১. বইপহার কি কাজ করে ??
> বইপহার বইপ্রেমিদের বই উপহার দেয়ার প্লাটফর্ম। উপহার মানে একদম বিনামূল্যে ও একেবারে। কোনো কুরিয়ার চার্জও নেয়া হয় না। সাধারণত বিভিন্ন বুকশপ ও প্রকাশনী থেকে স্পন্সর হিসেবে নতুন ও ফ্রেশ বইগুলো নিয়ে বই পাগলদের উপহার দেয়া হয়।
প্রাথমিকভাবে, মাসে একবার দৈবচয়নে একজনকে একটি বই (সাধারণত ৫০০-৮০০ টাকা মূল্যের) উপহার দেয়া হবে। স্পনসর ও মেম্বার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উপহারের পরি
মাণ বাড়ানো হবে।
২. উপহার কারা পাবে? পদ্ধতি কেমন?
> বইপহারের তালিকাভুক্ত মেম্বারদের মধ্যে দৈবচয়নে প্রতিমাসে একজন করে বই উপহার পাবে। তালিকাভুক্ত মেম্বার হতে মেম্বারশিপ নিতে হবে। দৈবচয়ন প্রক্রিয়া টি সম্পূর্ণ সফটওয়্যার ভিক্তিক হবে। প্রতি মাসের বিজয়ীর নাম ঘোষণা ও বই পাঠানোসহ বিস্তারিত পেইজে আপডেট দেয়া হবে।
৩. মেম্বারশিপ নিতে কি টাকা লাগবে? কিভাবে মেম্বারশিপ নিবো?
> মেম্বারশিপ নেয়ার জন্য গুগল ফর্ম ফিলাপ করলেই হবে।
Form Link: https://forms.gle/tyyn4s2CuCSmxGvd7
মেম্বারশিপের জন্য নির্ধারিত ফি রয়েছে।
★ Pastel মেম্বারশিপ (এক মাসের মেম্বারশিপ) চার্জ - ১০ টাকা
★ Vibrant মেম্বারশিপ (ছয় মাসের মেম্বারশিপ) চার্জ - ৩০ টাকা
★ Extreme মেম্বারশিপ (বারো মাসের মেম্বারশিপ) চার্জ - ৫০ টাকা
৪. এক মাস / বারো মাসের মধ্যে কোনটা নেয়া ভালো?
> এক মাসের মেম্বারশিপ নিলে আপনি একবার দৈবচয়নের সুযোগ পাবেন আর বারো মাসের জন্য নিলে ১২ বার দৈবচয়নে বই উপহার পাওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে বারো মাসের জন্য মেম্বারশিপ নেয়াই ভালো।
৫. বারো মাসের মেম্বারশিপ নেয়ার পর প্রথম মাসেই আমি উপহার পেলাম, এরপরের মাসগুলোতে কি উপহার পাওয়ার সম্ভাবনা আছে?
> না, একবার পেলে আর সুযোগ পাবেন না। পুনরায় নতুন করে মেম্বারশিপ নিয়ে দৈবচয়নের সুযোগ নিতে পারবেন৷
৬. কি বই উপহার পাবো সেটা কি আমি নির্ধারণ করতে পারবো?
> না। বইপহার নির্ধারিত বই দিবে। তবে অবশ্যই জনপ্রিয় ও নতুন বইগুলোকে প্রাধান্য দেয়া হবে। সাধারণত বইগুলোর প্রচ্ছদ মূল্য ৫০০ থেকে ৮০০ এর মধ্যে হবে।
৭. মেম্বারশিপের পেমেন্ট কিভাবে করবো?
> বিকাশের মাধ্যমে করতে পারবেন। সেন্ড মানি অপশনে গিয়ে।
আমাদের বিকাশ নম্বরঃ
৮. মেম্বারশিপ ফর্ম কোথায় পাবো?
> আমাদেরকে ইনবক্স করলে মেম্বারশিপ ফর্মের লিংক দেয়া হবে।
অথবা এই লিংকে গেলেই পাবেনঃ https://forms.gle/tyyn4s2CuCSmxGvd7
৯. আপনাদের সাথে যোগাযোগ করার উপায় কি?
>Inbox us: www.facebook.com/boi.upohar.bd
> Call us: 01775-719585