25/09/2023
শীর্ষ সংবাদ, বাংলাদেশ::
‘দোষ কি শুধু আমার? আর কারো দোষ নেই? বললেন টিপু মুনশি
জাতীয় সংসদে, সংসদের বাইরে—দ্রব্যমূল্য নিয়ে সমালোচনার তির বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দিকে। এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ কবিতা, ‘যা–কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্ট বেটাই চোর।”’
বাণিজ্যমন্ত্রীকে নন্দ ঘোষের সঙ্গেও তুলনা করা যায়। ঘোষপল্লিতে দুরন্ত কৃষ্ণ যা কিছু করতেন, তার দোষ গিয়ে পড়ত নন্দ ঘোষের ওপর। কৃষ্ণকে পুত্রস্নেহে লালন–পালনকারী নন্দ ঘোষ সব দোষ মাথা পেতে নিতেন।
‘পুরাতন ভৃত্য’ কবিতায় যিনি ‘গিন্নি’র ভূমিকায়, জাতীয় সংসদে তাঁরা বিরোধী দলের ভূমিকায়। পার্থক্য হলো, তাঁরা সবকিছু হারালে প্রশ্ন তোলেন না। তুললেও রয়েসয়ে। আঘাতটা সরাসরি সরকারি দলের ওপর গিয়ে পড়ে, এমন বিষয় তাঁরা ঘাঁটান না। ঘাটালেও নাম নেন না। কিন্তু বাণিজ্যমন্ত্রীকে ১৪ সেপ্টেম্বর তুলোধুনো করেছেন বিরোধী সংসদ সদস্যদের কয়েকজন।
বাণিজ্যমন্ত্রীকে ‘সিন্ডিকেটের হোতা’ বলা হয়, তিনি ব্যবসায়ী, ব্যবসা ভালো বোঝেন—এসব কথাও স্মরণ করিয়ে দেন সংসদ সদস্যরা। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি ব্যবসা শুরুর ২০ বছর আগে রাজনীতি শুরু করেছেন। ব্যবসা না করলে তাঁকে চাঁদা নিয়ে চলতে হতো। আর তাঁর ব্যবসা রপ্তানিমুখী।
এসব তর্কবিতর্ক পার হয়ে পাঠকের জানা দরকার, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কী কী, তার জন্য আর কোনো মন্ত্রণালয় বা মন্ত্রীর দায় আছে কি না।