Mukto জীবন

Mukto জীবন ✨I believe in আল্লাহ চাইলে ১ সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন! 🌺💜

19/06/2024

ইমোশন নিয়ে খেলা

09/04/2024

🎇আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক ❤❤🎆

09/04/2024

রাত ১ টার সময় - আমার এক মেয়ে ফ্রেন্ড, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে।

ফ্রেন্ডঃ ইভান?

আমিঃ হ্যা বল!

ফ্রেন্ডঃ তোর ফোনে এমবি আছে?

আমিঃ আমি তো WiFi ব্যবহার করি। কিন্তু এখন কারেন্ট নেই, যার কারণে ইন্টারনেট কানেকশন ও নেই। কিন্তু কেনো?

ফ্রেন্ডঃ অনেক দরকার দোস্ত। প্লিজ ফোনে এমবি রিচার্জ কর।

আমিঃ তুই কি পাগল হয়েছিস? এতো রাতে কোথা থেকে এমবি রিচার্জ করবো আমি? আমার জন্যে এখন কেউ দোকান খুলে বসে আছে?

ফ্রেন্ডঃ ইভান, আমি কিছু জানিনা। তুই এখন ফোনে এমবি রিচার্জ করবি, যেভাবেই পারিস।

আমিঃ আরে কি দরকার সেটা তো বলবি? নাহয় কারেন্ট আসা পর্যন্ত একটু অপেক্ষা কর।

ফ্রেন্ডঃ নাহ, এক মুহূর্তও সময় নষ্ট করা যাবেনা। এখনই প্রয়োজন, তুই এমবি ভর তারাতাড়ি।

আমিঃ আচ্ছা একটু অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়।

অতঃপর পরিচিত এক বড় ভাইকে, কল দিয়ে ঘুম থেকে তুললাম। তাকে বললাম - তার বিকাশ থেকে, আমার ফোনে ১০০ টাকা রিচার্জ করে দিতে। বড় ভাই টাকা দেওয়ার পর, সেই টাকা দিয়ে ২ জিবি এমবি কিনে নিলাম। আমি মেসেজ দেওয়ার আগেই - দেখি হা'রা'মি টা মেসেজ দিয়ে বসে আছে!

ফ্রেন্ডঃ কিরে ইভান হয়েছে?

আমিঃ হ্যা হয়েছে। বল কি করতে হবে এখন? কি এমন দরকার!

আমার এই কথার উত্তরে - ফ্রেন্ড আমাকে যে কথাটা বললো। সেটা শোনার পর আমার মনে হচ্ছিলো - আশেপাশে যদি তখন কোনো কচু গাছ থাকতো। সত্যি সত্যি আমি ফাঁ'সি দিয়ে ম'রে যেতাম। মানে ফাইজলামির একটা লিমিট থাকে ভাই! ও সেটাও ক্রস করে ফেলেছে।
ফ্রেন্ডের কথা ঠিক এমন ছিলো - ইভান, আমি নতুন একটা টিকটক আইডি খুলেছি, তোকে লিংক পাঠিয়ে দিয়েছি। তুই তারাতাড়ি আমার টিকটক আইডিটা ফলো কর! 🐸🙂😕

এই মেয়েকে কি করা উচিত আপনারাই বলুন 😡🥹🥺?
"
#ফান_পোস্ট

মজার মজার গল্প পেতে ফলো দিয়ে রাখুন। " 🤍 Mukto জীবন

09/04/2024

এই Facebook কে ২ ঘন্টা খুজার পর 🔦🧐🙄একটাও Singel বেডি 🫵🧕পেলাম না,,!
এখন🥻 শাড়ি টা কারে দিব🤌👀

