ছোটদের বই

ছোটদের বই শিশুদের সেরা বই ‘ছোটদের বই’

21/11/2024
সাবধান! দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পৃরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, আমাদের পুলিশ ভাইয়েরা ডিউটিতে ফিরে না আসা ...
08/08/2024

সাবধান!

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পৃরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, আমাদের পুলিশ ভাইয়েরা ডিউটিতে ফিরে না আসা পর্যন্ত আমাদের ঐক্যব্ধভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও মহল্লায় প্রয়োজনে রাত জেগে দলবদ্ধভাবে পাহারা দিতে হবে। নগরীর অনেক এলাকায় দুর্বৃত্তদে সংঘবদ্ধ চক্র ডাকাতি, লুটপাটসহ নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকা ভিত্তিক বসবাসকারীরা জরুরি প্রয়োজনে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারেন। যেকোনো সন্দেহজনক জনসমাগম বা ডাকাতির চেষ্টা হলে দায়িত্বিশীল সেনাবাহিনীর কর্মকর্তাকে ফোনে অবহিত করতে পারেন। গত রাতে এ ধরনের দুএকটি ঘটনায় সোবাহিনী সশস্ত্র হয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছে।

যোগাযোগের জন্য সেনাবাহিনী কর্মকর্তাগণের ফোন নম্বর দেওয়া হলো:

অমর একুশে বইমেলার (২০২৪) খবর সংবাদপত্রের পাতায়================================ছোটদের বই থেকে দুটো নতুন বই বের হয়েছে। রেব...
24/02/2024

অমর একুশে বইমেলার (২০২৪) খবর সংবাদপত্রের পাতায়
================================
ছোটদের বই থেকে দুটো নতুন বই বের হয়েছে।
রেবেকা ইসলামের বই: ‘পরিটা খুব ভালো ছিল’
মিতুল সাইফের আঁকা ও লেখা কমিকস ‘পটলা’

কয়েকটা পত্রিকায় ছাপা হয়েছে সে খবর।

পত্রিকার ছোটদের পাতার সংশ্লিষ্ট সকল সম্পাদকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। (ইত্তেফাক, জনকণ্ঠ, সমকাল, আমাদের সময়, প্রতিদিনের সংবাদ, খবরের কাগজ)

চলছে অমর একুশে বইমেলা ২০২৪। এসেছৈ নতুন  বইও। আর সেসব বইয়ের পাতা উল্টিয়ে নেড়েচেড়ে দেখছেন ক্ষুদে পাঠকেরা।
19/02/2024

চলছে অমর একুশে বইমেলা ২০২৪। এসেছৈ নতুন বইও। আর সেসব বইয়ের পাতা উল্টিয়ে নেড়েচেড়ে দেখছেন ক্ষুদে পাঠকেরা।

অমর একুশে বইমেলা ২০২৪মেলার নতুন বই----------------গল্পের বই : পরিটা খুব ভালো ছিললেখক : রেবেকা ইসলামপ্রচ্ছদ ও অলঙ্করণ: আর...
13/02/2024

অমর একুশে বইমেলা ২০২৪
মেলার নতুন বই
----------------
গল্পের বই : পরিটা খুব ভালো ছিল
লেখক : রেবেকা ইসলাম
প্রচ্ছদ ও অলঙ্করণ: আরিফ কবির
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৪
প্রকাশক: ছালমা রেহানা, ছোটদের বই
মূল্য: ১০০ টাকা

পাওয়া যাবে ছোটদের বইয়ের ৭৫৮ নম্বর স্টলে।

অমর একুশে বইমেলা ২০২৪-----------------------------যথারীতি শুক্র ও শনিবার মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। ছোটদের বইয়ের স্টল...
13/02/2024

অমর একুশে বইমেলা ২০২৪
-----------------------------
যথারীতি শুক্র ও শনিবার মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। ছোটদের বইয়ের স্টল নম্বর ৭৫৮। গত শুক্রবার যেসব শিশুরা ছোটদের বইয়ের স্টলে এসেছিল, ছবিতে তাদের কয়েকজন।

পাওয়া যাচ্ছে ছোটদের বইয়ের স্টলে।
04/02/2024

পাওয়া যাচ্ছে ছোটদের বইয়ের স্টলে।

অমর একুশে বইমেলা ২০২৪।স্টল নম্বর ৭৫৮।প্রধান গেইট সংলগ্ন।মেলায় ছোটদের বইয়ের স্টলে ক্ষুদে পাঠকদের কিছু খণ্ডচিত্র।
04/02/2024

অমর একুশে বইমেলা ২০২৪।
স্টল নম্বর ৭৫৮।
প্রধান গেইট সংলগ্ন।
মেলায় ছোটদের বইয়ের স্টলে ক্ষুদে পাঠকদের কিছু খণ্ডচিত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। মেট্রোরেল থেকে নেমে বাংলা একাডেমির গেইটের উল্টোদিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ। ভেতরে ঢু...
31/01/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। মেট্রোরেল থেকে নেমে বাংলা একাডেমির গেইটের উল্টোদিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ। ভেতরে ঢুকলেই শিশু চত্তর। আশাকরি তখন চোখে পড়বে এই স্টল। সবাইকে সাদর আমন্ত্রণ।

ছড়া, গল্প, কিশোর কবিতা, সভ্যতার গল্প, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ফল, ফুল, মাছ, পাখি, জীবনী আরো কত কি! ছোটদের হরেকরকম ব...
24/01/2024

ছড়া, গল্প, কিশোর কবিতা, সভ্যতার গল্প, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ফল, ফুল, মাছ, পাখি, জীবনী আরো কত কি! ছোটদের হরেকরকম বই নিয়ে বইমেলায় আসছে ছোটদের বই। ছোটোদের বড়োদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।

