26/03/2024
কোনো এক রমাদানে আমি আপনি হয়তো থাকবো না।😭
অথচ সেদিনও রহমতের বাতাস বয়ে যাবে পুরো পৃথিবীর বুকে-
মাগফিরাতের সুবাসে সুবাসিত হবে পুরো রমাদানের বিকেলগুলো-
নাজাতের নরম রোদ্দুর আছড়ে পড়বে শান্ত ধরণীর বুকে ,
ইফতার সামনে নিয়ে দুফোঁটা অশ্রু ঝরানোর সময়টাও সেদিন হারিয়ে যাবে-
কিন্তু এ গাফেল অন্তর কেন তা বোঝে না?🥹
গাফেল হৃদয়টা এখনোও তার রব্বের আবাধ্যতায় লিপ্ত-🥹
পাপে জীর্ণ-শীর্ণ হয়ে চলছে সবসময়-
কোনো একদিন এই গাফেল হৃদয়টা আফসোস করবে বারবার-
কিন্তু সেদিনের আফসোস আর কান্না তার কোনো কাজে আসবে না-
সেদিন এই গাফেল হৃদয় আফসোস করে বলবে?
হায়! আমি যদি পরকালের জন্য আগেই কিছু প্রেরণ করতাম।😭
সূরা ফাজর-২৪
এই রমাদান'ই হোক আমার আপনার প্রত্যাবর্তনের রমাদান।
🤲......................ইনশাআল্লাহ ,............ 🤲
আল্লাহ সকলকে কবুল করুন। 🤲
🤲.................................... আমিন............................ 🤲