29/02/2024
ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর আয়োজনে ১ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে YELLOW presents Fashion & Lifestyle Marketing Fest।
🔖টিকেট লিংক: https://t.ly/uLDVF
📅তারিখ: ৯ই মার্চ ২০২৪, শুক্রবার
🕒সময়: বিকাল ৩:০০ টা - ১০:০০ টা
📍ভেন্যু: গ্র্যান্ড বল রুম, হোটেল ওয়েস্টিন, গুলশান, ঢাকা
বর্তমানে মানুষ ফ্যাশন নিয়ে ভীষণ সচেতন। এটি আমাদের লাইফস্টাইলের ট্রেন্ড ও রূপরেখা নির্ধারণ করে। ফ্যাশন সোশ্যাল আইডেন্টিটি এবং স্বাধীনতার একটি প্রতীক, যা অনেকগুলি ধারণা এবং স্টাইলের সমন্বয়ে উপস্থাপন করে। চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নানান ধরনের ফ্যাশন এবং লাইফস্টাইল উদ্যোগ। বড় থেকে ছোট, দেশী থেকে বিদেশী পণ্য আর সেবা দিনকে দিন মানুষের নিত্য উপসঙ্গ হয়ে উঠছে। বাড়ছে ক্রেতা, বাড়ছে বিক্রি, বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা। বাড়ছে টিকে থাকার আর এগিয়ে যাবার লড়াই। ক্রেতাদের বাড়ছে চাহিদা আর সন্তুষ্টির কাটা যেন থামছেই না।
ফ্যাশন এখন শুধু জামাকাপড়, ঘড়ি, পারফিউম, বেল্ট, জুতা, চশমায় আটকে নেই। শিল্পায়ন আর ডিজিটালের এই যুগে গ্লোবাল চেঞ্জ দ্রুত এডাপ্ট করে নিচ্ছে আমাদের উদ্যোক্তারা। লাইফস্টাইল পণ্যেও আসছে নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন সেবা। খাদ্য-পানীয়, আসবাবপত্র, গৃহসজ্জা, ফিটিংস, হোম অ্যাপ্লায়েন্স, স্বাস্থ্য এবং সুস্থতা, শখ, ভ্রমণ, বিনোদনসহ নানান অনুষঙ্গ যুক্ত হচ্ছে।
উপলক্ষ্য ধরে ধরে নানান ধরণের ট্রেন্ড চালু হচ্ছে, আবার বিদায় নিচ্ছে। শীত কেটে আসছে গরম, আসছে রোজা- ঈদ। আসবে নতুন বাংলা সাল।
সবকিছু মিলিয়ে উদ্যোক্তা, ব্র্যান্ড ও মার্কেটিং বিশেষজ্ঞরা এই সময়ে কিভাবে ব্যবসা পরিচালনা করছেন, কিভাবেই বা তারা তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? কি ধরণের মার্কেটিং ইনিসিয়েটিভ প্রয়োজন ফ্যাশন এন্ড লাইফ স্টাইল ইন্ড্রাস্ট্রিতে? এ ইন্ডাস্ট্রির নানান উদ্যোগগুলোর প্রতিনিধিদের নিয়েই আগামী ৯ই মার্চ হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বল রুমে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইয়েলো প্রেজেন্টস ফ্যাশন এন্ড লাইফ স্টাইল মার্কেটিং ফেষ্ট।
ইভেন্ট হাইলাইটস:
🔹৮ টি ইনসাইট এবং প্যানেল সেশন
🔹নেটওয়ার্কিং সুযোগ
🔹অংশগ্রহণকারীদের জন্য উপহারের সামগ্রী
🔹"বিজনেস ব্রিলিয়ানয" ম্যাগাজিনের ৪র্থ এডিশন
🔹স্ন্যাকস, কফি, বুফে ডিনার
🔹আসন সংখ্যা সীমিত
“Fashion & Lifestyle Marketing Fest” আয়োজনটি ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর একটি উদ্যোগ।