ফুর্তি টিভি

ফুর্তি টিভি বাংলাদেশের প্রথম ডিজিটাল LIVE পুর্নাঙ্?
(6)

# সংবাদ, # নাটক, # সিনেমা, # শর্ট ফিল্ম, # বিজ্ঞাপন, # বাস্তব জীবনের সেলিব্রেটির জীবন গাঁথা, # খেলাধুলা, # ম্যাগাজিন অনুষ্ঠান, # টক শো, # ভিজে শো, # লাইভ সম্প্রচার, # কর্পোরেট সমাচার, # যাপিত জীবন, # কর্পোরেট ক্রু, # রং নাম্বার, # ডিজিটাল জগত
"ফুর্তি টিভি"র সাথে থাকুন, ফুর্তিতেই বাচুন। বাংলাদেশের প্রথম ডিজিটাল LIVE পুর্নাঙ্গ টেলিভিশন চ্যানেল।

09/06/2023
Modhumoti Bank Limited Test Match: Bangladesh vs Ireland | Day 02A glimpse of the day   |   |    #বাংলাদেশ_লাইফস্টাইল   ...
05/04/2023

Modhumoti Bank Limited Test Match: Bangladesh vs Ireland | Day 02

A glimpse of the day

| | #বাংলাদেশ_লাইফস্টাইল #ফুর্তি_টিভি

হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাকরীমের বিশ্বজয় -
05/04/2023

হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাকরীমের বিশ্বজয় -

বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান ....

16/12/2022

বাবা মানে বাবা-ই

#ফুর্তি_টিভি #বাংলাদেশ_লাইফস্টাইল

25/11/2022
18/11/2022

ভারত দাবি করে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী #ঋষি_সুনাক ভারতীয় বংশোদ্ভূত। কারণ তার দাদা-দাদি অবিভক্ত ভারত থেকে ব্রিটিশ শাসন আমলে যুক্তরাজ্যতে এসেছিলেন!

পাকিস্তানও দাবি করে, #ঋষি_সুনাক তাদের ছেলে। কারন তার দাদার জন্ম সে দেশে।

কেনিয়া দাবি করেছে, #ঋষি_সুনাক এর বাবা যশবীর সুনাক কেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বাবার সুত্রে তিনি কেনিয়।

যুক্তরাজ্য বলেছে কিছু বলার দরকার নেই, কারণ #ঋষি যুক্তরাজ্যের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি একজন ব্রিটিশ!

দক্ষিণ আফ্রিকাও তাদের বলেই দাবি করে যেহেতু #ঋষি এর মা ঊষা জন্মেছিলেন সেদেশে।

ভারত আরো দাবি করে যে #ঋষি_জি তাদের জামাই কারণ তিনি নারায়ণ মূর্তির কন্যা #অক্ষতা_মূর্তি'কে বিয়ে করেছেন!

ইউএসএ এখন এই টানাটানির ময়দানে দাবী করে #অক্ষতা_মূর্তি যেহেতু মার্কিন নাগরিক, তাই ঋষি তাদের জামাই!

কি বুঝলেন দাদা ভাই-দিদি মনি?

বুঝলেন এটাই যে:
সফল ব্যক্তির নিকট আত্মীয়ের অভাব নেই,
আর
ব্যর্থ ব্যক্তিরা নিতান্তই আত্মীয় স্বজনহারা এতিম!


The article is in English at the same time:
————————————————————-

India claims that , the Prime Minister of the United Kingdom, is of Indian origin, as his grandparents migrated from undivided India under British rule!

Pakistan also claims that is their son, as his grandfather was born on their land!

Kenya claims that 's father Yashveer Sunak was born in Kenya, they claim his origin as well.

UK says nothing needs to be said because was born in Southampton, UK so he is a !

South Africa also claims its origin, as Rishi Sunak's mother, Usha was born there!

India also claims that is their son-in-law as he is married to Akshata Murthy, daughter of Narayana Murthy!

USA now enters the battlefield claiming that since is a US citizen, is their son-in-law!

Moral of the story is:-
Success has many Relatives, meanwhile failure is truly Orphan!

18/11/2022

সেদিন ভদ্রতা ও নম্রতার মানে আমাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছিল রাস্তায় ঘুরে ঘুরে প্লাস্টিকের বোতল জোগাড় করা একদল অশিক্ষিত ছেলে...

