Desher Alo

Desher Alo নতুন দেশ গড়ার চ্যালেন্জে সকল জনতার মনের কথা বলার স্বাধীনতা ও সত্য খবর প্রকাশের জন্য Desher Alo ডট কম আচে আপনার পাশে। সত্য বলুন সত্য জানুন
(57)

08/12/2024
08/12/2024

নয়া পল্টন থেকে সরাসরি ——

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদ-এর নেতৃত্বে- যৌথ পদযাত্রা ও স্মারক লিপি প্রদান কর্মসূচী" গুলশান ভারতীয় হাইকমিশনা অফিসে অভিমুখে-

রবিবার, ডিসেম্বর, ৮,২০২৪

Pretty Best মেলা💃 মেলা📌😄💃নতুন বছর মানেই নতুন ভাবে শুরু করা 🤩তাই আমাদের মেলা হতে যাচ্ছে আগামী  ২, ৩,৪ জানুয়ারী ২০২৫ইং মেল...
08/12/2024

Pretty Best

মেলা💃 মেলা📌😄💃

নতুন বছর মানেই নতুন ভাবে শুরু করা 🤩তাই আমাদের মেলা হতে যাচ্ছে আগামী ২, ৩,৪ জানুয়ারী ২০২৫ইং
মেলায় ৪০+ স্টল থাকবে ,থাকবে প্রমোশনের বিশাল বড় সুযোগ ,তাই আপনারা যারা স্টল বুকিং করবেন ইনবক্স করতে পারেন।

🍧 ফুড স্টল বুকিং করতে পারবেন
👚🥼এছাড়াও যেকোনো স্টল বুকিং চলছে

15/11/2024

Pretty Best winter Fair 2024

15/11/2024

Pretty Best winter Fair

14/11/2024

১৪,১৫,১৬ নভেম্বর মেলায় আপনারা সবাই আমন্ত্রিত 💁‍♀️
Pretty Best

মেলার লোকেশন 📍
বসুন্ধরা আবাসিক
block -I
The Food Hall এর ৩য় তলায়

সিঙ্গাপুর মনে করে একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না।
10/11/2024

সিঙ্গাপুর মনে করে একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না।

পর্যাপ্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি মাঠে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন।
10/11/2024

পর্যাপ্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি মাঠে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন।

“সংস্কার না করে নির্বাচন দিলে আবারো জবরদখলের ঘটনা ঘটতে পারে”, বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
10/11/2024

“সংস্কার না করে নির্বাচন দিলে আবারো জবরদখলের ঘটনা ঘটতে পারে”, বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

08/11/2024

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ বেলা ২.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

র‌্যালির গতিপথ —
নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয় থেকে >> কাকরাইল মোড় >> কাকরাইল মসজিদ >> মৎস্যভবন >> ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট >> শাহবাগ >> হোটেল শেরাটন >> বাংলামোটর >> কারওয়ান বাজার >> ফার্মগেইট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

আগামী ১৪,১৫,১৬ নভেম্বর মেলায় আপনারা সবাই আমন্ত্রিত 💁‍♀️Pretty Best মেলার লোকেশন 📍বসুন্ধরা আবাসিক block -I The Food Hall ...
08/11/2024

আগামী ১৪,১৫,১৬ নভেম্বর মেলায় আপনারা সবাই আমন্ত্রিত 💁‍♀️
Pretty Best

মেলার লোকেশন 📍
বসুন্ধরা আবাসিক
block -I
The Food Hall এর ৩য় তলায়

বিয়ের সাজ নিয়ে বেতিক্রম সাজে এবার হাজির হল মডেল তাহমিনা নিপা।বর্তমানে কনের সাজ পার্লারেই করা হয়। কিন্তু যারা পার্লারে যে...
31/10/2024

বিয়ের সাজ নিয়ে বেতিক্রম সাজে এবার হাজির হল মডেল তাহমিনা নিপা।

বর্তমানে কনের সাজ পার্লারেই করা হয়। কিন্তু যারা পার্লারে যেতে চান না বা যাওয়া পছন্দ করেন না অথবা অর্থনৈতিক দিকটা চিন্তা করে থাকেন, তারা বাড়িতেই কনে সাজতে পারেন। কিন্তু কেমন মেকআপে, কেমন হেয়ার স্টাইলে কনের রূপ খুলবে তা বুঝে উঠতে পারেন না। তাই এ বিষয়ে সঠিক কিছু পরামর্শ দেয়া হলো যা অনুসরণ করে সহজেই কনের সাজে হয়ে উঠতে পারেন অপরূপা, আকর্ষণীয়া, তিলোত্তমা। প্রধানত প্রত্যেক কনের চেহারা, উচ্চতা, রঙের সঙ্গে মানানসই মেকআপ তো বটেই, হাল ফ্যাশনের মেকআপ বিষয়ে জানা প্রয়োজন।

