14/12/2013
সাবধান!! সাবধান!!! সাবধান!!!
শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির ইস্যুকে সামনে রেখে সরকার আরেকটি নীলনকশা বাস্তবায়ন করতে চাচ্ছে।
সেটি হচ্ছে জামায়াত শিবিরের সকল ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা, জেলা পর্যন্ত নেতৃত্বদানকরী দায়িত্বশীল ভাইদেরকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী পুলিশ RAB, বিজিবি, দিয়ে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা।
তারই ধারাবাহিকতায় লক্ষীপুরে জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফয়েজ আহমদ ভাইকে হত্যা করা হয়েছে।
সেনবাগসহ সারা বাংলাদেশের সকল কর্মী, সাথী, সদস্য, রোকন, সর্বস্তরের দায়িত্বশীল ভাইদের প্রতি অনুরোধ, একা চলাফেরা করবেন না, রাতের বেলা স্থান পরির্বতন করে ঘুমাবেন।
প্রিয় ভাই ও বোনেরা, এখনি যত পারেন এই পোস্টটি শেয়ার করুন।
বেশি বেশি শেয়ারের ফলে হয়তো অনেক বড় ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাবো আর এই ভয়াবহ নাশকতার পরিকল্পনার হাত থেকে আল্লাহ আমাদের সকল দায়িত্বশীল, কর্মী ভাইদেরকে হেফাজত করুক। আমিন।
মন্তব্য: পরকালের পাসপোর্ট লিখেছেন:
এভাবে ঘরে বসে বসে আঙ্গুল চুষায়রত অবস্তায় আওয়ামি জাহিলিয়াতের গুলি খেয়ে মরে যাওয়ার চেয়ে, যদি জান বাঁচাতে চান তাহলে, শিঘ্রই ভিসা লাগিয়ে পাকিস্তান পালিয়ে যান!
না হয় শপথ নিন, আমাদের নেতা কাদের মোল্লা ভাইকে হত্যা করা হয়েছে এবং লক্ষীপুরের জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফয়েজ আহমদ ভাইকে হত্যা করা হয়েছে।
তাই আমরা যত জনের জীবন যায় যাবে, আমাদের নেতা আমিরের মত আওয়ামি জাহিলদের বড় বড় ১০টি মুরতাদকে ধরে ধরে জাহান্নামে পাঠিয়ে দিতেই হবে! — in Dhaka.