১২ জনের একটা গ্রুপ একটা বাংলা রেষ্টুরেন্টে এসে ঢুকল। কোন হইচই নাই। ভদ্রভাবে চেয়ার টেনে বসে পড়লো। যারা বসতে পারেনি তারা দাঁড়িয়ে রইলো। এদের সবার বয়স ১৫ বছরের কম। দাঁড়িয়ে থাকাদের মধ্যে একজন বলছে, আমাদেরকে ১২ প্লেট বিরানী দেন।

দোকানী বলল , ৮৪০ টাকা বিল হয়। দিতে পারবি তোরা?

তাদের মধ্যে একজন মিলে সব টাকা জড়ো করলো। পকেট থেকে বের হওয়া ভাঙ্গা ভাঙ্গা নোট। দুই টাকার নোট, এক টাকার কয়েন পর্যন্ত আছে। গুনে দেখলো সবাই মিলে ৫৯৭ টাকা হয়েছে। টাকা কম হওয়ায় তারা সবাই চুপচাপ চলে যেতে লাগলো। কোন তর্ক কিংবা আবদার করলো না....

যখন চলে যাচ্ছে তখন দোকানী ডাক দিয়ে বলল, এই তোরা এদিকে এসে বসে যা। ১২ টা প্লেট দিচ্ছি তোদের।

দলনেতা টাইপের ছেলেটা বলল, আমরা কম টাকায় খাবো না। আমাদের কাছে পয়সা কিছু কম আছে।

দোকানী বলল, তোদের খাওয়ার টাকা এক ভাই দিয়ে দিয়েছে, তোরা চেয়ার টেনে বসে যা।

সেদিন ছেলেগুলো পেট পুরে খেয়েছিল। তবে বাকি টাকাটা কে দিয়েছিল সেটা তারা চেষ্টা করেও জানতে পারেনি....

দুনিয়াতে সবকিছু জানার চেষ্টা না করাই ভালো....

অথচ একই রেষ্টুরেন্টে খাবার অর্ডার করার সিরিয়াল থাকায়, দেরী করে পরোটা পাবে বলে দেখতে স্মার্ট, ওয়েস্টার্ন ড্রেস পরা সুন্দরী মেয়েটা তাঁর কিছু ছেলে বন্ধুকে নিয়ে বের হয়ে যাওয়ার সময় ক্যাশ কাউন্টারে বসা লোকটিকে বলে যাচ্ছে , মামা আমরা অমুক ক্যাম্পাসের, আমরা না থাকলে আপনার বিজনেস চলবে না। ঠিকাসসে!

তার সাথে থাকা গ্রুপটা ব্যাঙ্গ করে বলে উঠলো , "কথা ঠিক না বেঠিক? "

কথা ঠিইইইইইইইক ... বলেই তারা বেসম্ভব পাট নিয়ে চলে গেলো।

18/11/2022

মন খারাপের জন্য সে স্কুলে আসতে পারেনি, এই আবেদনপত্রটি দেখে আমরা অনেকেই হেসেছি, অনেকে অবাক হয়েছি, অনেকে তার সরলতা আর সাহসের প্রশংসাও করেছি। ক্লাস ফোরের সেই বাচ্চাটা গোটা গোটা পরিস্কার হাতের লেখায়ই লিখেছে। কিন্তু এই বাচ্চাটাই যদি লিখতো, ‘পেট খারাপ, কি দাঁত ব্যাথা কিংবা পেট ব্যথা থাকায় আমি স্কুলে আসতে পারিনি’, সেই আবেদনপত্রের কথা হয়ত আমরা কেউ জানতেও পারতাম না। কারণ শরীর খারাপের কথা জানিয়ে কত শত আবেদনপত্র যুগ যুগ ধরে লিখে এসেছে বাচ্চারা, আবেদনপত্রে সই করে ছুটি মঞ্জুর করে দিয়েছেন কত কত শিক্ষক। কিন্তু কোনোদিন কোনো আবেদনপত্রে লেখা হয়নি - ‘আজকে আমরা মন ভালো নেই। আজকে আমি পড়তে চাই না। আজকে আমার পড়ায় মন বসবে না। আজকে আমার মনের ক্লান্তি। আজকে আমায় ছুটি দিন’।

