Jobs news

Jobs news only Jobs news.
আমরা সবর্দা সত্যের পথে চলি। Thanks for your Help
(5)

16/10/2024

চব্বিশের ছাত্রনাগরিক অভ্যুত্থান
৩০০+ বিষয়ভিত্তিক ভিডিও ক্লিপ সংকলন
(লিংক কমেন্টে)

01/08/2024

এক ভিডিওতে সকল তথ্য। এরকম একটি তথ্যবহুল গোছানো রিপোর্টের অপেক্ষাতেই ছিলাম।

"ফাগুন বোধহয় চলে এসেছে!!!
তৈরি তোহ সবাই??"

14/03/2024

মাহে রমজানে, আপনার অফিস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে?

a. ৯ টা - ৪ টা
b. ৯ঃ৩০ টা - ৪ঃ৩০ টা
c. ১০ টা - ৪ঃ৩০ টা
d. কমেন্ট বক্সে লিখেছি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা এনটিআরসিএ মাধ্যমে শিক্ষক হতে চান,  তাদের জ্ঞাতার্থে মেহেরপুর জেলার বিষয় ভিত্তিক  শূন্...
12/02/2024

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা এনটিআরসিএ মাধ্যমে শিক্ষক হতে চান, তাদের জ্ঞাতার্থে মেহেরপুর জেলার বিষয় ভিত্তিক শূন্য পদ। প্রস্তুতি নিন আবেদন করুন।

27/11/2023

অবশেষে চূড়ান্ত হলো আগামী বছরে ইপিএস এর আওতাধীন ১৬টি দেশ থেকে কোরিয়ায় প্রবেশ কোটা। মোট ১লক্ষ ৬৫হাজার জন ইপিএস কর্মী প্রবেশ করবে বাংলাদেশ সহ ১৬টি দেশ থেকে।
ম্যানুফ্যাকচারিং খাতে ৯৫,০০০ জন
শিপবিল্ডিং খাতে ৫,০০০ জন
কৃষি ও পশুপালন ১৬,০০০ জন
নির্মাণ খাত ৬,০০০ জন
সার্ভিস খাত ১৩,০০০ জন
কোটা শেষ হলে অতিরিক্ত ২০,০০০ জন।

📛নিউজ📛টানা ৮ সেমিষ্টারে জিপিএ 4.00 (Out of 4.00) পাওয়া সেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির মেধাবী ছাত্র...
25/11/2023

📛নিউজ📛

টানা ৮ সেমিষ্টারে জিপিএ 4.00 (Out of 4.00) পাওয়া সেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির মেধাবী ছাত্রী তামান্না খাতুন জয়া তার প্রথম ভাইবা পরীক্ষাতেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে উত্তীর্ণ হয়েছেন। তামান্না খাতুন জয়া আপুর জন্য Polytechnic Notice এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, দোয়া ও শুভকামনা রইল।

© Polytechnic Notice

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ-২০২৩পদের নাম: অফিস সহায়কপদ সংখ্যা: ৪০ টি✅আবেদন করতে https://www.facebook.com/mehedihasann31...
24/11/2023

প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ-২০২৩
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪০ টি
✅আবেদন করতে https://www.facebook.com/mehedihasann3114/ আইডিতে মেসেজ দিন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
আবেদন শুরুর সময়: ২৩ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

24/11/2023


স্কুল পর্যায়: ২৭, ৫২
স্কুল পর্যায়-২: ২৮, ৩৬, ৫৩
কলেজ পর্যায়: ৩৪, ৩৫, ৫৭, ৫৮
সাধারণত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এর প্রিলি পরীক্ষা সকালে হয়। তাই দুই বা ততোধিক পদে আবেদন করলেও; আপনি একটিমাত্র পদে পরীক্ষার সুযোগ পাবেন। এক পদে পরীক্ষা দিলে, বাকি পদের জন্য গণ্য হবেন না। বর্তমানে ৬৪০টি মাধ্যমিক স্কুলে ভোকেশনাল কোর্স চালু রয়েছে, প্রতি স্কুলে মাত্র ২টি ট্রেড চালু আছে। সব স্কুলে অন্তত ২জন করে (প্রতি ট্রেডে একজন)টিচার আছেন। সর্বোচ্চ পদ খালী প্রতি ট্রেডে একটি করে। অপরদিকে ভোকেশনাল স্কুলগুলোতে ট্রেডের সংখ্যা ৭-৮টি পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থী ও টিচার সংখ্যাও বেশি। তাই ১৮তম শিক্ষক নিবন্ধনে কম্পিউটার ব্যতিত অন্যান্য ডিপার্টমেন্টকে আমি ৫৩ নাম্বারে আবেদনের জন্য সাজেস্ট করব। কম্পিউটারের জন্য ২৭ এবং ৩৪/৩৫ হতে পারে বেস্ট চয়েজ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েটদের জন্য ২৭ এবং ৫৭নং পদ বেস্ট চয়েজ।
উল্লেখ্য, সরকার পর্যায়ক্রমে সব স্কুলে ভোকেশনাল কোর্স চালু করবে। তবে ভোকেশনাল কোর্স চালু করার জন্য এখন কোন প্রকল্প বিদ্যমান নেই।

23/11/2023

🔃NTRCA
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর।

23/11/2023

নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডের প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এসব প্রার্থীর ভাইভা শুরু করা হতে পারে।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপ সহকারী ভূমি কর্মকর্তা, বিভিন্ন টেকনিক্যাল স্কুলের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। এসব প্রার্থীদের ভাইভা ডিসেম্বরের মাঝামাঝি শুরুর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের পরীক্ষা পেছানো নিয়ে যা জানাল পিএসসি

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এর পর প্রায় ১১ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। ১৩ ডিসেম্বর প্রার্থীদের ভাইভা শুরু হতে পারে।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১২তম গ্রেড থেকে নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে হয়। এ ধরনের প্রায় ১১ হাজার প্রার্থীর ভাইভা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই এসব প্রার্থীর ভাইভা শুরু করা হবে।’

চিনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো। জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো।। আর আমাদের দেশের বুয়েট, চু...
15/02/2023

চিনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো। জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো।। আর আমাদের দেশের বুয়েট, চুয়েট,কুয়েট,রুয়েটে পড়াশোনা শেষ করা ইঞ্জিনিয়ারেরা এসব তথ্য মুখস্থ করে বিসিএস দিবে!
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
মেট্রোরেলের আয়তন কত? ঘন্টায় কত কি.মি বেগে চলে ইত্যাদি ইত্যাদি ?
Jobs news ©

গোল্ডেন এবং জি পি এ ৫ এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন,পাব্লিক বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ৬০ হাজার..!বাকি Talented বা বই পড়ুয়া ১...
09/02/2023

গোল্ডেন এবং জি পি এ ৫ এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন,পাব্লিক বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ৬০ হাজার..!
বাকি Talented বা বই পড়ুয়া ১ লাখ ১৬ হাজার ২৮২ জনের কি হবে..?,পরের বছর ২২ সালের পাছায় ২৩ সালের সমন্বয়ে ৩ লাখ হয়ে দড়াবে😅 বাহ!!

এই গোল্ডেন দের বেশির ভাগ ভবিষ্যৎ খুবই কষ্টের!!
বাপ কষ্ট করে পড়াবে,বা বাপের টাকা উড়িয়ে ধরেন ভালো বিশ্ববিদ্যালয় পড়লেন,সব পুজি শেষ,এবার না পাই ভালো চাকরি, আর না করে ছোট চাকরি, না ধরবে বাবার পেশা, লজ্জায় না পারবে ছোট কাজ, বেশির ভাগ-ই ঝুলন্ত এক জাগায় দাড়িয়ে যায় এদের জীবন!! কিছু বছর পর দেখবেন আপনার নামে সমালোচনা হচ্ছে,আহ ছেলেটা ভালো ছাত্র ছিলো,এখন চাকরি পাচ্ছে না😅

এর থেকে ৩.৫৫ ৪.৫০ গুলো-ই দেখবেন ভালো থাকে!
কেউ আর্মি,কেউ পুলিশ,কেউ প্রবাসী, কেউ বিজনেস করছে,কেউ বাবার পেশা বড় করছে,কেউ বা দক্ষতা দিয়ে কোম্পানির এক ভালো পর্যায়ে উঠে পড়েছে🥰

যাদের মন খারাপ,তাদের জন্য শুভকামনা রইলো, জীবন অনেক সুন্দর এগিয়ে যাও জীবন কোথায় নিয়ে যাবে কল্পনা ও করতে পারবা না 😍

যারা মিষ্টি বিলাচ্ছেন তাদের জন্য সামনে চ্যালেঞ্জ!!

08/02/2023
03/02/2023

বাড়িতে চোর ঢুকেছে!
গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে।
গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে।
কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো।
সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটাকিছু করো,
চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো।
হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি।
হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর
কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারলোনা,
সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো।
মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে
দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা
লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে
ধরেছে অথবা পাগল হয়ে গেছে । তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা
আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো ।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা
করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর
ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী
হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়ীত্বশীলরা নষ্ট হয়ে
গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে
যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি,
তাদের অবস্থাও ঐ গাধার মত।কথা বলে অপরাধী হচ্ছি।
আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে-
ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া
আর কোন উপায় নাই ।
তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন ।
কথায় বলে
পাপ বাপকেও ছাড়ে না।
©

২০১৬ তে রিও ডি জেনেরিও তে অলিম্পিক গেমস এর ওপেনিং সিরোমনি অনুষ্ঠিত হচ্ছে। টিভির সামনে বসে আছি। টিভি পর্দায় ভেসে উঠে একজন...
29/06/2022

