Freedom Fighters

Freedom Fighters A journey From the beginning, A journey from 1971. Bangladesh, tell us, when will you purify our souls??

‘গণহত্যা দিবস’ কেন?হারুন হাবীব১০ মার্চ, ২০১৭ইংরেজি ‘জেনোসাইড’ শব্দটি ‘গণহত্যা’ হিসেবে বাংলায় স্বীকৃত, যার অর্থ বিশেষ কোন...
10/03/2017

‘গণহত্যা দিবস’ কেন?
হারুন হাবীব
১০ মার্চ, ২০১৭
ইংরেজি ‘জেনোসাইড’ শব্দটি ‘গণহত্যা’ হিসেবে বাংলায় স্বীকৃত, যার অর্থ বিশেষ কোনো জনগোষ্ঠী বা ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষের বিরুদ্ধে পরিকল্পিত পন্থায় পরিচালিত ব্যাপক হত্যাকাণ্ড, আক্রমণ ও পীড়ন এবং যা সেই জনগোষ্ঠীকে আংশিক অথবা সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়। জাতিসংঘের ১৯৪৯ সালের ‘জেনোসাইড কনভেনশন’ও এই সংজ্ঞার স্বীকৃত আছে। সে কারণে ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে যে নির্বিচার হত্যাযজ্ঞ ঘটে, তা সব অর্থেই গণহত্যা বা জেনোসাইড।

বাংলাদেশের মাটিতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল বিংশ শতাব্দীর নৃসংশতম গণহত্যা। ১৯৭১ সালের মার্চ মাসের ২৫ তারিখ থেকে ৮ মাস ২ সপ্তাহ ৩ দিনের এই গণহত্যার স্বরূপ ছিল ভয়ঙ্কর। পরিকল্পিতভাবে বাঙালিকে খুন করা হয়েছে, গণহারে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে, ঘরবাড়িতে আগুন দেওয়াসহ অপহরণ, গুম ও বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এসব হামলার সহযোগী ছিল বাঙালি ও অবাঙালি সমন্বয়ে গঠিত রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা।

পাকিস্তান বাহিনীর প্রথম বাঙালিনিধন অভিযানটি পরিচালিত হয় ‘অপারেশন সার্চলাইট’ নামে। এই অভিযানের মধ্য দিয়ে তারা নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগকেই কেবল উৎখাতের পথ বেছে নেয়নি, একই সঙ্গে বাঙালি সশস্ত্র বাহিনী, পুলিশ, ইপিআর এবং ছাত্রজনতাকে নিধন করার পরিকল্পনা করে। নিরস্ত্র জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় বাহিনীর এই সর্বাত্মক সামরিক অভিযানের ফলে জীবন বাঁচাতে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। ফলে ভারতের মাটিতে প্রায় এক কোটি মানুষের দেশান্তরী হওয়ার মর্মন্তুদ অধ্যায় ঘটে।

পাকিস্তান রাষ্ট্রটি ইতিহাস থেকে কখনো শিক্ষাগ্রহণ করেনি, বরং তার পরিচিতি ইতিহাসের ঘাতক হিসেবে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত প্রায় প্রতিটি ঐতিহাসিক সত্যকে তারা হয় বিকৃত, নয় আড়াল করেছে। স্কুলের পাঠ্যপুস্তকে তারা মনগড়া ইতিহাস যোগ করেছে, নতুন প্রজন্মকে ইতিহাসশূন্য করেছে। কাজেই বাংলাদেশের মাটিতে তার সেনাবাহিনীর বর্বরতা অস্বীকার করার ব্যাপারটি নতুন কিছু নয়। এতে ঐতিহাসিক সত্যের কিছু আসে-যায় না। কারণ সেই বেদনাবিধূর অধ্যায়ের স্মৃতিচারণ করার কোটি মানুষ এখনও আছে, আছে হাজারো স্মৃতিচিহ্ন, গণকবর, আছে দেশি-বিদেশি প্রত্যক্ষদর্শী, সমীক্ষা ও গবেষণা, যা সত্যকে তুলে ধরবে।

মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ভারতের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন ১৯৭১ সালে। তিনি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সরাসরি গণহত্যা চালানোর অভিযোগ করেন। ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’এ বাংলাদেশের হত্যাযজ্ঞকে বিশ শতকের পাঁচটি ভয়ঙ্কর গণহত্যার অন্যতম বলে উল্লেখ করা হয়। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘নিরাপত্তা বিষয়ক আর্কাইভ’ তাদের অবমুক্তকৃত দলিল প্রকাশ করে। এতে বাংলাদেশের নারকীয় হত্যাডজ্ঞকে ‘selective genocide’ বা ‘genocide’ হিসেবে চিহ্নিত করা হয়।

ঢাকায় অবস্থিত মার্কিন কূটনৈতিকগণ পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক গণহত্যার বর্ণনা দিয়ে ওয়াশিংটনে কূটনৈতিক বার্তা পাঠান। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক R.J. Rummel লেখেন:

These “willing executioners” were fueled by an abiding anti-Bengali racism, especially against the Hindu minority. Bengalis were often compared with monkeys and chicken…And the soldiers were free to kill at will.