এই সমাজে মন খারাপের কোনো মূল্য নেই। মূল্যায়নও নেই। মন খারাপের কোনো গুরুত্বই নেই। মন খারাপ থাকলেও কাজ করতে হবে। পড়তে বসতে হবে। কারণ মন খারাপকে চোখে দেখা যায় না। মন খারাপকে স্পর্শ করা যায় না। মন খারাপ কোনো বিশাল আকারের টিউমার নয়, ফুলে ওঠা কোন ক্ষত নয়, মন খারাপের প্রাথমিক লক্ষণ আমাদের শরীরে ফুটে ওঠে না। তাই মন খারাপের এক কানাকাড়ি দাম নেই এই স্বার্থপর সমাজ সংসারে।

মন খারাপ করে তাই তুমি বলতে পারবে না, আমি আজ মনটা সারিয়ে তুলতে নিজেকে সময় দিতে চাই, আমি আজ বিশ্রাম নিতে চাই।। আজকে আমার মন ভাল নেই।

না, এসব বলা যায় না। বলতে পারিনা আমরা কেউ। বললে লোকে বলে ঢং, বলে ফাঁকিবাজির ফর্দ। মন খারাপে অস্থির হয়ে মনোচিকিৎসকের কাছে গেলে বলে, নির্ঘাৎ তার ছিড়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে।

এই তো আমরা! তাই ক্লাস ফোরের শিশুর মন খারাপের চিঠি আমাদের বিনোদন হয়ে উঠেছে। অথচ এটা বিনোদন নয়, বরং ভীষণ কনসার্নড হবার মতো বিষয়। একটা ক্লাস ফোরের বাচ্চা এতটাই মনোকষ্টে ছিল যে সে স্কুলে আসতে পারেনি!

হ্যাঁ, আমরা বাহবা দিতে পারি ওর সততার, স্পষ্টভাষিতার। এই ভণ্ড মূর্খের বাজারে একটি শিশু অন্তত নিজের মন খারাপকে গুরুত্ব দিতে পারলো। আমরা না হয় নাই পারলাম অনেক বছর সূর্য ওঠা দেখে দেখে বুড়ো হলেও!

অথচ মন খারাপেরাও কেন যেন ছুটি নেয়না আর!

07/11/2022

আমরা সবাই জানি, তবুও মনে করিয়ে দেই-
আমরা, এই সময়ের বাবা মায়েরা যদি নিজের সন্তানদের সাথে কোনো চরম অপরাধ করে থাকি, তবে সেটা হলো তাদেরকে মোবাইল, আইপ্যাড বা অন্য কোনো ডিভাইসে আসক্ত করে তোলার অপরাধ। যতই আপনি বাচ্চার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন, মনে রাখবেন, আপনার সন্তান নেশাসক্তের মতো মোবাইলে গেম খেলে, ইউটিউব দেখে দিন কাটায়, অন্য কোনোদিকে তাকাতে চায় না পর্যন্ত- এর পুরোটা দায় আপনার উপরেই বর্তায়। এই নেশার ক্ষতিকর দিকটা যখন আপনার সন্তানকে মারাত্মকভাবে আক্রান্ত করতে শুরু করবে বা এরই মধ্যে করেছে, সেই ক্ষতির দায়ও আপনার- হ্যাঁ বাবা আর মা হয়ে আপনিই করেছেন সন্তানের ক্ষতি, নিজের হাতে।

সন্তানকে মোবাইলে আসক্ত করে দেয়াটাই সোজা। কারণ তাতে সে বুঁদ হয়ে পড়ে থাকে। আপনাকে জ্বালায় না, কোন যন্ত্রণা দেয় না, আপনার সময় ডিমান্ড করে না, আপনাকে তার সাথে খেলতেও হয় না, কোথাও নিয়েও যেতে হয় না, কথা বলতে হয় না, গল্প করতে হয় না ওর সাথে। সেই সময়টায় আপনি নিজেও মোবাইল টেপাটিপি করতে পারেন, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারেন ফোনে, টিভি দেখতে পারেন, বাসার কাজ করতে পারেন, অফিস করতে পারেন, ঘুমাইতে পারেন!

তাইনা?

