Sayed Shah

Sayed Shah For entertainment only—nothing serious. Smile & stay happy! Welcome to Most Uncommon! Dive into a world of creativity, mystery, and amazing discoveries!

On this channel, we bring you:
-Creative Tutorials – Learn design, editing, and unique skills.
-Engaging Blogs – Stories from around the world, lost civilizations, and unbelievable but true events.
-Mind-Blowing Mysteries – Uncover hidden secrets and historical wonders.
-Amazing Videos – Fascinating facts, unique insights, and unexpected stories. We upload videos regularly, so stay tuned for fresh content! If you have any requests or need help, let us know

—we're here to create for you.

2023: No salary increase.2024: No salary increase.2025: Resignation.Employee: “I’m submitting my resignation.”Manager: “...
16/06/2025

2023: No salary increase.
2024: No salary increase.
2025: Resignation.

Employee: “I’m submitting my resignation.”
Manager: “But you’re a key asset. Why are you leaving?”
Employee: “Because another company recognized my value — and offered me what I deserve.”

48 hours later…
Manager: “We’ll match the offer. Please stay — we need you!”
Employee: “It’s too late. I’ve already joined a company that valued me before I had to leave.”

Lesson for 2025 and beyond:
Don’t wait for a resignation letter to recognize talent.
Employees aren’t just seeking jobs — they’re seeking growth, respect, and recognition.
If you don’t invest in them, someone else will.

AI দিয়ে ভিডিও বানানো মানেই জাস্ট একটা প্রম্পট লিখে দিলাম—আর ভিডিও চলে আসলো… ব্যাপারটা মোটেও সোজা না!AI দিয়ে সিনেমেটিক ও ...
16/06/2025

AI দিয়ে ভিডিও বানানো মানেই জাস্ট একটা প্রম্পট লিখে দিলাম—আর ভিডিও চলে আসলো… ব্যাপারটা মোটেও সোজা না!

AI দিয়ে সিনেমেটিক ও ড্রামাটিক ক্যামেরা মুভমেন্টসহ ভিডিও তৈরি করতে হলে আপনাকে ভালোভাবে 'Prompt Engineering' শিখতে হবে।

👇 AI-ভিত্তিক ভিডিও জেনারেশনে ভালো রেজাল্ট পেতে নিচের ৫টি মেজর জিনিস অবশ্যই আপনার প্রম্পটে থাকা উচিত:

✅ ১. রেফারেন্স (Reference)
যদি ভিডিও জেনারেটর রেফারেন্স নেওয়ার অপশন দেয়, তাহলে রেফারেন্স ইমেজ বা ভিডিও দিন।

না থাকলে, চ্যাটজিপিটিকে আগে ভালো করে রেফারেন্স ব্রিফ দিন, তারপর চূড়ান্ত প্রম্পট লিখুন।

✅ ২. লাইটিং (Lighting)
কোন টাইম অব ডে?

কেমন ধরনের লাইটিং (soft/hard, warm/cool)?

লাইট কোথা থেকে আসছে? (window light, backlight, spotlight ইত্যাদি)

✅ ৩. ক্যামেরা এংগেল ও মুভমেন্ট
ক্যামেরার শুরু কোথা থেকে? (wide shot, aerial, POV?)

কি মুভমেন্ট থাকবে? (dolly-in, pan-left, crane down, handheld shake?)

শেষ শটে এসে কি দেখাবে?

✅ ৪. ক্যারেক্টার মুভমেন্ট ও এক্সপ্রেশন
ক্যারেক্টাররা কি করবে? হাঁটবে, বসবে, তাকাবে?

এক্সপ্রেশন কেমন? (উদ্বিগ্ন, হেসে উঠছে, চোখে পানি?)

বডি ল্যাংগুয়েজ কেমন?

✅ ৫. ডায়লগ, SFX ও ব্যাকগ্রাউন্ড মিউজিক
চাইলে প্রম্পটেই ডায়লগ যুক্ত করুন (tone সহ)

কোন কোন সাউন্ড ইফেক্ট দরকার?

ব্যাকগ্রাউন্ড মিউজিকের ধরন কেমন হবে? (dramatic, emotional, suspenseful?)