‘টাইম’ ম্যাগাজিনের ড্যান কগিন, যিনি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী সাংবাদিক, একজন পাকিস্তানি ক্যাপ্টেনকে উদ্ধৃত করেন এভাবে:

“We can kill anyone for anything. We are accountable to no one.”

বিশ্বখ্যাত এই পত্রিকাটির একটি সম্পাদকীয় মন্তব্য ছিল:

“It is the most incredible, calculated thing since the days of the N***s in Poland.”

‘নিউ ইয়র্ক টাইমস’এর ম্যালকম ডাবিস্নও ব্রাউনি তাঁর ‘Horrors of East Pakistan Turning Hope into Despair’ রিপোর্টে লেখেন:

One tale that is widely believed and seems to come from many different sources is that 563 women picked up by the army in March and April and held in military brothels are not being released because they are pregnant beyond the point at which abortions are possible…

১৯৭২ সালে International Commission of Jurists (ICJ) মন্তব্য করে:

Three specific sections of the Bengali people were targeted in killings committed by the Pakistani army and their collaborators: members of the Awami League, students, and East Pakistani citizens of the Hindu religion.

রিপোর্টের শেষাংশে মন্তব্য করা হয়:

There is a strong prima facie case that particular acts of genocide were committed, especially towards the end of the war, when Bengalis were targeted indiscriminately.

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে জেনারেল নিয়াজীসহ ১৯৫ জন পাকিস্তানি সেনা অফিসারকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচার করার ঘোষণা দেয় বাংলাদেশ। কিন্তু ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির পর ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীসহ তারা দেশে ফিরে যায়। এর প্রধান কারণ চার লাখ বাঙালি পাকিস্তানে আটকে ছিল এবং জুলফিকার আলী ভুট্টো তাদের বিচার করার ঘোষণা দিয়েছিলন। পাল্টা ব্যবস্থা হিসেবে ২০০ জন বাঙালিকে কারারুদ্ধও করেছিল পাকিস্তান।

গণহত্যার স্বীকৃতি স্বরূপ ত্রিপক্ষীয় চুক্তিতে পাকিস্তান “deeply regretted any crimes that may have been committed” কথাগুলো উল্লেখ করে।

জুলফিকার আলী ভুট্টো ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে এসে ১৯৭১ সালের ঘটনার জন্য ‘excesses’ জন্য ‘দুঃখ’ প্রকাশ করেন। একমাত্র ২০১৫ সালে নওয়াজ শরিফের সরকার আগের অবস্থান থেকে সরে আসে, তারা ইতিহাস পুরোপুরি অস্বীকার করে!

অথচ ১৯৭৩ সালের মার্চ মাসে পাকিস্তান সরকার অভিযুক্ত সেনাদের বিচারে যে বিবৃতিটি প্রচার করে, তা এ রকম:

“Pakistan expresses its readiness to constitute a judicial tribunal of such character and composition as will inspire international confidence to try the persons charged with offenses.”

কিন্তু সে কাজটি পাকিস্তান এখন পর্যন্ত করেনি। শুধু তাই নয়, নতুন করে গণহত্যা অস্বীকারের অপপ্রচারে নেমেছে। বাংলাদেশে তাদের বাহিনীর পরাজয়ের কারণ নির্ণয় করতে পাকিস্তান ১৯৭২ সালে ‘হামাদুর রহমান কমিশন’ গঠন করে। কমিশনের রিপোর্ট তারা ২৮ বছর ধরে চেপে রাখে। ২০০০ সালে গণমাধ্যমে তা প্রচারিত হলে দেখা যায়, কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে সিনিয়র পাকিস্তানি সেনাকর্মকর্তারা প্রায় সবাই ব্যাপক হত্যাযজ্ঞ ও নারী নির্যাতনের কথা স্বীকার করেছে। কমিশন সুপারিশ করে:

The government of Pakistan should set a high-powered Court of Inquiry to investigate these allegations and to hold trials of those who indulged in these atrocities, brought a bad name to the Pakistan Army and alienated the sympathies of the local population by their acts of wanton cruelty and immorality against our own people.

কিন্তু এসবের কিছুই করেনি পাকিস্তান। আমরা আরও জানি যে পাকিস্তানের সিভিল সমাজ গণহত্যা ও নারী নির্যাতনের জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছে বছরের পর বছর।

শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক মহলের মতেও ১৯৭১ সালে ‘থ্রি মিলিয়ন’ বা ত্রিশ লাখ মানুষ নিহত হয়েছে। এই সংখ্যার সমর্থন আছে National Geographic magazine, Encyclopedia Americana ও Compton’s Encyclopedia তে। এসব রিপোর্টের মতে, বাংলাদেশের মাটিতে পাকিস্তান বাহিনীর নিষ্ঠুরতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোলান্ডে নাজি বাহিনীর বর্বরতার চেয়েও ভয়াবহ। এই গণহত্যা সম্পর্কে অন্যতম প্রধান পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী তার ডায়েরিতে লেখেন, তিনি বাংলার সবুজ মাঠকে রক্তবর্ণ করে দেবেন (paint the green of East Pakistan red) এবং দিয়েছিলেনও।

১৩ জুন ১৯৭১ পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ঢাকা-কুমিল্লা অঞ্চল ঘুরে পালিয়ে গিয়ে লন্ডনের ‘সানডে টাইমস’ পত্রিকায় একটি প্রত্যক্ষদর্শী প্রতিবেদন প্রকাশ করেন। এই রিপোর্টটি বিশ্ববিবেক নাড়িয়ে দেয়–

“We are determined to cleanse East Pakistan once for all of the threat of secession, even if it means the killing of two million people and meeting the province as a colony for 30 years’, I was repeatedly told by senior military and civil officers in Dhaka and Comilla.”

এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসী সরব হয়ে ওঠে। গণহত্যা বন্ধে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেন। প্যারিস ও লন্ডনে সরব হন মানবতাবাদীরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক অ্যাঁদরে মালরো বাংলাদেশের পক্ষে ‘আন্তর্জাতিক ব্রিগেড’ গঠনের ঘোষণা দেন।

২.

ইতিহাসের ভয়ঙ্কর এক হত্যাযজ্ঞের ট্র্যাজেডি ধারণ করে ২৫ মার্চ বাংলাদেশের মানুষের কাছে ‘কালরাত্রি’। অনেক বছর ধরেই দিনটিকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়ে আসছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবতাবাদী মানুষ। কারণ এ দিন থেকেই সূত্রপাত ঘটে প্রায় নয় মাসের নিষ্ঠুরতা, যাতে ৩০ লাখ মানুষ শহীদ হন।

রবার্ট পাইন তাঁর ‘Massacre, The Tragedy of Bangladesh’ বইতে ইয়াহিয়া খানের উদ্ধৃতি দেন:

“Kill three million of them and the rest will eat out of our hands.”

১৯৮১ সালে জাতিসংঘ সংস্থার এক রিপোর্টে বলা হয়:

“Among the genocides of human history, the highest number of people killed in lower span of time is in Bangladesh in 1971. An average of 6000 (six thousand) to 12 000 (twelve thousand) people were killed every single day…This is the highest daily average in the history of genocide’s.”

মাত্র নয় মাসে এবং যে দ্রুততায় মানুষ মারা হয়েছে বাংলাদেশে, তা বিশ্ব ইতিহাসে বিরল। বিভিন্ন আন্তর্জাতিক পরিসখ্যানে দেখা গেছে, দৈনিক গড়ে ৬,০০০ মানুষ খুন করা হয়েছে মাত্র ২৬০ দিনে। কমোডিয়ার এই হার ছিল ১,২০০। একমাত্র চুকনগরেই ২০ মে ১৯৭১ সালে একদিনে ৮ থেকে ১০ হাজার মানুষ হত্যা করা হয়েছে।

২৫ মার্চের অভিযানটি শুরুর আগে প্রতিটি বিদেশি সাংবাদিককে ঢাকা থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় প্রচারমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন বিদেশি সাংবাদিক লুকিয়ে থাকেন। তাদেরই একজন সাইমন ড্রিং। তিনি ৩১ মার্চ লন্ডনের ‘ডেইলি টেলিগ্রাফ’এ তাঁর প্রতিবেদন প্রকাশ করেন। দীর্ঘ প্রতিবেদনের শুরুটা এ রকম:

২৫ মার্চ মধ্যরাতের পর ঢাকা মহানগরী মুহুর্মুহু তোপধ্বনিতে প্রকম্পিত হতে থাকে। সর্বত্র বোমা-বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। টিক্কা খান বর্বর সামরিক শক্তি প্রয়োগ করে নির্মমভাবে গণবিদ্রোহ দমনে সচেষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টার, ইস্ট পাকিস্তান রাইফেলসের প্রধান কার্যালয় পিলখানা সেনা-অভিযানে বিধ্বস্ত হয়। নিরস্ত্র মানুষের ওপর সেনাবাহিনী নির্বিচারে ভারী আর.আর.গান, স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে। ইকবাল হলকে তারা প্রধান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে। সেখানে প্রথম ধাক্কাতেই ২০০ ছাত্র নিহত হয়।

একদিকে হলগুলোর দিকে উপর্যপুরি শেল নিক্ষেপ করা হতে থাকে, অন্যদিকে চলতে থাকে মেশিনগানের গুলি। দুদিন পর্যন্ত পোড়া ঘরগুলোর জানালা-দরজায় মৃতদেহ ঝুঁলে থাকতে দেখা যায়। পথে-ঘাটে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকে। জগন্নাথ হলেও বর্বরোচিত আক্রমণ চালানো হয়। কয়েক শত ছাত্র, যারা প্রায় সবােই হিন্দু ধর্মালম্বী, নিহত-আহত হয়। সৈন্যরা মৃতদেহগুলোকে গর্ত খুড়ে গণকবর দেয়। এরপর ট্যাংক চালিয়ে মাটি সমান করে।

রিপোর্টটির একটি অংশ এ রকম:

“আল্লাহ ও পাকিস্তানের ঐক্যের নামে ঢাকা আজ এক বিধ্বস্ত ও সন্ত্রস্ত নগরী।”

ঢাকার মাটিতে একমাত্র ২৫ মার্চ রাতেই পাকিস্তান বাহিনীর হাতে এক লাখ মানুষ নিহত হয় বলে ‘Sydney Morning Herald’ বিবরণ দেয়। নয় মাসব্যাপী বর্বরতায় পাকিস্তান বাহিনী ও তাদের দোসররা তিন লক্ষাধিক নারীকে ধর্ষণ করে, ধ্বংস করে জনপদ।

