প্রীতি লতা

প্রীতি লতা জীবন সুন্দর! Dhaka, Bangladesh.

15/01/2025

একটি রাত্রি কেন হয়ে ওঠে এতাে দীর্ঘ দীর্ঘ রাত

14/01/2025

আমাকে অনলাইনে না পেলে কেউ অস্বস্তিবোধ করবে, আমাকে ছাড়া তার ইনবক্স ফাঁকা, ফোন করে বলবে অনলাইনে আসো না কেন! তোমাকে ছাড়া একটুও ভাল্লাগে না!! সরি বস আমি কারো কাছে এতটাও ইম্পর্ট্যান্ট না।

জাদুর বাংলাদেশী ভার্সন।☺️
14/01/2025

জাদুর বাংলাদেশী ভার্সন।☺️

13/01/2025

যতক্ষণ অনলাইনে থাকবেন, ভারচুয়াল জগতেটা আপন। যখনই অফলাইনে যাবেন, সব যেনো মিথ্যা আকর্ষন।

12/01/2025

ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময়,
মেনে নেয় তার পরাজয়,
জীবন পড়ে ধূলোতে হারিয়ে সঞ্চয়।

12/01/2025
আমাদের যা দরকার তা হল শান্তিময় মন এবং শান্ত পরিবেশ। 🍂
11/01/2025

আমাদের যা দরকার তা হল শান্তিময় মন এবং শান্ত পরিবেশ। 🍂

11/01/2025

লিউকেমিয়ার লক্ষণ

লিউকেমিয়ার লক্ষণগুলি লিউকেমিয়া ক্যান্সারের মঞ্চে এবং তার ধরণের ব্যক্তির থেকে পৃথক পৃথক হতে পারে। সাধারণ লিউকেমিয়ার লক্ষণ ও লক্ষণগুলির মধ্যে রয়েছে:

জ্বর বা ঠান্ডা লাগা

অবিরাম ক্লান্তি এবং দুর্বলতা

ঘন ঘন বা গুরুতর সংক্রমণ

কোন প্রকার প্রচেষ্টা ছাড়াই কঠোর ওজন হ্রাস

ফুলে যাওয়া লিম্ফ নোড, বর্ধিত লিভার বা প্লীহা

সহজে রক্তপাত বা ক্ষতস্থান

বারবার নাকফোঁড়া

আপনার ত্বকের ক্ষুদ্র লাল দাগ যা পেটেকিয়া বলে।

অতিরিক্ত ঘাম, বিশেষত রাতে।

হাড়ের ব্যথা বা কোমলতা।

লিভার বা প্লীহা বৃদ্ধি।

বান্ধবী যখন প্রথম বিদেশ যায়।
10/01/2025

বান্ধবী যখন প্রথম বিদেশ যায়।

09/01/2025

টাকার পরিমাণ কম থাকলে, রক্তের সম্পর্কের আত্মীয়-স্বজনেরাও; বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়.!🙂

অধিকার না পেলে মানুষ মরে না। অধিকার পেয়ে অধিকার হারায় ফেললে মানুষ ছটফট করে মরে। যারে স্পর্শ করার স্পর্ধা হয় নাই কখনো, দূ...
08/01/2025

অধিকার না পেলে মানুষ মরে না। অধিকার পেয়ে অধিকার হারায় ফেললে মানুষ ছটফট করে মরে। যারে স্পর্শ করার স্পর্ধা হয় নাই কখনো, দূর থেকে তারে দেখলে কেবল আফসোস হয়, নরক যন্ত্রণা হয় না।

07/01/2025

কেন নিয়ম ভা'ঙা যায় না?
কাউকে খুব করে মন চাইলেও, সুখে থাকার তাগিদে নিয়ম ভে'ঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না?

কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও, কেন নিয়ম ভে'ঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন।
কাউকে জড়িয়ে ধরার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও কেন নিয়ম ভে'ঙে তাকে জড়িয়ে ধরা যায় না?

কারো জন্য প্রচন্ড কষ্ট হলেও, কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয়?
কেন সামনে গিয়ে প্রকাশ করা যায় না?
কারো হাত ধরে শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না?

কারো জন্য বুকের ভিতর আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভে'ঙে প্রকাশ করা যায় না?
বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছে করলেও স্পষ্ট ভাবে জেনে গেছি নিয়ম ভে'ঙে থাকা যায় না...

কেন কিছু নিষ্ঠুর নিয়মের তি'ক্ত দায়ভারে ভেতরটা ভে'ঙে চু'রে যায়?
নিয়ম কি জীবনের থেকেও বেশি মূল্যবান?

কেন নিয়ম ভা'ঙা যায় না?

