Robel Dhamrai BD

Robel Dhamrai BD সকল প্রকার ইলেকট্রিক, স্যানিটারি পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ।
রোবানা ইলেকট্রিক এন্ড স্যানিটারি
ধামরাই বাজার, ধামরাই ঢাকা।
০১৮১৯১৪৯১৭৬ , ০১৯৪৪৮৫৭৪৬৪

24/11/2024

কফি সম্পর্কে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এটা খুব ফ্যাটি এবং শরীরের জন্য ক্ষতিকর। আসলে, বিষয়টা এত সরল নয়।
কফি কি ফ্যাটি?
* পরিশোধিত কফি: পরিশোধিত কফি, যেমন ব্ল্যাক কফি, মূলত পানি। এতে কোনো ফ্যাট নেই।
* দুধ ও চিনি মিশ্রিত কফি: যখন আপনি কফিতে দুধ বা ক্রিম যোগ করেন, তখনই ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বাড়ে। কারণ দুধ এবং ক্রিমে ফ্যাট থাকে।
কফি কি শরীরের জন্য ক্ষতিকর?
* উপকারিতা: মধ্যমাত্রায় কফি খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও, কফি শারীরিক ও মানসিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
* ক্ষতি: অতিরিক্ত কফি খাওয়া বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন:
* অনিদ্রা: কফিতে থাকা ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
* অ্যাসিডিটি: খালি পেটে কফি খাওয়া পেটে অ্যাসিডিটি বাড়াতে পারে।
* হৃদস্পন্দন বৃদ্ধি: অতিরিক্ত ক্যাফিন হৃদস্পন্দন বাড়াতে পারে।
* চিন্তা বা উদ্বেগ: কিছু লোকের ক্ষেত্রে কফি চিন্তা বা উদ্বেগ বাড়াতে পারে।
সুতরাং, কফি খাওয়ার ক্ষেত্রে মাঝারিপথ অনুসরণ করা উচিত।
* দিনে ২-৩ কাপ: সাধারণত দিনে ২-৩ কাপ কফি খাওয়া নিরাপদ বলে মনে করা হয়।
* দুধ ও চিনির পরিমাণ কমান: দুধ ও চিনির পরিমাণ কমিয়ে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ কমানো যেতে পারে।
* খালি পেটে না খাওয়া: খালি পেটে কফি খাওয়া এড়াতে হবে।
* ব্যক্তিগত সহনশীলতা: প্রত্যেকের শরীর আলাদা। কারও কারও ক্ষেত্রে কফি খাওয়ার পর কোনো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই নিজের শরীরকে বুঝে কফি খাওয়া উচিত।
সারসংক্ষেপ:
কফি নিজেতে ফ্যাট থাকে না। তবে দুধ, ক্রিম বা চিনি মিশ্রিত কফিতে ফ্যাট থাকে। মধ্যমাত্রায় কফি খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত কফি খাওয়া বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কফি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

09/11/2024
09/11/2024
আজ নতুন এক সুন্দর দিন,  প্রার্থনা করি সবার জন্য এই দিনটি সুখময়, আনন্দময়, উদ্দিপ্ত এবং সাফল্যময় হোক। সকালের এই প্রভাতে...
04/11/2024

আজ নতুন এক সুন্দর দিন, প্রার্থনা করি সবার জন্য এই দিনটি সুখময়, আনন্দময়, উদ্দিপ্ত এবং সাফল্যময় হোক। সকালের এই প্রভাতে ফুলের মতো সুন্দর থাকুক সবাই, আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হোক। হেসে হেসে এই আজকে নতুন কিছু মজা নিয়ে আসুন, জীবনের সৌন্দর্য উপভোগ করুন। শুভ সকাল!

MD Robel Dhamrai
Rafiqul Islam Dhamrai

আমার মেয়ের রেজাল্ট দেখে অনেক অনেক খুশি ও আনন্দিত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ।ছোট থেকে বড় পর্যন্ত ...
15/10/2024

আমার মেয়ের রেজাল্ট দেখে অনেক অনেক খুশি ও আনন্দিত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ।
ছোট থেকে বড় পর্যন্ত সব পরিক্ষায় আলহামদুলিল্লাহ GPA-5.


MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai Sharmin Simu

13/10/2024

আগামী ১৭-১০-২০২৪ তারিখ পর্যন্ত RR Kabels সর্বোচ্চ কমিশনে দেওয়া হবে কারো লাগলে যোগাযোগ করুন।
রোবানা ইলেকট্রিক এন্ড স্যানিটারি, ধামরাই বাজার, ধামরাই, ঢাকা।

Gang Switch স্বল্প মূল্যে বিক্রয় করা হয়।    MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai
11/10/2024

Gang Switch
স্বল্প মূল্যে বিক্রয় করা হয়।


MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai

০৯-১০-২০২৪গাজী পাম্প TAIFU, ডিলার কনফারেন্স হোটেল ফারস্  MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai
09/10/2024

০৯-১০-২০২৪
গাজী পাম্প TAIFU, ডিলার কনফারেন্স হোটেল ফারস্


MD Robel Dhamrai
Rafiqul Islam Dhamrai

ঘোড়ায় চড়িয়া মর্দা বসিয়া রহিল 😆😆😆 MD Robel DhamraiRafiqul Islam Dhamrai
03/10/2024

ঘোড়ায় চড়িয়া মর্দা বসিয়া রহিল 😆😆😆


MD Robel Dhamrai
Rafiqul Islam Dhamrai

হোটেল নূরজাহান, সিলেট 03.10.2024 MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai
03/10/2024

হোটেল নূরজাহান, সিলেট
03.10.2024


MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai

পল্লী বিদ্যুৎ মিটারের ব্যাটারীর কাজ কি ?? ব্যাটারি কাজ হল , বিদ্যুৎ চলে গেলেও মিটারকে সক্রিয় রেখে date and time ঠিক রাখে...
12/09/2024

পল্লী বিদ্যুৎ মিটারের ব্যাটারীর কাজ কি ??

ব্যাটারি কাজ হল , বিদ্যুৎ চলে গেলেও মিটারকে সক্রিয় রেখে date and time ঠিক রাখে। লো থাকতে থাকতে এক সময় মিটারটা বন্ধ হয়ে যাবে।
তাই দ্রুত নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে প্রিপেইড মিটারের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করুন।

তারা গিয়ে ব্যাটারী পাল্টে দিবে।
অথবা
আমাদের কাছেই রোবানা ইলেকট্রিক এন্ড স্যানিটারিতেই পল্লী বিদ্যুত মিটারের ব্যাটারি পাওয়া যায় ।


MD Robel Dhamrai Rafiqul Islam Dhamrai

Address

Dhaka
1350

Alerts

Be the first to know and let us send you an email when Robel Dhamrai BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robel Dhamrai BD:

Share