Md Ariful Islam Prince

Md Ariful Islam Prince الحمد لله مرحباً ربيل الأمين

অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি :১. নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন। যেমন : ধান, গম, আলু, শাক-সবজি ইত্যাদি। কৃষিকাজের মাধ্যম...
25/12/2024

অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি :

১. নিজের খাদ্য নিজেই উৎপাদন করুন। যেমন : ধান, গম, আলু, শাক-সবজি ইত্যাদি। কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ করুন।

২. বাড়ির আঙিনায় পুকুর কেটে সেখানে মাছ চাষ করুন।

৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ গবাদিপশু পালন করুন। যেমন : গ'রু, ছা'গল, ভেড়া ইত্যাদি। হাদিসে আলাদাভাবে এর নির্দেশনা রয়েছে।

৪. চাপকল বা টিউবওয়েল মাটির অনেক গভীরে স্থাপন করুন। সাধারনত যতটুকু নীচ থেকে পানি উঠে তার চাইতে ৫০-১০০ ফুট নীচে। এছাড়াও নদী, পুকুর, ঝর্নার পানি বিশুদ্ধ করে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন। চাপকলের যাবতীয় প্রয়োজনীয় এক্সেসরিজ সংগ্রহ করে রাখুন।

৫. পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহে রাখুন। যেমন চিড়া, মুড়ি, সীম বা কুমড়ার বিচি, বাদাম, ছোলা, কিসমিস ইত্যাদি ।

৬. আপনার ব্যাংক একাউন্ট, ডিপোজিট বা এ জাতীয় খাতে যত টাকা আছে তা এক মুহূর্তও নিরাপদ নয়। দ্রুত তুলে ফেলুন। তা দিয়ে স্বর্ন ক্রয় করুন বা গবাদী পশুতে ক্রয় করুন। মনে রাখবেন, বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হলে ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না।

৭. বাসস্থানের আশেপাশে পর্যাপ্ত ফলগাছ রোপন করুন।

৮. বাচ্চাদেরকে এখন থেকেই চিপস, চকোলেট, আইসক্রীম জাতীয় খাবার থেকে বিরত রাখার অভ্যাস করুন।

৯. শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখুন।

— লেখা সংগৃহীত

24/12/2024

আজ ১৬ ডিসেম্বর, বিজয়ের দিন। আজ ৫৪তম মহান বিজয় দিবস। পরাধীনতার শেকল ছিন্ন করে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিন আজ। বা...
16/12/2024

আজ ১৬ ডিসেম্বর, বিজয়ের দিন। আজ ৫৪তম মহান বিজয় দিবস। পরাধীনতার শেকল ছিন্ন করে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিন আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।নতুন বছরের নতুন টার্গেট 👊🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

08/12/2024

✈️ভড়তের সীমান্তঘেষা রংপুরের লালমনিরহাটে✈️ ব্রিটিশদের তৈরি করা এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি এবার সচল করা হচ্ছে। মাশা আল্লাহ বাংলাদেশ এগিয়ে যাও।

আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার কলকাতা আমার সেভেন সিস্টার আমার আরো আছে লিস্টেড......
07/12/2024

আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার কলকাতা আমার সেভেন সিস্টার আমার আরো আছে লিস্টেড......

তিন কুল ৩বার পড়ুনبِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیۡمِقُلْ ہُوَ اللہُ  اَحَدٌ  ﴿۱﴾ اَللہُ  الصَّمَدُ ﴿۲﴾  لَمْ یَلِدْ ۬ۙ ...
07/12/2024

তিন কুল ৩বার পড়ুন
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیۡمِ
قُلْ ہُوَ اللہُ اَحَدٌ ﴿۱﴾ اَللہُ الصَّمَدُ ﴿۲﴾ لَمْ یَلِدْ ۬ۙ وَ لَمْ یُوۡلَدْ ﴿۳﴾ وَ لَمْ یَكُنۡ لَّہٗ كُفُوًا اَحَدٌ ﴿۴﴾

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیۡمِ
قُلْ اَعُوۡذُ بِرَبِّ الْفَلَقِ ﴿۱﴾ مِنۡ شَرِّ مَا خَلَقَ ﴿۲﴾ وَ مِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ﴿۳﴾ وَ مِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِ ﴿۴﴾ وَ مِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ﴿۵﴾

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیۡمِ
قُلْ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ ﴿۱﴾ مَلِکِ النَّاسِ ﴿۲﴾ اِلٰہِ النَّاسِ ﴿۳﴾ مِنۡ شَرِّ الْوَسْوَاسِ ۬ۙ الْخَنَّاسِ ﴿۴﴾ الَّذِیۡ یُوَسْوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ ﴿۵﴾ مِنَ الْجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶﴾ "
বলুন, তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়। আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ’ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)। তিনি কাউকেও জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি। আর তাঁর সমতুল্য কেউই নেই।

বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ‘আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয়। আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুঁক দেয়। আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।

বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে; যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।

মাসনুন আমল
প্রতিদিনের নিরাপত্তা ও ফজিলতের যিকর ডাউনলোড করুন
প্লে স্টোর: https://play.google.com/store/apps/details?id=org.ruqyahbd.masnun
অ্যাপ স্টোর: https://apps.apple.com/us/app/masnun-amol/id1566061285

04/12/2024
22/11/2024

সায়্যিদুল ইস্তেগফার
اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْۢبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ.
হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

Address

Dhaka

Telephone

+8801713662206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Ariful Islam Prince posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ariful Islam Prince:

Share