Ad Deen Sojeeb

Ad Deen Sojeeb খবরের মানুষ
Journalist of ATN Bangla (country's first satellite TV channel). Staff Reporter, ATN BANGLA

তিনি একজন যোদ্ধা, স্বামীর জীবন বাঁচাতে তিনি লড়েছেন, আমার দৃষ্টিতে তিনি জিতেছেন। আর সেই উত্তরটা আরও ভালো জানেন সাবেক টাই...
20/04/2022

তিনি একজন যোদ্ধা, স্বামীর জীবন বাঁচাতে তিনি লড়েছেন, আমার দৃষ্টিতে তিনি জিতেছেন। আর সেই উত্তরটা আরও ভালো জানেন সাবেক টাইগার অলরাউন্ডার মোশারফ রুবেল। তিনি সেটা দেখেছেন, জীবনের মহা কঠিন মুহূর্তে। রুবেল ভাই মহান আল্লাহর ডাকে সাড়ে দিয়েছেন। কিন্তু মৃত্যুর আগে তিনি এক বুক স্বস্তি নিয়ে ফিরেছেন পরপারে। হয়তো তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে জান্নাতে থাকার দোয়া আর পরিকল্পনাও একেছেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সেরা স্থানে রাখুক এই দোয়া। তবে আরো একটা কঠিন যুদ্ধ করতে হবে উনার স্ত্রী ও সন্তানকে। সেই যুদ্ধে তারা কাকে পাশে পাবেন তা জানা নেই। যদিও সেটা খুব বেশি প্রয়োজন। মহান আল্লাহ তাদের সঙ্গে থাকুক। জীবন সহজ করে দিক। এই দোয়া।

★আর আমাদেরকেও যে একদিন আল্লাহর ডাকে যেতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের তার প্রস্তুতি নেয়া উচিত।

19/04/2022

নিউমার্কেট এলাকায় সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ নামে এই ব্যক্তি। একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন তিনি।

19/04/2022

নিউমার্কেটে সংঘর্ষে ৪ জন ঢাকা মেডিকেলে ভর্তি। ৪০জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

★ নিউমার্কেট এলাকায় সকালে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ। দুপুরে পুলিশ ছুড়ল কাঁদানে গ্যাস। -প্রথম আলো।★ দ্বীপ্ত টিভি...
19/04/2022

★ নিউমার্কেট এলাকায় সকালে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ। দুপুরে পুলিশ ছুড়ল কাঁদানে গ্যাস। -প্রথম আলো।

★ দ্বীপ্ত টিভির সংবাদকর্মী সুমিত'সহ আহত ২২ জন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে।

★ স্পর্শকাতর বিষয় হওয়ায় অ্যাকশনে যায়নি পুলিশ। -ডিএমপি কমিশনার।

★ সংঘর্ষের ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে। - স্বরাষ্ট্রমন্ত্রী

টগবগে তরুণ। বয়স ২৮/২৯। তিন মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় রাফিন ভাই আর বন্ধু জুলফিকার। জুলফিকার সুস্থ হয়...
18/04/2022

টগবগে তরুণ। বয়স ২৮/২৯। তিন মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় রাফিন ভাই আর বন্ধু জুলফিকার। জুলফিকার সুস্থ হয়েছে অনেকটাই আলহামদুলিল্লাহ। কিন্তু ফিরে আসার সম্ভবনা জাগিয়েও দুর্ঘটনার তিন মাস পর এক/দেড় মাসের সন্তান, স্ত্রীকে রেখে অনেক দূরে চলে গেলেন রাফিন ভাই। দয়াবান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। সদ্য ভূমিষ্ঠ শিশুটি আর ভাবির কতশত স্বপ্নের কথা ভেবে বড় অসহায় লাগছে দু'দিনের এ পৃথিবীতে। হে আল্লাহ, এই শূন্যতা কিভাবে হবে পূরণ? আপনি তো দয়াবান। আপনার সাহায্য খুব প্রয়োজন।

16/04/2022

রিকশা চালক হাসান বলছেন, 'প্রধানমন্ত্রী' শেখ হাসিনাকে চাই; কিন্তু?

কি মায়া তার মুখে। ছোট ভাইয়া। অনেক বড় মানুষ হও সাদ ভাইয়া।
15/04/2022

কি মায়া তার মুখে। ছোট ভাইয়া। অনেক বড় মানুষ হও সাদ ভাইয়া।

এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র এবং বিশ্ব- সব কিছুই আবর্তিত হয় এক সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে। আর সব সৃষ্টির মধ্যে রয়েছে নিখুঁত স...
13/04/2022

এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র এবং বিশ্ব- সব কিছুই আবর্তিত হয় এক সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে। আর সব সৃষ্টির মধ্যে রয়েছে নিখুঁত সামঞ্জস্যতা, যা মহান আল্লাহ তাআলারই সৃষ্টি। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে।’ (সুরা : সাজদাহ, আয়াত : ৭)

12/04/2022

'রমজানে কারো পরিবর্তন দেখলে তাঁদের অসম্মান করা যাবে না।'

পবিত্র কোরআনে সুরা হুজরাতের ১১নং আয়াতে বলা হয়েছে, ‘মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোনো নারী অপর নারীকে যেন উপহাস না করে। কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এরূপ কাজ হতে তওবা না করে তারাই জালেম। ’ (সুরা হুজরাত-১১)।

11/04/2022

এই ছেলেটি কি বলছে এসব?

