মুসাফির

মুসাফির দেশ-বিদেশের প্রত্নতাত্ত্বিক, প্রাকৃতিক দর্শনীয় স্থান ভ্রমণ, বর্ণনা, ছবি ও ভিডিও।

15/12/2024
15/10/2024

২০২৫ সা‌লে হ‌জ্জে যে‌তে চাই‌লে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন নিশ্চিত করতে হ‌বে। প্রাক-নিবন্ধন ৩০ হাজার ও নিবন্ধন ৩ লাখ টাকা।

07/10/2024

#খিজির #আধ্যাত্মিক #সাধনা আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত খিজির আ.-এর ইবাদতের স্থান কুহে খিজিরইরানের কোম শহর থেকে ৬ কিল...

আরব-ইরানীরা ঝাল খান না বললেই চলে তাই বিদেশী মেহমান থাকলে আমি তাদের বাংলাদেশের মিষ্টি খাওয়াতে ভুলিনা। কয়েকদিন আগে একজনের ...
03/10/2024

আরব-ইরানীরা ঝাল খান না বললেই চলে তাই বিদেশী মেহমান থাকলে আমি তাদের বাংলাদেশের মিষ্টি খাওয়াতে ভুলিনা। কয়েকদিন আগে একজনের সামনে কালোজাম দেয়াতে তিনি জিজ্ঞেস করলেন-
: এগুলো কী ফল?
: এগুলো দেশীয় মিষ্টি। একটা খেয়ে দেখুন।
একটা মুখে দিয়ে বললেন, ”ভালোই তো” তারপরে আরও একটা খেলেন।

23/09/2024

মা আমেনার বাড়ি-নবীজি সা.-এর জন্মস্থানের বর্তমান অবস্থা

18/09/2024

মা আমেনার বাড়ি-নবীজি সা.-এর জন্মস্থানের বর্তমান অবস্থাপবিত্র মক্কাতুল মুকাররামায় কাবার পূর্ব ....

হ‌জ্জের প্রাক নিবন্ধন শুরু হ‌চ্ছে। ২০২৫ সা‌লে হ‌জ্জে যে‌তে যারা ইচ্ছুক, তারা যোগা‌যোগ করুন।
26/08/2024

হ‌জ্জের প্রাক নিবন্ধন শুরু হ‌চ্ছে। ২০২৫ সা‌লে হ‌জ্জে যে‌তে যারা ইচ্ছুক, তারা যোগা‌যোগ করুন।

কারবালায় ইমাম হোসাইন আ.-এর চেহলামকারবালা এক ঐতিহা‌সিক জান্নাতী স্থান। ‌যেখা‌নে শু‌য়ে র‌য়ে‌ছেন জান্নাতী যুবক‌দের সরদার হ...
26/08/2024

কারবালায় ইমাম হোসাইন আ.-এর চেহলাম

কারবালা এক ঐতিহা‌সিক জান্নাতী স্থান। ‌যেখা‌নে শু‌য়ে র‌য়ে‌ছেন জান্নাতী যুবক‌দের সরদার হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম। ৬১ হিজরী‌র ১০ই মহররম ৭২ জন সঙ্গী-সাথীসহ তিনি নির্মমভাবে ইয়া‌জিদ বা‌হিনীর হা‌তে শহীদ হন। সত্য-ন্যা‌য়ের প‌থে অবিচল থে‌কে জীবন দি‌য়ে‌ছেন কিন্তু ইয়া‌জিদ বা‌হিনীর সা‌থে আপোষ ক‌রেন‌নি তিনি। কারবালায় শাহাদাত যু‌গে যু‌গে সংগ্রামী মানুষ‌দের প্রেরণা যু‌গি‌য়ে আস‌ছে। পূর্বে কারবালা ধূ-ধূ মরুভূ‌মি ছি‌লো কিন্তু কারবালার ঐতিহা‌সিক ঘটনার প‌রে ইমাম হোসাইন আলাই‌হিস সালা‌ম ও তাঁর সাথী‌দের মাজার শরীফকে কেন্দ্রক‌রে কালক্রমে সেই মরুভূমি শহ‌রে প‌রিণত হ‌য়ে‌ছে। যা এখন বিশ্বের অন্যতম জিয়ারতগাহ।

