Dream Multimedia

Dream Multimedia Dream multimedia is fully serviced production facility. We specialize in drama, films , tvc , av all We work within budget constraints and we meet deadlines.
(10)

Dream multimedia is a comprehensive drama- film production, full service marketing, advertising firm based in Dhaka, Bangladesh, established in 2016. Dream Multimedia is proven in marketing, strategy, planning, ex*****on, analysis provides highly creative services and viewers customer demands. We have established ourselves as a pioneer of the various overseas travel programs, documentaries, differ

ent non fictions, dramas, etc. We help our clients identify goals, and then we take responsibility for providing cross platform tactics to accomplish them. Creativity is our hallmark. We deliver results. We believe in walking with our clients at every step during the journey and development of their business.

টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বা...
08/06/2024

টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)
এর নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ড্রীম মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব জাহাঙ্গীর হোসেন বাবর কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ জন্মদিন জাহাঙ্গীর হোসেন বাবর। থাকুন তরুণ থাকুণ নির্মল থাকুন সুস্থ সবল। আপনার জন্য শুভ কামনা।
30/05/2024

শুভ জন্মদিন জাহাঙ্গীর হোসেন বাবর। থাকুন তরুণ থাকুণ নির্মল থাকুন সুস্থ সবল। আপনার জন্য শুভ কামনা।

15/04/2024

একটি হাফ লিটার পানির বোতলের উৎপাদন খরচ ৫ টাকা।পাইকারি দোকানে এই পানির বোতল প্রায় ৬ টাকা।
আচ্ছা, একই জলের বোতল একটি খুচরা দোকানে ১৫ টাকা।
একটি ভাল রেস্টুরেন্ট বা হোটেলে, এটির মূল্য ২০টাকা পর্যন্ত হতে পারে।
২৫ টাকা পর্যন্ত বিমানবন্দরে।
এবং এখনও, বোতল, ব্র্যান্ড, পরিমাণ একই আছে! যেখানে তুমি এটা দেখতে পাও সেটাই পরিবর্তন!

বোঝা যায় প্রতিটি জায়গা একই পণ্যের আলাদা আলাদা মূল্য দেয়।

এই জন্যই যখন তোমার চারপাশের সবাই তোমাকে নিচে নামায়, টেনে নিচে নামায়, তখন স্থান বদলানোর কথা চিন্তা করো! দৃশ্য, পরিবেশ, চারপাশ পরিবর্তন করার সিদ্ধান্ত নিন এবং এমন জায়গায় যান যেখানে আপনাকে আপনার প্রাপ্য মূল্য দেওয়া হয়।

এমন জায়গায় যান যেখানে আপনি যেমন তার সমান বিবেচনা করা হয়। নিজেকে এমন মানুষদের সাথে ঘিরে রাখুন যারা সত্যিই আপনার প্রশংসা করে আপনি কে এবং আপনার মূল্য(সম্মান) কত..

তোমাকে সবার কাছে ভালোবাসা সমান চাওয়া যায় না, কিন্তু অনেকেই তোমাকে ভালোবাসে, কারণ তারা তোমার মতো। এদের কে খুঁজে বের করুন।
যদি তোমার চারপাশ তোমার সাথে খাপ খায় না, তাহলে এটাকে বদলে দাও।
আপনার আসল মান সংরক্ষণ করুন। ❤️

ড্রিম মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে ৩০শে মে, আমাদের সিইও "জাহাঙ্গীর হোসেন বাবর" ভাইয়ের জন্য রইলো অগ্রিম জন্মদিনের শু...
29/05/2023

ড্রিম মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে ৩০শে মে, আমাদের সিইও "জাহাঙ্গীর হোসেন বাবর" ভাইয়ের জন্য রইলো অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা।
শুভকামনা সব সময়।

 #শোক_সংবাদআজ সকাল ৭ টায় বাংলাদেশের একজন সম্ভাবনাময় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন ।ইন্না লিল্লাহি...
14/09/2022

#শোক_সংবাদ
আজ সকাল ৭ টায় বাংলাদেশের একজন সম্ভাবনাময় সিনেমাটোগ্রাফার জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং টেলিপ্যাব এর পক্ষ থেকেশোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জাহাঙ্গীর হোসেন বাবার,
সদস্য টেলিপ্যাব।
সিইও ড্রিম মাল্টিমিডিয়া।

শুভ জন্মদিন,সাদা মনের মানুষ,জাহাঙ্গীর হোসেন বাবর-নতুন প্রজন্মের স্বপ্নবাজ পুরুষ ওড্রিম মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা।
29/05/2022