08/04/2024

🙈🙈বউকে যেভাবে ভালোবাসবো,,,😍😍

১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবো 😇😘😍
২। প্রতিদিন তিনবেলা তিনবার করে ( I ❤ U) বলবো 😊
৩। প্রতিদিন তিনবেলা করে কপালে Kiss করবো 🥰
৪। প্রতিদিন তিনবেলা তিনবার করে Lip Kiss করবো 😊💏
৫। প্রতিমাসে ৪-৫ বার করে বাহিরে ঘুরতে নিয়ে যাবো 😍😍
৬। রাগ করে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরবো-- যতক্ষণ রাগ না কমবে 💏
৭। তুমি বাপের বাড়ি যেতে চাইলে অনেক আভিমান করবো!! কারণ তোমাকে ছাড়া থাকতে পারবো না 😓😥
৮। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নিবো তোমাকে বুঝতেই দিবো না 😏😍
৯। দরজা খুলতে দেরি হলে~ রাত আদার করে দেরিতে আসবো 😡🙈
১০। একটা চাইলে দুইটা দিবো,, যেমন (সন্তান) 😊😍🙈🙈
১১। রাতে জড়িয়ে না ধরলে ঘুমাবো না ~ বউকে ও ঘুমাতে দিবো না 😏😏
১২। মাঝেমধ্যে সারা রাত দুজনে গল্প করে কাটিয়ে দিবো ❤😍
১৩। মাঝেমধ্যে বউকে কোলে তুলে নিবো আর কপালে Kiss করবো 🥰😍💔💏
১৪। মাঝেমধ্যে বউয়ের চুলে বেনি বেদে দিবো 🤗😊

বউয়ের এর জন্য ভালোবাসা আভিরাম...!! 🤩🤩

বউকে শাড়ি পড়ানোর দায়িত্ব আমার 🥰😊বিয়ের পর বউয়ের জন্য :-
মাথায় তেল দিয়ে চুল বেনী কেটে দিব(রাতের বেলায়)✌😊

প্রতিদিন কম করে হলেও কপালে 20টা চুমু একে দিব💏

প্রতিদিন কম করে হলেও 15+15+15+20=65 টা লিপ কিস দিব 💞

অফিস থেকে আসতে দেরি হলে,আর বউ রাগ করে বসে থাকলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগ ভাঙ্গাবো ❤

অভিমান করে বসে থাকলে রোমান্টিক গান শোনাবো আর উরাধুরা ডান্স দিব (যদিও পারিনা তারপরও) আর মজার মজার কৌতুক শুনাবো আর অভিমান ভাঙ্গাবো 🎤

এমন কোন কাজ করব না,যার জন্য ওর চোখে পানি আসে💖

অফিস থেকে বাসায় আসার সময় প্রেত্যেক দিন আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি, চকলেট নিয়ে আসব ওর জন্য💑

শনিবার এবং রবিবার সপ্তাহের ছুটির দিন পুরা সপ্তাহের কাজ দুইজন একসাথে করবো আর রান্না টাও একসাথেই করে দুইজন এক প্লেটে খেয়ে বিছানায় হালকা গা এলিয়ে, বিকেল টাইমে ফুটপাতের কোন দোকানে তার প্রিয় খাবার গুলি দুইজন শেয়ার করবো।
সেখান থেকে কোন একটা লেকের ধারে তার মাথাটা আমার কাঁধে নিয়া কিছুক্ষণ বসে থেকে বাসায় এসে রাতের বেলায় দুইকাপ চা নিয়ে বসে চা খাবো। আর সে আকাশের চাঁদ দেখবে আর আমি আমার চাঁদ দেখবো ❤

পাগলি টাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসবো যে ভালোবাসার কোন দিন ও কমতি থাকবে না😘😘 এবার বলো রাজি আছো কি

07/04/2024

পাঞ্জাবী - শাড়ি ভিক্ষা করা শেষ ,
এখন শুরু হয়ে গেছে সালামি নামক ভিক্ষা ,,,,(⁠・⁠o⁠・⁠)🚫🤧😎

07/04/2024

তো আজ আমার প্রিয় সিঙ্গেল পাঠক ভাই যারা আজ পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড জোটাতে পারেন নাই তাদের জন্য কিছু টিপস দিয়ে গেলাম🥰🥀🥀

