Mr. Nahid

Mr. Nahid Thanks for your Support. Take love & respect. Like our page & connected with us.

29/01/2025

আল্লাহ আমাদেরকে সকল পাপ কাজ
থেকে হেফাজত করুক 🤲

゚viralシfypシ゚

30/12/2024

কাপলদের জ্বালায় পৃথিবীতে থাকা মুশকিল...

゚viralシfypシ゚ ゚

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
04/11/2024

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/09/2024

এই বয়সে চু/রি করার কারণটাই হয়তো কেউ জানতে চায় নি!!😢

 #জরুরী_আবহাওয়া_পূর্বাভাস (সম্ভাব্য)ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী মহা বৃষ্টিবলয় ঢল  এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্ত...
09/09/2024

#জরুরী_আবহাওয়া_পূর্বাভাস (সম্ভাব্য)
ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী মহা বৃষ্টিবলয় ঢল এটি একটি পূর্ণাঙ্গ বেশ শক্তিসম্পন্ন বৃষ্টি বলয়।
ঢল সাধারণত সেইসকল বৃষ্টি বলয়কে নামকরণ করা হয়, যেই বৃষ্টি বলয়ে অল্প সময়ে দেশে সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে।
এটিও একটি নিরব বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টি বলয়েও দেশের অধিকাংশ এলাকায় সামান্য বজ্রপাত হতেপারে।

[নোট: এই আপডেটটি মুলত সম্ভ্যাব্য আবহাওয়া প্যারামিটার সমুহ বিশ্লেষনের উপর ভিত্তি করে সতর্কতামুলক একটি পূর্বাভাস। এর সাথে পূর্ববর্তী বৃষ্টিবলয় "শ্রাবণী" এর তুলনা করে অতিরঞ্জিত চিন্তাভাবনা থেকে বিরত থাকুন। বৃষ্টিপাতের দিক থেকে বৃষ্টি বলয় শ্রাবণীর তুলনায় এই বৃষ্টিবলয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই পূর্বাভাস প্রাকৃতিক কারণে যেকোনো সময় পরিবর্তনযোগ্য। অবশ্যই যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর তথ্য অনুসরণ করুন।]

এটি চলতি বছরের ১২ তম বৃষ্টিবলয়,ও এই বছরের চতুর্থ মৌসূমী বৃষ্টিবলয়। এই বৃষ্টি বলয়ের প্রথমদিকে দেশের পূর্ব, দক্ষিণ পূর্বাঞ্চল ও পরবর্তীতে সারাদেশে সক্রিয় হতে পারে।

সর্বাধিক সক্রিয়: চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের সকল জেলা। দক্ষিণে বেশি।
অধিক সক্রিয়ঃ ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা।
মাঝারি সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা।
কম সক্রিয়ঃ নেই

নাম : মহা বৃষ্টিবলয় ঢল
টাইপ : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ।

কাভারেজ : সমগ্র বাংলাদেশ, নেপাল, ভূটান ও ভারতের প্রায় ৬০ শতাংশ এলাকা।

ধরন : মৌসূমী বৃষ্টিবলয়।
সময়কাল : ১১ ই সেপ্টেম্বর টু ১৬ শে সেপ্টেম্বর ২০২৪ সম্ভাব্য।
সর্বাধিক সক্রিয় : ১২ টু ১৫ ই সেপ্টেম্বর।

কালবৈশাখী : নেই
বজ্রপাত : অপেক্ষাকৃত কম।
বন্যা : আছে, সিলেট ও চট্টগ্রাম(মধ্য-দঃ) বিভাগের নিচু এলাকায় সাময়িক।
একটানা বর্ষন : আছে।
সিস্টেম : মনসুন অক্ষরেখা যুক্ত সার্কুলেশন/স্থল লঘুচাপ আছে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে কোন উল্লেখযোগ্য ঝড়ের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।
সাগর : বেশিরভাগ সময়েই কিছুটা উত্তাল থাকতে পারে।

নোট : বৃষ্টিবলয় ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই আকাশ মেঘাছন্ন থাকতে পারে। এবং উক্ত এলাকার অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা দীর্ঘস্থায়ী। যদিও মাঝেমধ্যে বিরতি নিতে পারে।

বিবরন : এই বৃষ্টিবলয় আগামিকাল ১১ ই সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করবে এবং আগামী ১৬ ই সেপ্টেম্বর রাজশাহী হয়ে দেশ ত্যাগ করতে পারে।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। মূলত আগস্টের বন্যার মত এত ভয়াবহ না হলেও নিচু এলাকা যথেষ্ট ঝুকিপূর্ণ।

