21/08/2024
আমরা প্রাকৃতিক আর আপনাদের সৃষ্ট দূর্যোগের মাঝেই সংগ্রাম করে টিকে আছি। তবে মাঝরাতে মানুষ যখন ঘুমে তখন পূর্ব সতর্কতা ছাড়া বাধ খুলে দেয়াটা চরম অমানবিক। আমাদেরও ধৈর্যের বাধ আছে, ওটা ভেঙ্গে গেলে তো মুশকিল। আপনাদের একদিকে চীন, একদিকে পাকিস্তান আর সবচেয়ে লম্বা সীমান্ত বাংলাদেশের সাথে, এটা ভুলে গেলে চলবে? বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আপনাদের জন্যেই দরকার কারন নেপাল-ভুটানের সাথেও আগের সেই ভালো সম্পর্ক নেই। ভেতরে রয়েছে অ’শান্ত কাশ্মীর আর অস্থির সেভেন সিস্টার। প্রতিবেশীর সাথে খুব বেশী অশান্তি করলে প্রতিবেশীরা কি খুব ভদ্র হয়ে থাকবে?
আর পানি তো প্রতি বছরই ছাড়েন, এ আর নতুন কি? তবে মাঝে মাঝে সেই আটকানো পানি কিন্তু আপনাদেরকেও ভাসিয়ে নিয়ে যায়। দুনিয়া কিন্তু গোল, অন্য’য়, অবি’চার সবই কিন্তু ফিরে আসে।