Badr Media

Badr Media বদর মিডিয়া একটি ইসলামিক শিক্ষা প্রত?

স্বামী-স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। ...
23/11/2024

স্বামী-স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত নয় সে কখনোই তা করতে সক্ষম হবে না।
ধরুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সেই চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে। সাথে ন্যূনতম দক্ষতাও দরকার। ঠিক এমনি করে একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করার জন্যও যোগ্যতার প্রয়োজন।
আশেপাশে একটু তাকালেই বোঝা যায়- দু'জন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে। সবাই স্বামীর মন জয় করতে পারে না। স্বামীর মনে জায়গা পেতেও ন্যূনতম যোগ্যতা প্রয়োজন। আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয়। এক্ষেত্রে একজন আদর্শ স্ত্রীই পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজের উৎসাহ দিতে তার স্বাস্থের প্রতি খেয়াল রাখতে। পুরুষকে একজন আদর্শ স্বামী কিংবা একজন আদর্শ বাবা হিসেবে গড়ে তোলার পেছনে তার স্ত্রীর ভূমিকা অনন্য ।

সত্যিকার পুরুষ তাকেই বলা উচিত; যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে। আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনার ক্ষমতা মহান আল্লাহ নারীকে দিয়েছেন। একজন নারীই পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবে পরিবর্তন আনতে। তবে পরিবারের সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পরিবারের দুঃখও কিন্তু তার হাতে। একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে আবার সে চাইলে তা জ্বলন্ত নরকও হতে পারে। সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুড়ে ফেলতে পারে। একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। নারীরা এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়। কেননা- তার যা ইচ্ছে তা ই সে অর্জনকরতে সক্ষম।

স্বামীর সংসার সামলানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে জিহাদ (আল্লাহর পথে পবিত্র যুদ্ধ) এর সমপর্যায়ে নেয়া হয়েছে। আরও বিস্তৃতভাবে বলতে গেলে; জিহাদ বলতে মূলত ইসলামের অগ্রগতি রক্ষা ও সম্মানের জন্য সংগ্রামকে বোঝানো হয়; একে পবিত্র যুদ্ধও বলা যায়। এটি আল্লাহর নিকট সর্বোচ্চ ইবাদতগুলোর একটি। আর স্বামীর খেদমত তাকে সঠিক পথে আনা খুব একটা সহজ কাজ নয়। তাই স্ত্রীর এমন কাজগুলোকে ইসলামে জিহাদের মর্যাদা দেয়া হয়।

 #জুমার_বয়ান_সারাংশ (১৫ নভেম্বর ২০২৪)বাইতুল মুকাররম জাতীয় মসজিদখতীব: মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহঅনুলেখক: মুহাম্মাদ ...
15/11/2024

#জুমার_বয়ান_সারাংশ (১৫ নভেম্বর ২০২৪)
বাইতুল মুকাররম জাতীয় মসজিদ
খতীব: মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ
অনুলেখক: মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান আযহারী

হামদ ও সানার পর তিনি তাকওয়ার গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা শুরু করেন। সেটি হচ্ছে সূরা আলে ইমরানের ১৩৩ - ১৩৫ নং আয়াত।

আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ * الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ * وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُون

এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে তার ক্ষমা এবং জান্নাতের প্রতি দ্রুত ধাবমান হওয়ার প্রতি উৎসাহিত করেছেন। এই জান্নাত যার প্রশস্ততা মাল এবং জমিনের সমান, এটি মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে।

এরপর আয়াতে মুত্তাকিনদের কয়েকটি গুণের কথা উল্লেখ করা হয়েছে—

১- যারা সুখ এবং দুখ, ভালো এবং মন্দ সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করার অর্থ নেক কাজে ব্যয় করা। তবে এই ক্ষেত্রে ইসরাফ ও অপব্যয় থেকে বিরত থাকতে হবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর পথে দান অব্যাহত রাখতে হবে। আর গুনাহের কাজে ব্যয় করা সর্বাবস্থায় নাজায়েজ।

২- যারা রাগ ক্ষোভ ও ক্রোধ দমন করে।
মানুষ মাত্রই তার মধ্যে রাগ ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেই রাগ যেন আমাকে নিয়ন্ত্রণ না করে। মুত্তাকী হিসাবে আমার কর্তব্য হলো, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন ও হাদিসে অনেক বর্ণনা এসেছে। রাগ হলো শয়তানের আসর। এজন্য রাগ হলে অবস্থার পরিবর্তন করতে বলা হয়েছে। ওযু করা নামাজ পড়া ইত্যাদি বিভিন্ন উপায়ে রাগকে দমন করতে হবে। পাশাপাশি আল্লাহর ভয়কে নিজের মধ্যে ধারণ করতে হবে।

৩- যারা মানুষকে ক্ষমা করে। ক্ষমা একটি মহৎ গুণ। অন্যায়কারী দুঃখ প্রকাশ করলে অবশ্যই ক্ষমা করতে হবে। দু:খ প্রকাশ না করলেও ক্ষমা করে দেওয়া উচিত। এক্ষেত্রে ক্ষমাকারী আল্লাহর রহমতের প্রত্যাশী হবে। অন্যদিকে অপরাধকারীকেও অন্তর থেকে অনুতপ্ত হতে হবে। আজকাল দুঃখ প্রকাশ করা বা সরি বলা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। এতে সরি এর ওজন কমে যায়। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে বা অন্যায় করে সরি বলা নিন্দনীয় কাজ।

৪- এবং যারা ইহসান করে। আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। ইহসান মানে হচ্ছে: ভালো কাজ করা, উত্তম রূপে কাজ করা এবং মানুষের উপর দয়াশীল থাকা। যখনই আমি যে কাজ করব সেটা সুন্দর এবং উত্তম উপায় করতে হবে।

৫- এরপরের গুণটি হচ্ছে সবার জন্য খুব জরুরী। তা হল, কখনো কোন অন্যায় বা ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই অন্যায় বা ভুল এবং গুনাহের উপরে জমে না থাকা। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অনেক বাক্য এসেছে, সেগুলো মনে প্রাণে বিশ্বাস করে এবং অনুতপ্ত হয়ে বারবার পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পাশাপাশি তাওবার পরে পুনরায় সেই গুনাহ না করা।

এই গুণগুলো অর্জন করলে একজন মানুষ তাকওয়ার স্তরে উপনীত হতে পারবে। এরপর খতিব সাহেব বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, শহীদদের জন্য দোয়া চাওয়া হোক বা না হোক সর্বাবস্থায় দোয়া করা উচিত। আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহিদ। এছাড়াও ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায় ভাবে জুলুম করে যদি তাদেরকে হত্যা করা হয় তাহলে তারাও শহীদ হিসাবে গণ্য হবে। এই শহীদদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের প্রতি উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সকলের দায়িত্ব।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। তাদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়িজ নেই। বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অসৎ ব্যবহার করা শহিদদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।

বৈষম্য কাকে বলে? সংশ্লিষ্ট বিষয়ে যদি দুই পক্ষ সমান অধিকারের প্রাপ্য হয় তাহলে একজনকে বাদ দিয়ে অন্যজনকে দেয়া বৈষম্য। কিন্তু যার অধিকার নেই, অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমান পাওয়ার দাবি নাই সেক্ষেত্রে সমতা বিধান করা বৈষম্য দূরীকরণ নয়।

এজন্যই জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার নামে বিভিন্ন মিডিয়া ও সেবাসংস্থার ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়ন করা জায়েজ নেই। আজকে লক্ষ্য করলাম, ইসলামের প্রতি অনুরাগী দাবিদার একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনে জেন্ডার সমতা বিধান দায়িত্বশীল বা সম্পাদক নামে পথ সৃষ্টি করা হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা।

এ সকল এজেন্ডা বাস্তবায়নের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করা মানে জুলাই-আগস্ট বিপ্লবের সাথে বেইমানি করা।

আমাদের সরকার, সকল রাজনৈতিক দল এবং মুসলিম-হিন্দুসহ দেশের সকল নাগরিক যদি বিপ্লবে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিপ্লবের শুকরিয়া আদায় করতে হবে। যদি না করে, তাহলে—আল্লাহ না করুন—আল্লাহর গজব আবার হয়তো এই দেশের ওপর চেপে বসবে।

এজন্য আমাদের সকলকে তার অবস্থান থেকে সতর্ক হয়ে বিপ্লবের উদ্দেশ্য সফল করতে হবে ইনশাআল্লাহ।

13/11/2024

আত্মশুদ্ধি অর্জনের উপায়! আলোচক:- মুফতি তাওহীদুল ইসলাম এম.এখতীব,বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা -১২৩০।আলাপন.....

12/11/2024

বিষয়:- ইয়াহুদী জাতি, সন্ত্রাসী জাতি। আলোচক:- হাফেয, মাওলানা, মুফতি তাওহীদুল ইসলাম এম.এখতীব, বড়বাড়ি কেন্দ্রীয় জ....

11/11/2024

শ্রম-বৈচিত্রতা জীবনযাত্রাকে সহজ করেছে!

11/11/2024

শ্রমিকের যথাযথ পারিশ্রমিক প্রদান করুন।আলোচকঃ-মুহাম্মদ তাওহীদুল ইসলাম এম.এ

11/11/2024

স্বামী-স্ত্রীর পারস্পরিক কর্তব্য!আলোচক:- মুফতি তাওহীদুল ইসলাম এম.এখতীব,বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরখান,ঢাক...