কাজেই ইতিহাস রক্ষাই শুধু নয়, পাকিস্তানি অপপ্রচারের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সত্যের মুখোমুখি দাঁড় করাবার দায়বদ্ধতার প্রশ্নটিও জরুরি। সেনাবাহিনীর অপকর্ম ঢাকতে পাকিস্তান যা করে চলেছে, তা আরেক ঐতিহাসিক পাপ– এতে সত্যের নড়চড় হওয়ার সুযোগ নেই।

আমার বিশ্বাস, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার মধ্য দিয়ে দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি বেগবান হবে।
http://opinion.bdnews24.com/bangla/archives/45918

বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সেক্টর কমান্ডারস্ ফোরামের কর্মসূচিমহান মুক্তিযুদ্ধের ৪৫তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেক্টর ক...
12/12/2016

বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সেক্টর কমান্ডারস্ ফোরামের কর্মসূচি

মহান মুক্তিযুদ্ধের ৪৫তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের ‘শিখা চিরন্তন’ বেদী সংলগ্ন ‘স্বাধীনতা চত্বর’এ ১৬ ডিসেম্বর এক বিস্তারিত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৩:৩০ মিনিটে যা দেশের টেলিভিশন চ্যানেলগুলি সরাসরি সম্প্রচার করবে।
অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে পরিবেশিত হবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪:৩১ মিনিটে বাংলাদেশ ও ভারতের যৌথ সামরিক কমান্ডের কাছে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পনের ঐতিহাসিক প্রতীকি দৃশ্য ।
নৃত্য-সঙ্গীত ও দেশ বন্দনার আকর্ষনীয় পরিবেশনা সহ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গন সেনাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের হাত থেকে নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর ।
অনুষ্ঠানের উদ্ভোধন করবেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে.এম.সফিউল্লাহ, বীর উত্তম (অব.), চেয়ারম্যান, সেক্টর কমান্ডারস্ ফোরাম। অংশ নিবেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও ফোরামের ভাইস চেয়ারম্যান লে.কর্ণেল আবু ওসমান চৌধুরী সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাগন।
এর আগে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় ফোরামের নেতৃবৃন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এ ছাড়াও ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় রায়ের বাজারের বধ্যভূমিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হবে।

বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সেক্টর কমান্ডারস্ ফোরামের কর্মসূচি

মহান মুক্তিযুদ্ধের ৪৫তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের ‘শিখা চিরন্তন’ বেদী সংলগ্ন ‘স্বাধীনতা চত্বর’এ ১৬ ডিসেম্বর এক বিস্তারিত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৩:৩০ মিনিটে যা দেশের টেলিভিশন চ্যানেলগুলি সরাসরি সম্প্রচার করবে।
অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে পরিবেশিত হবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪:৩১ মিনিটে বাংলাদেশ ও ভারতের যৌথ সামরিক কমান্ডের কাছে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পনের ঐতিহাসিক প্রতীকি দৃশ্য ।
নৃত্য-সঙ্গীত ও দেশ বন্দনার আকর্ষনীয় পরিবেশনা সহ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গন সেনাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের হাত থেকে নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর ।
অনুষ্ঠানের উদ্ভোধন করবেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে.এম.সফিউল্লাহ, বীর উত্তম (অব.), চেয়ারম্যান, সেক্টর কমান্ডারস্ ফোরাম। অংশ নিবেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও ফোরামের ভাইস চেয়ারম্যান লে.কর্ণেল আবু ওসমান চৌধুরী সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাগন।
এর আগে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় ফোরামের নেতৃবৃন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এ ছাড়াও ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় রায়ের বাজারের বধ্যভূমিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হবে।

04/06/2016
১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবিসেক্টর কমান্ডারস্ ফোরামের।সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’...
15/05/2016

১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি
সেক্টর কমান্ডারস্ ফোরামের।

সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ দেশীয় যুদ্ধাপরাধীদের সাথে সাথে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে। আজ এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে মেজর জেনারেল কে. এম. সফিউল্লাহ্ বীর উত্তম, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ও লেখক সাংবাদিক হারুন হাবীব একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্য সম্পদের হিস্যা আদায় করার লক্ষ্যে কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিতে সকল আন্তর্জাতিক রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরীন ব্যাপারে পাকিস্তানের বার বার হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। যুদ্ধাপরাধ বিচার নিয়ে পাকিস্তানের ক্রমাগত ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ স্বরূপ প্রথম পর্যায়ে তাঁরা দুই দেশের দূতাবাস পর্যায়ে কূটনৈতিক সম্পর্ককে নিন্মতম পর্যায়ে নিয়ে আসার আহবান জানান। এরপরও যদি পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা অব্যাহত রাখে, তাহলে দেশটির সঙ্গে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।


তুষার আমীন
প্রচার সম্পাদক
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১
ঢাকা, ১৫ মে, ২০১৬
মোবাইলঃ ০১৭৮৪৮৮৯৮৮১

১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি
সেক্টর কমান্ডারস্ ফোরামের।

সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ দেশীয় যুদ্ধাপরাধীদের সাথে সাথে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে। আজ এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে মেজর জেনারেল কে. এম. সফিউল্লাহ্ বীর উত্তম, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ও লেখক সাংবাদিক হারুন হাবীব একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্য সম্পদের হিস্যা আদায় করার লক্ষ্যে কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিতে সকল আন্তর্জাতিক রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরীন ব্যাপারে পাকিস্তানের বার বার হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। যুদ্ধাপরাধ বিচার নিয়ে পাকিস্তানের ক্রমাগত ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ স্বরূপ প্রথম পর্যায়ে তাঁরা দুই দেশের দূতাবাস পর্যায়ে কূটনৈতিক সম্পর্ককে নিন্মতম পর্যায়ে নিয়ে আসার আহবান জানান। এরপরও যদি পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা অব্যাহত রাখে, তাহলে দেশটির সঙ্গে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।


তুষার আমীন
প্রচার সম্পাদক
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১
ঢাকা, ১৫ মে, ২০১৬
মোবাইলঃ ০১৭৮৪৮৮৯৮৮১

ইতিহাসের পৃষ্ঠায় শিশুদের পৌঁছে দেবে Twinkle TV....Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা
15/05/2016

ইতিহাসের পৃষ্ঠায় শিশুদের পৌঁছে দেবে Twinkle TV....
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডারস্ ফোরাম এর প্রতিক্রিয়া মুক্তিযুদ্ধে পাক...
11/05/2016

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ায়
সেক্টর কমান্ডারস্ ফোরাম এর প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কূখ্যাত দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং যার নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সন্তুষ্টি প্রকাশ করছে। ফোরাম বিশ্বাস করে, এই রায়ের মধ্য দিয়ে ১৯৭১ সালে যে গণহত্যা,হত্যা,অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ বুদ্ধিজীবী হত্যার মতো নির্মম মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছিল চার দশক পর হলেও তার বিচার হয়েছে এবং নিহত ও আহত মানুষের পরিবার গুলি সুবিচার লাভ করেছে। এই রায় বাংলাদেশের নতুন এক বিজয়।
নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ তার কলঙ্কমুক্তির পথে আরো একধাপ অগ্রসর হল বলে সেক্টর কমান্ডারস্ ফোরাম মনে করে। ফোরাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক যুদ্ধাপরাধ বিচারকে সকল বাঁধাবিপত্তি উপেক্ষা করে দৃঢ়চিত্ত পদক্ষেপে সামনে এগিয়ে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়।


তুষার আমীন
প্রচার সম্পাদক
সেক্টর কমান্ডারস্ ফোরাম Ñমুক্তিযুদ্ধ’৭১
ফোন : ০১৭৮৪ ৮৮৯৮৮১
ঢাকা, ১১ মে ২০১৬

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকর হওয়ায়
সেক্টর কমান্ডারস্ ফোরাম এর প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কূখ্যাত দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং যার নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সন্তুষ্টি প্রকাশ করছে। ফোরাম বিশ্বাস করে, এই রায়ের মধ্য দিয়ে ১৯৭১ সালে যে গণহত্যা,হত্যা,অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ বুদ্ধিজীবী হত্যার মতো নির্মম মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছিল চার দশক পর হলেও তার বিচার হয়েছে এবং নিহত ও আহত মানুষের পরিবার গুলি সুবিচার লাভ করেছে। এই রায় বাংলাদেশের নতুন এক বিজয়।

নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ তার কলঙ্কমুক্তির পথে আরো একধাপ অগ্রসর হল বলে সেক্টর কমান্ডারস্ ফোরাম মনে করে। ফোরাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক যুদ্ধাপরাধ বিচারকে সকল বাঁধাবিপত্তি উপেক্ষা করে দৃঢ়চিত্ত পদক্ষেপে সামনে এগিয়ে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়।

তুষার আমীন
প্রচার সম্পাদক
সেক্টর কমান্ডারস্ ফোরাম -মুক্তিযুদ্ধ’৭১
ফোন : ০১৭৮৪ ৮৮৯৮৮১
ঢাকা, ১১ মে ২০১৬

11/05/2016

মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কূখ্যাত দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পরিকল্পনাকারী এবং যার নির্দেশনা ও নেতৃত্বে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় সেক্টর কমান্ডারস্ ফোরামÑমুক্তিযুদ্ধ’৭১ সন্তুষ্টি প্রকাশ করছে। ফোরাম বিশ্বাস করে, এই রায়ের মধ্য দিয়ে ১৯৭১ সালে যে গণহত্যা,হত্যা,অপহরণ, লুটপাট, অগ্নিসংযোগ সহ বুদ্ধিজীবী হত্যার মতো নির্মম মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়েছিল চার দশক পর হলেও তার বিচার হয়েছে, মানবতা সম্মুন্নত হয়েছে এবং নিহত ও আহত মানুষের পরিবার গুলি সুবিচার লাভ করেছে। এই রায় বাংলাদেশের নতুন এক বিজয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আপোষহীন দৃঢ়চেতা মনোভাবের কারনেই এ বিচারের রায় কার্যকর হয়েছে। সেক্টর কমান্ডারস্ ফোরাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ তার কলঙ্কমুক্তির পথে আরো একধাপ অগ্রসর হল বলে সেক্টর কমান্ডারস্ ফোরাম বিশ্বাস করে।

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ রায়.
10/05/2016

কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ রায়.