সাদা সিংহ এবং আমরা==============ছোট বড় সকলের জন্যই লেখেন সালেহা চৌধুরী। তার গ্রন্থ সংখ্যা পঁচাত্তর। ব্রিটেনে স্কুলে পড়...
19/10/2023

সাদা সিংহ এবং আমরা
==============
ছোট বড় সকলের জন্যই লেখেন সালেহা চৌধুরী। তার গ্রন্থ সংখ্যা পঁচাত্তর। ব্রিটেনে স্কুলে পড়াতেন তিনি। কিশোরদের জন্য তিনি উপহার দিয়েছেন একটি অসাধারণ কিশোর উপন্যাস।

এই বইটি আমাদের নিয়ে যায় এক অনবদ্য কিশোর উপন্যাসের ভূবনে।

স্কুলের এক ঘেয়ে খাবার ও জীবন থেকে বাচতে এক বৃষ্টির রাতে লেখিকা তার স্কুল থেকে পালালেন। ঠিক সে সময় তার দেখা হয় এক অচেনা বৃদ্ধার সাথে। তার নাম রোজমেরি। বৃদ্ধা তাকে নিয়ে গেলেন তার বাড়ি। কিন্তু লেখিকার মন তখন অন্য খানে। তিনি মেঘের ভিতর দেখতে পেলেন সিংহের মত কিছু। নীল আর দুধ সাদায় অপরুপ। বৃদ্ধা তাকে শোনালেন অসাধারণ এক গল্প। এ গল্পের মূল চরিত্র পল এ্যান্ড্রুস, রোজমেরি আর একটি সাদা সিংহ। এই তিন চরিত্রকে ঘিরে এগিয়ে চলেছে গল্পটি। পল আর সাদা সিংহের বিচ্ছেদ আর মিলনের গল্প। এ গল্প পশুপাখির প্রতি অগাধ মায়ার গল্প। গল্প শেষে বৃদ্ধা রোজমেরি লেখিকাকে স্কুলে পৌছে দিলে পরদিন সে জানতে পারে রোজমেরি মারা গেছেন ১০-১২ বছর আগে। তাহলে কে শোনাল গল্প লেখিকাকে? এসব কিছু জানতে হলে পড়তে হবে এই চমৎকার বইটি।

অনেকেই তার শিশু সন্তানের বই কেনার আগে সঙ্গকারণেই জানতে চান বইটি গল্পের না কবিতার। কোন বয়সের শিশুর জন্য লেখা ইত্যাদি। বলা...
20/09/2023

অনেকেই তার শিশু সন্তানের বই কেনার আগে সঙ্গকারণেই জানতে চান বইটি গল্পের না কবিতার। কোন বয়সের শিশুর জন্য লেখা ইত্যাদি। বলার অপেক্ষা রাখে না ছোটদের জন্য লেখালেখি যারা করেন তাদের মধ্যে আহমেদ রিয়াজ অন্যতম। শিশু মনস্তত্ত্ব, বয়স ও ব্যাকরণ বুঝে যিনি শুধু লেখেনই না, বরং প্রতিনিয়ত গবেষণা করেন এবং নতুন নতুন চমকপ্রদ গল্প উপহার দেন। আহমেদ রিয়াজের কয়েকটি বই বিভিন্ন সময়ে প্রকাশ করেছে ‘ছোটদের বই’। বইগলোর ভেতরে কি ধরনের ছবি বা লেখা আছে তা সহজে বোঝার জন্য প্রচ্ছদ বা কভার পেইজের পাশাপাশি ভেতরের লেখাও দেওয়া হলো। রকমারি ডট কমের মাধ্যমে বইগুলো অর্ডার করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে। ১৬২৯৭ অথবা ০১৫১৯৫২১৯৭১ নম্বরে ফোন করে।

Shout out to my newest followers! Excited to have you onboard!Sabnam Sultana, Safikul Mistry, Amena Akter, Selina Akter,...
13/09/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Sabnam Sultana, Safikul Mistry, Amena Akter, Selina Akter, পল্লী উন্নয়ন স্বাধীনা, Jannatul Ferdaus Ferdaus, Ruma Akter, Mohsina Mou

আপনার সন্তানকে বই উপহার দিন।
05/09/2023

আপনার সন্তানকে বই উপহার দিন।

অমর একুশে বইমেলা ২০২৩।আর মাত্র কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগেই আমাদের স্টলে আসুন। স্টল নম্বর ৬৫৬।
21/02/2023

অমর একুশে বইমেলা ২০২৩।
আর মাত্র কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে।
শেষ হওয়ার আগেই আমাদের স্টলে আসুন।
স্টল নম্বর ৬৫৬।

বইগুলো ছোটদের। প্রায় সবগুলো বইই সংগ্রহ করতে পারেন ঘরে বসে।
26/07/2022

বইগুলো ছোটদের। প্রায় সবগুলো বইই সংগ্রহ করতে পারেন ঘরে বসে।

বইগুলো ছোটদের। প্রায় সবগুলোই সংগ্রহ করতে পারেন ঘরে বসেই। রকমারিডটকম থেকে।
26/07/2022

বইগুলো ছোটদের। প্রায় সবগুলোই সংগ্রহ করতে পারেন ঘরে বসেই। রকমারিডটকম থেকে।

অমর একুশে বইমেলা ২০২২ এর আজ শেষ দিন।
17/03/2022

অমর একুশে বইমেলা ২০২২ এর আজ শেষ দিন।

Address

Century Arcade (1st Floor), 120 Outer Circular Road, Mogbazar
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880248316494

Alerts

Be the first to know and let us send you an email when ছোটদের বই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছোটদের বই:

Videos

Share

Category