বৃষ্টিবলয় ঢল চলাকালীন সময়ে দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে এবং কিছুটা ভ্যাপসা কর অনুভূত হতে পারে। এবং অন্যত্র বেশ আরামদায়ক তাপমাত্রা থাকতে পারে।

ঢল চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে কিছুটা উত্তাল থাকতে পারে।
ঢল চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।

মেঘের অভিমুখ: অধিকাংশ এলাকায় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পরবর্তিতে পশ্চিম হতে পূর্ব দিকে।

বন্যার সতর্কতাঃ দেশের উপকূলে প্রচুর বৃষ্টির জন্য বৃষ্টি জনিত জলাবদ্ধতা তৈরী হতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের নিচু এলাকায় পুনরায় বন্যার আশঙ্কা আছে।

পাহাড়ধ্বস এর আশঙ্কা : পার্বত্য চট্টগ্রামে পাহারধ্বসের আশঙ্কা করা হচ্ছে।

বজ্রপাতঃ এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় হালকা বজ্রপাত হতে পারে।

আসুন একনজরে দেখেনেই মহা বৃষ্টি বলয় ঢল চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৬ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১৬০-২৫০ মিলিমিটার, গড়ে ৪দিন
খুলনা ২৫০-৩৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
বরিশাল ৩০০-৪৫০ মিলিমিটার গড়ে ৬ দিন
সিলেট ৩০০-৩৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
ময়মনসিংহ ১৫০-২২০ মিলিমিটার গড়ে ৪ দিন
রাজশাহী ১০০-১৫০ মিলিমিটার গড়ে ৩ দিন
রংপুর ৮০-১৫০ মিলিমিটার গড়ে ৩ দিন
চট্টগ্রাম ৩৫০-৫৫০ মিলিমিটার গড়ে ৬ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঢল চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

সিলেট। ৩৫০+

সুনামগঞ্জ। ৩৩০+

হবিগঞ্জ। ৩৪০+

মৌলভীবাজার। ৩৩০+

রংপুর, ১১০+

দিনাজপুর, ১০০+

ঠাকুরগাঁও। ৮০+

পঞ্চগড় ১২০+

নীলফামারী ১০০+

লালমনীরহাট। ১০০+

কুড়িগ্রাম। ১২০+

গাইবান্ধা ১০০+

জয়পুরহাট। ১১০+

নওগাঁ ৯০+

বগুড়া ১৪০+

চাঁপাইনবাবগঞ্জ। ১৪০+

রাজশাহী ১৪০+

নাটোর। ১৬০+

সিরাজগঞ্জ। ১৭০+

পাবনা ১৮০+

খুলনা(উত্তর) ২৮০+
খুলনা (দক্ষিন) ৩৮০+

সাতক্ষীরা (উত্তর) ২৮০+
সাতক্ষীরা(দক্ষিণ) ৩৬০+

বাগেরহাট(উত্তর) ২৮০+
বাগেরহাট(দক্ষিন) ৩৭০+

যশোর, ২৫০+

নড়াইল। ২৪০+

মাগুরা ২১০+

ঝিনাইদহ। ২৪০+

চুয়াডাঙ্গা ২৩০+

মেহেরপুর। ১৯০+

কুষ্টিয়া ১৯০+

বরিশাল, ৩৯০+

পিরোজপুর। ৩৭০+

ঝালকাঠি ৩৭০+

পটুয়াখালী ৩৯০+

বরগুনা ৪০০+

ভোলা ৪০০+

চট্টগ্রাম, ৫০০+

ফেনী ৫০০+

লক্ষ্মীপুর ৫০০+

চাঁদপুর। ৪২০+

কুমিল্লা দক্ষিণ ৪৫০+
কুমিল্লা উত্তর ৩৫০+

ব্রাহ্মণবাড়িয়া ৩০০+

খাগড়াছড়ি ৩৭০+

রাঙ্গামাটি ৩৭০+

বান্দরবান। ৫০০+

কক্সবাজার। ৫৫০+

নোয়াখালী, ৫০০+

ঢাকা ২০০+

গোপালগঞ্জ। ৩০০+

মাদারীপুর। ২৫০+

শরিয়তপুর ২৬০+

ফরিদপুর। ২৫০+

রাজবাড়ী। ২০০+

মানিকগঞ্জ। ১৯০+

মুন্সীগঞ্জ। ২১০+

নারায়ণগঞ্জ। ২০০+

নরসিংদী ২৫০+

গাজীপুর। ২০০+

টাঙ্গাইল। ২০০+

কিশোরগঞ্জ। ৩০০+

ময়মনসিংহ। ২০০+

জামালপুর। ১৮০+

শেরপুর। ২২০+

নেত্রকোনা ২৬০+
কলকাতা (পশ্চিমবঙ্গ) ৩৫০+ মিলিমিটার।
২৪ পরগনা ৩৭০+

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঢল এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team – BWOT
Graphic: BWOT।