শুভ জন্মদিন,
সাদা মনের মানুষ,
জাহাঙ্গীর হোসেন বাবর-
নতুন প্রজন্মের স্বপ্নবাজ পুরুষ ও
ড্রিম মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা।

বিদায় মহান অভিনেতা ড.ইনামুল হক। ভালো থাকবেন।
11/10/2021

বিদায় মহান অভিনেতা ড.ইনামুল হক। ভালো থাকবেন।

24/06/2021
25/03/2021
22/09/2020

Daily Noakhali Songbad - দৈনিক নোয়াখালী সংবাদ

""দুর্নীতি প্রতিরোধে জাহাঙ্গীর হোসেন বাবর এর ৭ প্রস্তাবনা""
বৃহত্তর নোয়াখালীর তরুণ প্রজন্মের প্রিয় মুখ ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সৎ ও প্রতিবাদী কন্ঠস্বর জাহাঙ্গীর হোসেন বাবর এর ফেসবুক ভেরিফাইড স্ট্যাটাসটি হুবহু নিম্নে তুলে দেয়া হলো:-
আমার ব্যক্তিগত কিছু মতামত (ফ্যাক্ট বাংলাদেশের দুর্নীতি):-আমাদের বাংলাদেশ প্রায় ৯০ ভাগ মুসলমানের দেশ। ইসলাম ধর্মে সুদ এবং ঘুষ খাওয়া কে অপরাধীর মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ হিসাবে ধর্মে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে। তারপরও আমাদের সমাজে এর প্রচলন বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকেই চলে আসছে। আমরা সবাই ঢালাওভাবে যে যখন ক্ষমতায় থাকে ওই সরকারের উপর দোষ চাপাই। অবশ্যই এর ব্যর্থতা রাজনৈতিক দলের উপর বর্তায় যারা দেশ পরিচালনা যখন করেন। বাংলাদেশে ওয়ান-ইলেভেনের সামরিক জান্তা মইন ইউ আহমেদ এর আগে দুর্নীতিবিরোধী অভিযান এত ঢালাওভাবে কেউ করেননি কোন রাজনৈতিক দল। আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিক ধন্যবাদ জানাই দুর্নীতিতে জিরো টলারেন্স এর মাধ্যমে এই প্রথম ক্যাসিনো কান্ড ধরার পর থেকে ধারাবাহিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির ড্রাইভার পর্যন্ত আইনের আওতায় আনার জন্য। উনার ব্যাপারে জনগণ শতভাগ শ্রদ্ধাশীল। তারপরও কথা থাকে তিনি শুরু করেছেন..... শেষ করতে হবে আপামর জনসাধারনের দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে।
এ মুহূর্তে আমরা যে কাজগুলো করতে পারি দুর্নীতি প্রতিরোধে। যেমন:-১: দেশের আলেম সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, দুর্নীতিবাজকে মসজিদ থেকে বর্জন করতে হবে, দুর্নীতিবাজের কোন দান ধর্মীয় কাজে গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, ২: প্রত্যেক থানায় RAB এর তত্ত্বাবধানে দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক গোপন অভিযোগ কেন্দ্র স্থাপন করতে হবে সরকারকে, কেউ মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউরে হয়রানিমূলক অভিযোগ করলে তাকেও সাজার ব্যবস্থা রাখতে হবে, ৩: প্রাইমারি স্কুল লেভেল থেকে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করার জন্য রচনা এবং প্রবন্ধ বাধ্যতামূলক পড়াতে হবে আমাদের আগামী প্রজন্মকে, যার শিক্ষা নিয়ে শিশুরা নিজে সৎ জীবন গঠন করবে এবং তাদের মাতা-পিতাকে সৎ হতে বাধ্য করবে, ৩: উন্নত বিশ্বের মতো আইন করতে হবে কোন ব্যক্তি জীবনে একবার দুর্নীতি মামলায় প্রমাণিত হলে তার ৩ জেনারেশন সরকারি কোনো চাকুরি এবং সুবিধা পাবে না, ৪: মহামান্য উকিল ব্যারিস্টাররা শপথ করতে হবে নিশ্চিত দুর্নীতিবাজ বুঝতে পারলে ওই লোককে আইনি সহযোগিতা টাকার বিনিময়ে দেয়া যাবে না, ৫: সরকারি যেকোনো চাকরি নেবার আগে ধর্মীয় গ্রন্থের উপর হাত রেখে দুর্নীতি না করার শপথ নিয়ে অ্যাপোয়েন্টমেন্ট লেটার গ্রহণ করতে হবে, ৬: জনপ্রতিনিধি মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, মেয়র, জেলা পরিষদ কাউন্সিলর, জেলা পরিষদ চেয়ারম্যান,সংসদ সদস্য, এবং মন্ত্রী মহোদয় এর ক্ষেত্রেও যার যার ধর্মীয় গ্রন্থ হাতে রেখে নির্বাচনের পর শপথ করতে হবে দুর্নীতি করব না ক্ষমতা থাকা অবস্থায়, ৭: সর্বোপরি দুর্নীতির সাজা সর্বনিম্ন ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড এর বিধান রেখে নতুন আইন পাশ করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
আমার বিশ্বাস এরপর আমরা সামাজিকভাবে সচেতন হলে ৯৯ ভাগ দুর্নীতি এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য।(জাহাঙ্গীর হোসেন বাবর লেখক ও উদীয়মান রাজনীতিবিদ)

