Safa tv

Safa tv Safabanglatv is Youtube based News Channel and Online newspaper which provide all kind of latest news. Our Goal to reach news to the nation.

For authentic news stay tune safabanglatv youtube channel SAFA bangla youtube channel is my dream channel in this channel we telecast Domestic and International news as well as Sports and Entertainment News all over the world through our popular youtube channel and newspaper.

08/08/2024

বিজয় র‍্যালি।❤️❤️❤️

06/08/2024

চট্টগ্রামে ছাত্রদের হাতে দেশ মেরামত ও সিস্টেম উন্নয়নের চিত্র ❤️❤️❤️✌️✌️🇧🇩🇧🇩🇧🇩

অবশেষে স্বাধীন ৫ আগষ্ট ২৪
06/08/2024

অবশেষে স্বাধীন ৫ আগষ্ট ২৪

17/07/2024
16/07/2024

চট্রগ্রামের জনপ্রিয় চা পাতার পাইকারি বাজার।

আমাদের কাছে সব গ্রেড এর চা পাতা পাওয়া যায়।
গ্রেড সমূহ :BOP,GBOP,GOF,OF,FOF,PF,PD,RD,DUST,CD ইত্যাদি...

LC ভালো মানের CD/Dust চা পাতা পাওয়া যায়।

সমগ্রঃ বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চা পাতা সরবরাহ করা হয়।
অফিস ঠিকানা :
সিংগাপুর মার্কেট, আগ্রাবাদ, চট্রগ্রাম।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন...
হেড অফিস :📲 01885401315(WhatsApp/imo)
বিকাশ/নগদ :📲 01819047321(Marchent)

বিঃদ্রঃ আপনার সন্তুষ্টি আমাদের কাম্য।

     #কোটা_সংস্কার_চাই #বাংলাদেশ_কোটা_আন্দোলন  #কোটা_আন্দোলন_২০২৪                                     copied
16/07/2024




#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪










copied

কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলা গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন অথবা আমাদের inbox করুন (আইনজীবীদের প্রোফাইল লিংক ক...
16/07/2024

কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলা গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন অথবা আমাদের inbox করুন (আইনজীবীদের প্রোফাইল লিংক কমেন্টে)

বিনা ফিতে আমরা আইনগত সহায়তা দিতে প্রস্তুত

আইনজীবী টিমঃ

অ্যাডভোকেট তাজুল ইসলাম (রাবি)
মোবাইল:+880 1739-079866

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঢাবি)
মোবাইল:+880 1711-945604

অ্যাডভোকেট আলী নাছের খান (ঢাবি)
মোবাইল:+880 1729-921148

অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ (ঢাবি)
মোবাইল:+8801321205400

অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম (এম আই ইউ, JnU)
মোবাইল: +8801686668225

"ফার'ইষ্ট"  চা কালো লুকিং ওয়েট ভালো লিকার কোয়ালিটি (2+) গ্রেড : BOP,GBOP,GOF,OF,PF চা পাতা পাইকারি বিক্রয় করা হয়। সুবিধা...
14/07/2024

"ফার'ইষ্ট" চা কালো লুকিং ওয়েট ভালো লিকার কোয়ালিটি (2+)
গ্রেড : BOP,GBOP,GOF,OF,PF চা পাতা পাইকারি বিক্রয় করা হয়।

সুবিধা রেটে নিতে পারবেন.....

🚛 সারাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চা পাতা পাঠানো হয়।

অর্ডার কনফার্ম করতে যোগাযোগ করুন :
📲০১৮৮৫৪০১৩১৫(WhatsApp)
অফিস ঠিকানা:
৩৮৬, সিঙ্গাপুর মার্কেট, আগ্রাবাদ, চট্টগ্রাম।
বিঃদ্রঃ আপনার সন্তুষ্টি আমাদের কাম্য।

তাহসানের মা' কিছু করে থাকলে সেটার জন্য তাহসানের মেধাকে ছোট করা ঠিক না। তাহসানের ব্যাপারে পুরোটাই গু"জব ছড়ানো হচ্ছে। ২৪ ত...
13/07/2024

তাহসানের মা' কিছু করে থাকলে সেটার জন্য তাহসানের মেধাকে ছোট করা ঠিক না। তাহসানের ব্যাপারে পুরোটাই গু"জব ছড়ানো হচ্ছে। ২৪ তম বিসিএসে শুধু প্রিলিমিনারি বাতিল হয়েছিলো, লিখিত বা ভাইভা না। তারচে বড় কথা তাহসান ওই বিসিএসে অংশগ্রহণ করেনি। (তাহসান যদি ফার্স্ট হয় বিসিএসে তাও আমি মনে করি না এটা অবাক হওয়ার মত কিছু)
তাহসান ভীষণ মেধাবী স্টুডেন্ট। ঢাবির IBA-তে কোন নরমাল স্টুডেন্ট পড়াশোনা করে না। সে বুয়েটেও চান্স পেয়েছিলো। তাহসান ফুল ব্রাইট স্কলারশিপ অফার পাওয়া স্টুডেন্ট। তাহসানের IELTS স্কোর ছিলো ৯/৯...
পড়াশোনা শেষ করেই তাহসান ব্রাক ইউনিভার্সিটির শিক্ষকতা করেন।

