আবহাওয়া সংবাদ পান

আবহাওয়া সংবাদ পান প্রতি দিন আবহাওয়া সংবাদ পেতে আমাদের ?

বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশকিছু, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে! পরবর্...
30/06/2023

বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশকিছু, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে!
পরবর্তী পাশ্ববর্তী বিভাগসহ উক্ত বিভাগের আরও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে!

এগিয়ে আসছে মোখা, ৪ নম্বর স্থানীয় সংকেতআবহাওয়া সংবাদ পান
12/05/2023

এগিয়ে আসছে মোখা, ৪ নম্বর স্থানীয় সংকেত

আবহাওয়া সংবাদ পান

12/05/2023
এলার্ট⚠️আগামী ৬ ঘন্টার মধ্যে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনীসহ ঢাকা ও বরিশাল বিভাগের বেশকিছু স্থানে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্...
22/04/2023

এলার্ট⚠️
আগামী ৬ ঘন্টার মধ্যে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনীসহ ঢাকা ও বরিশাল বিভাগের বেশকিছু স্থানে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে। ইতোমধ্যে অল্প কিছু স্থানে হচ্ছেও।

সিলেট বিভাগবাসী সতর্কতা অবলম্বন করুন। প্রচুর পরিমাণ বজ্রমেঘের বিস্তার ঘটেছে।
20/04/2023

সিলেট বিভাগবাসী সতর্কতা অবলম্বন করুন। প্রচুর পরিমাণ বজ্রমেঘের বিস্তার ঘটেছে।

একটু একটু করে স্বস্তির বার্তা মিলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ্।আগামী ২১/২২ তারিখের দিকে সিলেট বিভাগ দিয়ে বৃষ্টিপাত শুরু...
17/04/2023

একটু একটু করে স্বস্তির বার্তা মিলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ্।
আগামী ২১/২২ তারিখের দিকে সিলেট বিভাগ দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে। যা ধীরে ধীরে বিস্তার লাভ করতে পারে। তারপর বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রথমে বিস্তার লাভ করতে পারে। পরবর্তীতে ধীরে ধীরে ঢাকা বিভাগ ও দেশের অন্যত্র কিছু স্থানে ঝড়-বৃষ্টি ঘটাতে পারে। বলে রাখা ভালো দেশের সব স্থানে কিন্তু এই বৃষ্টিপাত থাকবে না। তবে আরো বলে রাখা ভালো এই বৃষ্টিপাতের সাথে তীব্র বজ্রপাত থাকতে পারে। তাই আকাশে মেঘ দেখলে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।

২১/২২ তারিখ থেকে দেশের গড় তাপমাত্রা খুব ধীরে ধীরে কমতে পারে। তবে আদ্রতাজনিত কারণে তেমন গরম নাও কমতে পারে। যেসকল এলাকায় বৃষ্টিপাত হবে শুধুমাত্র ঐসকল এলাকায় স্বস্তি মিলবে।

এই বৃষ্টিপাত খুবই বিক্ষিপ্ত আকারে হতে পারে বিধায় অনেক সময়ই দেখা যাবে আপনার পাশের এলাকায় বৃষ্টি হয়েছে কিন্তু আপনার এলাকা থেকে বজ্রপাতের আওয়াজ ছাড়া তেমন প্রভাব পড়ছে না।

ধন্যবাদ সবাইকে।

14/04/2023

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১.৭° সেলসিয়াস। যা এই বছরের সর্বোচ্চ।

28/03/2023

আগামী ৪৮ ঘন্টায় দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আরো জানতে সাথেই থাকুন।

25/03/2023

পূর্বাভাস অনুযায়ী দেশের অল্প কিছু সংখ্যক স্থানকে কেন্দ্র করে বজ্রবৃষ্টি হচ্ছে যা আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষদিকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

" আসসালামু আলাইকুম "      💚 🌹 শুভ সকাল 🌹💚☘🍁💐 আজ বৃহস্পতিবার 💐🍁☘   #আজকের_তারিখ_আপটেড" ২৩   শাবান   - ১৪৪৪, হিজরি" ০২   চ...
16/03/2023

" আসসালামু আলাইকুম "

💚 🌹 শুভ সকাল 🌹💚
☘🍁💐 আজ বৃহস্পতিবার 💐🍁☘

#আজকের_তারিখ_আপটেড
" ২৩ শাবান - ১৪৪৪, হিজরি
" ০২ চৈত্র - ১৪২৯, বঙ্গাব্দ
" ১৬ মার্চ - ২০২৩, খ্রিষ্টাব্দ