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে!আর আমাদের ইন্টারনেট ব্ল্যাক আউট করে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখার সুযোগ নে...
21/05/2025

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে!
আর আমাদের ইন্টারনেট ব্ল্যাক আউট করে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখার সুযোগ নেই।

আজ, ২০ মে ২০২৫—বিশ্ববিখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী Starlink তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশে সেবার আনুষ্ঠানিক শুরু ঘোষণা করেছে।

প্রথম পর্যায়ে স্টারলিংক বাংলাদেশে দুটি প্যাকেজ চালু করেছে:

1. Starlink Residential

2. Residential Lite

মূল্য ও সুবিধাসমূহ:

Residential প্যাকেজের মাসিক খরচ: ৬,০০০ টাকা

Residential Lite প্যাকেজের মাসিক খরচ: ৪,২০০ টাকা

সেটআপ কিটের এককালীন খরচ: ৪৭,০০০ টাকা

উল্লেখযোগ্য বিষয় হলো—এই ইন্টারনেট সেবায় কোনো স্পিড লিমিট বা ডেটা লিমিট নেই। আপনি পেতে পারেন ৩০০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড গতিসম্পন্ন ইন্টারনেট!

বাংলাদেশের যেকোনো প্রান্তের গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন।

এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকেও ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনতে এক বিশাল পদক্ষেপ।

বাংলাদেশের বিজ্ঞাপন (advertising) কোম্পানিগুলোর অবস্থা বর্তমানে বেশ চ্যালেঞ্জিং। কিছু মূল বিষয় তুলে ধরছি, যাতে বুঝতে সু...
06/05/2025

বাংলাদেশের বিজ্ঞাপন (advertising) কোম্পানিগুলোর অবস্থা বর্তমানে বেশ চ্যালেঞ্জিং। কিছু মূল বিষয় তুলে ধরছি, যাতে বুঝতে সুবিধা হয় তারা টিকে থাকতে পারবে কি না

✅ বর্তমান পরিস্থিতি:
-অর্থনৈতিক সংকট: দেশের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, ফলে অনেক প্রতিষ্ঠানই বিজ্ঞাপন বাজেট কমিয়ে দিয়েছে।
-কাজের অভাব: বিশেষ করে ছোট ও মাঝারি বিজ্ঞাপন এজেন্সিগুলোর জন্য ক্লায়েন্ট পাওয়া কঠিন হয়ে গেছে।
-বড় ব্র্যান্ডের আধিপত্য: বড় বড় মাল্টিন্যাশনাল বা বড় লোকাল ব্র্যান্ডগুলো তাদের কাজ এখন অনেক সময় বিদেশি বা ইন-হাউস টিম দিয়ে করাচ্ছে।
-ফ্রিল্যান্সারদের প্রতিযোগিতা: এখন অনেক কোম্পানি কম খরচে ফ্রিল্যান্সার বা ছোট টিমের সঙ্গে কাজ করতে পছন্দ করছে।
-ডিজিটাল শিফট: যারা এখনো ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে খাপ খাওয়াতে পারেনি, তারা পিছিয়ে পড়ছে।

🌱 সাস্টেইন করার সম্ভাবনা:
সব এজেন্সি বিপদে আছে, এমন না। কিছু কোম্পানি বেশ ভালো করছে, কারণ:
তারা ডিজিটাল সার্ভিসে ফোকাস করছে (Facebook, YouTube, TikTok, SEO, Influencer Marketing ইত্যাদি)।
তারা কম খরচে বেশি ফল দেয়—এই অ্যাপ্রোচে যাচ্ছে।

🔍 টিকে থাকতে হলে যা প্রয়োজন:
কস্ট কাটিং এবং লিন অপারেশন মডেলে যাওয়া।
ডিজিটাল মার্কেটিং স্কিল বাড়ানো।
দেশের বাইরের মার্কেট (outsourcing বা freelancing) ধরার চেষ্টা করা।
নতুন ধরনের কনটেন্ট ও মিডিয়া ট্রেন্ড ধরতে পারা (short-form video, meme marketing, community building)।

২০২৫ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফিক ডিজাইন ট্রেন্ডগুলো বাংলা ভাষায় তুলে ধরা হলো, যাতে আপনি আগেভাগেই প্রস্তুতি নি...
30/04/2025

২০২৫ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফিক ডিজাইন ট্রেন্ডগুলো বাংলা ভাষায় তুলে ধরা হলো, যাতে আপনি আগেভাগেই প্রস্তুতি নিতে পারেন—