চুল বিয়ের বিকেলে সাজতে বসে প্রথমে চুলের সজ্জা। ঠিকঠাক চুলের বিন্যাস বদলে দিতে পারে মুখশ্রী। মুখের আকৃতি অনুযায়ী চুল ব্যাক ব্রাশ বা ফাঁপিয়ে নিয়ে ক্লিপ করতে হবে। যাদের মুখ গোলকার তাদের চুলের সামনের দিক ফাঁপিয়ে নিয়ে ঘাড়ের কাছে খোঁপা করতে হবে। লম্বা মুখের ক্ষেত্রে চুলের দুটো পাশ ফাঁপিয়ে নিয়ে খোঁপা করা ভাল। খোঁপা নানাভাবে বাঁধা যায়। রোলার লাগিয়ে বা ঘাড়ের কাছে হাত খোঁপাও করা চলে। শরীরের উচ্চতা কম হলে মাথার উপরের দিকে খোঁপা করলে উচ্চতা বেশি মনে হবে। আবার লম্বা মেয়েদের ক্ষেত্রে ঘাড় খোঁপাই ভাল মানাবে, খোঁপায় বিভিন্ন ধরনের হেয়ার এ্যাক্সেসরিজের ব্যবহার চুলের সাজে নতুন মাত্রা এনেছে এখন। খোঁপা বেঁধে তাকে ওড়না বা ঘোমটা দিয়ে ঢেকে না রেখে নানা ধরনের ডিজাইনার কাঁটা, ক্লিপ, স্টোন-সেটিং-ক্লিপ, বিভিন্ন রঙের স্টোন বা পুঁতি, কৃত্রিম ফুল ইত্যাদি দিয়ে সাজালে দারুণ লাগে। প্রয়োজনে এর ওপর স্বচ্ছ ওড়না দেওয়া যায় আর যদি এসব দিতে না চান তাহলে সনাতন পদ্ধতিতে তাজা ফুলের গোড়ে মালায় ডেকে দিন খোঁপা। সৌন্দর্য এবং সৌরভ দুই-ই ঘিরে রাখবে কনেকে।

মেকআপ মেকআপ শুরুর আগে মুখ, গলা, ঘাড়, পিঠে ত্বকের ধরন অনুযায়ী টোনার লাগিয়ে নিতে হবে। মেকআপ শুরুর আগে দেখতে হবে কোথায় খুঁত বা দাগ রয়েছে। খুঁত ঢাকতে হবে কভার স্টিক দিয়ে। এরপর ফাউন্ডেশনের পালা। ত্বকের রঙ অনুযায়ী ফাউন্ডেশন অল্প পানি দিয়ে ত্বকের সঙ্গে ভাল করে মিশিয়ে দিতে হবে। পানি স্প্রে করে নিতে হবে মুখে, গলায়। এতে মেকআপ সুন্দরভাবে বসে যাবে। যাদের নাক চাপা তারা এক শেড ডার্ক ফাউন্ডেশন নাকের দু’পাশে লাগিয়ে নিলে নাকটি উঁচু লাগবে। এর ওপর কমপ্যাক্ট লাগিয়ে দিলে বেস মেকআপ শেষ। গালে থাকবে ব্লাশারের লালিমা। লাল, মেরুন, ব্রাউন পিংক শেডের ব্লাশ অন শাড়ির সঙ্গে মানানসই করে লাগালে কনের মুখে লাজুক ভাবটি ফুটে ওঠে। চিক বোন শিমার দিয়ে হাইলাইট করতে হবে।