👉বিভাগ ভিত্তিক আবহাওয়া সাংবাদ
ঢাকা -২৪°
ময়মনসিংহ-২৫.৯°
সিলেট -২৯°
চট্টগ্রাম-২৮.৪°
রাজশাহী- ৩৭°
রংপুর- ৩৫°
খুলনা- ৩৫°
বরিশাল -৩৪.৮°

👉এখন বসন্তকাল।
আজকের দিনটি সবার আনন্দে ও নিরাপদে কাটুক।
#ভালো_থাকুন_সুস্থ_থাকুন।

"💚🌹 জাযাকাল্লাহু খাইরান 🌹💚"

পূর্বাভাস অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বজ্রসহ বৃষ্টি চালু হয়েছে। যা আজ রাজশাহী, ঢাকা, খুলনা, রংপুর বিভাগের অনেক স...
15/03/2023

পূর্বাভাস অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বজ্রসহ বৃষ্টি চালু হয়েছে। যা আজ রাজশাহী, ঢাকা, খুলনা, রংপুর বিভাগের অনেক স্থানে বিস্তার লাভ করতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের উত্তরে রয়েছে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা।
পশ্চিম আকাশে নজর রাখুন।
#আবহাওয়া_সংবাদ_পান

🚩কালবৈশাখী কড়া নাড়ছে বাংলার দরজায়⚠️দেশের উপর বর্তমানে ধুলিময়, শুষ্ক, রুক্ষ আবহাওয়া বিরাজ করলেও আগামী কয়েকদিনের মধ্যেই কা...
11/03/2023

🚩কালবৈশাখী কড়া নাড়ছে বাংলার দরজায়⚠️
দেশের উপর বর্তমানে ধুলিময়, শুষ্ক, রুক্ষ আবহাওয়া বিরাজ করলেও আগামী কয়েকদিনের মধ্যেই কালবৈশাখী ফরমেশন চালু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ১৫ তারিখ সন্ধ্যার পর/রাতেই দেশের অল্প কিছু স্থানে ঝড়/বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর পরবর্তী সপ্তাহের মধ্যেই দেশের বিভিন্ন স্থান দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
সবচেয়ে বেশি প্রভাব থাকবে রংপুর,রাজশাহী ও খুলনা বিভাগের উত্তরাংশে। ময়মনসিংহ,সিলেট বিভাগ থাকবে পরবর্তী স্থানে। মোটামুটি প্রভাব থাকতে পারে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। কম প্রভাব থাকতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে কম প্রভাব থাকবে কক্সবাজার এলাকায়।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে।
#আবহাওয়া_সংবাদ_পান

29/11/2022

দৈনিক আবহাওয়া বার্তা | তারিখ : ২৯ শে নভেম্বর ২০২২ | বার : মঙ্গলবার বাংলা : ১৪ ই অগ্রহায়ণ ১৪২৯, হেমন্তকাল | ৪ ঠা জমাদিউল আওয়াল ১৪৪৪ হিজরি।
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতে পারে আগামি ২৯ শে নভেম্বর দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
▪আকাশ : দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে।
তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতেপারে ও খুলনা বিভাগের দক্ষিণ অংশ।
▪বৃষ্টি : ২৯ শে নভেম্বর কক্সবাজার, বান্দরবান ও এর পার্শ্ববর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতেপারে।
▪২৮ শে নভেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে কোন বৃষ্টি রেকর্ড হয়নি ( bmd)
▪২৮ শে নভেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কুমিল্লা ৩২.৭০° সেলসিয়াস।
ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়া ১৩.২০° সেলসিয়াস। ( bmd)
▪তাপমাত্রা : দেশের দিন ও রাতের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
▪বৃষ্টিবলয় : সক্রিয় নেই
পরবর্তী বৃষ্টিবলয় :
কুয়াশা : দেশের উত্তর ও মধ্য অঞ্চলে নদী অববাহিকার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তেপারে।

দিনের আকাশে ঝলমলে সূর্যের কিরণ : ৩-৪ ঘন্টা
ম্লান সূর্যের কিরণ ৩ থেকে ৬ ঘন্টা, পাওয়া যেতেপারে।
দক্ষিণে কম।