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

বৃষ্টি বলয় ঢল নামকরণ : BWOT Weather,
ঢল প্রথম নামকরণ করা হয় জুলাই ২০১০ সালে।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ০৯ ই সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:০০ টা
© BWOT

যে সকল নৌকায় এবং স্পিডবোট, ফেনী শহর কিংবা শহরের বাইরে,রাস্তার আঙিনায় বা বিভিন্ন লেকএ বাহনগুলো পরে আছে পরিত্যক্তভাবে,সক...
02/09/2024

যে সকল নৌকায় এবং স্পিডবোট, ফেনী শহর কিংবা শহরের বাইরে,রাস্তার আঙিনায় বা বিভিন্ন লেকএ বাহনগুলো পরে আছে পরিত্যক্তভাবে,সকল স্বেচ্ছাসেবী সংগঠন অথবা সাধারণ ভাই বন্ধুদের উদ্দেশ্য করে বলছি,অনলাইন কিংবা অফলাইনে,যে যেভাবে পারি,প্রকৃত মালিক কে খুঁজে বের করে,বাহনগুলোকে তাদের গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেই,কেননা এই বাহনগুলো আল্লাহর অশেষ রহমতে আমাদের জীবন বাঁচাতে সক্রিয় ছিল।

রুপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত মানুষের উদ্ধারকৃত মানবদেহের অংশবিশেষ।এগুলো টিভি চ্যানেলে দেখাবে না, প্...
02/09/2024

রুপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত মানুষের উদ্ধারকৃত মানবদেহের অংশবিশেষ।
এগুলো টিভি চ্যানেলে দেখাবে না, প্রায় ১৭০ জন মানুষ আগুনে পুড়ে চাই হয়ে গেছে,হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

"বলছি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লা'শ উদ্ধারের কথা। ২৫ তারিখ  সকাল ৯টার সময় বরাবরের মত ত্রান বিতরণ ও উদ্ধার...
02/09/2024

"বলছি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লা'শ উদ্ধারের কথা। ২৫ তারিখ সকাল ৯টার সময় বরাবরের মত ত্রান বিতরণ ও উদ্ধার অভিযানে সিলোনিয়া বাজার অবস্থান করে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এমন সময় কালিদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মাইজবাড়িয়া স্কুলের পাশে একটা লা'শের তথ্য দেন। সে সূত্রধরে ফায়ার সার্ভিস এর দুই সদস্য, মেম্বার এবং স্বেচ্ছাসেবক দুজন রবার বোট নিয়ে ৩ থেকে ৬ ফিট পানির মধ্যে বের হয়।

স্রোতের প্রতিকূলে সাঁতরে পার হওয়ার নব অভিজ্ঞতায় যখন লা'শের কাছাকাছি পৌছাতে কিছুটা গ'ন্ধ অনুভব করা যায়। দরজা খুলতেই চোখে পড়ে চৌকির উপর পড়ে থাকা প্রা'নহীন দে'হ, একটু ভ'য় লাগছিলো তবু লা'শ নিয়ে যেতে হবে।

কাঁথা ও প্লাস্টিকের পাটি মুড়িয়ে রাবার বোটে তুলে রাস্তায় গিয়ে আত্মীয় ও স্থানীয়দের খোজা হয়। স্থানীয়রা কেউ বৃদ্ধার সঠিক নাম বলতে পারে না। তাদের অভিযোগ "সন্তানেরা দরজায় তালা মে'রে শহরে চলে যান। মারা যাওয়ার পর মেয়ের জামাই তালা ভেঙ্গে মেঝে থেকে লা'শ খাটের উপরে তুলে রেখে সেও চলে যায়।"

খবর দেওয়া হল মেয়ে এবং মেয়ের জামাইকে। প্রায় ১০ মিনিটের অপেক্ষার পর শুধু মেয়ের জামাই একা এসে লা'শ শনা'ক্ত করে কিন্তু সে উদ্ধারকারী টিমের সাথে মেইন রোডে আসতে রাজি হয়নি।

পরবর্তীতে ফায়ার সার্ভিস, আর্মি এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় রাস্তার ডিভাইডারে সেই মাকে দাফন করা হয়..।

ওখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ আর করুণ ছিল যে কেউ ছবি বা ভিডিও করার কথা চিন্তাই করেনি।

- Noakhali Tv

I have reached 18K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
16/08/2024