একজন বিয়ে করে অন্যজনের বউকে।অন্যজন বিয়ে করে আরেকজনের প্রেমিকাকে।পৃথিবী আসলে গোল!🌏🫠
06/01/2025

একজন বিয়ে করে অন্যজনের বউকে।অন্যজন বিয়ে করে আরেকজনের প্রেমিকাকে।পৃথিবী আসলে গোল!🌏🫠

জুলাইয়ে যখন শত শত শিক্ষার্থী মা"রা যাচ্ছিল তখন এই প্রাণীটি কই ছিলো?ফিলিস্তিনের এমন খারাপ অবস্থা দেখেও কীভাবে প্রাণীটি পা...
05/01/2025

জুলাইয়ে যখন শত শত শিক্ষার্থী মা"রা যাচ্ছিল তখন এই প্রাণীটি কই ছিলো?
ফিলিস্তিনের এমন খারাপ অবস্থা দেখেও কীভাবে প্রাণীটি পারল কোকাকোলা প্রমোট করতে?
টাকার জন্য চিট করা নারীর সাথে গিয়ে বেহাইয়ার মতো অভিনয় করতে যায়।
এরপরেও এতো হাইপ প্রাণীটিকে নিয়ে।
চাঁদের আলো আপনাদের নিতম্বতে ডু"কিয়ে রাখুন। ধন্যবাদ

05/01/2025

Big shout-out to my newest top fans! জহির হোসেন

05/01/2025

২০২৫ সালে নিজেকে সম্মান করার উপায়

১. যে আপনাকে খোঁজে না, তাকে খোঁজার চেষ্টা বন্ধ করুন।
২. কারও কাছে ভিক্ষা চাওয়া বা অনুনয়-বিনয় করা বাদ দিন।
৩. প্রয়োজনের বেশি কথা বলা বন্ধ করুন।
৪. কেউ আপনাকে অসম্মান করলে, সঙ্গে সঙ্গে তাদের মোকাবেলা করবেন না।
কেউ অপমান অসম্মান করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার নেই, সময় আসুক, সময় ঠিক উত্তর দেবে, আল্লাহ উপর ভরসা রাখুন,তিনি ঠিক উত্তর দিবেন।
৫. অন্যের খাবার খাওয়ার আগে ভাবুন, তারা কি আপনার খাবার খায়?
৬. এমন কারও বাসায় যাওয়া কমিয়ে দিন, যারা আপনার সঙ্গে তা করেন না।
৭. নিজের মধ্যে বিনিয়োগ করুন। নিজেকে সুখী রাখুন।
৮. অন্যদের সম্পর্কে গসিপ শোনা বন্ধ করুন।
৯. কথা বলার আগে চিন্তা করুন। মানুষের ৮০% মূল্যায়ন হয় আপনার মুখ থেকে কী বের হয় তার ওপর।
১০. সবসময় সেরা দেখাতে চেষ্টা করুন। পোশাকেই আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে।
১১. সফল হোন। নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন।
১২. নিজের সময়ের মূল্য দিন।
১৩. এমন সম্পর্কে থাকবেন না যেখানে সম্মান ও মূল্যায়ন পান না। প্রয়োজনে সরে আসুন।
১৪. অন্যের উপর খরচ করতে শিখুন। তবেই অন্যরা আপনার উপর খরচ করতে শিখবে।
১৫. মাঝে মাঝে নিজের অনুপস্থিতি অনুভব করান।
১৬. গ্রহণের চেয়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
১৭. যেখানে আমন্ত্রণ পাননি, সেখানে যাবেন না। আমন্ত্রণ পেলে, সময়মতো চলে আসুন।
১৮. মানুষকে সেইভাবেই আচরণ করুন, যেমনটা আপনি তাদের কাছ থেকে আশা করেন।
১৯. তারা যদি আপনাকে টাকা না ধার করে থাকে, তবে দুবার কল করাই যথেষ্ট। আপনাকে মূল্য দিলে তারা নিজে থেকেই ফিরবে।
২০. যা করেন, তাতে দক্ষ হোন।

সুখী ও সম্মানিত থাকুন!

একঝাক পরিযায়ী পাখি এসে বলল ওরা থেকে যাবে শুধু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকু পেলে। তাদের বললাম ফিরে যাও-এটা আতশবাজির দেশ...
31/12/2024

একঝাক পরিযায়ী পাখি এসে বলল ওরা থেকে যাবে শুধু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকু পেলে।

তাদের বললাম
ফিরে যাও-এটা আতশবাজির দেশ।

— ডা. মেহেদী হাসান (হাফি.)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রীতি লতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রীতি লতা:

Videos

Share