🌟 ২০২৫ সালের গ্রাফিক ডিজাইন ট্রেন্ডসমূহ:
নিও-সাইবারপাঙ্ক স্টাইল
উজ্জ্বল নীয়ন রঙ, হাই-কন্ট্রাস্ট লাইটিং ও ফিউচারিস্টিক থিম—ডিজাইনে আসছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর এক নতুন ঢেউ।

জেনারেটিভ এআই ইন্টিগ্রেশন
ডিজাইন প্রক্রিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বেড়ে যাচ্ছে। টেক্সট থেকে ইমেজ, লেআউট সাজানো থেকে শুরু করে ফিনিশিং টাচ—সব কিছুতেই এআই সহকারী হিসেবে থাকবে।

ট্যাক্সচার ও হ্যান্ডক্রাফটেড লুক
ডিজাইন আবার ফিরে যাচ্ছে মাটির কাছাকাছি—হ্যান্ডড্রন এলিমেন্ট, পেপার টেক্সচার, স্ক্যাচ লাইন—যা ডিজাইনকে আরও মানবিক ও উষ্ণ করে তুলছে।

রেট্রো ম্যাক্সিমালিজম
৮০ ও ৯০ দশকের রঙিন, ব্যস্ত এবং উচ্চারিত ডিজাইন স্টাইল ফিরে আসছে। বড় ফন্ট, প্যাটার্ন, এবং হাই-কন্ট্রাস্ট রঙের ব্যবহার হবে বেশি।

ইকো-কনসাস ডিজাইন
পরিবেশ সচেতনতা এখন ডিজাইনেও—সবুজ থিম, মিনিমাল ইউজ অব কালার ও টেক্সচার, এবং ন্যাচারাল ইনস্পায়ার্ড উপাদান ডিজাইনে দেখা যাবে।

ডায়নামিক টাইপোগ্রাফি
টাইপোগ্রাফিতে আনছে নতুন গতিশীলতা—অ্যানিমেটেড ফন্ট, রেসপনসিভ টাইপ, এবং অ্যাসিমেট্রিক কম্পোজিশনের ব্যবহার বেড়ে যাবে।

ডার্ক মোড ও হাই কনট্রাস্ট ডিজাইন
চোখের আরাম এবং স্টাইলিশ লুকের জন্য ডার্ক মোডে বানানো ভিজ্যুয়াল বাড়ছে, বিশেষ করে ওয়েব ও অ্যাপ ডিজাইনে।

🖱️ বিস্তারিত জানতে অথবা শিখতে ক্লিক করো:
👉

Get the lowdown on the hottest graphic design trends predicted for 2025.

আপনি কি আসলেই ব্যবসা করছেন, নাকি নিজের জন্য একটা চাকরি তৈরি করেছেন?❌ আপনি না থাকলে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়—✅ তাহলে সেটা ...
30/04/2025

আপনি কি আসলেই ব্যবসা করছেন, নাকি নিজের জন্য একটা চাকরি তৈরি করেছেন?

❌ আপনি না থাকলে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়—
✅ তাহলে সেটা ব্যবসা নয়, সেটা আপনার একটা চাকরি!

একজন উদ্যোক্তা ও একজন কর্মীর মাঝে পার্থক্য তৈরি হয় ৩টি জায়গায়:

🔹 ১. সিস্টেম তৈরি করুন
আপনি না থাকলেও যেন অর্ডার, ডেলিভারি, কাস্টমার সার্ভিস সব চলতে পারে—
এটাই সিস্টেম। সিস্টেমই স্বাধীনতা এনে দেয়।

🔹 ২. টিম তৈরি করুন, সময় কিনুন
আপনার সময় সীমিত, কিন্তু আপনি অন্যের সময় ব্যবহার করতে পারেন।
দায়িত্ব ভাগ করুন, দক্ষ টিম গড়ুন।

🔹 ৩. স্কেলযোগ্য প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করুন
যা বারবার বিক্রি করা যায়, বড় আকারে নেওয়া যায়, আপনার হাতে না থেকেও যা বাড়তে পারে—
তবেই সেটা আসল ব্যবসা।

দুইটি সহজ উদাহরণ:

🍞 রুটি বানালে আপনি কারিগর,
কিন্তু রেসিপি বানিয়ে, টিম গড়ে, ডেলিভারি সেটআপ করলে আপনি উদ্যোক্তা।