তাহসানকে পুরো দেশের মানুষ চিনে তার গান, অভিনয় অর্থাৎ তার যোগ্যতার কারণে। তার মায়ের পরিচয়ের কারণে নয়। (তাছাড়া তাহসানের মা'কে ক'জন ই বা চিনতেন এই ঘটনার আগে) তাহসানকে ট্র"ল মানে তার অর্জিত সব যোগ্যতাকে ছোট করা।

সবচেয়ে বড় কথা, সুযোগ থাকা সত্ত্বেও তাহসান তার মায়ের সুবিধা নিয়ে রাষ্ট্রীয় কোন বড় পদে বসে থাকে নি, কোটি কোটি টাকা বাইরে পা/চার করে দেয়নি। দেশের কয়জন মানুষ এত বড় লো;ভ সামলাতে পারবে?
এই কারণে বরং তাহসান রেসপেক্ট ডিজার্ভ করে, ট্র'ল নয়।

তাহসানের সাথে যা হচ্ছে এটা খুবই ল/জ্জাজনক, এটা অন্যায় ।

© তারেখ আহাম্মেদ

12/07/2024

কখনো চিন্তা করেছেন যে তথাকথিত মানবতার ফেরীআলা , ইনফ্লুয়েঞ্জা , লেখক , কন্টেন্ট ক্রিয়েটর , মটিভেশনাল স্পিকার , খেলোয়াড় , গায়ক গায়িকা আপনার আমার জাতির ঐক্যের দাবীতে সমর্থন রাখে না তাদেরকে আপনি কেন ফলো করবেন?

https://youtu.be/5nn1SBKfcLk       #বাংলাদেশ
09/07/2024

https://youtu.be/5nn1SBKfcLk #বাংলাদেশ

🌍 আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর ১০-৭-২৪ 🌍 SAFA BANGLA TV 🌍 World News Today 🌍 বিশ্বের আলোচিত খবর ​ ...

09/07/2024

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এবার সোচ্চার বিভিন্ন জেলার ছাত্র ও যুব সমাজ। #কোটা #আন্দোলন #বাংলাদেশ

আজ আমার জন্মদিন। জন্মদিনে নিজেকে কোনোদিন কিছু উপহার দেইনি। তবে পেয়েছি ঢের। সে অর্থে, এবারের জন্মদিনটি অবশ্যই আলাদা। নি...
07/07/2024

আজ আমার জন্মদিন।
জন্মদিনে নিজেকে কোনোদিন কিছু উপহার দেইনি। তবে পেয়েছি ঢের। সে অর্থে, এবারের জন্মদিনটি অবশ্যই আলাদা। নিজেকে আজ এমন কিছু একটা উপহার দিতে চলেছি, যার জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন।

কিছুক্ষণ পর চ্যানেল টোয়েন্টিফোরে যে রিপোর্টটি আপনারা দেখবেন, সেই রিপোর্টটিকে বলতে পারেন ক্যারিয়ারের অন্যতম সেরা কাজের একটি টিজার। এরপর ট্রেইলার আসবে। তারপর দেখবেন পূর্ণাঙ্গ মুভি।

একটি ভালো অনুসন্ধানী রিপোর্টের জন্য আপনি ঠিক কতদিন লেগে থাকবেন বা থাকতে পারবেন? পনের দিন, এক মাস, ছয় মাস বা এক বছর? এত সময় অবশ্য বাংলাদেশের গণমাধ্যমে পাওয়া সম্ভব নয়। কানাডায় আমরা একটি ভালো ইনভেস্টিগেটিভ-ডকের জন্য ৭-৮ মাসও পাই। খুব ভালো কিছু হলে হয়তো ১ বছর। বাংলাদেশে সেটি সর্বোচ্চ দু-মাস।

কিন্তু আমি এই কাজটির পেছনে লেগে ছিলাম প্রায় ৬ বছর!