▪সতর্ক সংকেত : নেই
সমুদ্র উত্তাল! নেই
বজ্রপাত : নেই
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই
শৈত্যপ্রবাহ : নেই
▪সূর্যগ্রহণ : ২০ শে এপ্রিল ২০২৩।
চন্দ্রগ্রহণ : ৫ ই মে ২০২৩।

সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ২১ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১১ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৫০ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪২.৬০ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
▪আসুন এক নজরে দেখেনেই আগামী ২৯ শে নভেম্বর দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ৩০° ১৯° সে.
চট্টগ্রাম ৩১° ২৩° সে.
রাজশাহী ২৯° ১৫° সে.
খুলনা ৩০° ১৭° সে.
সিলেট ৩১° ১

🌀ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট🌀আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে সুন্দরবনের নিকটতম উপকূল  থেকে প্রায় ৪৫০ কি.মি দক্ষিনে ...
24/10/2022

🌀ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট🌀
আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে সুন্দরবনের নিকটতম উপকূল থেকে প্রায় ৪৫০ কি.মি দক্ষিনে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কি.মি যা দমকা/ঝড়ো হাওয়ার আকারে ৯৫ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরো কিছুটা শক্তি সঞ্চয় করে আরো উত্তর,উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ আগামীকাল ভোর রাতের মধ্যে বাংলাদেশের খুলনা-ভোলা উপকূলের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ১০০ কি.মি বেগে আছড়ে পড়তে পারে। পরবর্তীতে এটি স্থলভাগে উঠে আসলে দূর্বল হতে শুরু করবে এবং কুমিল্লা, সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশ ক্রস করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্রবন্দরকে ৪ নং হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। সতর্ক সংকেত আরো কিছুটা বাড়তে পারে।
আমাবস্যা ও ঘূর্ণিঝড় এর কারণে দক্ষিনের নদ-নদীর পানি খুব দ্রুত বাড়তে পারে। জোয়ারে পানি স্বাভাবিক এর চেয়ে ৪-৬ ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হতে পারে। উপকূলে জলোচ্ছ্বাস এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর প্রভাবে দেশের দক্ষিনাঞ্চল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃবৃষ্টি চলছে। যা আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বরিশাল,খুলনা,ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষনের সম্ভাবনা থাকছে।

সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।
#আবহাওয়া_সংবাদ_পান

পরবর্তী সপ্তাহেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা। তবে কি খুলনা বিভাগের বৃষ্টির চাহিদা পূরণ হতে...
04/08/2022

পরবর্তী সপ্তাহেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা। তবে কি খুলনা বিভাগের বৃষ্টির চাহিদা পূরণ হতে যাচ্ছে⁉️ জানতে চোখ রাখুন আমাদের পেজে।
বিঃদ্রঃ ঘূর্ণিঝড়ের গুজবে কান দিবেন না। এইরকম কোনো সম্ভাবনা এখনো পাইনি।
#আবহাওয়া_সংবাদ_পান

02/08/2022

খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের সব কয়টি গেট। পানি ১৫ সে.মি বিপৎসীমার উপরে।

রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ২/৩ দিনে আরো বর্ষনের আভাস⛈️
31/07/2022

রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ২/৩ দিনে আরো বর্ষনের আভাস⛈️

🚩ধেঁয়ে আসছে আরো একটি শক্তিশালী বৃষ্টিবেল্ট..সম্ভাব্য সময়সীমাঃ২৮-২৯শে জুলাই হতে ৬-৭ই আগস্ট পর্যন্ত! বিস্তারিত:-এই শক্তিশা...
27/07/2022

🚩ধেঁয়ে আসছে আরো একটি শক্তিশালী বৃষ্টিবেল্ট..

সম্ভাব্য সময়সীমাঃ২৮-২৯শে জুলাই হতে ৬-৭ই আগস্ট পর্যন্ত!
বিস্তারিত:-
এই শক্তিশালী বৃষ্টিবেল্টের প্রভাবে দেশের প্রায় সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে!
⛈️কয়েক ঘন্টা যাবৎ একটানা বৃষ্টিপাত,মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ,হটাৎ করে আকস্মিক ধরনের বৃষ্টিপাত এবং আবার মেঘমুক্ত নির্মল আকাশ,সব ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে উক্ত সময়কালে!
একেইসাথে স্থানভেদে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে!
🌧️⛈️সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে, রংপুর, রাজশাহী (একাংশ),ময়মনসিংহ, সিলেট ও ঢাকা (উওর অংশে)পর্যায়ক্রমে বাকী এলাকাসহ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা (কম)বিভাগের মধ্যে!