13/08/2020

দার্শনিক এ্যারিস্টটল বলেছেন,""যে জাতি বা প্রজাতির পারস্পরিক সহযোগিতার অভ্যাস না থাকে তারা একদিন ধ্বংস হয়ে যায়।উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত বৃহৎ প্রাণী ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে আত্মকেন্দ্রিক হওয়ার কারণে, পক্ষান্তরে তেলাপোকা (আরশোলা) একটি অতি ক্ষুদ্র প্রাণী হলেও ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতায় টিকে আছে পৃথিবীতে হাজার থেকে হাজার বছর।""আমাদের বাংলাদেশী মিডিয়া জগতে এই প্রজন্মের একজন মানবতার ফেরিওয়ালা আছেন,যাকে আমরা যারা খুব কাছাকাছি আছি তারা ছাড়া বাইরের মানুষ চিনে না। আমি আমাদের সবার প্রিয় টেলিপ্যাব এর সভাপতি জনাব ইরেশ যাকের এর কথা বলছি,সব সময়ই প্রচার বিমুখ মানুষ । সব সময় নিরবে কাজ করে যান । আমাদের সহ সভাপতি জনাব সাজ্জাদ হোসেন দোদুল ভাই না বললে হয়তো আমরা জানতে পারতাম না । ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না । এমন অনেক কাজই আপনি করেন কখনো প্রকাশ করেন না । ইরেশ যাকের ভাই এই করোনা মহামারীতে সর্বশেষ শুধু ঈদ-উল-আযহাতেই১৬,০০,০০০/-(ষোল লক্ষ টাকা)আমাদের ভাই-বোন মিডিয়া সংশ্লিষ্ট যারা কাজ বন্ধের কারণে সাময়িক সমস্যায় ছিলেন তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি এশিয়াটিক মাইন্ড শেয়ারের মোরশেদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এই সংকট কালে সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি ভালবাসা ও অভিনন্দন মানবিক উদ্যোগ নেওয়ার জন্য। জয় হোক মানবতার।সত্যিই আমরা গর্বিত 📺🚶🏃:-জাহাঙ্গীর হোসেন বাবর (সিইও-ড্রিম মাল্টিমিডিয়া)

07/08/2020

আমি ড্রিম মাল্টিমিডিয়ার সিইও এবং একজন প্রযোজক সমিতির নেতা হিসাবে শিপ্রা-সিফাতের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। এর সাথে সাথে যেকোনো শুটিং, নাটক, টেলিফিল্ম, ডকুমেন্টারি, আর্ট ফিল্ম ইত্যাদি নির্মাণকালে স্থানীয় প্রশাসনের অহেতুক হয়রানি বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।-জাহাঙ্গীর হোসেন বাবর।

06/08/2020
Noakhali TV - নোয়াখালী টিভি

Noakhali TV - নোয়াখালী টিভি

নোয়াখালীতে সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবক লীগ নোয়াখালী জেলা শাখা।

বিস্তারিত দেখুন নোয়াখালী টিভি সংবাদে....।

28/05/2020

ড্রিম মাল্টিমিডিয়ার কর্ণধার -প্রযোজক জনাব জাহাঙ্গীর হোসেন বাবর এর জন্মদিনে একরাশ ফুলেল শুভেচ্ছা। তার সর্বোপরি দীর্ঘায়ু কামনা করি।

- ড্রিম মাল্টিমিডিয়া পরিবার।

30/03/2020
Noakhali TV - নোয়াখালী টিভি

Noakhali TV - নোয়াখালী টিভি

প্রবাসীরদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। তাদের টাকায় আমাদের দেশ চলে।

26/03/2020

কভিড - ১৯ আতংক নয়।
প্রয়োজন সতর্কতা।
সুস্থ থাকতে ঘরে অবস্থান করুন।
করোনা প্রতিরোধে নিচের তথ্য গুলো জেনে রাখুন।
পোষ্টটি শেয়ার করে সকলকে সচেতন করে তুলুন:-

24/02/2020
ধারাবাহিক নাটক ‘তোলপাড়’ এ দেখা যাবে বাবরকে

https://www.sonalinews.com/m/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%95-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9C-%E0%A6%8F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87/117363

১লা ফেব্রুয়ারী থেকে প্রচার শুরু হয়েছে আর টিভিতে দীর্ঘ ধারাবাহিক নাটক তোলপাড়। সপ্তাহে প্রতি শুক্রবার থেকে সোমব.....