শরীরের সুন্দরতম অঙ্গ চোখের সাজই কনের আসল রহস্য। চোখ ছোট হলে মোটা করে, চোখ বড় হলে সরু করে আই লাইনারের রেখা টানতে হবে। চোখ যদি বসা হয় কাজল দিয়ে ভরিয়ে দিতে হবে চোখের কোল। এক্ষেত্রে আই লাইনার কম ব্যবহার করলে ভাল। অন্যান্য ক্ষেত্রেও কাজল একটু চোখের নিচের পাতায় একটু সাজ করে দিলে চোখে মায়াবী ভাব ফুটবে। চোখের পাতা ঘন দেখাতে প্রথমে সাদা মাসকারা, শুকিয়ে গেলে ওয়াটার প্রুফ কালো মাসকারা ব্যবহার করতে হয়। তাই শ্যাডো অবশ্যই শাড়ি বা পোশাকের রঙের সঙ্গে মিশিয়ে লাগাতে হয়। সঙ্গে গোল্ড, সিলভার বা কপার দিয়ে হাইলাইট করতে হবে। অনেক সময় দুটি বা তিনটি রঙ মিশিয়েও শ্যাডো লাগালেও ভাল লাগবে। যারা একটু ন্যাচারাল লুক পছন্দ করেন তাদের জন্য ব্রাউন বা কপার আইশ্যাডো।

সাদা অভিজাত একটি রঙ। সাদার বড় সুবিধা হলো এটি যেকোনো রঙের সঙ্গেই মানিয়ে যায়। তবে কখন কোন রং বেছে নেবেন তা নির্ভর করবে ...
31/10/2024

সাদা অভিজাত একটি রঙ। সাদার বড় সুবিধা হলো এটি যেকোনো রঙের সঙ্গেই মানিয়ে যায়। তবে কখন কোন রং বেছে নেবেন তা নির্ভর করবে ঋতু, সময় ও পরিবেশের ওপর। যেমন প্রকৃতিতে রঙের উপস্থিতি কম হলে সাদা পোশাকের সঙ্গে সাজটা হওয়া চাই অনেক বেশি উজ্জ্বল। দিনের বেলায় কোনো দাওয়াতে অথবা যেকোনো সময়েই আনুষ্ঠানিক পরিবেশে সাদা পোশাক পরলে তার সঙ্গে মেরুন, বাদামি, গোলাপি অথবা কফি রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। রাতের বেলায় সাজে জমকালো ভাব আনতে লাল, ম্যাজেন্টা, কমলার মতো গাঢ় রং বেছে নিতে পারেন।

সাদা পোশাকের সঙ্গে চোখের সাজটা হালকা রাখুন। চোখে নীল, আকাশি ও সবুজ রঙের শেড ব্যবহার করা যেতে পারে অথবা শুধু লাইনার, কাজল, ঘন মাশকারা এবং ন্যুড রঙের আইশ্যাডো দিয়েও আকর্ষণীয় করে তোলা যায়। হোয়াইট স্মোকি মেকআপেও ভালো লাগবে। চোখের নিচে সাদা, গোলাপি, সবুজ এ ধরনের রংগুলো ব্লেন্ড করে দিলেও দেখতে সুন্দর লাগবে, বললেন তিনি। চোখে কালো ও সাদাটে দুই ধরনের স্মোকি মেকআপেই মানাবে, তবে ইদানীং ড্রামাটিক আই মেকআপের চলও লক্ষ করা যাচ্ছে। নীল, ময়ূরকণ্ঠী, বেগুনি, সবুজ ইত্যাদি রঙ দিয়েই সাধারণত চোখের সাজে ড্রামাটিক লুক আনা হয়। কয়েকটি রঙের ব্যবহার সাজে নিয়ে আসবে আরও বৈচিত্র্য।

ব্লাশনের ক্ষেত্রে পিচ, মভ, গোলাপি রঙ ব্যবহার করা যেতে পারে। ভারী মেকআপের ক্ষেত্রে বাদামি, মেরুন এই গাঢ় রঙগুলো বেছে নিতে পারেন। তবে মেকআপ ভারী হোক আর হালকা, যে রঙ বেছে নেবেন তা অবশ্যই ত্বকের সঙ্গে মানাতে হবে, এমনটাই মনে করেন তাঁরা। পোশাকে যেহেতু রঙের সমাহার থাকছে না, তাই সাজ দিয়েই উজ্জ্বলতা আনতে হবে। হয় চোখ নয়তো ঠোঁট, যেকোনো একটির ওপর আলোকপাত করতে হবে। চোখের মেকআপ ভারী হলে লিপস্টিকের রং হবে হালকা এবং গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে চোখের সাজ হবে একদম ন্যাচারাল।

