Tanzina and Swran's vlog

Tanzina and Swran's vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanzina and Swran's vlog, Digital creator, Banasree, Dhaka.

প্রিয় ফুল
29/11/2024

প্রিয় ফুল

চুড়ি  😍
25/11/2024

চুড়ি 😍

22/11/2024

I gained 5 followers, created 17 posts and received 408 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

🔥 বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে যে ১০টি বিষয় খেয়াল করে চলবেন: ⤵️১) গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রাবার পাইপটি থাকে,সেটিতে ‘...
16/11/2024

🔥 বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে যে ১০টি বিষয় খেয়াল করে চলবেন: ⤵️

১) গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে রাবার পাইপটি থাকে,সেটিতে ‘বিএসটিআই’ ছাপ থাকা বাধ্যতামূলক।কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় খেয়াল রাখুন।গ্যাসের পাইপটি যেন দৈর্ঘ্যে এক থেকে দেড় মিটার লম্বা হয় এবং বোতল ও গ্যাস বার্নার (চুলা) এর দূরত্ব যেন কমপক্ষে ১-১.৫ মিটার হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

২) রেগুলেটরের নজলটি যাতে পাইপ দিয়ে ভালো করে কভার করা থাকে,তা লক্ষ্য রাখুন।গরম বার্নারের সঙ্গে যাতে গ্যাসের পাইপ কোনোভাবে লেগে না থাকে,তা খেয়াল রাখুন।

৩) পাইপটি নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন।কিন্তু ভুলেও সাবান পানি ব্যবহার করবেন না।২ বছর পরপর অবশ্যই পাইপটি বদলে ফেলুন।

৪) পরিষ্কার রাখার জন্য গ্যাসের পাইপটিকে কোনও রকমের কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে মুড়ে রাখবেন না।সে ক্ষেত্রে পাইপ ফেটে গেলে বা লিক হলে ধরা পড়বে না।

৫) গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে বাড়ির কোনও ইলেক্ট্রিক অ্যাপ্লায়েন্স অন করবেন না।ওভেন,রেগুলেটর বন্ধ করে দরজা-জানালা খুলে দিন।

৬) গ্যাস লিক করার পরে যদি কিছুক্ষণের মধ্যে গন্ধ আসা বন্ধ না হয়,তাহলে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস বা হেল্পলাইন নম্বরে ফোন করুন।সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে দিয়ে সিলিন্ডারের মুখে সেইফটি ক্যাপও পরিয়ে দিতে পারেন।

৭) খালি সিলিন্ডার থেকে গ্যাসের রেগুলেটর খোলার সময় আশপাশে কোনও মোমবাতি বা প্রদীপ জাতীয় জিনিস যাতে না জ্বলে,তাও খেয়াল রাখুন।

৮) একটি ঘরে দু’টি সিলিন্ডার রাখার জন্য অন্তত ১০ বর্গফুট জায়গা থাকা জরুরি।এমন জায়গায় সিলিন্ডার রাখবেন না,যেখানে সহজেই তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।

৯) সিলিন্ডারের ওপরে কখনোই কোনও কাপড়,বাসন ইত্যাদি রাখবেন না।

১০) গ্যাসের বার্নারটি সব সময় সিলিন্ডারের অন্তত ছয় ইঞ্চি ওপরে রাখুন।বার্নারের ওপর যাতে সরাসরি হাওয়া না লাগে,সেদিকেও লক্ষ্য রাখুন।

©

সকাল সকাল উঠে এত্ত খারাপ খবর পেলস্ম।কমেন্ট বক্সে মুনতাহার খুনির ছবি দেয়া হল ।আহা ভাবতে পারিনি পাখিটাকে এই নিষ্ঠুর পৃথিবী...
10/11/2024

সকাল সকাল উঠে এত্ত খারাপ খবর পেলস্ম।কমেন্ট বক্সে মুনতাহার খুনির ছবি দেয়া হল ।আহা ভাবতে পারিনি পাখিটাকে এই নিষ্ঠুর পৃথিবী থেকে চলে যেতে হবে।

বেঁচে নেই মুনতাহা! যেভাবে পাওয়া গেল মুনতাহার লাশ!
কে তাকে হত্যা করলো!?

