Firoz Alam

Firoz Alam I’m a great believer in luck and I find the harder I work, the more I have of it.

31/01/2025

মানুষ অন্যায় জেনেও, সেই গুলা সাপোর্ট করে যায়, তাদের পক্ষে থাকে।

28/01/2025

নিজেকে ব্যাখ্যা করতে আর সময় নষ্ট করো না : মানুষ শুধুমাত্র তাদের যা শোনার ইচ্ছে, তাই শোনে।

27/01/2025

মনে রাখবেন জীবন কারো জন্য থেমে থাকে না। থেমে যায় আবেগ আর বিশ্বাসগুলো।

24/01/2025

দেখবেন আন্তরিকতার মূল্য সবাই বোঝে না। যারা নিজেদের কথা ছাড়া অন্যদের কথা ভাবতে শেখে নাই তাদের কাছে আপনার কোন মূল্য নাই।

19/01/2025

ইগো নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কাছের মানুষের সাথে সেটা না দেখানোই উত্তম, এতে আবেগ এবং বিশ্বাস নষ্ট হয়ে যায়।

17/01/2025

কতকিছুর স্বপ্ন দেখি।

এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ পঁচিশ সাল। সূত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে-

"দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই ইনশাআল্লাহ ।" ❤️_________

04/11/2024

এতবড় গুজবের বছর ইতিহাসে আর আসে নাই !

25/10/2024

প্রেম করবা কিন্তু বিড়ি খাবা না এইটা কেমনে হয়।😁

22/10/2024

অতিরিক্ত প্রত্যাশা জীবনে হতাশা ডেকে আনে!আর অতি নির্ভরশীলতা ডেকে আনে,চরম একাকিত্ব!

19/10/2024

নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক আকাশ পরিমাণ অভিমান!🙂

15/10/2024

দেশে সবকিছুর দাম বেড়েছে। কিন্তু পরীক্ষার পাশ নাম্বারটা ৩৩ ই রয়ে গেছে !

13/10/2024

বন্ধুত্বের কোন বয়স হয় না,
যার কাছে যার মনের শান্তি হয়
সেই তো প্রকৃত বন্ধু।

11/10/2024

আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে এমন কিছুর সাথে জড়িয়ে পড়া যা আমার ভাগ্যে নেই।
একজন ব্যক্তি, একটি জায়গা, একটি অবস্থান, একটি স্বপ্ন......

10/10/2024

ভিতরে ভিতরে আমরা সবাই স্বার্থপর🥸

06/10/2024
26/09/2024

রোম্যান্টিক স্ট্যাটাস দিতে প্রেম করা লাগেনা,প্রেমে পড়া লাগেনা!
বিরহের স্ট্যাটাস দিতে ছ্যাঁকা খাওয়া লাগেনা,মন খারাপ করা লাগেনা!
ফানি স্ট্যাটাস দিতে 'চিল মুডে' থাকা লাগেনা! যারা স্ট্যাটাস দিতে ভালোবাসে,তারা 'মুড অনুযায়ী' স্ট্যাটাস দেয় না! এদের হুদাই স্ট্যাটাস দিতে ভালো লাগে।

24/09/2024

আসলেই, যেকোনো কিছু এত সহজ না, আয়ত্ত করে নিতে হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Firoz Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firoz Alam:

Videos

Share

Category