সাজে কোন কোন রং প্রাধান্য পাবে তা অনুষঙ্গের ওপরও অনেকটা নির্ভর করবে। সাদা পোশাকের সঙ্গে মুক্তা বা সাদা পাথরের গয়নাই সাধারণত বেশি পরা হয়ে থাকে, তবে এখন রঙিন পাথর বা পুঁতির গয়নাও হরদম পরতে দেখা যাচ্ছে। গয়না অথবা ব্যাগ রঙচঙে হলে তার রঙের সঙ্গে মিলিয়েও সাজ দেওয়া যেতে পারে। হাল ফ্যাশনের ট্রেন্ড অনুসরণ করলে সাদা বেশে সাদামাটাভাবে নয়, বরং নিজেকে উপস্থাপন করুন রঙিন সাজে।

লাইফস্টাইল মডেল: তানজিলা আক্তার

বিয়ের সাজ লুক  নিয়ে লাইফ স্টাইল মডেল - তাজরুবা নওশিন।বর্তমানে কনের সাজ পার্লারেই করা হয়। কিন্তু যারা পার্লারে যেতে চান ন...
31/10/2024

বিয়ের সাজ লুক নিয়ে লাইফ স্টাইল মডেল - তাজরুবা নওশিন।

বর্তমানে কনের সাজ পার্লারেই করা হয়। কিন্তু যারা পার্লারে যেতে চান না বা যাওয়া পছন্দ করেন না অথবা অর্থনৈতিক দিকটা চিন্তা করে থাকেন, তারা বাড়িতেই কনে সাজতে পারেন। কিন্তু কেমন মেকআপে, কেমন হেয়ার স্টাইলে কনের রূপ খুলবে তা বুঝে উঠতে পারেন না। তাই এ বিষয়ে সঠিক কিছু পরামর্শ দেয়া হলো যা অনুসরণ করে সহজেই কনের সাজে হয়ে উঠতে পারেন অপরূপা, আকর্ষণীয়া, তিলোত্তমা। প্রধানত প্রত্যেক কনের চেহারা, উচ্চতা, রঙের সঙ্গে মানানসই মেকআপ তো বটেই, হাল ফ্যাশনের মেকআপ বিষয়ে জানা প্রয়োজন।

চুল বিয়ের বিকেলে সাজতে বসে প্রথমে চুলের সজ্জা। ঠিকঠাক চুলের বিন্যাস বদলে দিতে পারে মুখশ্রী। মুখের আকৃতি অনুযায়ী চুল ব্যাক ব্রাশ বা ফাঁপিয়ে নিয়ে ক্লিপ করতে হবে। যাদের মুখ গোলকার তাদের চুলের সামনের দিক ফাঁপিয়ে নিয়ে ঘাড়ের কাছে খোঁপা করতে হবে। লম্বা মুখের ক্ষেত্রে চুলের দুটো পাশ ফাঁপিয়ে নিয়ে খোঁপা করা ভাল। খোঁপা নানাভাবে বাঁধা যায়। রোলার লাগিয়ে বা ঘাড়ের কাছে হাত খোঁপাও করা চলে। শরীরের উচ্চতা কম হলে মাথার উপরের দিকে খোঁপা করলে উচ্চতা বেশি মনে হবে। আবার লম্বা মেয়েদের ক্ষেত্রে ঘাড় খোঁপাই ভাল মানাবে, খোঁপায় বিভিন্ন ধরনের হেয়ার এ্যাক্সেসরিজের ব্যবহার চুলের সাজে নতুন মাত্রা এনেছে এখন। খোঁপা বেঁধে তাকে ওড়না বা ঘোমটা দিয়ে ঢেকে না রেখে নানা ধরনের ডিজাইনার কাঁটা, ক্লিপ, স্টোন-সেটিং-ক্লিপ, বিভিন্ন রঙের স্টোন বা পুঁতি, কৃত্রিম ফুল ইত্যাদি দিয়ে সাজালে দারুণ লাগে। প্রয়োজনে এর ওপর স্বচ্ছ ওড়না দেওয়া যায় আর যদি এসব দিতে না চান তাহলে সনাতন পদ্ধতিতে তাজা ফুলের গোড়ে মালায় ডেকে দিন খোঁপা। সৌন্দর্য এবং সৌরভ দুই-ই ঘিরে রাখবে কনেকে।

