বুটিক্স এর ড্রেস নিয়ে লাইভে
উদ্যোক্তা হওয়া একটা ইচ্ছে না হওয়া পর্যন্ত লেগে থাকুন🙂
সারা দেশের ৬৪ জেলার ও প্রবাসের সবাইকে বলছি – আপনার একটা টার্গেট সেট করেন যে, আগামী ৬ মাসের মধ্যে আপনি উদ্যোক্তা হবেন বা ব্যবসা শুরু করবেন।
প্রতিদিন একবার নিজেকে এই কথাটা বলেন, “আমি উদ্যোক্তা হতে চাই” বার বার বলেন। আপনার প্রতিদিনের ভাবনা, স্বপ্ন ও কল্পনা আপনার ভাগ্যে লিখা হয়ে সাহস করা ছাড়া উদ্যোক্তা হওয়া যায় না।
উদ্যোক্তা হওয়া একটি ইচ্ছে, না হওয়া পর্যন্ত লেগে থাকা।
খুব ছোট করে শুরু করেন, ৫০০০-১০,০০০ দিয়েও যে কোন উদ্যোগ শুরু করা যায়, একদিন বড় হবেন ইনশাল্লাহ।
হাজারো গল্প আছে যারা ৫-১০,০০০ বা ২০-২৫,০০০ টাকা দিয়ে শুরু করে ১-২ বছরের মধ্যেই মাসে লাখ টাকা সেল করছেন।
সাহস করে শুরু করে দিতে হবে -
" আপনার অনুপস্থিতিতে মানুষ আপনার সম্পর্কে যা বলে সেটাই আপনার ব্রান্ড "
---জেফ বেজোস
স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, এবং লেগে থাকুন... সফলতা আসবেই ‼️
অরজিনাল পেটেল অরজিনাল কালামকার
আসুন বিজনেস নিয়ে আলোচনা করি ‼️
সবাই সাপোর্ট করুন প্লিজ 🙏