১৯৭১ঃ মুক্তিযুদ্ধের দিনগুলিইতিহাসের পাতা থেকে আগামির পথে Twinkle TV...ত্রিশলক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশে শিশুদের মাঝে...
06/05/2016

১৯৭১ঃ মুক্তিযুদ্ধের দিনগুলি
ইতিহাসের পাতা থেকে আগামির পথে Twinkle TV...
ত্রিশলক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে কাজ করে যাবে Twinkle TV.... শিশুতীর্থের খোলা জানালায় আপনাকে স্বাগতম

02/05/2016

বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে শিশুদের নিয়ে শিশুতীর্থের খোলা জানালায় আসছে Twinkle TV....
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

শিশুদের বঙ্গবন্ধু ভীষণ ভালবাসতেন... স্বপ্ন দেখতেন শিশুদের নিয়ে... শিশুদের নিয়ে স্বপ্ন দেখা বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে আসছে...
01/05/2016

শিশুদের বঙ্গবন্ধু ভীষণ ভালবাসতেন... স্বপ্ন দেখতেন শিশুদের নিয়ে... শিশুদের নিয়ে স্বপ্ন দেখা বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে আসছে Twinkle TV.
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

শিশুদের বঙ্গবন্ধু ভীষণ ভালবাসতেন... স্বপ্ন দেখতেন শিশুদের নিয়ে... শিশুদের নিয়ে স্বপ্ন দেখা বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে আসছে Twinkle TV
Twinkle TV শিশুতীর্থের খোলা জানালা

24/04/2016

Theme: Rashedul Islam Tutul & Muid Hasan Torit Animated & Directed By: Redwanul Haque Fardin

10/06/2015

"১৯৭১-আজকের এই দিনে"

১০ জুন, ১৯৭১

সকালে ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে মুক্তিযোদ্ধা হিয়াকু-রামগড় সড়কে রামগড়গামী পাকবাহিনীর একজন লে. কর্নেল ও দুজন মেজরসহ সৈন্য বোঝাই দুটি গাড়ির ওপর আক্রমণ চালায় । এতে পাকসেনারা গাড়ি থেকে নেমে পাল্টা গুলি শুরু করে। ক্যাপ্টেন মাহফুজ কিছু সময় যুদ্ধ করার পর তাঁর বাহিনী নিয়ে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসেন । অপরদিকে, পাকবাহিনীর একজন লে. কর্নেল ও দুজন মেজরসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয় । পাকসেনারা বেশ ক্ষতির শিকার হলে সামনের দিকে অগ্রসর না হয়ে হিয়াকু ফিরে যায় ।

বেলোনিয়ায় মুক্তিবাহিনীর মূল ঘাঁটিতে পাকবাহিনীর এক ব্যাটালিয়ন সৈন্য দুদফা আক্রমণ চালায় । মুক্তিবাহিনীর বীর যোদ্ধারা পাক হানাদারদের আক্রমণ সাহসিকতার সাথে দুবারই প্রতিহত করে । এই যুদ্ধে পাকবাহিনীর ৩০০-এর অধিক সৈন্য নিহত হয় ও ব্যাপক ক্ষতি হয় । বিপর্যস্ত ও পর্যুদস্ত অবশিষ্ট পাকসেনারা পিছু হঠে তাদের আনন্দপুর ঘাঁটিতে অবস্থান নেয় ।

৪নং সেক্টরে ক্যাপ্টেন রব-এর নেতৃত্বাধীন সাব-সেক্টরের প্রধান ঘাঁটি বড়পুঞ্জীতে স্থাপন করা হয় । এই সাব-সেক্টর লাতু, বিয়ানীবাজার, শারোপার, বড়গ্রাম, জকিগঞ্জ, আটগ্রাম, চিকনাগুল এলাকা জুড়ে বিস্তৃত ।

মুক্তিবাহিনীর গেরিলাদল সাতক্ষীরায় পাকবাহিনীর পেয়ারা বাগান ক্যাম্পের ওপর আক্রমণ চালায় । এতে পাকসেনারা পর্যুদস্ত হয়।

ক্যাপ্টেন হুদার নেতৃত্বে মুক্তিবাহিনী সাতক্ষীরা এলাকাবর্তী সীমান্ত অঞ্চলের পাকবাহিনীর বসন্তপুর ঘাঁটির উপর পরিকল্পনা মোতাবেক আক্রমণ চালায় । এ যুদ্ধে পাকবাহিনী সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ চালালে মুক্তিযোদ্ধারা পিছু হটে ।

তালুয়াপাড়া ফেরীঘাটে পাকসেনারা একটি নৌকায় করে নদী পাড় হতে থাকলে মাঝপথে মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালায়। এ অভিযানে ২০ জন পাকসেনা হতাহত হয় এবং একটি নৌকা ধ্বংস হয়।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর

Freedom "On Air"The Man (Bangabandhu) Behind The Nation"You must prepare yourselves now with what little you have for th...
06/03/2014

Freedom "On Air"
The Man (Bangabandhu) Behind The Nation

"You must prepare yourselves now with what little you have for the struggle ahead.
Since we have given blood, we will give more of it. But, Insha’Allah, we will free the people of this land!
The struggle this time is for emancipation! The struggle this time is for independence!
Be ready. We cannot afford to lose our momentum. Keep the movement and the struggle alive because if we fall back the will come down hard upon us.
Be disciplined. No nation’s movement can be victorious without discipline.
Joy Bangla!".... Bongobondhu Sheikh Mujibur Rahman
Founder of Bangladesh.