🍀মেয়ে পটানোর জন্য ক্ষেত্রে ছেলেদের কিছু টিপস 🥺

মেয়েদের সাথে চ্যাট করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন।

১.আইডিতে এড হবার সাথে সাথেই টেক্সট করবেন না। মিনিমাম একমাস আইডি ফলো করবেন। পোস্টে রিএ্যাক্ট কমেন্ট করবেন।
যখন মোটামুটি একটা ফেইসভ্যালু ক্রিয়েট হবে একদিন কোন পোস্টের সূত্র ধরে নক দিবেন।

২.মেসেজ করেই ইন্টারভিউ নিতে যাবেন না।
শুরুর দিকে যতোটা সম্ভব ফানি কনভারসেশন চালিয়ে যাবেন।মোটামুটি একটা সম্পর্ক হয়ে যাবার পরে আস্তে আস্তে ব্যাক্তিগত ব্যাপারে জানার চেষ্টা করবেন।

৩.হাই হ্যালো কি করেন, খাইছেন কিনা ঘুমাইছেন কিনা ইত্যাদি ফালতু টাইপ কথা কম বলবেন। এতে মেয়েরা বিরক্তবোধ হয়। কথা বলাও বন্ধ করে দিতে পারে।

৪.কোন মেয়ে যদি সদ্য ব্রেকাপ করে থাকে তাহলে তাকে ভাল করে স্বান্তনা দিন। কারন ব্রেকাপের পরে যে ছেলে ভাল স্বান্তনা দিতে পারে তার সাথেই পরে অই মেয়ের প্রেম হয়।

৫.কোন মেয়ে প্রেম করেন কিনা জিঙ্গেস করলে কখনো না বলবেন না। সবসময়ই বলবেন একজনকে ভালবাসতেন বাট সে অন্য কোন প্রতিষ্ঠিত ছেলে পেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে। এতে করে মেয়েটা আপনার প্রতি সহানুভূতিশীল হবে।

৬.কোন মেয়েকে যখন প্রপোজ করা হয় তখন সে উল্টো প্রশ্ন করে তাকে কেনো আপনার ভাললাগে?যারা এই প্রশ্নের যতো সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারে তার প্রেম হয় নতুবা হয়না।

৭.মেয়েদের যতো পারেন প্রসংসা করবেন। মানুষ মাত্রই প্রসংসা শুনতে চায়৷ ছবি দেখলে রুপের প্রসংসা করেন আর ছবি না দেখলে মন-মানসিকতার প্রসংসা করুন।

৮.কোন বিষয়ে ভুলেও কোন মেয়ের সাথে তর্ক জড়াবেন না,সহমত ভাই হয়ে সবকিছুতেই মেয়েটাই সঠিক এমন ভাব নিয়ে চলতে হবে। একবার পটে গেলে তখন সহমত ভাই দ্বিমত ভাইও হয়ে যেতে পারবেন।

৯.ভুলেও কোন মেয়ের সাথে অন্য মেয়ের প্রশংসা করতে যাবেন না। কারন মেয়েরা নিজের কাছে অন্য মেয়ের প্রসংসা শুনতে পছন্দ করেনা। মেয়ের বান্ধবী বা কাজিন নিয়ে টু শব্দও করবেন না।

১০.বাংলায় মেসেজ টাইপ করবেন। যদি পারেন কবি সাহ্যিতিকদের মতো একটু গুছিয়ে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন। কারন মেয়েরা ছেলেদের রূপ সৌন্দর্যের চেয়েও কথার প্রেমে বেশী পড়ে! 🙂

