Get to Know-জানুন

Get to Know-জানুন Just click to see mysterious world.
(7)

বিখ্যাত মুরির টিন, ১৯৭৭ সাল। নিউ মার্কেট।
21/11/2024

বিখ্যাত মুরির টিন, ১৯৭৭ সাল। নিউ মার্কেট।



২০২১-এর অন্যতম বিখ্যাত ন্যাচারাল ফটোগ্রাফ ছিলো এই ছবিটা। হাজার হাজার স্টার্লিং পাখি একসাথে মিলে একটা বড় পাখির আকৃতি ধা...
20/11/2024

২০২১-এর অন্যতম বিখ্যাত ন্যাচারাল ফটোগ্রাফ ছিলো এই ছবিটা।

হাজার হাজার স্টার্লিং পাখি একসাথে মিলে একটা বড় পাখির আকৃতি ধারণ করেছে। পাখির ঝাঁকের এই ধরনের আকৃতি ধারণের প্রবণতাকে বলা হয় murmuration। পাখিরা দলবেধে এরকম আকৃতি ধারন করে দৈত্যাকার রূপ নেয়ার মাধ্যমে তাদের শিকারী-শত্রুকে বিভ্রান্ত করে ফেলে।

Photo Credit: James Crombi, Ireland.



লাভা এবং বরফ একসাথে। এই দৃশ্যটি আইসল্যান্ডে দেখা যায়।Photo: Internet
20/11/2024

লাভা এবং বরফ একসাথে। এই দৃশ্যটি আইসল্যান্ডে দেখা যায়।

Photo: Internet



শেষ মোগল সম্রাট বাহাদুর শাহর দুই ছেলে জওয়ান বখত (বামে), এবং মির্জা শাহ আব্বাস (ডানে)। ছবিটি ১৮৫০-৬০ এর দশকে তোলা। Source...
20/11/2024

শেষ মোগল সম্রাট বাহাদুর শাহর দুই ছেলে জওয়ান বখত (বামে), এবং মির্জা শাহ আব্বাস (ডানে)।
ছবিটি ১৮৫০-৬০ এর দশকে তোলা।

Source: Internet



বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" এটি বঙ্...
08/11/2024

বাংলাদেশের সমুদ্রসীমায় এমন একটি জায়গা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা। এই জায়গাটির নাম "Swatch of No Ground" এটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি আংশিকভাবে সংরক্ষিত জায়গা।

এটি পৃথিবীর বৃহত্তম পানিতে নিমজ্জিত গিরিপথ ও অনেক বিশেষজ্ঞের মতে এটি দ্বিতীয় বৃহত্তম খাদ, অথচ এটির গভীরতা ১৩৪০ মিটার। তবে এ নিয়ে অনেক মত প্রার্থক্যও রয়েছে।

এই অঞ্চলে রয়েছে বিলুপ্ত হওয়ার পথে থাকা ডলফিন ও আট ধরণের তিমি মাছ। ব্রিটিশরা ধারণা করেছিল যে, এটির গভীরতার কোনো সীমা নেই। কেউ কেউ বলেন যে, এই অঞ্চলটিতে ধনরত্নে ভরা কিছু জাহাজ লুকিয়ে রয়েছে! এটি কিন্তু সুন্দরবন থেকে খুব বেশি দূরে নয়, দুবলার-চর দ্বীপ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।

চাইলেই ঘুরে আসতে পারেন।



৯০ দশকে যারা ১ টাকা দিয়ে ৪ টা চকলেট কিনছেন। সেই ভাই বোনদের দেখতে চাই।ফটো: আহমেদ সৈকত
08/11/2024

৯০ দশকে যারা ১ টাকা দিয়ে ৪ টা চকলেট কিনছেন। সেই ভাই বোনদের দেখতে চাই।

ফটো: আহমেদ সৈকত



প্রায় ১২,৫০০ বছরের পুরনো এই চিত্রকর্মের সন্ধান মিলেছে কলম্বিয়া থেকে। দক্ষিণ আমেরিকান দেশটির চিরিবিকেট ন্যাশনাল পার্কে রয়...
08/11/2024

প্রায় ১২,৫০০ বছরের পুরনো এই চিত্রকর্মের সন্ধান মিলেছে কলম্বিয়া থেকে।

দক্ষিণ আমেরিকান দেশটির চিরিবিকেট ন্যাশনাল পার্কে রয়েছে প্রায় ৮ মাইল দীর্ঘ এই চিত্রকর্ম। পুরোটাই পাথরের বুকে আঁকা; রয়েছে মানুষ ও বিভিন্ন প্রাণীর ছবি। এর মাঝে এমন প্রাণীও আছে যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। আবার কিছু কিছু ছবি এত উচ্চতায় আঁকা যে কেবল ড্রোন দিয়েই সেগুলোকে ভালোভাবে বোঝা গিয়েছে।