হাস্যোজ্জল চেহারার নিষ্পাপ শিশু মুনতাহা অপহৃত হয় গতি রোববার। নিখোঁজের পর থেকে তাকে নিয়ে সরব ছিলো ফেইসবুক অনলাইন নিউজ চ্যানেল সহজ পুরো অনলাইন জগৎ। মানুষ করছিলো হাহাকার। কাঁদছিলো সবাই। কাঁদছিলো মুনতাহার বাবা-মা ও ভাই বোনের সাথে পুরো দেশবাসী।
যেভাবে জোর প্রচারণা চলছিলো, অনুসন্ধান হচ্ছিল। আশা ছিলো হয় তো মুনতাহাকে পাওয়া যাবে।
হ্যাঁ, মুনতাহাকে পাওয়া গেলো। তবে জীবিত নয় মৃত।
অর্ধগলিত।

যেভাবে লাশের তথ্য মিললো!

মুনতাহার পাশের বাড়ির মারজানাকে গতরাত পুলিশ জিজ্ঞাসবাদের জন্য নেয়। এদিকে মারজানার মা আলিফজান পাশের খালে পুঁতে থাকা লাশ সরাতে গেলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।
স্থানীয় লোকদের বরাতে জানা যায় নিখোঁজের দিনই মুনতাহার পাশের ঘরের মারজিয়া ও তাঁর মা তাঁকে মেরে ফেলে খাটের নিচে রাখে। এরপর সুযোগ বুঝে তাকে পাশের খালে পুঁতে রাখে মুনতাহাকে।
আজ রাত চারটার সময় খাল থেকে লাশ সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করতে গেলে স্থানীয় হাতে ধরা পড়ে কুখ্যাত ডাইনি আলিফজান নামক মহিলা।

মুহুর্তে লোকে লোকারন্য হয়ে যায় মুনতাহার বাড়ী। হাজার হাজার মানুষ বাকরূদ্ধ। হৃদয় রক্তক্ষরণ হচ্ছে মুনতাহার এই নির্মম মৃত্যুতে।

মুনতাহার মা-বাবা আত্মীয়স্বজনের আর্তচিৎকার আকাশ বাতাস কাঁপছে। কাঁদেছে পুরো দেশবাসী।

প্রাথমিক তথ্য মতে এই মহিলা ও তার মেয়ে মারজানা হত্যার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আর কেউ জড়িত আছে কি না আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করে সকল অপরাধী উপযুক্ত শাস্তি দাবি হাজার জনতার।

আল্লাহ মুনতাহার মা বাবা সহ সকলের ধৈর্যধারনের তাওফিক দান করুন।

Abdullah Bin Ismail
copy

কাজ করতে গেলেই বলবে কোলে নাও, কোলে নাও।কোন কাজ শান্তিতে করা যায় না, হয় কোলে নিয়ে কাজ করো, নয়ত কান্না শুনতে শুনতে কাজ করো...
20/10/2024

কাজ করতে গেলেই বলবে কোলে নাও, কোলে নাও।

কোন কাজ শান্তিতে করা যায় না, হয় কোলে নিয়ে কাজ করো, নয়ত কান্না শুনতে শুনতে কাজ করো 😭😭

©

ফাইয়াজ -এর মায়ের চিঠি… পড়তে পড়তে চোখে পানি এসে গেল... প্রিয় ফাইয়াজ,আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। ...
16/09/2024

ফাইয়াজ -এর মায়ের চিঠি… পড়তে পড়তে চোখে পানি এসে গেল...

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!

জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️।

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

If Farhan Faiyaz was alive would have turned 18
©

Address

Banasree
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzina and Swran's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share