৬১ হিজরীর পর থেকে সেই বিরান কারবালায় প্রতি বছর জিয়ারত করতে যান শত-সহস্র মানুষ। কারবালায় হয়রত ইমাম হোসাইন আলাই‌হিস সালাম শহীদ হওয়ার সংবাদ পে‌য়ে রাসূল সাল্লাল্লাহু আলাই‌হি ওয়া আলিহি ওয়া সাল্লা‌মের বি‌শিষ্ট সাহাবী হযরত জা‌বের ইব‌নে আব্দুল্লাহ আনসারী রা‌. তাঁর যিয়ারত কর‌তে কারবালার উদ্দেশ্যে রওনা হন এবং একই বছ‌রের সফর মা‌সের ২০ তা‌রিখ সেখা‌নে পৌঁছে জিয়ারত সম্পন্ন ক‌রেন।(শায়েখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ, পৃষ্ঠা : ৭৮৭) তারপর থে‌কে প্রতি বছর কাবালায় আশুরার চ‌ল্লিশ দিন পর ২০ সফর ইমাম হোসাইন আলাই‌হিস সালা‌মের জিয়ারত অনুষ্ঠান আরবাঈন-চেহলাম-চ‌ল্লিশা পালন হ‌য়ে আস‌ছে।

ইরা‌কের শহর নাজাফ আশরা‌ফে অব‌স্থিত মাওলা আলী আলাই‌হিস সালা‌মের রওযা থে‌কে ৭৮ কি‌লো‌মিটার দূ‌রে অব‌স্থিত কারবালা শহর। কারবালায় আরবাঈ‌নে অংশগ্রহণেচ্ছুরা নাজাফে মাওলা আলীর রওযা জিয়ারত ক‌রে পাঁয়ে হেঁটে কারবালার উদ্দে‌শ্যে রওনা হন। পাঁয়ে হেঁটে কারবালায় যাওয়‌ার সংস্কৃ‌তি চ‌ালু হ‌য়ে‌ছে আহ‌লে বাই‌তের ষষ্ঠ ইমাম হযরত জাফর সা‌দেক আলাইহিস সালা‌মের আম‌লের অনুকর‌ণে।

নাজাফ থে‌কে কারবালায় পৌঁছ‌তে কা‌রো দুই দিন আবার কা‌রো তিন দিন সময় লা‌গে। ইরাকসহ বিশ্বের বি‌ভিন্ন দে‌শের হোসাইন প্রে‌মিকরা রাস্তার দু'পা‌শে তাঁবু তৈরী ক‌রে যিয়ারতকারী‌দের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা ক‌রেন। সেসময় রাস্তায় এত রক‌মের খাবার বিতরণ করা হয় যা ব‌লে শেষ করার ম‌তো নয়। ২০১৪ সা‌লে প্রথম যে বছর ইরা‌কে গেলাম, সেসময় ইরাকে নয় দিন ছিলাম। নয় দিনে এক টাকারও কোন কিছু কিনে খেতে হয়নি। শুধু আমি নই, আমারমত লাখ লাখ ইরাকী-বিদেশী তাঁদের মেহমান হয়েছিলেন। যাঁরা অর্থ‌নৈ‌তিক কার‌ণে জিয়ারতকারী‌দের জন্য খাবার ব্যবস্থা কর‌তে পা‌রেন না, তাঁদের কেউ রাস্তায় পা‌নি নি‌য়ে যে‌য়ে যিয়ারতকারী‌দের পান করান, কেউ পাঁ ধু‌য়ে দেন, কেউ ব‌ডি ম্যাসাজ ক‌রে দেন, কেউবা জুতা মু‌ছে রং ক‌রে দেন।