বিভিন্ন গবেষণা বলছে, মোবাইল আসক্তি ছোট শিশুদের যে ভয়ংকর ক্ষতি করছে, তার কোনো পরিমাপ করতে পারলে চমকে উঠবেন। আপনার শিশুর চোখ, কান, ব্রেইনের ক্ষতি তো বটেই, এজন্য শিশুর অবেসিটি (অতিরিক্ত মোটা) ও হতে পারে। শিশুর কল্পনা করার ক্ষমতা ধ্বংস করে মোবাইলের আসক্তি। শিশুর চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়, ধৈর্য এবং মনোযোগ নষ্ট করে, অস্থিরতা গ্রাস করে শিশুটিকে। আপনার শিশুটার শৈশব চিরতরে ধ্বংস হয়ে যায়।

অনেক মা বাবাকে বলতে শুনি- ‘কী করবে? মাঠ নাই, খেলার জায়গা নাই! তাই মোবাইলেই খেলে!’

কি হাস্যকর যুক্তি। মাঠ নাই বলে কি ওর খেলা থেমে যাবে ওইটুকু ডিভাইসের ভেতরে?

বাসার ভেতরেই ও খেলুক খেলনা দিয়ে। ছাদ বা বারান্দা থাকলে সেখানে খেলুক। পার্কে নিয়ে যান পারলে। দয়া করে বলবেন না যে পার্ক নাই। ঢাকা শহরে পার্ক নাই বলে বলেও যথেষ্ট পার্ক আছে। আমি বহু বাবা মাকে দেখেছি বাচ্চাদের নিয়ে সপ্তাহে একদিন হলেও রমনা পার্ক, সোহরাওয়ার্দীতে যায়। উত্তরা, বারিধারা, মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, মতিঝিল, ওয়ারী, বনশ্রী, শান্তিনগর, গুলশানে তো ভুরি ভুরি পার্ক আছে। তবু এসব এলাকার বাবা মায়ের সন্তানদের হাতে মোবাইল থাকে কেন?

আর হ্যাঁ, বাচ্চাকে বই পড়তে শেখান। বাচ্চার হাতে বারবার বই তুলে দিন। বই কেনাটা ওর একটা অভ্যাসে পরিনত করুন, যেন বই দেখলেই খুশিতে আত্মহারা হয়ে যায়। আর মাথায় রাখবেন, আপনি নিজে যদি বই না পড়ে সারাদিন মোবাইলের স্ক্রিনে থাকেন আর ফোন কলে গল্প করতে থাকেন, তবে বাচ্চাও আসলে বই পড়াটা আর শিখবে না। বাচ্চার সাথে বসে আপনি নিজেও যদি বই পড়েন, বাসায় যদি একটা ছোট একটা লাইব্রেরি বা বইয়ের শেলফ থাকে, যদি বইয়ের দোকানে দোকানে বাবা মা মিলে সন্তানকে নিয়ে ঘুরতে ভালবাসে, তবেই সন্তানের ভেতরে বইয়ের প্রতি ভালবাসাটার জন্ম হয়।

তাই বাচ্চার হাতে কী দিবেন, সেটা আপনার রুচি ও সিদ্ধান্ত। যা দিবেন, তার ফলও হাতেনাতেই পাবেন। বই দিলে, খেলনা দিলে, রং পেন্সিল, ছবি আঁকার খাতা দিলে, ফুটবল দিলে ভবিষ্যতে একটা সুস্থ সুন্দর মানুষ পাবেন। আর মোবাইল দিলে পাবেন অস্থির, প্রাণচঞ্চলতাহীন, অমনোযোগী, কল্পনাশক্তিহীন, বিষাদগ্রস্থ একটা মানুষকে, যার ভবিষ্যত আপনি মা বা বাবা হয়ে নিজের হাতে ধ্বংস করে দিয়েছেন।

ভালো থাকুক সব বাবা মায়ের সকল সন্তানরা।

01/11/2022

সন্তানকে কখনোই খাওয়া দাওয়া, ভরণপোষণ এবং লেখাপড়া শেখানোর জন্য কথা শোনাবেন না। "তোমাকে এটা সেটা খাইয়ে ঋণ করে বড় করেছি", "জীবন ত্যানা ত্যানা করে লেখাপড়া শিখিয়েছি", "মানুষ করতে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছি", এসব বলে বলে।