ব্রিটিশ-কলম্বিয়ান একদল প্রত্নতাত্ত্বিকের অনুসন্ধানের ফলে এর সন্ধান মিলেছে। তাদের ধারণা, কাঠের টাওয়ারের উপর উঠে এত উঁচুতে ছবি এঁকেছিল সেই সময়ের মানুষেরা।



১৯ শতকের আফগান বোরকা।
05/11/2024

১৯ শতকের আফগান বোরকা।

১৯২০ সাল। নামিবিয়ার এক ছোট্ট গ্রাম হোবা। এক সকালে চাষী মিস্টার ব্রিট্স নিজের ষাঁড়ের কাঁধে লাঙ্গল জুড়ে গেলেন নিজের জমিত...
05/11/2024

১৯২০ সাল। নামিবিয়ার এক ছোট্ট গ্রাম হোবা। এক সকালে চাষী মিস্টার ব্রিট্স নিজের ষাঁড়ের কাঁধে লাঙ্গল জুড়ে গেলেন নিজের জমিতে চাষের কাজ করতে।

চলতে চলতেই হঠাৎ একটা শব্দ করে লাঙ্গল আটকে গেল জমিতে। শব্দটা যেন ধাতব মনে হলো? কিন্তু মাটির নিচে ধাতু আসবে কোথা থেকে?

মাটি খুঁড়তেই বেরিয়ে পড়লো মস্ত একটি লোহার চাঙ্গর। খবর ছড়িয়ে গেল দ্রুত। বিশেষজ্ঞরা এলেন এবং পরীক্ষা করে জানালেন যে এটি লোহাই বটে। কিন্তু এই লোহার খণ্ডটি পৃথিবীর নয়! এটি এসেছে সুদূর মহাকাশ থেকে!

হ্যাঁ। এটি একটি বিশাল উল্কাখণ্ড যা আনুমানিক ৮০,০০০ বছর আগে আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে। ৮ ফুট বাই ৮ ফুট দীর্ঘ প্রস্থ, এবং দুই ফুট এগারো ইঞ্চি মোটা এই উল্কাখণ্ডটি পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে বড় এক টুকরোয় থাকা উল্কাখণ্ড।

ওজনে ৬০ টনের বেশি এই উল্কাটি আজও সেই জায়গা থেকে নাড়ানো হয়নি।

বর্তমানে এটি নামিবিয়ার একটি দর্শনীয় স্থান। আজও সেখানে গেলে দেখতে পাবেন এই বিশাল উল্কাখণ্ডটি, আশি হাজার বছর আগে যেখানে পড়েছিল ঠিক সেখানেই অক্ষত অবস্থায় রয়েছে।

চিত্র সূত্র- The History Hunter




ক্যামেরায় তোলা  বজ্রপাতের প্রথম ছবি 😱সময়কাল- ২'রা সেপ্টেম্বর, ১৮৮২।Photo: William jenings.
05/11/2024

ক্যামেরায় তোলা বজ্রপাতের প্রথম ছবি 😱
সময়কাল- ২'রা সেপ্টেম্বর, ১৮৮২।

Photo: William jenings.




ব্রিটিশ শাসন আমলে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য ১৮৬১ সালে গড়ে তোলা হয় কুষ্টিয়ার জগতি রেল স্টেশন। এটি বাংলা...
05/11/2024

ব্রিটিশ শাসন আমলে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য ১৮৬১ সালে গড়ে তোলা হয় কুষ্টিয়ার জগতি রেল স্টেশন। এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন। ১৮৬২ সালে এই স্টেশন টি চালূ করা হয়। আপাতত একটি লোকাল ট্রেন আসা যাওয়া করে এই স্টেশনে।




ছবিটি কোনো পাকিস্তানি সৈন্য কর্তৃক পথচারীর লুঙ্গি খুলে হিন্দু না মুসলমান তা পরীক্ষা করার কোনো দৃশ্য নয় বরং ছবিটি একজন ভ...
04/11/2024

ছবিটি কোনো পাকিস্তানি সৈন্য কর্তৃক পথচারীর লুঙ্গি খুলে হিন্দু না মুসলমান তা পরীক্ষা করার কোনো দৃশ্য নয় বরং ছবিটি একজন ভারতীয় সেনা সদস্য কর্তৃক পাকিস্তানি গুপ্তচর সন্দেহে লুঙ্গির ভিতর অস্ত্র তল্লাশি করার দৃশ্য।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় চিত্র সাংবাদিক কিশোর পারেখের ১৯৭২ সালে প্রকাশিত বই ‘Bangladesh: A Brutal Birth‘ বইয়ের ২২ নাম্বার পৃষ্ঠায় আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন। পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কি না তাও তল্লাশি করছিলেন।

