দুনিয়া এক মায়া

দুনিয়া এক মায়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দুনিয়া এক মায়া, Digital creator, Dhanmondi, Dhaka.
(1)

"আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ"
"আল্লাহর সন্তুষ্টির পথে, ইসলামের আলোয় জীবন সাজাই। কুরআন, হাদিস ও নসীহত নিয়ে আমাদের যাত্রা। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। দুনিয়াতেই আখিরাতের প্রস্তুতি।"

11/12/2024

😥মন খারাপের সময়
একফোঁটা চোখের পানির দাম কারো কাছে না থাকলেও রবের কাছে তা ভীষণ প্রিয়।🤲

11/12/2024

🍂জান্নাতের পানি🥛দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে।

(তিরমিজি- ২৫৪২)

🍀 ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার🍚 খাওয়ানো।🍂 মহানবী (সা:) 🌷সুবহানাল্লাহ 🤲-[বুখারী:১২।
10/12/2024

🍀 ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার🍚 খাওয়ানো।
🍂 মহানবী (সা:)
🌷সুবহানাল্লাহ 🤲
-[বুখারী:১২।

10/12/2024

ঐ দেখা যায় কবর স্থান
ঐ আমাদের ঘর।

ঐ খানেতে থাকতে হবে,
সারা জীবন ভর।

ও কবর তুই চাস কি?
টাকা পয়সা নিস কি?

ঘুষ আমি খাইনা,
মুমিন বান্দা পাই না।

একটা যদি পাই,
অমনি তাকে জান্নাতে পাঠাই।

10/12/2024

সামনে পবিত্র রমাজান মাস আসছে, আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র রমাজান মাসের সব গুলো রোজা রাখার তাওফিক দান করেন। আমিন🤲

সুস্থতা আল্লাহ তায়ালার দেয়া কত বড় নেয়ামত তা শুধু অনুভব করতে পারেন হাসপাতালে বেডে শুয়ে থাকা অসুস্থ মানুষ। ইয়া আল্লাহ আপনা...
09/12/2024

সুস্থতা আল্লাহ তায়ালার দেয়া কত বড় নেয়ামত তা শুধু অনুভব করতে পারেন হাসপাতালে বেডে শুয়ে থাকা অসুস্থ মানুষ।
ইয়া আল্লাহ আপনার এই নেয়ামত থেকে আমাদের বঞ্চিত করবেন না🤲
এবং অসুস্থ মানুষের মাঝে সুস্থতা ফিরিয়ে দিন🤲

09/12/2024

যুক্তরাজ্যের জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদ সাঃ
সুবহানাল্লাহ

🤲মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।😥জীবনের শেষ বেলায় এসে মনে হবে,👉এক হাত জমির জন্য প...
08/12/2024

🤲মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।😥
জীবনের শেষ বেলায় এসে মনে হবে,
👉এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
😑কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।
শেষ বেলায় মনে হবে,
ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।
শেষ বেলায় মনে হবে,

🤲মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।
অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না !!

🌴শীতের সকাল🍂
08/12/2024

🌴শীতের সকাল🍂

02/12/2024

🍂রাসূল (সাঃ) বলেছেনঃ
আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন
তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।🤲

[সহীহুল বুখারী:- ৫৬৪৫]

27/11/2024

সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে। যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের নিচে ছানি পড়ে যাবে, যখন চাইলেও একা পথ চলতে পারবো না। হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে।

বিষণ্ণতা, একাকিত্ব, ক্লান্তি, অবসাদ, শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ। একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ। ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন।

একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব। তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারাজীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত!

দু- চার বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয়। ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছে। যত্ন- আদর, ভালেবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে। সত্যিকারের ভালোবাসা তো সেখানেই।

16/11/2024

🍂 যে ১০ টি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত 🤲
🌹



#দোয়া

















🍂আল্লাহ্ ভালো রাখুন স্বামী নামক মানুষটাকে, যে নিজে হাজার কষ্ট সহ্য করছে শুধুমাত্র আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, নিজের শ...
15/11/2024

🍂আল্লাহ্ ভালো রাখুন স্বামী নামক মানুষটাকে, যে নিজে হাজার কষ্ট সহ্য করছে শুধুমাত্র আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, নিজের শরীরের র"ক্ত পানি করে আমাদের আবদার গুলো মিটাচ্ছে, আল্লাহ্ গো সুস্থ রাখুন তাকে কোনো বিপদ যেন স্পর্শ না করে।।। 🤲

🍂আসসালামু ওয়ালাইকুম। শুভ সকাল 🌱
15/11/2024

🍂আসসালামু ওয়ালাইকুম।
শুভ সকাল 🌱

🌃ঘুমানোর আগে সারাদিনের ভালো খারাপ সকল কাজকর্ম এর জন্যে তাওবা করেছেন তো?
13/11/2024

🌃ঘুমানোর আগে সারাদিনের ভালো খারাপ সকল কাজকর্ম এর জন্যে তাওবা করেছেন তো?



“ফজরের নামাজ হলো বরকতের চাবি।” অতএব যে ফজর থেকে বঞ্চিত থাকল সে যেন পুরো দিনের বরকত থেকেই বঞ্চিত হল।
07/11/2024

“ফজরের নামাজ হলো বরকতের চাবি।”
অতএব যে ফজর থেকে বঞ্চিত থাকল সে যেন পুরো দিনের বরকত থেকেই বঞ্চিত হল।

04/11/2024

-!!~`রাসূল সাঃ বলেছেন..!!
-!!~`তুমি সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষের কাছে পর হও..!!
-!!~`তাহলে আল্লাহর কাছে তুমি ভিষণ প্রিয় হয়ে যাবে..!!🌼

Address

Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when দুনিয়া এক মায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies