09/09/2023
আসসালামু আলাইকুম
আমি এম এইচ রেহান। আল্লাহ তায়ালা রহমতে আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন। এই পেইজটি মুলত ভূতের স্টোরি ও হন্টেড প্লেজে আমরা গিয়ে সরাসরি ভিডিও করে দেখানোর জন্য তৈরি করা হয়েছে এবং সে-সকল জায়গায় নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই এই পেইজটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।আশা রাখছি, আপনার সকলেই পেইজে লাইক, কমেন্ট, পরামর্শ ও ফলো করবেন।
আপনাদের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শে পেলে এই পেইজটি ইনশাআল্লাহ একদিন সঠিক জায়গা অব্দি চলে যাবে।
আপনাদের পরিচিত বা জানা হন্টেড প্লেজ থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সে জায়গায় সরাসরি গিয়ে প্লেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং ঐ জায়গাতে কি কি ঘটনা হয়েছে তা বিস্তারিত বলার চেষ্টা করবো।আর আশা রাখছি আপনারা আমাদের ইউটিউব চ্যালেনে গিয়ে, আপানাদের পাঠানো ঘটনাগুলো শুনবেন।ভালো লাগলে চ্যালেনটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো শেয়ার করবেন।
আপনাদের প্রিয় এম এইচ রেহান ভাইয়া।