২০১৬ তে রিও ডি জেনেরিও তে অলিম্পিক গেমস এর ওপেনিং সিরোমনি অনুষ্ঠিত হচ্ছে। টিভির সামনে বসে আছি। টিভি পর্দায় ভেসে উঠে একজন বাংলাদেশীর চেহারা। অলিম্পিক মশাল বহন করছেন আমাদের ডঃ ইউনুস।

বার্সার ফেসবুক পেইজ আমার সি ফাস্ট করা। একদিন ফুটবল ক্লাব বার্সার ফেসবুকে পেইজে দেখতে পেলাম আমার স্বপ্নের প্লেয়ার মেসি,পিকে লাইন ধরে দাঁড়িয়ে আছে বার্সার ন্যু ক্যাম্প ভিজিট করতে আসা একজন অতিথির সাথে হ্যান্ডশেক করতে।
সেই অতিথি আর কেউ না, উনি আমাদের ডঃ ইউনুস!

পৃথিবীতে সাত জন মাত্র ব্যাক্তি আছেন যারা একসঙ্গে নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড আর কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরষ্কার পেয়েছেন।
এরা হলেন নেলসন ম্যান্ডেলা, মারটিন লুথার কিং, মাদার তেরেসা প্রমুখ।
আর সপ্তম ব্যাক্তিটি হচ্ছেন আমাদের ডঃ মুহাম্মদ ইউনুস!

Fortune Magazine এ সারা বিশ্বের টপ ১২ জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন, সেখানে বিল গেটস আছেন, স্টিভ জবস আছেন।
আর আছেন আমাদের ডঃ মুহাম্মদ ইউনুস।

-জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডাক্তার ইউনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে।
সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন। আমরা যেমন ছোটবেলায় ফুটবলার পেলে-র গল্প পড়েছি, মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর গল্প পড়েছি- এমন।

একবার পত্রিকায় প্রফেসর ইউনুসের জাপানে আগমন বার্তা শুনে যোগাযোগ করলেন জাপানের ক্রাউন প্রিন্সেস মাসাকো সামার অ্যাসিস্ট্যান্ট।
মাসাকো সামার বাবা প্রফেসর হিসাশি অওয়াদা একসময় প্রফেসর ইউনুসের সাথে জাতিসঙ্ঘের বোর্ড মেম্বার ছিলেন।
নিজের বাবার কাছেই প্রফেসর ইউনুসের গল্প শুনেছিলেন। ক্রাউন প্রিন্স নারুহিতো প্রফেসর ইউনুসকে আমন্ত্রণ জানালেন অন্দরমহলের একটা রাজ রুমে। যেখানে অনেক ভি,আই,পিদের ও অ্যাক্সেস নেই!

মামলা অথবা ওয়ারেন্ট জারী হওয়া ছাড়া প্রফেসর ইউনুসকে নিয়ে এই দেশের মিডিয়ায় কোন সংবাদ হয় না।কিন্তু বিশ্বের যেকোন দেশে প্রফেসর ইউনুস সেমিনার করলে,বক্তব্য রাখলে সে নিউজ ওদের মিডিয়ায় প্রাইম টাইমের হেড নিউজ হয়।

আহা আমাদের দূর্ভাগ্য! আমরা জাতি হিসাবে কত অভাগা ,জাতি হিসাবে কত হীনমন্য।

প্রয়াত লেখক হুমায়ন আহমেদ লিখেছিলেন,
-"অধ্যাপক ইউনূস যখন নোবেল পুরস্কার পান, তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি। হোটেলের লবিতে বসে চা খাচ্ছি, হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এল। সে বলছে, ‘স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি। স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি।’
সে বলেনি অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। সে বলেছে আমরা পেয়েছি। অধ্যাপক ইউনূসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন।
আমার মনে আছে, এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি। সেই উৎসবের শিখা আমি বুকের ভেতর এখনো জ্বালিয়ে রেখেছি।
দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই, তখন আগের মতো হীনম্মন্যতায় ভুগি না। কারণ, এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করেন।"

শুভ জন্মদিন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী
"আমাদের ডঃ মুহাম্মদ ইউনুস"

BD News

17/06/2022

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।
বিস্তারিতঃ বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর

 #বাংলাদেশ_সেনাবাহিনীতে_নিয়োগ_বিজ্ঞপ্তি
26/11/2021

#বাংলাদেশ_সেনাবাহিনীতে_নিয়োগ_বিজ্ঞপ্তি

পদ্মা সেতু:- জেনে রাখা ভাল১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।২. প্রশ্ন : পদ্মা ...
20/11/2021

পদ্মা সেতু:- জেনে রাখা ভাল
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

Address

Bhatara

Alerts

Be the first to know and let us send you an email when Jobs news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jobs news:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Bhatara

Show All