Bhanga City

Bhanga City যেকোন ধরনের তথ্য পাঠাতে পেইজের ইনবক্স বা মেইল এর মাধ্যমে যোগাযোগ করুন
ই-মেইল : [email protected]

*** এক নজরে ভাঙ্গা সিটি ***

জেলা : ফরিদপুর

উপজেলা : ভাঙ্গা

সীমানা : উত্তরে নগরকান্দা ও সদরপুর উপজেলা, পূর্বে মাদারীপুর জেলার শিবচর উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং পশ্চিমে
নগরকান্দা উপজেলা!

আয়তন : ২১৬.৩৪ বর্গ কিলোমিটার!

ইতিহাস : ভাঙ্গা কুমার নদীর পাড়ে অবস্থিত! কথিত আছে কুমার নদীর পাড়ে কুমারগঞ্জ নামে একটি বিরাট হাট বসত! কোনো এক সময় হাটকে কেন্দ্র করে কুমার নদীর এপার ও

পারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব লাগে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে ওপারের লোকজন কুমারগঞ্জের হাট ভেঙ্গে ওপারের হাট চালু করে! চালুকৃত হাটকেই ভাঙ্গার হাট নামে নামকরণ করা হয়! এ থেকেই ভাঙ্গা উপজেলার উৎপত্তি!

জনসংখ্যা : ২,৩২,৩৮৬ জন (প্রায়)
পুরুষ : ২,৩৪,৪৯৬ জন (প্রায়)
মহিলা : ২,৩০,২৭৬ জন (প্রায়)

মোট ভোটার সংখ্যা : ১,৪৭,৭৩৭ জন
পুরুষ ভোটার সংখ্যা : ৭০৫৩১ জন
মহিলা ভোটার সংখ্যা : ৭৭২০৭ জন

পৌরসভা : ০১ টি

ইউনিয়ন : ১২ টি

ইউনিয়নসমূহ :
ঘারুয়া ইউনিয়ন,
আলগী ইউনিয়ন,
হামিরদী ইউনিয়ন,
চুমুরদী ইউনিয়ন,
মানিকদহ ইউনিয়ন,
নুরুল্লাগঞ্জ ইউনিয়ন,
কাউলিবেড়া ইউনিয়ন,
নাছিরাবাদ ইউনিয়ন
আজিমনগর ইউনিয়ন,
কালামৃধা ইউনিয়ন,
চানদ্রা ইউনিয়ন,
তুজারপুর ইউনিয়ন

আরও জানতে ভিজিট করুন : http://bhanga.faridpur.gov.bd/

16/01/2025

এক্সপ্রেসওয়েতে সিগনাল দিয়ে বাইক থামানোর চেষ্টা, বাইকটি থামতে গেলে পেছন থেকে বাসের ধাক্কা। বাইকারের মৃত্যু। দোষ কার?

কিছুক্ষণ আগের ঘটনা, মোটর সাইকেল আরোহীর শরিরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাইওয়ে এর উপর! এই রকম ভয়াবহ মৃত্যু থেকে আল্...
16/01/2025

কিছুক্ষণ আগের ঘটনা, মোটর সাইকেল আরোহীর শরিরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাইওয়ে এর উপর!

এই রকম ভয়াবহ মৃত্যু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন!

বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে, অপেক্ষা করুন, এই পোস্টের কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে

তথ্য এবং ছবি পাঠিয়েছেন : সিয়াম মাহমুদ

16/01/2025

এ বছর ভাঙ্গায় পেঁয়াজের ফলন কেমন হবে বলে আপনাদের ধারণা?

সরকারি কাজী মাহবুবউল্লাহ (কে.এম) কলেজে ৪৩ তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের  ৮ জন প্রভাষক আজ সকালে  যোগদান করেন।আপনার...
15/01/2025

সরকারি কাজী মাহবুবউল্লাহ (কে.এম) কলেজে ৪৩ তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের ৮ জন প্রভাষক আজ সকালে যোগদান করেন।
আপনারাই প্রথম বিসিএস কর্মকর্তা হিসেবে এখানে যোগদান করেছেন, সুতরাং ভাঙ্গাবাসী কামনা করে আপনারা কলেজের শিক্ষার সার্বিক মান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ।

ভাঙ্গাবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন।

আজকের চিত্র। প্রহসনের শেষ কোথায়? থামবে কবে এই নৈরাজ্য?
15/01/2025

আজকের চিত্র। প্রহসনের শেষ কোথায়? থামবে কবে এই নৈরাজ্য?