মেকআপ মেকআপ শুরুর আগে মুখ, গলা, ঘাড়, পিঠে ত্বকের ধরন অনুযায়ী টোনার লাগিয়ে নিতে হবে। মেকআপ শুরুর আগে দেখতে হবে কোথায় খুঁত বা দাগ রয়েছে। খুঁত ঢাকতে হবে কভার স্টিক দিয়ে। এরপর ফাউন্ডেশনের পালা। ত্বকের রঙ অনুযায়ী ফাউন্ডেশন অল্প পানি দিয়ে ত্বকের সঙ্গে ভাল করে মিশিয়ে দিতে হবে। পানি স্প্রে করে নিতে হবে মুখে, গলায়। এতে মেকআপ সুন্দরভাবে বসে যাবে। যাদের নাক চাপা তারা এক শেড ডার্ক ফাউন্ডেশন নাকের দু’পাশে লাগিয়ে নিলে নাকটি উঁচু লাগবে। এর ওপর কমপ্যাক্ট লাগিয়ে দিলে বেস মেকআপ শেষ। গালে থাকবে ব্লাশারের লালিমা। লাল, মেরুন, ব্রাউন পিংক শেডের ব্লাশ অন শাড়ির সঙ্গে মানানসই করে লাগালে কনের মুখে লাজুক ভাবটি ফুটে ওঠে। চিক বোন শিমার দিয়ে হাইলাইট করতে হবে।

শরীরের সুন্দরতম অঙ্গ চোখের সাজই কনের আসল রহস্য। চোখ ছোট হলে মোটা করে, চোখ বড় হলে সরু করে আই লাইনারের রেখা টানতে হবে। চোখ যদি বসা হয় কাজল দিয়ে ভরিয়ে দিতে হবে চোখের কোল। এক্ষেত্রে আই লাইনার কম ব্যবহার করলে ভাল। অন্যান্য ক্ষেত্রেও কাজল একটু চোখের নিচের পাতায় একটু সাজ করে দিলে চোখে মায়াবী ভাব ফুটবে। চোখের পাতা ঘন দেখাতে প্রথমে সাদা মাসকারা, শুকিয়ে গেলে ওয়াটার প্রুফ কালো মাসকারা ব্যবহার করতে হয়। তাই শ্যাডো অবশ্যই শাড়ি বা পোশাকের রঙের সঙ্গে মিশিয়ে লাগাতে হয়। সঙ্গে গোল্ড, সিলভার বা কপার দিয়ে হাইলাইট করতে হবে। অনেক সময় দুটি বা তিনটি রঙ মিশিয়েও শ্যাডো লাগালেও ভাল লাগবে। যারা একটু ন্যাচারাল লুক পছন্দ করেন তাদের জন্য ব্রাউন বা কপার আইশ্যাডো।

মেলা ! মেলা!! মেলা!!!FoodHall  Eventsআয়োজিত ৩ দিনের:"শীতকাল মেলা~ তারিখ: ১৪- ১৬ই নভেম্বর , ২০২৪(, বৃহস্পতিবার, শুক্রবার...
31/10/2024

মেলা ! মেলা!! মেলা!!!

FoodHall Eventsআয়োজিত ৩ দিনের:

"শীতকাল মেলা
~ তারিখ: ১৪- ১৬ই নভেম্বর , ২০২৪
(, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, )

~ ভেন্যু: ফুড হল,ব্লক আই বসুন্ধরা আবাসিক এলাকা।

~ সময়: সকাল ১০ টা থেকে রাত ১১টা

💫 মেলায় নির্দিষ্ট মূল্যের কেনাকাটা করলেই কুপনের মাধ্যমে পেতে পারেন অসংখ্য পুরষ্কার।
Organized by
Somaiya akter
Zahid khan

15/10/2024

✡✡
যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।💖💖

✡✡
আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।💖💖

✡✡
সবার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো ।

Address

Shorif Complex , Lavel-10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Desher Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desher Alo:

Videos

Share

Category

We are create art and techtune type video

Bangla Media our Art Channel .This is wold wide famous Channel.You can see our video Please flow this link BANGLA MEDIA

This is my Channel BANGLA MEDIA

Most Popular video

https://www.youtube.com/watch?v=W_5Cm1ceTyA