অর্থাৎ, ছবিতে থাকা তল্লাশিরত সেনা সদস্যটি পাকিস্তানি নয় এবং ছবিটিতে হিন্দু বা মুসলমান এমন কিছু যাচাই করা হচ্ছিল না। বরং ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন। পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কি না তাও তল্লাশি করছিলেন।

ছবিটি কিভাবে পাকিস্তানি সেনাবাহিনীর নামে ছড়ালো?
এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের গবেষক নয়নিকা মুখার্জীর ‘The absent piece of skin: Gendered, racialized and territorial inscriptions of sexual violence during the Bangladesh war*‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি গবেষণাপত্র খুঁজে পাওয়া যায়।

গবেষণাপত্রটি থেকে জানা যায়, ছবিটি সর্বপ্রথম ১৯৭২ সালে দৈনিক বাংলার বাণী পত্রিকার গণহত্যা সংখ্যায় অধ্যাপক গোলাম জিলানী নজরে মোরশেদের ‘হানাদারদের ঘাঁটি ঝিনাইদহ ক্যাডেট কলেজ’ শীর্ষক শিরোনামে একটি কলাম লিখেন৷ এই কলামে ব্যবহৃত আলোচিত ছবিটির শিরোনামে লেখা হয়, ওরা মানুষ, বর্বরদের কাছে সেটা পরিচয় নয়-বড় কথাটি ছিল ওরা হিন্দু না মুসলমান। তাই উলঙ্গ করে দেখছে।

এরপর থেকে ছবিটি এভাবেই প্রচার হয়ে আসছিলো। যেমন, ২০১৬ সালে ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে।

তবে গবেষক নয়নিকা মুখার্জী তার গবেষণায় কিশোর পারেখের ‘Bangladesh: A Brutal Birth‘ এর সূত্রে প্রমাণ করেন ছবির সেনা সদস্যটি পাকিস্তানি সেনা সদস্যের নয় বরং ভারতীয় মিত্র বাহিনীর।

পরবর্তীতে কিশোর পারেখ নিয়ে অনুসন্ধানে দেখা যায়, কিশোর পারেখের জন্ম ভারতের গুজরাটের ভাবনগর জেলায়। ফিল্ম মেকিং অ্যান্ড ডকুমেন্ট্রি ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। পরবর্তীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসেন এবং ১৬ ডিসেম্বরের পূর্বে ৫ দিন মুক্তিযুদ্ধের সাতষট্টিটি ছবি তুলেন। সেই ছবিগুলো নিয়ে ১৯৭২ সালে ’Bangladesh: A Brutal Birth’ একটি বই প্রকাশ করেন তিনি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ১৯৭১ সালের পাকিস্তানি সৈন্যের ছবির দাবিতে প্রচারিত ছবিটিতে দৃশ্যমান সেনাটি পাকিস্তানি নয় এবং ছবিটি হিন্দু-মুসলমান পরিচয়ও যাচাই করা হচ্ছিল না, বরং ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন। পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কি না তাও তল্লাশি করছিলেন।

মূলত, আলোচিত ছবিটি তুলেছিলেন কিশোর পারেখ নামে একজন ভারতীয় চিত্রগ্রাহক। যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ সময়ে ডিসেম্বরে বাংলাদেশে আসেন এবং ১৬ ডিসেম্বরের পূর্বে ৫ দিন মুক্তিযুদ্ধের সাতষট্টিটি ছবি তুলেন এবং ছবিগুলো নিয়ে ১৯৭২ সালে ’বাংলাদেশ: আ ব্রুটাল বার্থ’ বই নামে একটি বই প্রকাশ করেন। যেখানে ‘ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন। পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কি না তাও তল্লাশি করছিলেন।’ শীর্ষক শিরোনামে ভারতীয় সেনার একটি তল্লাশির ছবিও প্রকাশ করেন৷ তবে পরবর্তীতে ১৯৭২ সালে এই ছবিটিকেই পাকিস্তানি সেনা দাবিতে প্রথম প্রচার করা হয় এবং দীর্ঘদিন এভাবেই প্রচার হয়ে আসছিল। তবে ২০১২ সালে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের গবেষক নয়নিকা মুখার্জীর একটি গবেষণায় এ সংক্রান্ত ভুলটি সামনে নিয়ে আসেন এবং কিশোর পারেখের ‘Bangladesh: A Brutal Birth’ এর সূত্রে প্রমাণ করেন ছবির সেনা সদস্যটি পাকিস্তানি সেনা সদস্যের নয় বরং ভারতীয় মিত্র বাহিনীর।

সুতরাং, ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কি না তা তল্লাশির ঘটনার ছবিকে পাকিস্তানি সৈন্য পথচারীর লুঙ্গি খুলে হিন্দু না মুসলমান তা পরীক্ষার দাবিতে ছবিট

তথ্যসূত্রঃ

১। Kishor Parekh Book: Bangladesh: A Brutal Birth

২। Cambridge.org: The absent piece of skin: Gendered, racialized and territorial inscriptions of sexual violence during the Bangladesh war*

৩।Dhaka Tribune: 1971 in Kishor Parekh’s eyes

ফ্যাক্টচেকঃ Rumor Scanner

অস্ট্রেলিয়ার আদিবাসীদের গলায় চেইন পরানো একজন ব্রিটিশ পুরুষের ছবি। ১৯০০ দশক।এরাই আবার সারা পৃথিবীতে মানবতার জ্ঞান ঝাড়ে! ...
04/11/2024

অস্ট্রেলিয়ার আদিবাসীদের গলায় চেইন পরানো একজন ব্রিটিশ পুরুষের ছবি। ১৯০০ দশক।

এরাই আবার সারা পৃথিবীতে মানবতার জ্ঞান ঝাড়ে!



প্রায় সাড়ে ৭ কোটি বছরের পুরনো এই ৩টি বৃহদাকৃতির পাথরকে উপর থেকে দেখলে মনে হয় যেন তিনটি তিমি সাগর ছেড়ে বনের ভেতর ভুল করে ...
04/11/2024

প্রায় সাড়ে ৭ কোটি বছরের পুরনো এই ৩টি বৃহদাকৃতির পাথরকে উপর থেকে দেখলে মনে হয় যেন তিনটি তিমি সাগর ছেড়ে বনের ভেতর ভুল করে চলে এসেছে।

এগুলোকে তাই ডাকা হয় 'Rock of the Three Whales' বা 'তিন তিমির পাথর' নামে। থাইল্যান্ডের বুয়েং কান প্রদেশের এক পাহাড় থেকে বেরিয়ে আসা এই পাথরগুলোর মাঝে দুটোতে পায়ে হেঁটে ওঠা গেলেও আরেকটিতে সেই সুযোগ নেই। থাই ভাষায় এগুলো পরিচিত 'হিন সাম ওয়ান' নামে। ভূ-পৃষ্ঠ থেকে এগুলোর উচ্চতা প্রায় ৯৮০ ফুট।


প্রায় ৩৩০০ বছরের পুরনো এই ব্রিজের নাম আর্কাডিকো ব্রীজ। যা কাজারমা ব্রীজ নামেও পরিচিত। এটি ইউরোপের সবচেয়ে পুরনো ব্রীজ যা ...
04/11/2024

প্রায় ৩৩০০ বছরের পুরনো এই ব্রিজের নাম আর্কাডিকো ব্রীজ। যা কাজারমা ব্রীজ নামেও পরিচিত।

এটি ইউরোপের সবচেয়ে পুরনো ব্রীজ যা এখনও সংরক্ষিত আছে।

স্থানীয় লোকজন এখনো এই ব্রীজের উপর দিয়ে চলাচল করে থাকে। ব্রীজটি দেখতে আপনাকে গ্রিসে যেতে হবে।


১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা ভাসানীর রাজনৈতিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির "ধানের শীষ" মার্কা ...
04/11/2024

১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা ভাসানীর রাজনৈতিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির "ধানের শীষ" মার্কা সম্বলিত একটি পোস্টার।

#ইতিহাসের_অধ্যায় #মোঘল_সাম্রাজ্যে #তারিখহিন্দ #ইতিহাসনামা #ইতিহাস #নবাব

১৯৭০ এর দশকে ঢাকার আহসান মঞ্জিলের ছাদে নবাব পরিবারের কিছু সদস্যগন।
04/11/2024

১৯৭০ এর দশকে ঢাকার আহসান মঞ্জিলের ছাদে নবাব পরিবারের কিছু সদস্যগন।





মাত্র ৩৫০ টাকায় টেলিভিশন ! বিজ্ঞাপন ৩ এপ্রিল ১৯৭৫ সাল ।
04/11/2024

মাত্র ৩৫০ টাকায় টেলিভিশন ! বিজ্ঞাপন ৩ এপ্রিল ১৯৭৫ সাল ।




Address

Road/02/01, House/42, Block/F, South Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Get to Know-জানুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Get to Know-জানুন:

Videos

Share