সুতরাং বৃষ্টিপাত পাওয়ার জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে!
আবহাওয়া_সংবাদ_পান এর তরফ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হলো!
২৭/০৭/২০২২ইং

20/07/2022

দেশের মধ্যে বৃষ্টিবেল্ট সক্রিয় রয়েছে... যা আগামী ২৪-২৫ই জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে!
🚩রংপুর,ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জায়গায় বেশি সক্রিয় থাকতে পারে!
পরবর্তীতে রাজশাহী, ঢাকা অন্যএ বিভাগের কিছু কিছু /বেশকিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

কমেন্টে আপনাদের বর্তমান অবস্থা সম্পর্কে বলুন..

দেশের মধ্যে বায়ু-চাপের আধিক্য বিরাজ করার জন্য দমকা ও ঝড়োহাওয়া বয়ে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে! এছাড়া দেশের অল্প অল্প ...
12/07/2022

দেশের মধ্যে বায়ু-চাপের আধিক্য বিরাজ করার জন্য দমকা ও ঝড়োহাওয়া বয়ে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে!
এছাড়া দেশের অল্প অল্প জায়গাতে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে!
#আবহাওয়া_সংবাদ_পান

আসুন দেখে নেই আগামীকাল কেমন থাকতে পারে সারাদেশের আবহাওয়া। তবে তার আগে আপনাদের সকলকে আবহাওয়া সংবাদ পান টিমের পক্ষ হতে সক...
09/07/2022

আসুন দেখে নেই আগামীকাল কেমন থাকতে পারে সারাদেশের আবহাওয়া। তবে তার আগে আপনাদের সকলকে আবহাওয়া সংবাদ পান টিমের পক্ষ হতে সকলকে পবিত্র ঈদ উল-আজহার শুভাচ্ছে জানাচ্ছি।
🌜ঈদ মোবারক🌛
ঈদে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে তার ব্যাপারে আপনাদের আগের পোস্টেই বলা হয়েছে। তবুও নতুন করে আবারও বলছি এবারের ঈদটি কাটতে যাচ্ছে ঘর্মাক্ত এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে। অনেকেই ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়তে পারেন। উপকূল, সিলেট ও দেশের অন্যত্র ২/১ স্থানে বিচ্ছিন্নভাবে অল্প কিছু বৃষ্টি হতে পারে।
তো উপভোগ করুন একটি বৃষ্টিহীন, তাপদাহযুক্ত ঈদ।

ধন্যবাদ সবাইকে।
#আবহাওয়া_সংবাদ_পান

ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাসহ অন্যএ অল্প কিছু জায়গায় আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ...
06/07/2022

ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাসহ অন্যএ অল্প কিছু জায়গায় আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে!
#আবহাওয়া_সংবাদ_পান

রোদ-মেঘ, কখনো বা ক্ষুদ্র এলাকাকে কেন্দ্র করে হঠাৎ বৃষ্টি। আবার রোদ। এইরকম আবহাওয়াই থাকতে পারে আরো ২ সপ্তাহ। ওই ২ সপ্তাহ ...
04/07/2022

রোদ-মেঘ, কখনো বা ক্ষুদ্র এলাকাকে কেন্দ্র করে হঠাৎ বৃষ্টি। আবার রোদ। এইরকম আবহাওয়াই থাকতে পারে আরো ২ সপ্তাহ। ওই ২ সপ্তাহ পরই দেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত বাড়তে পারে।
#আবহাওয়া_সংবাদ_পান

বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে! .দেশের অল্প কিছু জায়গাতে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ...
03/07/2022

বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে! .দেশের অল্প কিছু জায়গাতে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (ইতিমধ্যে দু-এক জায়গায় বৃষ্টি চলছে)
#আবহাওয়া_সংবাদ_পান

বর্তমানে কিছু বজ্রমেঘ অবস্থান করছে সাতক্ষীরা ওখুলনা জেলার উপর। পরবর্তীতে সাতক্ষীরা, খুলনা ,বাগেরহাট, পিরোজপুর ,বগুড়া,মো...
21/05/2022