এগুলো সন্তানের বেসিক নীড, যেগুলো প্রোভাইড করা বাবা মা হিসেবে আপনার আমার দায়িত্ব। অবশ্যই আমাদের অনেকেরই এগুলো ম্যানেজ করতে অনেক অনেক কষ্ট হয়, কিন্তু তার মানে এই না যে এই কষ্টের বিনিময় হিসেবে এই তিক্ত কথাগুলোর ভার সন্তানকে আজীবন বহন করতে হবে।

আমরা আমাদের সন্তানদেরকে আমাদের স্ট্রাগলের কথা অবশ্যই বলবো। কিন্তু সেটা একটা পরিবারে সদস্য হিসেবে। অপজিশন বা কর্মচারী হিসেবে না, যে আমি এতো কিছু করেছি এখন তোমাকেও এর প্রতিদান দিতে হবে!

31/10/2022

অন্তত নিজে ভালো থাকা -
মানুষের জীবনে কিছু কিছু ব্যাপার, কখনো কখনো ঠিক আসলে মানিয়ে নেয়া যায় না। আর অন্য সবার বা কারো চাপিয়ে দেয়া সিদ্ধান্তও কখনো কখনো মেনে নেয়া উচিত না।

ভুল করা কোন অপরাধ না, ভুল মানুষকে পছন্দ করাও কোন অপরাধ হতে পারেনা। অপরাধ হল ভুলটা উপলব্ধি করেও তার উপর নির্ভরশীল হয়ে থাকা। অপরাধ হলো জেনে শুনেও তার অত্যাচার সয়ে যাওয়া।

কম্প্রোমাইজ কিংবা স্যাক্রেফাইস যাই বলুন, সব কিছুর একটা সহনীয় মাত্রা থাকে। মাত্রার বাইরের কখনোই কোন কিছু সহ্য করা মানেই হল নিজের সাথে নিজেরই প্রতারণা করা। ইমোশনাল ব্লাকমেলিং এর শিকার হচ্ছেন এবং আপনি সেটা বুঝতে পেরেও চুপ করে আছেন এটা ভুল, এটা অপরাধ।

অনেকেই বলেন, ভালোবাসার জন্য এটা করাই যায়, এতোটুকুতো সহ্য করাই যায়। ভালোবাসলে একটু সইতেই হয়। আমি তাদের সাথে একমত নই একেবারেই।

ভালোবাসা মানে আপনাকে বন্দী করা না। ভালোবাসা মানে আপনার দিনের পর দিন অত্যাচারীত হওয়া না। সেটা মানষিক, শারিরীক কিংবা শাব্দিক, যাই হোক না কেন, সেগুলো সহ্য করার নাম ভালোবাসা হতে পারেনা।

ভালোবাসা মানে নির্ভরতা, আস্থা আর বিশ্বাসে দুজনের বোঝাপড়া, নিরাপদ অনূভব করা, সাপোর্ট দেয়া-নেয়া এবং সব মিলিয়ে একজন আরেকজনের প্রতি ডেডিকেটেড থাকা। একজন আরেকজনকে খুশী রাখা, সুখী করার চেষ্টা করা।

কিন্তু তিক্ত একটা সম্পর্ককে দিনের পর দিন বহন করে নেয়া কোনভাবেই আপনার জন্য নিরাপদও হতে পারেনা। সেখানে অন্য কিছুর তো প্রশ্নই আসেনা। আর এটা ঠিক যতো দ্রুত আপনি নিজে অনুধাবন করবেন, ততো দ্রুত নিজে ভালো থাকা শুরু করবেন।

ভালো থাকুক সব সম্পর্ক গুলো।

30/10/2022

মাঝেসাঝেই ভাবনা আসে, আমরা এমন কেন?
যখন আপনি স্টুডেন্ট -
সবাই বলবে ভালো করে লেখাপড়া কর, লেখাপড়া শেষ করে যোগাযোগ করো, জব একটা ব্যবস্থা করে দিবো, যোগাযোগ করলে, এখন আগের মতো সুযোগ নেই।

যখন চাকুরী খুঁজতে নামবেন -
সবাই বলবে কোথাও কোন রেফারেন্স লাগলে বলবেন বা আমাকে একটা সিভি পাঠিয়ে দিয়েন। আবেদনের পর বা সিভি পাঠানোর পর যোগাযোগ করলে, এখন সব জায়গায় রাশ হয়ে গেছে, রেফারেন্স দিলেও কাজ হয় না।