11/11/2024

ইসলাম ও অন্যান্য ধর্ম! আলোচক:- মুফতি তাওহীদুল ইসলাম এম.এখতীব,বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ,উত্তরখান, ঢাকা -১২৩০। #01...

11/11/2024

বিষয়:- জেরুজালেমে মুসলিম-ইহুদি ও খ্রীস্ট জাতির ইতিহাস!আলোচক:- মুফতি তাওহীদুল ইসলাম এম.এখতীব, বড়বাড়ি কেন্দ্রীয় ...

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়!
11/11/2024

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়!

ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস!আলোচক:- হাফেয, মাওলানা,মুফতি তাওহীদুল ইসলাম এম.এখতীব, বড়বাড়ি কেন্দ্রীয় জাম...

সকলের দোয়া কামনা উপমহাদেশের প্রখ্যাত আলেম,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কৃতি সন্তান, আলহাজ্ব হযর...
14/02/2024

সকলের দোয়া কামনা
উপমহাদেশের প্রখ্যাত আলেম,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কৃতি সন্তান, আলহাজ্ব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব শারীরিকভাবে খুবই অসুস্থ। ওনার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ আপনি সহায় হোন, আমিন।.

19/07/2023
19/07/2023

_*এক বুযুর্গের উক্তি, “যে ব্যক্তি সাতটি বিষয়ের উপর আমল করে আর অপর সাতটি বিষয়ের উপর আমল করে না তার আমল অর্থহীন।*_

বিষয়গুলো হলোঃ

(১) খোদাভীরুতার দাবী করে, কিন্তু পাপকার্য থেকে বিরত থাকে না। তা হলে তার দাবী মিথ্যা ও অর্থহীন।

(২) আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা রাখে। অথচ নেককাজ করেনা। (যদিও আল্লাহ পাক নেক আমল ছাড়াও উত্তম প্রতিদান দিতে পারেন। কিন্তু তাঁর সাধারণ নীতি হলো উত্তম প্রতিদান নেক আমলকারীই পাবে। )

(৩) নেককাজ করার অভিলাষ তো আছে, কিন্তু পাকাপোক্ত নিয়ত নেই।

(৪) মেহনত ব্যতীত দোয়া। (অর্থাৎ যে ব্যক্তি শুধু দোয়া করে ক্ষান্ত হয় নেককার হওয়ার জন্য মোটেই চেষ্টা করে না। সে ব্যক্তি বঞ্চিত থাকিবে।) যে ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তিই তাওফীক প্রাপ্ত হয়। আল্লাহ পাক বলেন-

والذين جاهدوا فينا لنهدينهم سبلنا

অর্থ : যারা আমার জন্য পরিশ্রম করে আমি অবশ্যই তাদেরকে স্বীয় সঠিক পথ প্রদর্শন করি ।

(৫) স্বীয় অপরাধের জন্য লজ্জিত হওয়া ব্যতীত ক্ষমা প্রার্থনা করা। (অর্থাৎ মুখে মুখে তো ক্ষমা প্রার্থনা করে কিন্তু আন্তরিক ভাবে লজ্জিত হয় না। তা হলে এরূপ ক্ষমা প্রার্থনায় লাভ কি?)

(৬) আত্মসংশোধন ব্যতীত বাহ্যিক ও লোক দেখানো নেককাজ অর্থহীন।

(৭) এখলাস ব্যতীত প্রচেষ্টা। (এখলাস ব্যতীত বহু বড় বড় নেককাজ ও দ্বীনি মেহনত অৰ্থহীন হয়ে যায়।)

সূত্রঃ তাম্বীহুল গাফিলিন (পৃষ্ঠা ১-২)

হায়রে কাণ্ড! ওরে ভাইরাল! ছবিই কথা বলুক! আপনিও লিখুন কিছু!
24/04/2023

হায়রে কাণ্ড! ওরে ভাইরাল!
ছবিই কথা বলুক! আপনিও লিখুন কিছু!

عيدكم مبارك و عيدكم سعيد -كل عام وانتم بخير -تقبل الله منا ومنكم - امين، يارب العالمين -
22/04/2023

عيدكم مبارك و عيدكم سعيد -كل عام وانتم بخير -
تقبل الله منا ومنكم - امين، يارب العالمين -

10/04/2023

খুবই গুরুত্বপূর্ণ বিষয়! শুনুন,সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন! https://youtu.be/eKsbNlouDIE

Address

10/J Green Road Staff Queaters
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Badr Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badr Media:

Videos

Share

Category


Other Record Labels in Dhaka

Show All