I have reached 18K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

30/03/2024

Great Job 🖤

24/03/2024

রাসুল (সাঃ) বলেছেন—
কোন কিছুই বলবে না খালিদ বিন ওয়ালিদকে (রাঃ) নিয়ে! কারণ তিনিই সর্বশক্তিমান আল্লাহর তরবারী।♥️

©পরিবেশনায় : (বীরতুর্ক)

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন ...
21/03/2024

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন আগে প্রেমিকার উপর রাগ করে ৪০ টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মাত্র দশ হাজার টাকার জন্য ছোট ভাই গলা কেটে হত্যা করেছে বড় ভাইকে। ওখানে পানি নিয়ে অনেক দরবার। সেচ মৌসুমে বাধ আটকে মরুভুমি করা হয় একটা এলাকা। ওখানে আমেরিকা নামের একটা দেশ আছে। বিরাট তালেবর। প্রযুক্তির আশির্বাদে চীন দেশ চলে গেছে তাদের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে, স্বৈরাচার আছে।

সূর্য পরিবারের অন্যতম ছোট গ্রহ পৃথিবী। মাত্র ছয় বিলিয়ন কিলোমিটার দুর থেকে যেটা একটা কলমের নিবের থেকেও ছোট। সেখানকার এক কোনে বসে আমাদের কি টাকার গরম। আভিজাত্যের অহংকার। সাদা চামড়া স্তুতি, কালো চামড়ার নিন্দা।হিংসা, হানাহানি, ধর্মের বিভেদের রক্তক্ষয়। অথচ কি ক্ষুদ্রই না আমাদের অস্তিত্ব। হয়ত আরেকটু দুরে গেলে নাই হয়ে যাব।

- মহাকাশ ও জোতির্বিজ্ঞান

 #একটি_বাস্তব_সত্য_গল্প১১ বছর আগে আমি ওরে কুড়ায়া পাইআমারে সবাই ডাকে রাজ্জাক ড্রাইভার, আর ওর নাম রনি৷ তহন ময়লার ট্রাকের ...
01/08/2023

#একটি_বাস্তব_সত্য_গল্প

১১ বছর আগে আমি ওরে কুড়ায়া পাই
আমারে সবাই ডাকে রাজ্জাক ড্রাইভার, আর ওর নাম রনি৷ তহন ময়লার ট্রাকের ড্রাইভার ছিলাম৷ ঝামেলার কারণে রাইতে ট্রিপ নিয়া যাইতেছিলাম৷ রাস্তার পাশে ময়লা নেওয়ার সময় বাচ্চার কান্নাকাটির শব্দ শুনি। দেহি যে একটা বাচ্চা ময়লার মধ্যে কোনায় পইড়া আছে।
আমার লগে যারা ছিল তারা কেউ নিতে চায় নাই। আমি ওরে বাড়িতে লইয়া গেলাম৷ সারারাত ভাবলাম কি করুম৷ আমার বউ তার পাঁচ মাস আগেই আমার ছাইড়া চইলা গেছে৷ কারণ ডক্টর কইসে আমার শরীলে সমস্যা আছে৷ আমার আর বিয়া করার স্বাদ ছিল না । রাইতে ভাইবা পর দিন সিদ্ধান্ত নিলাম আমি ওরে পাইলা বড় করুম। সেদিন থেইকা আমার সুখ দুঃখ সব ওর লগেই। বিড়ি খাইতাম হেইডাও ওর কথা ভাইবা ছাইরা দিছি। এহন আমি এই লেগুনা চালাই আর ওই হেইডার হেলপার। সারাদিন কাম কইরা রাইতে বারিত গিয়া সিনেমা দেহি। আমরা দুইজন এক লগে টাকা জমাইতাসি একটা বাস কিনমু ।
যার লগে দেহা হওয়ার কথাই ছিল না হেই এহন আমার সব।
*পুরুষমানুষের সত্য ভালোবাসা ভয়ংকর সুন্দর হয়
©

27/06/2023

POV 2040:
Every Argentinians are remembering the greatest moment they've ever witnessed.❤️

কনফিউজড লেভেল ১০১😑
18/06/2023

কনফিউজড লেভেল ১০১😑

ইনশাআল্লাহ ❤️
10/06/2023

ইনশাআল্লাহ ❤️

ছোটবেলায় এই জিনিস পাওয়ায় যেই ফিলিংসটা হতো, তা এখন লাখ টাকায়ও ফিরিয়ে আনা যাবে না 💔
19/05/2023

ছোটবেলায় এই জিনিস পাওয়ায় যেই ফিলিংসটা হতো, তা এখন লাখ টাকায়ও ফিরিয়ে আনা যাবে না 💔

সুবহানআল্লাহ ❤️
03/04/2023

সুবহানআল্লাহ ❤️

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Our Story

Join with us & get daily update. Thank you for supporting us.