31/07/2017
লাতিন আমেরিকার কথাসাহিত্য, আচমকাই একদিন, বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে সারা পৃথিবীতে যে আলোড়ন তুলেছিল, তার কথা আজ আর কারোই অজানা নেই। কিন্তু কোনোকিছুই তো একদিন আকাশ থেকে মাটিতে পড়ে যায় না — পেছনে থাকে অনেক দিনের প্রচেষ্টা, আর সেটা ঢাকঢোল পিটিয়ে ও আগাম ঘোষণা করে হয় না — প্রায় যেন আমাদের অগোচরেই ধীরে ধীরে সেটা তৈরি হয়ে যেতে থাকে — যেমন তৈরি হন লেখক, তেমনি তৈরি হন পাঠকও। ইতিহাসের নানান হুলুস্থুলের মধ্যে সে কিন্তু নিজের রূপ, নিজের আকার, নিজের আয়তন লাভ করে। এমনটাই ঘটেছিল লাতিন আমেরিকায়। কিন্তু লাতিন আমেরিকা তো ছোট্ট একটা ভূখণ্ড নয় — আস্ত একটা মহাদেশই। তাকে তার নিজের রূপ খুঁজে পাবার জন্যে লড়তে হয়েছে, রাজনৈতিকভাবে — উপনিবেশবাদের বিরুদ্ধে। আর সেই লড়াইয়ের একটা রূপ ছিল সাংস্কৃতিক সংগ্রাম; অন্যদের অনুসরণ করা নয়, বরং নিজের সত্যিকার কণ্ঠস্বর খুঁজে পাওয়া — ধ্বনি-প্রতিধ্বনির বাইরে। আর সেটা করতে হয় একেবারে ছেলেবেলা থেকেই, কৈশোর থেকেই — বড়ো হয়ে যাবার পর কিন্তু চট করে নিজেকে বদলানো যায় না — বদলাতে হয় অল্পবয়েস থেকে, কল্পবয়েস থেকেই। একটা কথা তো চলতিই আছে : ব্যাক দেম ইয়াং — লাতিন আমেরিকার লেখকদের সেই আত্ম-আবিষ্কারের চেষ্টার নানারকম বেশভূষা আছে : ভাষা তো বাইরে-থেকে-এসে এস্পানিওল বা পর্তুগিজ — কিন্তু কত-যে জনজাতি আছে, তাদের মুখের বুলি যে কত রকম, তার ভৌগোলিক অবস্থান যেমন আছে, তেমনি আছে কালানুক্রমিক বিবর্তন। আর নিজেকে আবিষ্কার করার এই অন্তহীন প্রয়াসের নিদর্শন থেকে যায় ছোটোদের জন্যে লেখা তাঁদের গল্প-কাহিনী-কথা ও গাথায়। এই সংকলনে সেই রকম কিছু লেখা রইলো, যার ভেতরে কিন্তু আত্মগোপন করে আছে নিজেকে আবিষ্কার করার নানান উদ্যোগ আয়োজন। শুধু ছোটোদেরই পড়ার জন্যে হয়তো নয় — যে-কোনো ভালো লেখাই ছোটো-বড়ো সকলেরই মনোযোগ আকর্ষণ করে। আর এই সংকলনও তা-ই করবে বলে আমার বিশ্বাস।
--- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
বইটির ই-ভাসর্ন পেতে ক্লিক করুন : http://bengaleboi.com/book/322/