Sayed’s Funspiration

Sayed’s Funspiration Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayed’s Funspiration, Dhaka.

Motivating minds, one story at a time | Believe, Dream, Achieve 🚀"
গল্পের মাধ্যমে অনুপ্রেরণা 🌟 | প্রতিটি গল্পে জীবন শিখি | বিশ্বাস করো, স্বপ্ন দেখো, অর্জন করো 🚀 Sayeds Funspiration is a Bangla motivational and storytelling channel, sharing inspiring life lessons, moral stories, and engaging narratives to educate and entertain viewers.

বাংলাদেশে গ্রাফিক ডিজাইন ও ক্রিয়েটিভ সেক্টর: স্টেবিলিটির প্রশ্ন-বাংলাদেশে গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, ভিজুয়াল আর্টস ব...
17/12/2025

বাংলাদেশে গ্রাফিক ডিজাইন ও ক্রিয়েটিভ সেক্টর: স্টেবিলিটির প্রশ্ন-
বাংলাদেশে গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, ভিজুয়াল আর্টস বা অন্যান্য ক্রিয়েটিভ জবকে অনেকে "অস্থির" বলে মনে করেন।
এর কারণগুলো বোঝা যায়:
লোকাল জবে বেতন কম (গড়ে ২৫-৪০ হাজার টাকা মাসিক, অভিজ্ঞতার উপর ভিত্তি করে), জবগুলো প্রায়শই কন্ট্রাকচুয়াল বা প্রজেক্ট-বেসড, এবং কোম্পানিগুলোতে পার্মানেন্ট পজিশন কম। Bdjobs বা Bikroy-এর মতো সাইটে দেখা যায়, অনেক জব ভ্যাকেন্সি আছে, কিন্তু বেশিরভাগই মার্কেটিং, টেক্সটাইল বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত—যেখানে ডিজাইনারকে মাল্টি-টাস্ক করতে হয়।
ফলে অনেকে মনে করেন, এই ফিল্ডে লং-টার্ম সিকিউরিটি নেই, বিশেষ করে যদি শুধু লোকাল মার্কেটের উপর নির্ভর করেন।
এছাড়া, কম্পিটিশন খুব বেশি। হাজার হাজার নতুন ডিজাইনার প্রতি বছর মার্কেটে আসছেন, এবং AI টুলস (যেমন Midjourney বা Canva AI) সিম্পল ডিজাইনগুলোকে আরও সহজ করে দিচ্ছে। লোকালি চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, এবং বেতন বাড়ছে না ততটা।

যদি আপনার প্যাশন না থাকে বা স্কিল খুব হাই-লেভেল না হয়, তাহলে এই সেক্টরে স্ট্রাগল করতে হবে—এটা সত্যি।

তবে পুরোটা নেগেটিভ নয়। বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইন অন্যতম জনপ্রিয় ক্যাটাগরি। Upwork, Fiverr বা Freelancer-এ বাংলাদেশি ডিজাইনারদের রেপুটেশন ভালো, এবং অনেকে মাসে লাখ টাকার উপরে আয় করছেন (অভিজ্ঞরা ৫০০-১০০০ ডলার বা তার বেশি)।

দেশে ৬ লাখের বেশি ফ্রিল্যান্সার আছে, এবং ক্রিয়েটিভ ফিল্ড (গ্রাফিক্স, ভিডিও এডিটিং) তাদের একটা বড় অংশ। গ্লোবাল মার্কেটে ডিমান্ড বাড়ছে—ই-কমার্স, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়ার কারণে।
যদি আপনি ইংরেজি ভালো জানেন, পোর্টফোলিও স্ট্রং করেন এবং ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এই ক্যারিয়ার খুবই লাভজনক হতে পারে। অনেকে লোকাল জবের চেয়ে বেশি স্টেবল আয় করছেন এভাবে।

সারাংশে বলা যায়, শুধু লোকাল জবের উপর নির্ভর করে গ্রাফিক ডিজাইন বা ক্রিয়েটিভ ক্যারিয়ার করা সত্যিই স্টেবল নয়—কম্পিটিশন, কম বেতন এবং অনিশ্চয়তা আছে।

কিন্তু যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে ফোকাস করেন, স্কিল আপগ্রেড করেন (যেমন UI/UX, মোশন গ্রাফিক্স যোগ করেন) এবং গ্লোবাল মার্কেট টার্গেট করেন, তাহলে এটা খুবই ভালো অপশন হতে পারে।

প্যাশন থাকলে চেষ্টা করুন, কিন্তু ব্যাকআপ প্ল্যান রাখুন—যেমন অন্য স্কিল শেখা বা সাইড জব। শেষমেশ, স্টেবিলিটি নির্ভর করবে আপনার নিজের এফোর্টের উপর।

15/12/2025

বিজয় দিবস শুধু একটি ছুটির দিন বা উৎসব নয়- ১৬ই ডিসেম্বরের গল্প

13/12/2025

ধীরে হলেও নিয়মিত পরিশ্রম করলে সফলতা নিশ্চিত

10/12/2025

প্রাচীন বই খুলে দিল অন্য জগৎ! 😱✨
The Key of Illusia-Fantasy Short Story

08/12/2025

গভীর সমুদ্রের নিচে সুন্দর রাজ্য প্রবালপুরী। সেই রাজ্যের আলো নিভে যায় মানুষের ফেলা প্লাস্টিক আর আবর্জনায়। ছোট্ট রাজকন্যা নীলা আর তার বন্ধু টুনটুনি বের হয় এক দুঃসাহসিক অভিযানে—সমুদ্রকে বাঁচানোর জন্য! 🌊✨

07/12/2025

তোমার পথও তৈরি হবে সংগ্রাম আর সাহসের উপর। যত বাধাই আসুক—থেমে যেও না।

06/12/2025

Sayed Shah প্রধানমন্ত্রীর দায়িত্বে?

05/12/2025

পিকু আর ঝিলমিল | জলের নিচে ছোট্ট বন্ধুত্বের গল্প 🐠✨”

04/12/2025

শক্তি নয়, দয়াই আসল জয়! ✨ দ্য কাইন্ডেস্ট কিং | নীতিমূলক গল্প

02/12/2025

🦖🔥 একবিংশ শতাব্দী থেকে ক্রিটেশিয়াস যুগে: হারানো পৃথিবী

01/12/2025

ডাইনোসরের তাণ্ডব!

26/11/2025

ট্রাফিক আইন ও জীবনের মূল্য

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayed’s Funspiration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayed’s Funspiration:

Share