মহান আল্লাহ আছেন সবখানে। যেকোন অবস্থাতেই আল্লাহকে স্মরণ করি। আল্লাহর শুকরিয়া আদায় করি। ক্ষমা চাই। সবার জন্য দোয়া করি।
11/04/2022

মহান আল্লাহ আছেন সবখানে। যেকোন অবস্থাতেই আল্লাহকে স্মরণ করি। আল্লাহর শুকরিয়া আদায় করি। ক্ষমা চাই।
সবার জন্য দোয়া করি।

একদিকে জীবনের প্রয়োজনে গাড়ি করে ছুটছে মানুষ। অন্যদিকে অগণিত মানুষের কবর। হয়তো আমাদের মত তারাও খুব ব্যস্ত ছিলেন। কিংবা...
07/04/2022

একদিকে জীবনের প্রয়োজনে গাড়ি করে ছুটছে মানুষ। অন্যদিকে অগণিত মানুষের কবর। হয়তো আমাদের মত তারাও খুব ব্যস্ত ছিলেন। কিংবা উদাসীন। হয়তো ভাবছেন *আমলের* পাল্টাটা আরেকটু ভারি হলে ভালো হতো। অথচ আমরা.... আচ্ছা, কবরের কথা আমাদের মনে পড়ে তো? আল্লাহ সবাইকে মাফ করে দিক। আমিন।

ছবি: সংগৃহীত ( বনানী কবরস্থান )

বোতল চৌধুরী গ্ৰেফতারচিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ২৪ বছর পর প্রধান আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করে...
05/04/2022

বোতল চৌধুরী গ্ৰেফতার

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ২৪ বছর পর প্রধান আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গুলশানের এক নম্বর সেকশনের একটি বাসা থেকে তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়। আশিষ রায়ের ফ্ল্যাট থেকে দু’জন নারীকেও আটক করে র‌্যাব। ওই অভিযানে ২৩ বোতল বিদেশি মদ, কয়েক ক্যান বিয়ার উদ্ধার করা হয়। র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির পর আশীষ চৌধুরী মিরপুর ডিওএইচএসে নিজ বাসা ছেড়ে গুলশানের ফ্ল্যাটটি ভাড়া নিয়ে পালিয়ে ছিলেন। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর আবেদীন টাওয়ারে ট্রাম্পস কাবের নিচে নায়ক সোহেলকে গুলি করে হত্যা করা হয়।

এক ছবিতে এক গল্প। 💚
04/04/2022

এক ছবিতে এক গল্প। 💚

04/04/2022

ফার্মগেটে কলেজ শিক্ষকাকে উত্যক্ত করা পুলিশ সদস্য চিহ্নিত। হেফাজতে নিয়েছে পুলিশ।

02/04/2022

আবৃত্তিশিল্পী হাসান আরিফের চিরবিদায়

02/04/2022

আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবো সবার জন্য।

01/04/2022

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে কাল থেকে শুরু হচ্ছে রোজা।

28/03/2022

রোজায় সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯ টা থেকে বেলা সাড়ে তিনটা।

এক সাগর রক্ত কেনা আমাদের বাংলাদেশ ❤️
26/03/2022

এক সাগর রক্ত কেনা আমাদের বাংলাদেশ ❤️

23/03/2022

ছবির বদলে আঙ্গুলের ছাপ ব্যবহারের দাবি জানিয়েছে মহিলা আঞ্জুমান। ইসলামি চিন্তাবিদরা কি বলছেন?

22/03/2022

আঁখির প্রেমে বিলকিস টাঙ্গাইলে। "বাঁচতে চায় একসাথে!" এটা কোন কথা...?

তুমি কতদূরে 'মা'!
21/03/2022

তুমি কতদূরে 'মা'!

20/03/2022

জাতীয় ঈদগাহ মাঠে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন।

19/03/2022

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

18/03/2022

শবে বরাত কি আসলেই আছে? নাকি নেই? একেক মাওলানার একেক মত। আমরা তাহলে কোনটা শুনবো? কোনটা মানবো? কি করবো?

18/03/2022

আমি যদি কোনভাবে কখনো আপনাকে কষ্ট দিয়ে থাকি। আমাকে মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের সবার অনেক ভালো করুক। আমীন।

প্রভু, মুমিন না করে আমায় ডাক দিও না,কঠিন আজাবে আমায় ফেলে দিও না।🤲 -এই প্রার্থনা। (সংগৃহীত)
18/03/2022

প্রভু, মুমিন না করে আমায় ডাক দিও না,
কঠিন আজাবে আমায় ফেলে দিও না।🤲
-এই প্রার্থনা। (সংগৃহীত)

আমির হামজা পাচ্ছেন না স্বাধীনতা পুরস্কার। তালিকা সংশোধন
18/03/2022

আমির হামজা পাচ্ছেন না স্বাধীনতা পুরস্কার। তালিকা সংশোধন

18/03/2022

"আয়োজন করে লাইলাতুল বরাত নয়। শবে বরাত নেই; এ কথারও ভিত্তি নেই।"

নাসিরের নাকি ব্যাটে বল লাগে না? শরীর চলে না? হতে পারে। কিন্তু ভাবছি, সেই নাসির তো দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন। ব্...
18/03/2022

নাসিরের নাকি ব্যাটে বল লাগে না? শরীর চলে না? হতে পারে। কিন্তু ভাবছি, সেই নাসির তো দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন। ব্যাটে তো ভালোই বল লেগেছে মনে হচ্ছে!!!

17/03/2022

মনে কষ্ট থাকলেও অভিশাপ নয়; দোয়া করবেন। যেন মহান আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এটি প্রভুর বেশি পছন্দ।

16/03/2022

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়ের।
★ আরও ৬ মাস বাড়তে পারে।

Address

Dhaka Trade Centre, 7th Floor (ATN Bangla News), 98 Kazi Nazrul Islam Avenue, Ka
Dhaka
DHAKA-1215

Alerts

Be the first to know and let us send you an email when Ad Deen Sojeeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ad Deen Sojeeb:

Videos

Share