NH Na Z Mul

NH Na Z Mul As Salamu Alaikum
Welcome To NH Page

I'm Not Special
But I'm Just A Limited Edition
Alhamdulillah

26/03/2024

কোনো এক রমাদানে আমি আপনি হয়তো থাকবো না।😭

অথচ সেদিনও রহমতের বাতাস বয়ে যাবে পুরো পৃথিবীর বুকে-
মাগফিরাতের সুবাসে সুবাসিত হবে পুরো রমাদানের বিকেলগুলো-

নাজাতের নরম রোদ্দুর আছড়ে পড়বে শান্ত ধরণীর বুকে ,
ইফতার সামনে নিয়ে দুফোঁটা অশ্রু ঝরানোর সময়টাও সেদিন হারিয়ে যাবে-

কিন্তু এ গাফেল অন্তর কেন তা বোঝে না?🥹

গাফেল হৃদয়টা এখনোও তার রব্বের আবাধ্যতায় লিপ্ত-🥹

পাপে জীর্ণ-শীর্ণ হয়ে চলছে সবসময়-
কোনো একদিন এই গাফেল হৃদয়টা আফসোস করবে বারবার-

কিন্তু সেদিনের আফসোস আর কান্না তার কোনো কাজে আসবে না-

সেদিন এই গাফেল হৃদয় আফসোস করে বলবে?

হায়! আমি যদি পরকালের জন্য আগেই কিছু প্রেরণ করতাম।😭

সূরা ফাজর-২৪

এই রমাদান'ই হোক আমার আপনার প্রত্যাবর্তনের রমাদান।

🤲......................ইনশাআল্লাহ ,............ 🤲
আল্লাহ সকলকে কবুল করুন। 🤲
🤲.................................... আমিন............................ 🤲

09/03/2024

জমিনে এমন কোনো প্রানী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি!!
[সূরা হুদ ০৬]

07/03/2024

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۸۳﴾ۙ
হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।
সূরা বাকারাহ আয়াত - ১৮৩

07/03/2024

বিপদের সময় ঈমানদারের ঈমান স্পষ্ট হয়। সে অনেক বেশি দোয়া করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাড়ার কোনো নিদর্শন দেখতে পায় না। নিরাশার কারণ বেশি হয়ে পড়লেও তার আশা-ভরসা ফুরিয়ে যায় না। কারণ সে জানে কোনটা কল্যাণকর সেটা আল্লাহই ভালো জানেন।

ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[সাইদুল খাত্বের: ৪৩৮]

07/03/2024

যদি বিয়ের দাম ৫ লাখ!
আর জেনা করার দাম ৫০০ টাকা হয়! তাহলে মানুষ বিয়ে নয়'যেনা করবে তাই রাসুলুল্লাহ (সাঃ) বলেন তোমরা বিয়েটা কে সহজ করে দাও।

05/03/2024

বাবার তথ্য — মেয়ের রুমমেট অন্যধর্মের ছিল!
বান্ধবীর তথ্য — মেয়েটা অন্য ধর্মের ছেলেকে ভালোবাসত!

ফলাফল — মেয়েটা ইসলাম ধর্ম ত্যাগ করল!
পরিশেষে — মুর*তাদ হয়ে বেইলি রোডে আগুনে পুড়ে মরলো!

নারী সাংবাদিক বৃষ্টি খাতুন (মুসলিম) থেকে অভিশ্রুতি শাস্ত্রী (হিন্দু) হয়েছিল, অতঃপর; মুর*তাদ হয়ে মৃ*ত্যু! তার ফেইসবুক পোস্টে ইসলামবিদ্বে*ষী অনেক পোস্ট ও দেখা গেছে! এখান থেকে একটা বড় শিক্ষা হলো ভা*গও*য়া লাভ ট্রা*প ও উ*গ্র হি*ন্দুত্ব*বাদীদের ষড়*যন্ত্র! যেটা আপনার আখিরাত তো তচনচ করে দিবেই সাথে দুনিয়াও শেষ হয়ে যাবে!

উম্মাহর বোনদের সর্তক করব এই ভয়াবহ ফাঁদে পা দিবেন না, ইসলামে ছেলে-মেয়ে বন্ধু বলে কিছু নাই! এগুলো পুরোপুরি হারাম! তাই হিন্দু তো দূরের কথা সকল হারাম থেকেই দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করুন!

লেখা: সংগৃহীত।

05/03/2024

নিজের মৃত্যুর মূহুর্তটা, নিজের লাশের গোসল, জানাযায় নিথর শুয়ে থাকা, খাটিয়ায় চড়া, কবরে একা একা গাঢ় অন্ধকারে তোমাকে নিঃসঙ্গ ফেলে রেখে সবার চলে যাওয়ার করুণ পদধ্বনি --- চোখ বুজে এই আসল ধেয়ে আসা বাস্তবতাটা ভাবো। প্রতিদিন কয়েকবার ভাবো। তাহলে বাঁচতে পারবা। বাঁচার মত বাঁচতে পারবা। সঠিক সিদ্ধান্ত নিতে পারবা।

এখনই একবার চোখ বুজে ভেবে নাও। ভিজুয়ালাইজ করো। অনুভব করো। দেখো, বদলে যাবা। নামাজের আগে পাঁচ মিনিট ভাববা। নামাজও বদলে যাবে।
ইনশাআল্লাহ্ ট্রাই করো। কী হয় জানাও।
©Copy

25/02/2024

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’

যেহেতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব ও শাবান মাসে এ দোয়াটি বেশি বেশি পড়তেন। সুতরাং মুসলিম উম্মাহর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।

আল্লাহ্ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক।🤲

11/01/2024

বিয়ে করে ভালোবাসুন,🫰🤍
কখনো ভালোবেসে বিয়ে করবেন না।🥀

ডাঃ জাকির নায়েক।

09/01/2024

মৃত্যু যে বয়সের ধার ধারে না।🥀

আগামী একশ বছর পর আমাদের গল্পগুলো হয়তো কেউ কখনো আর পড়বে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার কবর পানে তাকিয়ে কেউ হয়তো অতীত হাতড়াবে না। আমারও যে এককালে একটা জীবন ছিল, তারুণ্য ছিল; ছিল শৈশব-সে কি আর কেউ বিশ্বাস করবে?

হয়তো ভাববে, এ বেটা খুনখুনে বুড়ো হয়ে মরেছে। সুতরাং আমাদের হাতেও এখনো ঢের সময় আছে। অথচ, ওরা যদি কবরের সাথে লাগোয়া এপিটাফে একটিবার চোখ বুলিয়ে দেখত, তাহলে ওরা সহজেই অনুমান করতে পারত, ওদের মতো টগবগ করা যৌবনকালেই আমি এ পৃথিবীর মায়া ত্যাগ করেছি। ত্যাগ করেছি যাপিত জীবনের সমস্ত সুখ-শান্তি আর অঢেল ঐশ্বর্য।

মৃত্যু যে বয়সের ধার ধারে না। কে ক্ষমতাশালী, কে বিত্তশালী, কে মুচি, কে মেথর-তার কেয়ার সে থোরাই করে। সে শুধু জানে, কুল্লু নাফসিন জা-ইকাতুল মাউত।

বই: জীবনের ভাঁজে ভাঁজে।


Address

Wari
Dhaka
01204

Website

Alerts

Be the first to know and let us send you an email when NH Na Z Mul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NH Na Z Mul:

Share