14/01/2025

যারা বিচার সালিশ করতে গিয়ে গরীবের থেকে বা ধনীদের থেকে টাকা নিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত দেয়, তারা সম্ভ্রান্ত ফকিন্নির পোলা

14/01/2025

যারা সালিশ করে টাকা খান তাদের বলছি,
ঐ টাকা খাওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক সম্মানের। মানুষের অভিশাপেই জীবন পূর্ণ করেন!

14/01/2025

কিছুক্ষণ আগে বরিশাল রোডে ঢাকাগামী সাকুরা পরিবহন ট্রাকের সাথে সংঘর্ষে খাদে পড়ে যায়। হতাহতর সংখ্যা অনেক। গুরুতর আহতও অনেকে...

আলহামদুলিল্লাহ, নিখোজ ব্যক্তিটিকে খুঁজে পাওয়া গিয়েছে।
14/01/2025

আলহামদুলিল্লাহ, নিখোজ ব্যক্তিটিকে খুঁজে পাওয়া গিয়েছে।

ভাঙ্গায় ডাক্তারের বাড়িতে চাঞ্চল্যকর কেয়ারটেকার হ'ত্যায় তিন ঘাতককে আটক করেছে পুলিশ। ধারণা করা হয় কুপিয়ে এবং শ্বাসরোধ...
14/01/2025

ভাঙ্গায় ডাক্তারের বাড়িতে চাঞ্চল্যকর কেয়ারটেকার হ'ত্যায় তিন ঘাতককে আটক করেছে পুলিশ। ধারণা করা হয় কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

কারো যদি কোন টাকা হারিয়ে থাকে, যথাযথ প্রমান দিয়ে আতিয়ার স্টোর এর থেকে বুঝে নিন!
13/01/2025

কারো যদি কোন টাকা হারিয়ে থাকে, যথাযথ প্রমান দিয়ে আতিয়ার স্টোর এর থেকে বুঝে নিন!

একটি হারানো বিজ্ঞপ্তি :আব্দুল ছালাম ফকির (৯০) নামের এই ব্যক্তি ১৩ জানুয়ারি (সোমবার) সকালে তার নিজ এলাকা থেকে নিখোঁজ হ...
13/01/2025

একটি হারানো বিজ্ঞপ্তি :
আব্দুল ছালাম ফকির (৯০) নামের এই ব্যক্তি ১৩ জানুয়ারি (সোমবার) সকালে তার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মৃত বারেক ফকিরের বড় সন্তান তিনি।
কোন সহৃদয়বান ব্যক্তি এই বৃদ্ধের সন্ধান পেলে বা কোথাও দেখলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন। 01744660708 অথবা 01745329860

শেয়ার করুন, পোস্টটি অন্যের দৃষ্টিগোচর হতে সহায়তা করুন।

গভীরভাবে শোকাহত!
13/01/2025

গভীরভাবে শোকাহত!

13/01/2025

বিকেল আনুমানিক ৫:৪৫ এর দিকে "ভাঙ্গার কালামৃধা সড়কে মটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু,

13/01/2025

আমরা মিস করব এই পরিচিত দলটাকে, ভঙ্গুর বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়েছেন আপনারা। ২০০৬/৭ আর ২০২৫ সালের দেশের ক্রিকেটের সিচুয়েশন এক নয়।
বাংলাদেশকে পরিণত দলে পরিণত করায় আপনাদের জন্য শ্রদ্ধা ❤️

13/01/2025

স্টুডেন্ট দের সাথে ফরিদপুর মিনিবাস মালিক সমিতি কোন প্রতারণা করলো? তারা নোটিশ ঘোষণা করেছে হাফ ভাড়া গ্রহণ করবে। অথচ স্টুডেন্ট দের বাসে তোলায় গড়িমসি করা হয়। হাফ ভাড়া নেওয়া হয় না। বাজে আচরণ করা হয়।
এটি মোটেও সুখকর সংবাদ নয়। বাস চালক-শ্রমিক সিন্ডিকেটের এহেন অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্টুডেন্টরা এখন সম্মিলিত ভয়েস রেইজ না করলে আজন্ম আর সম্ভব নয়। চিরকাল শোষকের বৈষম্যের শিকার হয়ে শোষিতই থাকতে হবে।

13/01/2025

ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে ট্রাফিক কন্ট্রোল এবং জেব্রা ক্রসিং অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। অন্যথায় ঘটবে বড়ো দুর্ঘটনা

Address

Bhanga, Faridpur
Dhaka
7830

Alerts

Be the first to know and let us send you an email when Bhanga City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhanga City:

Videos

Share