20/04/2022
তিনি একজন যোদ্ধা, স্বামীর জীবন বাঁচাতে তিনি লড়েছেন, আমার দৃষ্টিতে তিনি জিতেছেন। আর সেই উত্তরটা আরও ভালো জানেন সাবেক টাইগার অলরাউন্ডার মোশারফ রুবেল। তিনি সেটা দেখেছেন, জীবনের মহা কঠিন মুহূর্তে। রুবেল ভাই মহান আল্লাহর ডাকে সাড়ে দিয়েছেন। কিন্তু মৃত্যুর আগে তিনি এক বুক স্বস্তি নিয়ে ফিরেছেন পরপারে। হয়তো তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে জান্নাতে থাকার দোয়া আর পরিকল্পনাও একেছেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সেরা স্থানে রাখুক এই দোয়া। তবে আরো একটা কঠিন যুদ্ধ করতে হবে উনার স্ত্রী ও সন্তানকে। সেই যুদ্ধে তারা কাকে পাশে পাবেন তা জানা নেই। যদিও সেটা খুব বেশি প্রয়োজন। মহান আল্লাহ তাদের সঙ্গে থাকুক। জীবন সহজ করে দিক। এই দোয়া।
★আর আমাদেরকেও যে একদিন আল্লাহর ডাকে যেতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের তার প্রস্তুতি নেয়া উচিত।