যখন ব্যবসা করার অভিপ্রায় ব্যক্ত করবেন -
সবাই বলবে নেমে পড়েন, চেষ্টা করুন, আমরাতো আছি। নামার পরে, সহযোগিতা চাইলে - ইদানিং একটু ব্যস্ত আছি।

যখন কষ্ট আছেন -
কেউ জিজ্ঞেস করবে না কেমন আছেন। কিন্তু ভালো আছেন, সবাই যোগাযোগ করবে, আপনার খোঁজ-খবর নিবে।

চাকুরী নাই, পোস্ট দিবেন, কাউকে বলবেন -
তেমন কেউ রেসপন্স করবে না। চাকুরী পেয়েছেন, পোস্ট দেন, হুমড়ি খেয়ে সবাই অভিনন্দন জানাবে।

আপনি যখন বেঁচে আছেন -
তেমন কারো মুখে শুনবেন না আপনি ভালো মানুষ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জানবেন না আপনার জন্য কারো কোন ভালোবাসা, মায়া মমতা আছে। কারো চোখে কখনো আপনার জন্য চোখের পানি দেখবেন না। অথচ একবার মরে গিয়ে দেখেন, সবাই আপনাকে ভালোবাসে, আপনার জন্য সবার চোখে জল, সবাই বলবে আপনি ভীষণ ভালো ছিলেন।

আমরা এমন কেন? আমাদের বৈশিষ্ট্য গুলোই বা কেন দিন দিন এমন হয়ে যাচ্ছে? আমরা কেন আসলে মন থেকে এমন অবস্থায় থাকা কারো দিকে এগিয়ে যাই না? আমরা আসলে কোনদিকে যাচ্ছি?

জাগ্রত হোক বিবেক।

29/10/2022

LinkedIn এ LIVE ভিডিও ট্রেনিং দিতে আসছি। দুবাই সময় বিকেল ৫টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যে ৭ টায়। কেউ চাইলে ট্রেনিং সেশনে যোগ দিতে পারেন। ইন্টারন্যাশনাল ট্রেনিং বলে এর মিডিয়া ইংরেজি। আমার প্রোফাইলে পাওয়া যাবে ট্রেনিং এর আদ্যোপান্ত-

27/10/2022

Your excellency, Mr. Rishi Sunak, The prime minister of the United Kingdom.

CEO of Goggle, CEO of Microsoft, CEO of Adobe, CEO of Twitter, CEO of MasterCard, CEO of Pepsi, CEO of IBM, CEO of Albertsons, CEO of Netapp, CEO of Nokia, CEO of Palo Alto, CEO of Arista, CEO of Novartis, CEO of Delloite and now the prime minister of the United Kingdom!

This is the result of human capital development.

India as a country and Indians as people have prioritized investment in human capital and as a result of her citizens are excelling in various areas of human endeavor all over the world.

Their human capital development is not limited to intellectual pursuits but they also have amazing work ethics and high levels of integrity which makes them invaluable to prospective employers.

As a people, what lessons can we learn from this as we strive to develop our country at the micro and macro levels?

Dear Mr. Prime Minister , Congratulations!! Always the best wishes to all the way of you.

27/10/2022

গ্লাসের পানিতে পিপড়া পড়লে গ্লাসের পানিই ফেলে দেওয়া হয়, কিন্তু জুসে (শরবতে) পিপড়া থাকলে শুধুমাত্র পিপড়াটা চামচ দিয়ে তুলে ফেলে দেওয়া হয়।

নীতিকথা মূল্যবোধ সবকিছু বইপুস্তকে থাকে, বাস্তবে আমরা সবাই লোভী! সুযোগের অভাবে চরিত্রবান!

13/05/2022

Behind the screen-
#ফুর্তি_টিভি #বাংলাদেশ_লাইফস্টাইল

অদ্ভুতুড়ে সোনার বাংলা !!আমরা যখন টিপ, দাড়ি-টুপি, অন্তঃসত্ত্বা স্ত্রী বিতর্কে ডুবে ছিলাম তখন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থ...
07/04/2022

অদ্ভুতুড়ে সোনার বাংলা !!