03/01/2020
প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীতে স্বেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শীতব

প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীতে স্বেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শীতব

প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালীতে স্বেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরন 🔻NOAKHALI TV - ...

03/12/2019

Jahangir Hossain Babar

আজ সন্ধ্যায় 3/12/19 মাগরিবের নামাজের পর পর ঢাকা পল্টনে নোয়াখালী জেলা সমিতির অফিসে প্রয়াত মেয়র আনিসুল হক ভাইয়ের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।সবাইকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

17/11/2019

ড্রিম মাল্টিমিডিয়া এর নাটক োছনায়

দেখবেন আজ রাত ৯:০৫ মিনিটে Banglavision এ

কাহিনী চিত্রনাট্য ও সংলাপ ; ফেরারী ফরহাদ
পরিচালনা ; সুমন রেজা
প্রযোজক ; জাহাঙ্গীর হোসেন বাবর

অভিনয়; রওনক হাসান/ পিয়া বিপাশা/ জাহাঙ্গীর হোসেন বাবর/ জিদান সরকার/ রিতু রহমান/ শিখা খান/ ফরহাদ হোসেন

চিত্রগ্রহণ। ; ফরহাদ হোসাইন
সম্পাদনা ; ইমরান হাসান তমাল
শিল্পনির্দেশনায়। ; সোহাগ তালুকদার
প্রধান সহকারী পরিচালক; জাফর ইকবাল
সহকারী ; আরমান

17/11/2019
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিতদের জাহাঙ্গীর হোসেন বাবরের শুভেচ্ছা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিতদের জাহাঙ্গীর হোসেন বাবরের শুভেচ্ছা

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজধানী

30/05/2019

ড্রীম মাল্টিমিডিয়ার সম্মানিত কর্ণধার জনাব জাহাঙ্গীর হোসেন বাবর সাহেবের জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে আমরা ড্রীম মাল্টিমিডিয়ার সদস্যবৃন্দ।

08/05/2019

বিনম্র শ্রদ্ধা.....

03/04/2019

০৬ এপ্রিল আসন্ন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নির্বাচনে ড্রিম মাল্টিমিডিয়ার কর্ণধার এবং প্রযোজক জনাব জাহাঙ্গীর হোসেন বাবর, ইরেশ-সাজুর সাথে নীতিগতভাবে এক হয়ে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হিসেবে দোয়াপ্রার্থী।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, আপনার মূল্যবান ভোট প্রত্যাশী।

ধন্যবাদ-
ড্রিম মাল্টিমিডিয়া

24/03/2019
পাগলা হাওয়া

পাগলা হাওয়া

টাইটেল সংগীত- ধারাবাহিক নাটক পাগলা হাওয়া
(প্রতি রবি ও সোমবার রাত ০৮:১৫ মিনিটে শুধুমাত্র বাংলাভিশনের পর্দায়)

গল্পঃ জাহাঙ্গীর হোসেন বাবর
রচনাঃ Borjahan Hossain
পরিচালনাঃ Ashiq Mahmud Rony

চিত্রগ্রহনঃ Azizul Islam Akash
সম্পাদনাঃ Robin Hossain
সহকারী পরিচালনাঃ Uddin , Fahad Hanjala

সংগীতঃ Hm RaNa
নৃত্য পরিচালনাঃ Aziz Reza

একটি Dream Multimedia প্রযোজনা

20/01/2019
ধন্যবাদ- দিলারা জামান আপা

বাংলাভিশনে প্রতি রবিবার ও সোমবার রাত ০৮:১৫ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক পাগলা হাওয়া। জাহাঙ্গীর হোসেন বাবর এর গল্প ভাবনায় Borjahan Hossain এর রচনায় Ashiq Mahmud Rony এর পরিচালনায় এই ধারাবাহিক নাটকটিতে যুক্ত হলেন খ্যাতনামা কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান।

ধন্যবাদ- দিলারা জামান আপা। আপনার দীর্ঘায়ু কামনা করি।

Address

46 Kazi Nazrul Islam Avenue , Kawran Bazar
Dhaka
1202

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 19:00
Thursday 09:00 - 17:00
18:00 - 19:00
Sunday 09:00 - 17:00
18:00 - 19:00

Telephone

+8801884000888

Alerts

Be the first to know and let us send you an email when Dream Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All