বর্তমানে কিছু বজ্রমেঘ অবস্থান করছে সাতক্ষীরা ওখুলনা জেলার উপর। পরবর্তীতে সাতক্ষীরা, খুলনা ,বাগেরহাট, পিরোজপুর ,বগুড়া,মোংলা, পটুয়াখালী ,ভোলা এর আশেপাশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। স্যাটেলাইটের চিত্রে দেখে নিন মেঘের অবস্থান, সন্ধ্যার পর রাতের মধ্যে থেকে বরিশাল ,চট্টগ্রাম, বিভাগে বজ্রসহবৃষ্টি হতে পারে এখন থেকে আগামী ২৪/৩৬ ঘন্টা ঢাকা,সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

মাদারীপুর ,শরীয়তপুর, লক্ষীপুর, কুমিল্লার একাং চট্রগ্রাম বিভাগে বজ্যপাতসহ বৃষ্টি হতে পারে আর কিছু খনের মধোইআপডেট টাইম: 6...
04/05/2022

মাদারীপুর ,শরীয়তপুর, লক্ষীপুর, কুমিল্লার একাং চট্রগ্রাম বিভাগে বজ্যপাতসহ বৃষ্টি হতে পারে আর কিছু খনের মধোই
আপডেট টাইম: 6.40 am

পূর্বাভাস মতো , রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় দমকা ও ঝড়োহাওয়া সাথে বজ্রসহ বৃষ্টি/শিলা বৃষ্টি...
30/04/2022

পূর্বাভাস মতো , রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় দমকা ও ঝড়োহাওয়া সাথে বজ্রসহ বৃষ্টি/শিলা বৃষ্টি হচ্ছে বা হতে পারে ।

রংপুর বিভাগের উওরাংশে আর কিছু খনের মধোই ঝড়-বৃষ্টির সম্ভাবনা
10/04/2022

রংপুর বিভাগের উওরাংশে আর কিছু খনের মধোই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আগামী ২০/২১শে ফেব্রুয়ারি হতে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে যা পরবর্তীতে ২৬/২৭ ফেব্রুয়ারি ...
17/02/2022

আগামী ২০/২১শে ফেব্রুয়ারি হতে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে যা পরবর্তীতে ২৬/২৭ ফেব্রুয়ারি মধ্যে দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি পাত ঘটাতে পারে ।

আপডেড :১০.৪০AM তারিখ:১৭/০২/২০২২
#আবহাওয়া_সংবাদ_পান

⭕জেকে বসবে শীত⭕➡ আজ দুপুরের পর থেকেই দেশের অনেক স্থানের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। সেই সাথে দেশের উত্তরাঞ্চল থেকে ...
07/12/2021

⭕জেকে বসবে শীত⭕
➡ আজ দুপুরের পর থেকেই দেশের অনেক স্থানের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। সেই সাথে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে নেমে যাবে তাপমাত্রার পারদ। রাত্রিকালীন তাপমাত্রা ১ অংকের ঘরে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে।
#আবহাওয়াসংবাদপান

⭕নিম্নচাপটির কেন্দ্র পশ্চিমঙ্গ উপকূলে অবস্থান করছে এবং ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজকে দুপুর নাগাদ বাংলাদেশের সাত...
06/12/2021

⭕নিম্নচাপটির কেন্দ্র পশ্চিমঙ্গ উপকূলে অবস্থান করছে এবং ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজকে দুপুর নাগাদ বাংলাদেশের সাতক্ষীরা দিয়ে প্রবেশ করতে পারে। তবে এর প্রভাবে এখন বাংলাদেশের উপর প্রচুর মেঘমেলার অবস্থান রয়েছে। যার প্রভাবে ঢাকা,খুলনা,বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী,চট্টগ্রাম, বরিশাল,ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি চলছে। আজ দিনের মধ্যে খুলনা ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষন হতে পারে। আগামীকাল থেকে দেশের আবহাওয়া উন্নতির দিকে যেতে পারে এবং ৮ তারিখ নাগাদ সারাদেশেই বৃষ্টিপাত কমে আসতে পারে। সেইসাথে জাকিয়ে বসতে পারে শীত।
➡️আপনার এলাকার আবহাওয়ার আপডেট জানিয়ে কমেন্ট করুন।

ধন্যবাদ সবাইকে।

ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি🌀➡️দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট লঘুচাপ। যেটি আগামী ২৪ ঘন্টায় আরো পশ...
02/12/2021

ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি🌀
➡️দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট লঘুচাপ। যেটি আগামী ২৪ ঘন্টায় আরো পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং ভারতের ভিশাখাপত্তম উপকূলের কাছাকাছি এসে গভীর নিম্নচাপ/সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উড়িষ্যা উপকূল ঘেষে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে দূর্বল হয়ে আসতে পারে। আপাতদৃষ্টিতে সিস্টেমটির গতিপথ সরাসরি বাংলাদেশের দিকে না থাকলেও এর প্রভাবে সমুদ্র উত্তাল ও উপকূল, ঢাকা,খুলনা,চট্টগ্রাম, রাজশাহী বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে ৪ তারিখের পর থেকে।খুলনা বিভাগে ভারী বর্ষনের সম্ভাবনা থাকছে।

ব্যস্ততার কারণে তেমন আপডেট দিতে পারছি না। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আপনাদের আরো তথ্য দিয়ে সহযোগীতা করার🙏
আরো আপডেট আসছে। চোখ রাখুন আমাদের পেজে।

ধন্যবাদ সবাইকে
#আবহাওয়া সংবাদ পান

🌀মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা বিভাগের দক্ষিনের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে বা...
25/09/2021

🌀মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা বিভাগের দক্ষিনের কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে বা হয়েছে। কিছু এলাকায় রয়েছে তীব্র বজ্রপাত। বজ্রপাত থেকে সাবধানে থাকুন। পরবর্তীতে যশোর,নড়াইলসহ আর কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। আগামী কয়েকদিনে দক্ষিনাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।

ধন্যবাদ সবাইকে

09/07/2021

আবহাওয়ার অবস্থা: বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন
তাপমাত্রা: ২৮ °সে
আদ্রতা: ৭৪ %
সূর্যাস্ত: ০৬:৪৯ সন্ধ্যা
বৃষ্টির পূর্বাভাস: বৃষ্টির সম্ভাবনা নেই

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,বর্তমানে রাজশাহী,খুলনা,চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক/বেশকিছু জায়গায় মাঝারি হতে ভারী বর্ষন হচ্ছ...
19/06/2021

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,বর্তমানে রাজশাহী,খুলনা,চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক/বেশকিছু জায়গায় মাঝারি হতে ভারী বর্ষন হচ্ছে!এছাড়াও বরিশাল,ময়মনসিংহ ও রংপুরসহ বাকি বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে হালকা হতে মাঝারি/ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে।
এখন হতে দিন বা রাতের যেকোনো সময় উক্ত বিভাগুলোসহ দেশের আরও এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে!
⚠️ভারী বর্ষনের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।একেইসাথে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে!
#কমেন্ট করে আপনার এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের জানান!
# আবহাওয়া সংবাদ পান
Updated:08:20AM,19th June 2021

29/03/2021

মহান আল্লাহ তায়ালার কাছে আজকে চাওয়া সবাই কে যেনো তিনি মাফ করে দেন এবং করোনা ভাইরাস থেকে আমাদের দেশে কে রক্ষা করেন আমিন

23/05/2020

আবহাওয়ার পূর্বাভাস জানতে চাইলে 1090 নাম্বারে ফ্রী কল করুন অথবা
আপনার লোকেশন টা কমেন্ট করুন
জানিয়ে দেওয়া হবে
এই পেইজটি লাইক দিয়ে শেয়ার করুন ধন্যবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান বর্তমানে ঘুণিঝড়টি বঙ্গোপসাগরে অবস্থান করছে 21/22 উপকোল এলাকায় আঘাত আনতে পারে
16/05/2020

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান বর্তমানে ঘুণিঝড়টি বঙ্গোপসাগরে অবস্থান করছে 21/22 উপকোল এলাকায় আঘাত আনতে পারে

30/04/2020

সর্বশেষ আবহাওয়া তথ্য সম্পর্কে জানতে ডায়াল করুন *213*446 #
চার্জ: (৳২.৫৫/দিন।)

09/11/2019

ফ্রি কল
আবহাওয়া অধিদপ্তর ফ্রি কল করুন 1090 নম্বরে
24 ঘন্টা আবহাওয়া সংবাদ পান
ও ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সব তথ্য জানোন ও অন্য কে জানান লাইক দিয়ে শেয়ার করুন
ধন্যবাদে আবহাওয়া অধিদপ্তর

Address

Dhaka
2230

Alerts

Be the first to know and let us send you an email when আবহাওয়া সংবাদ পান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবহাওয়া সংবাদ পান:

Share


Other Media/News Companies in Dhaka

Show All