এতদিন কি লাগার কথা? মাঝে কোভিড, আমার কানাডায় কাজের সুযোগ, অন্যান্য বড় বড় কাজে যুক্ত হওয়া এবং চক্রটির সূত্র মেলাতে না পারার ব্যর্থতাসহ নানা কারণ অবশ্য ছিল। তবে যাই থাকুক, ৬ বছর অবশ্যই একটি দীর্ঘ সময়।
বাংলাদেশ ছেড়ে যখন কানাডায় সাংবাদিকতা শুরু করলাম, বুক ও ব্যাগের ভেতর যে কয়েকটি অসমাপ্ত কাজের ফাইলপত্র, নোট এবং তীব্র প্রত্যয় নিয়ে এসেছিলাম, এই কাজটি শীর্ষে ছিল। যখনই সময় পেয়েছি, ডট মিলিয়েছি।

আরেক মহাদেশে সময় মিলিয়ে অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ, ক্রস-চেক, সোর্স-মেইনটেইন, মাঠের কাজ তদারকি, রিপোর্ট তৈরি এবং তা প্রচার যে কতটা মানসিক এবং শারিরিক শ্রমের তা হাড়ে হাড়ে টের পেয়েছি গত ১৫টা দিন।

শেষ পর্যন্ত খবরটি আজ ব্রেক করতে যাচ্ছি।

শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-বিপিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা। গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত খোদ পিএসসির কর্মকর্তারাই!

দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসিকেন্দ্রীক এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা, যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলি, রিটেন, ভাইভাসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে। সর্বশেষ ৪৬তম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পড় থেকে।

এই অনুসন্ধানে পাওয়া তথ্য একজন বাংলাদেশী নাগরিক হিসেবে শিউরে ওঠার মতোই, কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকে তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণ-তরুণী।
জীবনের শুরুর ৩০ বছরের প্রায় সকল সুখ আর চাওয়া-পাওয়া বিসর্জণ দিয়ে বিসিএস ধ্যান-জ্ঞান করে, নিদেন পক্ষে পিএসসির একটি নন-ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গুণেন , লাইব্রেরীতে পড়ে থাকেন দিনের পর দিন, তাদের জন্য এ খবর রীতিমতো বজ্রাঘাত! রাষ্ট্রের তরফে প্রহসন।

বিসিএস এবং পিএসসি নন-ক্যাডার চাকরির প্রশ্নপত্র ফাঁসের সর্ববৃহৎ এই চক্রের কার্যক্রম এবং তাদের বিস্তারিত জানতে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের সার্চলাইটের জন্য। তবে একাধিক পর্ব হয়তো লেগে যাবে পুরো গল্পটি তুলে ধরতে।

শেষ মুহুর্তে রিপোর্টটির জন্য সহকর্মীদের পাঠিয়ে পিএসসি চেয়ারম্যানের একটা ইন্টারভিউ করেছি আমি। ইন্টারভিউ শেষে তিনি আমাকে কল করেন এবং প্রায় ৪০ মিনিট কথা বলেন। এত অসহায় লাগল তার কন্ঠ! মনটা কিছুটা খারাপই হলো।

কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হয়ে এভাবে একের পর এক প্রশ্নফাঁসের ঘটনার দায় তিনি আর তার বোর্ডের সদস্যরা কিভাবে এড়াবেন? একটি দুটি তো নয়, ৩৩তম বিসিএস থেকে প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডাার পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা।

জন্মদিন যে কখন এলো আর গেল, টেরই পাইনি। বউ ভয়ে একটা কেক কাটার প্রস্তাবও দিতে পারেনি! ছেলেটাকে কোলে নেওয়া হয়নি, কয়েক রাত ঘুম নাই। তবু লাখ লাখ বেকার ভাই-বোনের জন্য কিছু করতে পারার আনন্দের তূল্য তো আর কিছু নেই, আর সেই দিনটি জন্মদিন হলে তো কথাই নেই।

ওয়েল ডান আবদুল্লাহ আল ইমরান,
শুভ জন্মদিন।


হারানো বিজ্ঞপ্তি !!!ছেলেটি'র মা প্রায় পাগল হয়ে গেছে ছেলে কে খুঁজে না পেয়ে আজ দুই দিন ধরে!!ছেলেটি বেশিরভাগ সময় মাক্স ...
06/07/2024

হারানো বিজ্ঞপ্তি !!!

ছেলেটি'র মা প্রায় পাগল হয়ে গেছে ছেলে কে খুঁজে না পেয়ে আজ দুই দিন ধরে!!
ছেলেটি বেশিরভাগ সময় মাক্স টা পরে।
নিচে ওর ছবিতে ওর পরা মাক্স টাই পরে থাকে ...

নাম: রবিউল ইসলাম (রাফি)
বাসাঃ ঢাকা বিমান বন্দর আবাসিক এলাকা
পড়াশোনাঃ হিফজ পড়ে (১৭পাড়া মুখস্থ করেছে)।
গায়ের রংঃ উজ্জ্বল
পরনে সাদা যুব্বা ছিলো

আমার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ এড আছেন, যদি আপনারা প্রত্যেকজনেই শেয়ার / পোস্ট করেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী কাছে পৌঁছাবে।
নিখোঁজ রবিউল ইসলাম রাফি কে খুঁজে পেতে সহযোগিতা করুন।
আসিফ ইকবাল প্রিন্স ( খালাতো ভাই ) - 01640828775

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safa tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Newspapers in Dhaka

Show All