি মাপ করো।
হে মালিক হেফাজত করো...!

 #অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসা...
03/04/2023

#অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।

আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।

আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।

আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এই না সেই সবচেয়ে সফল ব্যক্তি।

সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এই না সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।

ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এই না সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।

কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন সৃষ্টিকর্তাই সর্বোত্তম পরিকল্পনাকারী।

 #জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়...
03/04/2023

#জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept” অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে।
"Seizing the opportunity.” Daring to take রিস্কস..!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ।

02/04/2023

Knitting machines installation work is going on.

01/04/2023

Enjoy rain

 #সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই ...
26/02/2023

#সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

#১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
#২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

#৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

#চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

#আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।🇧🇩🇧🇩

Wood boilerMade in turkey
05/02/2023

Wood boiler
Made in turkey

26/01/2023

Erensan Boiler... DTG

ESB Erensan Boiler
23/01/2023

ESB
Erensan Boiler

Erensan boiler burner installing successfully. Made in Turkey
18/01/2023

Erensan boiler burner installing successfully.
Made in Turkey

নিউইয়র্কের রাস্তায় তোলা এই ছবিটা। মহিলাটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় এসে ট্যাক্সিতে উঠে, ট্যাক্সির ড্রাইভার ছিলেন একজন চাইনিজ...
13/01/2023

নিউইয়র্কের রাস্তায় তোলা এই ছবিটা। মহিলাটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় এসে ট্যাক্সিতে উঠে, ট্যাক্সির ড্রাইভার ছিলেন একজন চাইনিজ। মহিলাটি উঠার পর তার দিকে হতবাক হয়ে তাকায়ে থাকতে দেখলে তিনি জিজ্ঞেস করেন, এভাবে তাকিয়ে আছো কেনো, কোনোদিন নগ্ন নারীদেহ দেখোনি?
তখন চাইনিজটি উত্তর দিলো— আমি তোমার নগ্নতা দেখছিনা, আমি তোমাকে দেখে ভাবছি, তোমার কাছে তো টাকা রাখার কোনো ব্যাগ /পকেট নাই।
তুমি আমার ভাড়া পরিশোধ করবে কিভাবে?
#গল্প থেইকা কী শিখলেন?
চাইনিজরা এ'কারণেই এতো উন্নত, আমরা হইলে তো নগদে, কিন্তু ওদের কাছে সবার আগে বিজনেস।

02/01/2023

একজন বয়লার চালোক লাগবে, যারা চাকরিটা করতে চান, ইনবক্স করেন।
Location: Kashimpur, Gazipur.

04/12/2022

Erensan Boiler.
Made in Turkey.
Er****on work is going on.

EFFE stender machines Fire burner.
27/11/2022

EFFE stender machines Fire burner.

27/10/2022
Dyeing machine spare parts
07/10/2022

Dyeing machine spare parts

28/09/2022

Canlar Dyeing machine project going on work.

Boiler burner controller Brand: Honeywell Model No: BC2000Now have stock any person need  contract us.01730914816
23/09/2022

Boiler burner controller
Brand: Honeywell
Model No: BC2000

Now have stock any person need contract us.
01730914816

Boiler burner controller Mode no: R4780CAny person need contract us.01730914816
23/09/2022

Boiler burner controller
Mode no: R4780C

Any person need contract us.
01730914816

Boiler Base Placement work on going.Brand: ErensanMade in Turkey
23/09/2022

Boiler Base Placement work on going.
Brand: Erensan
Made in Turkey

Burner Controller
05/08/2022

Burner Controller

05/08/2022

Boiler Burner controller new install

31/07/2022

Dayer machines

31/07/2022

Dyeing project on going

My first working project. New dyeing machines.
28/06/2022

My first working project. New dyeing machines.

CANLARMade in Turkey Now running Erector work
25/05/2022

CANLAR
Made in Turkey
Now running Erector work

Water flow meter Made in Turkey
24/05/2022

Water flow meter
Made in Turkey

Made in Germany
19/05/2022

Made in Germany

Boiler Feed Pump
10/05/2022

Boiler Feed Pump

Brand: ErensanOrgin: Made in Turkey
11/04/2022

Brand: Erensan
Orgin: Made in Turkey

03/04/2022

Alhamdulillah, 100 years old ‘Boiler Act, 1923’ changed by ‘Boiler act, 2022’.

Address

Nikunja/2
Dhaka
1229

Telephone

+8801789100010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boiler sale service center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boiler sale service center:

Videos

Share

Nearby media companies