প্রতি বছর আরবাঈন উপল‌ক্ষে জান্নাতী যুবক‌দের নেতা হযরত ইমাম হোসাইন আলাই‌হিস সালা‌মের যিয়ারত কর‌তে বিশ্বের বি‌ভিন্ন দেশ থে‌কে বি‌ভিন্ন ধর্ম-মাযহা‌বের অনুসারী দুই কো‌টির অধিক হোসাইন প্রে‌মিক কারবালায় ছু‌টে যান।

বৃ‌ষ্টি ও ভার‌ত থে‌কে আসা পা‌নি‌র কার‌ণে মৌলভীবাজার, হবিগঞ্জ, কু‌মিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রা‌মের কিছু এলাকায় বন্য...
22/08/2024

বৃ‌ষ্টি ও ভার‌ত থে‌কে আসা পা‌নি‌র কার‌ণে মৌলভীবাজার, হবিগঞ্জ, কু‌মিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রা‌মের কিছু এলাকায় বন্যা প‌রি‌স্থি‌তি তৈরী হ‌য়ে‌ছে।
সেচ্ছা‌সেবক‌দের উ‌চিত বন্যাদূর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা প‌রিচালনার জন্য এ‌গি‌য়ে যাওয়া।

আজ ২৫ শাওয়াল ইমাম জাফর সাদেক আ.-এর শাহাদাত দিবস।ইমাম ইমাম জাফর সাদেক আ. কে ছিলেন?: ইমাম বা‌কের আ.-এর পুত্র।: নবী বংশের ষ...
04/05/2024

আজ ২৫ শাওয়াল ইমাম জাফর সাদেক আ.-এর শাহাদাত দিবস।
ইমাম ইমাম জাফর সাদেক আ. কে ছিলেন?
: ইমাম বা‌কের আ.-এর পুত্র।
: নবী বংশের ষষ্ঠ ইমাম।
: রাসূল সা.-এর আহ‌লে বাই‌তের ম‌ধ্যে সব‌চে‌য়ে বেশী হাদীস বর্ণনাকারী।
: মস‌জি‌দে নববী‌তে আনুষ্ঠানিক দ্বী‌নি শিক্ষা ব্যবস্থার প্রবর্তক।
: জা‌বির ইব‌নে হাইয়ান, ইমাম আবু হা‌নিফা, ইমাম মা‌লেক বিন আনাস, সু‌ফিয়ান সাওরী ও বা‌য়ে‌জিদ বোস্তামী রহ.-এর ওস্তাদ।
: হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রহ. ইমাম জাফর সা‌দেক আ.-এর দৌ‌হিত্র ইবরাহীম আ.-এর বংশধর।
: ফেকাহর বি‌ভিন্ন মতপার্থক্যর ক্ষে‌ত্রে ইমাম জাফর সা‌দেক আলাই‌হিস সালা‌মের সমাধানগু‌লোর অনুসরণকারীরা জাফরী মাজহাবের অনুসারী না‌মে প‌রি‌চিতি।
: কা‌দেরীয়া, নক‌শেবন্দীয়, কার‌খিয়া, জুনাই‌দিয়া, সোহরাওয়ার্দীয়া প্রমূখ ত‌রিকার শাজারায় ঊর্ধ্বতন মু‌র্শিদ।
: ইমাম আবু হা‌নিফা রহ. ব‌লেন-
«لولا السنتان لهلک النعمان»
মর্মার্থ এরূপ, "যদি দু'বছর ইমাম জাফর সা‌দেক আলাই‌হিস সালা‌মের কা‌ছে আমি আবু হা‌নিফা শিক্ষা লাভ না করতাম ত‌বে ধ্বংস হ‌য়ে যেতাম।"

ইমাম হযরত জাফর সা‌দেক আলাই‌হিস সালামের শাহাদাতে সমগ্র মুস‌লিম বিশ্ব‌কে জানাই আন্তরিক শোক ও সমবেদনা।আর অসংখ‌্য দরুদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাহু আলাই‌হি ওয়া আলেহী ওয়া সাল্লা‌ম ও ইমাম জাফর সা‌দেক আলাই‌হিস সালামসহ নবীজির সকল বংশধ‌রের প্র‌তি...আল্লাহুম্মা স‌ল্লে আলা মুহাম্মাদ ওয়‌া আলে মুহাম্মাদ।

01/04/2024

মাওলা আলী আ.-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ইরাকের কূফা জামে মসজিদ আল্লাহর রাসূল সা.-এর সম‌য়েই ইরা‌কের বি‌ভিন্ন গো‌ত্.....