🛒 মুদি দোকান চলে মালিকের হাতে,
কিন্তু সুপারশপ চলে সিস্টেমে।

শুরুর দিনগুলোয় নিজেই সব করবেন — ঠিক আছে।
কিন্তু লক্ষ্য রাখুন: আপনি নিজে নয়, সিস্টেম চলুক।

💼 ব্যবসা নয়, গড়ুন একটি স্বাধীন প্রতিষ্ঠান।

27/04/2025

প্রাণী ও মানুষের প্রতি সমান ভালোবাসা গড়ে তুলুন। সব জীবের জন্য ভালোবাসাই মানবতার মূল।

টক্সিক মাদার!? বিষাক্ত মা!?হ্যাঁ, আশেপাশেই এমন অনেক মায়ের দেখা মেলে। যদিও অনেকেই বিশ্বাস করতে চান না, কিন্তু সত্যিই কিছু...
26/04/2025

টক্সিক মাদার!? বিষাক্ত মা!?

হ্যাঁ, আশেপাশেই এমন অনেক মায়ের দেখা মেলে। যদিও অনেকেই বিশ্বাস করতে চান না, কিন্তু সত্যিই কিছু মায়ের আচরণ সন্তানের প্রতি হয়ে উঠতে পারে ভয়ানক টক্সিক।

জন্মদাত্রী মা’র পক্ষ থেকেই সন্তানের প্রতি বৈষম্য?
হ্যাঁ, এমনটা ঘটে। কেউ একজন হয়ে ওঠে চোখের মণি, আর অন্যজন যেন দুই চোখের বিষ। একজন সন্তানের শত ভুল মাফযোগ্য হলেও, অন্যজনের একটি ছোট ভুলকে বানিয়ে তোলা হয় বিশাল অপরাধ। তার ওপর চলে মানসিক অত্যাচার, অপমান, অবহেলা।

টক্সিক মায়েরা কী করেন?
তারা সন্তানের ছোটখাটো ভুলগুলো নিয়ে কথা বলেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে। এমনকি সন্তানের সামনেই তাকে তুচ্ছতাচ্ছিল্য করেন, যেন সে তারই সন্তান নয়!

এ ধরনের আচরণের পেছনে দায়ী হয় পরিবারে উপস্থিত আরেকটি বড় ভূমিকা—পিতা বা স্বামী।
অনেক সময় দেখা যায়, একজন স্বামী তার টক্সিক স্ত্রীর আচরণকে মেনে নিচ্ছেন কেবল নিজের শান্তির জন্য। কিন্তু সেই সন্তান, যে মায়ের অত্যাচারের ভয়ে বাবার ঘরে আশ্রয় খোঁজে, যখন দেখে বাবা-ও মায়ের মতোই চুপ অথবা সমর্থনকারী—তখন সে ভেঙে পড়ে।

সন্তান তখন কী ভাবে?
সে ভাবে, এই পৃথিবীতে তার কেউ নেই। না মা, না বাবা। এক নিঃসঙ্গ জীবনের শুরু ঘটে সেখান থেকেই।

শুধু শৈশব নয়, একটি শিশুর পুরো জীবনই বরবাদ হয়ে যেতে পারে এই টক্সিক পারিবারিক পরিবেশে। সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না—শুধু যারা সহ্য করে, তারাই জানে।

তাই কী করবেন আপনি?

সন্তানকে ভালোভাবে বাঁচার সুযোগ দিন

স্বামী বা স্ত্রীর টক্সিক আচরণকে সমর্থন করবেন না

সন্তানের কথা শোনার চেষ্টা করুন

মনে রাখবেন, বাবা-মা সবসময় সঠিক নাও হতে পারেন

সমস্যার সমাধান খুঁজুন, না ঘনিষ্ঠ হয়ে সন্তানকে আঘাত করুন

শিশুকে নেতিবাচক পরিবেশে বড় করবেন না। সময় একদিন তার জবাব ঠিকই দিয়ে দেবে।
আজ যে ছোট্ট শিশুকে অবহেলা করছেন, একদিন সেই-ই শক্তিশালী হয়ে উঠবে। তখন যেন সে আপনার আচরণ প্রতিফলন করে না ফেরত দেয়!

23/04/2025

ডিজাইনার vs AI: কে আসলে বস?

22/04/2025

এআই আসলে কী কাজে লাগে? আর চাকরি খায় কিভাবে?

21/04/2025

কীভাবে ChatGPT আইডিয়া দিতে পারে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayed Shah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayed Shah:

Share