এরপরেও যদি গার্লফ্রেন্ড না পান
তবে Welcome আপনি এক হতভাগা 😑

#ফাঁন_পোস্ট
ীবন

07/04/2024

🤪🤪গার্লফ্রেন্ড_এর_বাসায়😁😁

বাসার সামনে গার্লফ্রেন্ড কে ড্রপ করে দিতেই সে আমার হাত চেপে ধরলো।
আমি হেলমেট খুলে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম,
-কি হয়েছে?
লাজুক হেসে সে বললো,
-আজ বাসায় কেও নেই...
কথাটা শুনে খুবই খুশি হলাম। বাইকটা সামনের গলিতে রেখে এসে বাড়ির সামনে দাড়ালাম।
আমার হাত টেনে ধরে আস্তে করে দরজা খুলে বাসার মধ্যে ঢুকালো সে।
লাজুক চোখে তাকিয়ে বললো,
-সময় কিন্তু বেশি নেই...মাত্র ৫ মিনিট ।
আমি তার চেয়েও বেশি লজ্জা পেয়ে বললাম,
-৫ মিনিট?? ইয়ে মানে...
সে আমাকে কথা শেষ করতে দিলো না। হাত ধরে টেনে নিয়ে গেলো বেডরুমে। তারপর খাটের উপর বসিয়ে বললো,
-আমি রেডি হয়ে আসছি...দাড়াও...
আমি মাথা নিচু করে বললাম,
-না মানে...ভয় করতেছে...
-হোয়াটস রং উইথ ইউ, মাফি? ভয় করবে কেন?
-ইয়ে মানে...এই প্রথমবার তো...
-প্রথমবার??
-হুম্ম
-রিয়াল বয়স কত তোমার?
-ইয়ে..১৭ বছর প্রায়...
-১৭ বছরে এই প্রথম?বিশ্বাস হয় না...
-সত্যি বলতেছি...
-আচ্ছা..সমস্যা নাই...আমার উপর ছেড়ে দাও..অনেক মজা পাবে...৫ মিনিট দাড়াও...
আমার হাত পা কেমন যেন কাপতে লাগলো। চোখেও ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছিলাম।
টেনশন কমাতে পায়ের মোজা খুলে ফেললাম।
এতে টেনশন না কমে বাড়তে লাগলো।
বড় বড় করে শ্বাস নিচ্ছিলাম,যাতে করে হার্টের স্পিড কমে যায়।
পাশের রুম থেকে তার আওয়াজ আসলো,
-এইতো হয়ে গেছে বাবু..আর ১ মিনিট।
আর ১ মিনিট।
পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম, পা মারাত্বক ভাবে কাপাকাপি করতেছে।
দরজার বাইরে থেকে আওয়াজ আসলো,
-তুমি রেডি? আসলাম আমি...চোখ বন্ধ করো।
আমি টেনশনেই চোখ বন্ধ করে ফেললাম।
ধীরপায়ে এগোনোর শব্দ কানে এলো। অসম্ভব সুন্দর একটা সুগন্ধ নাকে আসলো।
সে আমার সামনে দাড়িয়ে বললো,
-এইবার হাত সামনে বাড়াও...
আমি কাপাকাপা হাতে, হাত সামনে বাড়ালাম।
হাতে গরম কিছু একটা স্পর্শ করলো।
চোখ খুলে দেখি বড় একটা বাটি। সেখান থেকে ভেসে আসছে নুডুলস এর অসাধারণ এক সুবাস..
সে বললো,
-দেখলে তো? এটাই মিস্টার নুডুলস...মাত্র ৫ মিনিট। জলদি খাও..নয়তো ঠান্ডা হয়ে যাবে!😁😁😁
"

07/04/2024

মন খারাপ থাকলে পড়ুন হাসতে হাসতে হাঁটু ছি/লে যাবে🤣🐸
ছোট্ট বল্টু বরাবরই খুব বুদ্ধিমান,🐸🫥
নারীদের
সন্মান করতে পিছপা হয় না ।
একদিন বাসে একটা মহিলা
দাঁড়িয়ে ছিল!

তো বল্টু বলে উঠল,

"আন্টি আমি উঠে
যাই,
আপনি আমার জায়গায় বসে যান।"
এ কথা বলার সাথে সাথে
মহিলাটি বল্টুকে ধমক দিয়ে এক চড়
দিল!!!!!!
কিন্তু কেন
আসলে বল্টু তখন তার বাবার কোলে
বসে
ছিল!!!😂😂

বুঝলে হাহা দিন 🤣🤣

🤣🤣🤣🥀

😆😆😆
06/04/2024

😆😆😆


06/04/2024

কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, বুঝতে পারবে তাকে ছাড়া বেঁচে থাকাটা কতোটা অর্থহীন;😥💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukto জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share