30/03/2024

ঐতিহাসিক বদর প্রন্তর ও মসজিদে আরিশ
১৭ রমজান বদর দিবস

22/03/2024

হযরত শাহ নেয়ামাতুল্লাহর ইসলাম প্রচারের কেন্দ্র : বিবিচিনি শাহী জামে মসজিদ বিবিচিনি শাহী মসজিদ বরিশাল বিভাগের বর....

২০১৪ সাল থে‌কে এপর্যন্ত ৫ বার ইরা‌কে যাওয়ার সৌভাগ‌্য হ‌য়ে‌ছে। তিনবার সফর মা‌সে আর দু'বার রমজান মা‌সে। দু'বারই ছি‌লো প্...
22/03/2024

২০১৪ সাল থে‌কে এপর্যন্ত ৫ বার ইরা‌কে যাওয়ার সৌভাগ‌্য হ‌য়ে‌ছে। তিনবার সফর মা‌সে আর দু'বার রমজান মা‌সে। দু'বারই ছি‌লো প্রচন্ড গরম আর তার স‌া‌থে মরুভূ‌মির লু হাওয়‌া।

ইরাকীরা গর‌মের তীব্রতায় দি‌নের বেলা বা‌ড়ি থে‌কে বের হয় না। সেহরী-ফজর নামাজ প‌ড়ে ঘুমায় আর উ‌ঠে যে‌াহ‌রের সময়। দোকন-পাটও বন্ধ থা‌কে। বি‌কেলবেলা সূর্যের তীব্রতা ক‌মে আস‌লে দোকান-পাট খু‌লে। মানুষ নি‌জে‌দের প্রয়োজনীয় জি‌নিস কেনার জন্য বাজা‌রে ভীড় জমায়। মস‌জি‌দগু‌লোর মিনা‌রের মাইক থে‌কে ভে‌সে আসে মোহনীয় সু‌রে বি‌ভিন্ন দোয়া-‌দরুদ আর কোরআন তেলাওয়া‌তের আওয়‌াজ।

ইফতা‌রের সময় হয়, মানুষ ইফতা‌রের আয়োজন কর‌তে ব্যস্ত হ‌য়ে পড়ে। রাস্তায় রাস্তায় পিকআপে ক‌রে বরফ বি‌ক্রি হ‌য়। ইফতা‌রের শরব‌তে বরফ ব্যবহার করা হয়। মা‌র্কেটসহ রাস্তার আশে-পা‌শে খোলা জায়গায় মাদুর বি‌ছি‌য়ে মানুষ‌দের ইফতার কর‌তে দেখা যায়। তারা পথচারী‌দের ডে‌কে ডে‌কে তা‌দের ইফতা‌রে শা‌মিল করেন।

নাজাফ শহ‌রে হযরত আলী আলাই‌হিস সালা‌মের মাজার শরী‌ফে দু'বার আমার ইফতার করার সৌভাগ্য হ‌য়ে‌ছি‌লো। সেখা‌নে মাগ‌রি‌বের আগে চ‌লে কোরআন তেলাওয়াত মাহ‌ফিল। ইফতা‌রের সময় ঘ‌নি‌য়ে এ‌লে সবাই কাতারবদ্ধ হ‌য়ে যান। সবার সাম‌নে মাঠা আর খেজু‌রের প্যা‌কেট রে‌খে দেয়া হয়। আজান হ‌য়ে গে‌লে সবাই ইফতার ক‌রে নামাজ আদায় ক‌রেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share