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা, সাংবাদিক ও সাহিত্যিক হারু...
01/02/2014

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা, সাংবাদিক ও সাহিত্যিক হারুন হাবীব কে অভিনন্দন ।
জাতীয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে ফিরে যে কয়েকজন উদ্যমী তরুণ সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে প্রবেশ করেন হারুন হাবীব তাঁদের অন্যতম। তাঁর ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, স্মৃতিকথাসহ সংবাদপত্রের কলামগুলির প্রধান বৈশিষ্ট, তিনি নিরবচ্ছিন্ন ধারায় তুলে ধরেন জাতির মহত্ত্বম ইতিহাস মুক্তিযুদ্ধকে, বাঙালির অসাম্প্রদায়িক জাতি সত্ত্বাকে। প্রবল প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তাঁর কলম স্বাধীনতা ও মুক্তবুদ্ধির শত্রুকে চিহিৃত করতে কখনো পিছ পা হয়নি ।
হারুন হাবীব মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান গল্পকার Ñ যিনি একাত্তরের রণাঙ্গনকে সবিশেষ যতেœ তুলে ধরেছেন তাঁর কলমে Ñ নতুন প্রজন্মের কাছে মহত্তম জাতীয় ঐতিহ্যকে অনুপম শিল্পশৈলীতে সঞ্চারিত করেছেন।
গেরিলা যোদ্ধা ও রণাঙ্গন সাংবাদিক হারুন হাবীব ছুটে বেড়িয়েছেন একাত্তরের ট্রেঞ্চ থেকে ট্রেঞ্চে,ক্যাম্প থেকে ক্যাম্পে, এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে। তাঁর ছোটগল্প, প্রবন্ধ,নাটক ও যুদ্ধস্মৃতি বাঙালির অমলীন ইতিহাসের অসামান্য ছবিÑ যা ১৯৭১ এবং ১৯৭৫ পরবর্তি বাংলাদেশকে তুলে ধরে। এই প্রত্যয়ী মানুষটির গুরুত্ব¡পূর্ণ আরেক কীর্তি Ñ একজন সক্রিয় গেরিলা যোদ্ধা হয়েও তিনি কলম ও ক্যামেরা চালিয়েছেন মুক্তিযুদ্ধের নয় মাস । ১১ নম্বর সেক্টরের একজন সক্রিয় গেরিলা যোদ্ধা হয়েও তিনি ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ ও প্রবাসী মুজিবনগর সরকারের মুখপত্র ‘জয়বাংলা’ পত্রিকার রণাঙ্গন সংবাদদাতার দায়িত্ব পালন করেছেন । সে কারণেই মুক্তিযুদ্ধের রণাঙ্গন পর্যায়ের বহু দূর্লভ ছবি ফ্রেমবন্দি হয়েছে তাঁর ক্যামেরায় -- যা জাতীয় আজ ইতিহাসের অসামান্য দলিল।
পেশাগত জীবনে হারুন হাবীব একজন কীর্তিমান সাংবাদিক ও কলামিষ্ট। তিনি কৃতিত্বের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও জার্মান বেতার তরঙ্গ ডয়ৎসে ভেলে’র বাংলাদেশ সংবাদদাতা, ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’ ও ‘ফ্রন্টলাইন’ ম্যাগাজিনের ঢাকা সংবাদদাতা এবং বিশ্বখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের বাংলাদেশ সংবাদদাতা হিসেবে তিনি কৃতিত্বের সঙ্গে আন্তর্জাতিক সাংবাদিকতায় অবদান রেখেছেন।
সেক্টর কমান্ডারস্ ফোরামের জন্মলগ্ন থেকে হারুন হাবীব এই জাতীয় প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত এবং বর্তমানে এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ন্যায় বিচার পেয়েছে শহীদের অতৃপ্ত আত্মা। ঝুলেছে কসাই কাদের। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
12/12/2013

ন্যায় বিচার পেয়েছে শহীদের অতৃপ্ত আত্মা। ঝুলেছে কসাই কাদের।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

আজ সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশ প্রেমিক জনতা ও মুক্তিবাহিনীকে সঙ্গে নিয়ে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে পাক...
20/11/2013

আজ সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশ প্রেমিক জনতা ও মুক্তিবাহিনীকে সঙ্গে নিয়ে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর “সশস্ত্র বাহিনী দিবস” পালন করা হয়। কিন্তু সশস্ত্র বাহিনী দিবসটি কি এবং এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য কি এটা শুধু সাধারণ জনগণ নয়, এমনকি অনেক সশস্ত্র বাহিনীর সদস্যদেরও জানা নেই। তাই সবার উদ্দেশ্যে সামান্য কিছু তথ্য উপস্থাপন করছি। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। আশির দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ২৫ মার্চ সেনা, ১০ ডিসেম্বর নৌ এবং ২৮ সেপ্টেম্বর বিমান বাহিনী আলাদাভাবে দিবসগুলো পালন করত। পরে ২১ নভেম্বরের তাৎপর্য সমুন্নত রাখতে সম্মিলিত দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ-ভারতের সেনাদের নিয়ে গড়া যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান হানাদার বাহিনীর তিরানব্বই হাজার সেনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে

বুদ্ধিজীবী হত্যাকারী দুই দোজখের কীটআলবদর ॥ ফাঁসি মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামানেরএকাত্তরে মুক্তিযুদ্ধের সময় ১৮ বুদ্ধিজীবী হ...
03/11/2013

বুদ্ধিজীবী হত্যাকারী দুই দোজখের কীটআলবদর ॥ ফাঁসি মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ১৮ বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ চৌধুরী মাঈনুদ্দীন এবং চীফ এক্সিকিউটর মোঃ আশরাফুজ্জামান খানকে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত’ ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদ- প্রদান করেছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনা বুদ্ধিজীবীদের অপহরণ, আটক, নির্যাতন ও গণহত্যাসহ ৫ ধরনের ১১টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্ব তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই ঐতিহাসিক আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। এ রায়ের মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার ৪২ বছর পর জাতি ন্যায়বিচার পেয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে তিন বিচারক এজলাসে বসেন। রায় পড়া শুরুর সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এটি ট্রাইব্যুনালের ষষ্ঠ রায়। মূল রায় ১৫৪ পৃষ্ঠার। তবে ট্রাইব্যুনাল পড়বে সংক্ষিপ্ত ৪১ পৃষ্ঠার রায়। তিন অংশে এটি পড়া হবে। তিনি আরও বলেন, যেহেতু আসামিপক্ষ পলাতক; তাই রাষ্ট্রপক্ষ শুধু রায়ের সার্টিফায়েড কপিটি পাবে। আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থন না করা পর্যন্ত তাদের সার্টিফায়েড কপি দেয়া হবে না। আসামিরা পলাতক থাকায় তারা গ্রেফতার হওয়া বা আত্মসমর্পণ করার পর এ রায় কার্যকর করা হবে।
৩০ সেপ্টেম্বর প্রসিকিউশন ও আসামি উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ করার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। মামলায় দুই তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর শাহিদুর রহমান, আসামিপক্ষে আব্দুস শুকুর খান ও সালমা হাই টুনি। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী অভিযুক্তদের বিরুদ্ধে আইনী বিষয়ে যুক্তিখ-ন করেন। একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৮ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ অধ্যাপক, ৬ সাংবাদিক ও ৩ জন চিকিৎসক রয়েছেন।
রায়ে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগের সবগুলোতেই দুই আসামির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে’ তাদের মৃত্যুদ- কার্যকর করার নির্দেশ দিয়ে বিচারক বলেন, ‘আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের সর্বোচ্চ শাস্তির আদেশ না দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে না। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, জামায়াত ও পাকিস্তানী বাহিনীর প্রত্যক্ষ মদদে এই বুদ্ধিজীবী হত্যাকা-ের মিশনটি আলবদর বাহিনী সম্পন্ন করে। এ সময় ট্রাইব্যুনাল চৌধুরী মাঈনুদ্দীনকে বুদ্ধিজীবী হত্যাকা-ের মাস্টারমাইন্ড এবং অপারেশন ইনচার্জ হিসেবে উল্লেখ করেন। আশরাফুজ্জামান খানকে বুদ্ধিজীবী হত্যাকা-ের চীফ এক্সকিউটিভ হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আরও জানায়, জাতিকে পঙ্গু করার জন্যই আলবদর বাহিনী দিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছে জামায়াত। আলবদর বাহিনী জামায়াতেরই সৃষ্টি, যারা একাত্তরে অত্যন্ত দুর্ধর্ষ, ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আলবদর ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গঠিত। যা জামায়াতের ছাত্র সংগঠন ছিল। জামায়াতে ইসলামী একটি ফ্যাসিস্ট দল। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন রায় পড়ার সময় বলেন, প্রসিকিউশনের সাক্ষ্য অনুযায়ী আসামি চৌধুরী মাঈনুদ্দীন স্বাধীনতার পর জিয়াউর রহমান ও এরশাদের আমলে বাংলাদেশে আসেন। দুইবারই তিনি পাকিস্তান দূতাবাসের গাড়িতে পুলিশ প্রহরায় নিজ এলাকায় যান। নিরাপত্তা দেয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এইচএম এরশাদকে ধিক্কার জানিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে আরও বলা হয়েছে, এটা জাতির জন্য লজ্জা যে, জিয়াউর রহমান ও এরশাদ তাঁর গ্রামের বাড়িতে যেতে দিয়েছেন। তাদের পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে। ‘হোয়াট এ শেম, হোয়াট এ শেম’ সন্দেহাতীতভাবে এটা জাতিকে নাড়া দিয়েছে এবং হেয়প্রতিপন্ন করেছে, যা নিপীড়নের শিকার পরিবারের ক্ষতকে বাড়িয়ে দিয়েছে। ‘বিচারের মুখোমুখি করার পরিবর্তে তাকে রাষ্ট্রীয় মেশিনারি দিয়ে সম্মান দেয়া হলো।’

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Freedom Fighters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freedom Fighters:

Videos

Share