আমরা যখন টিপ, দাড়ি-টুপি, অন্তঃসত্ত্বা স্ত্রী বিতর্কে ডুবে ছিলাম তখন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার শিক্ষাব্যয় যোগাড় করতে ব্যর্থ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে।

"খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র অন্তু রায় (২১) আত্মহত্যা করেছে। জানা যায়, অন্তু খুবই মেধাবী ছাত্র ছিল। তবে তার পরিবারে আর্থিক অনটন ছিল নিত্যকার । পাশাপাশি কুয়েটের ড. এম এ রশিদ হলেও তার অনেক টাকা বকেয়া হয়ে গিয়েছিল। গত রোববার অন্তু তার পরিবারের কাছে টাকা চায়। এ সময় তার মা তাকে ৩ হাজার টাকা দিতে পেরেছিলো। এরপর সোমবার সকালে তার বাবা দেবব্রত রায় ও তার মা মাঠে যায় কাজ করতে। তার ছোট বোন বেলা ১১টার দিকে প্রাইভেট পড়া থেকে এসে ঘরের মধ্যে অন্তুর লাশ ঝুলতে দেখে।

আহা জীবন! আহারে জীবন !!!

27/08/2021

ভাইরাল হয়ে সেই মা ও ছেলে স্টুডিওতে গাওয়ার সুযোগ পেয়েছে -
লোকে বলে বাবা নাকি সব জানে -

26/08/2021

এখনকার সময়ে এদের দিনকাল -

26/08/2021

লোকে বলে বাবায় নাকি সব জানে -

19/08/2021

তোমাকে ভালোবাসতে এদের তোমাকে লাগে না...

18/08/2021

অসহায় এক বৃদ্ধ ভাত খেতে চাইছে -

18/08/2021

ধনী হলে সবাই তোমার খোঁজ নিবে -

17/08/2021

চকবার আইসক্রিম বানিয়ে নিন নিজের বাসায় আর এই গরমে অনুভব করুন শীতল পরশ - #ফুর্তি_টিভি

17/08/2021

করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব কি এবং কেন?

09/08/2021

নাসরিন'র আবেগ জড়ানো ভাষ্য - নায়িকাদের সত্যিকারের অবস্থা -

09/08/2021

করোনা মোকাবেলায় লক্ষণীয় ও করণীয়
ভয় নয়, সতর্কতা আর সচেতনতা চাই !

09/08/2021

মোশাররফ করিম না, তবুও মোশাররফ করিম ......

09/08/2021

চলছে আমাদের শুটিং -

09/08/2021

সংসারে অশান্তি লেগেই থাকে, যখন উপস্থিত থাকে সন্দেহ -

09/08/2021

ফেসবুকে পরিচয়, কথাবার্তা, প্রেম অতপর.... দেখা করতে এসে দেখছে -

09/08/2021

সব ভুলেও ভুলেনি আযানের সুর- পাগল খ্যাত বেলালের কন্ঠে মুগ্ধ সবাই - #ফুর্তি_টিভি

08/08/2021

BD24X7 : আইপি টিভি ওনার্স এসোসিয়েশন এর আয়োজনে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন উদযাপিত আজ বিকেল ৩ ঘটিকায়।

08/08/2021

অস্থির রকম প্রোপোজ - জীবনেও দেখি নাই 😀

08/08/2021

আপনারা দেখছেন আইপি টিভি ওনার্স এসোসিয়েশন বনানী চেয়ারম্যান বাড়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি বঙ্গমাতার ৯১ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান ***

05/08/2021

সুন্দরী মেয়েকে আন্টি বললে যা হয় - #ফুর্তি_টিভি

Address

House 504, Road 9, Baridhara DOHS
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when ফুর্তি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফুর্তি টিভি:

Videos

Share

Our Story

#সংবাদ, #নাটক, #সিনেমা, #শর্ট_ফিল্ম, #বিজ্ঞাপন, #বাস্তব_জীবনের_সেলিব্রেটির_জীবন_গাঁথা, #খেলাধুলা, #ম্যাগাজিন_অনুষ্ঠান, #টক_শো, #ভিজে_শো, #লাইভ_সম্প্রচার, #কর্পোরেট_সমাচার, #যাপিত_জীবন, #কর্পোরেট_ক্রু, #রং_নাম্বার, #ডিজিটাল_জগত "#ফুর্তি_টিভি"র সাথে থাকুন, @ফুর্তিতেই বাচুন। #বাংলাদেশের_প্রথম_ডিজিটাল_LIVE_পুর্নাঙ্গ_টেলিভিশন_চ্যানেল।