টং Politics

টং Politics বৈষম্য নিপাত যাক!
সাধারণ মানুষ মুক্তি পাক!

আমার একটা গিল্টি প্লেজার উইশ ছিল। একটা স্পেশাল ম্যাচ আয়োজন করে পাঁচজনকে একসাথে রিটায়ারমেন্ট নিতে দেখবো। প্লেয়িং ইলেভে...
10/01/2025

আমার একটা গিল্টি প্লেজার উইশ ছিল। একটা স্পেশাল ম্যাচ আয়োজন করে পাঁচজনকে একসাথে রিটায়ারমেন্ট নিতে দেখবো। প্লেয়িং ইলেভেন ও সাজায় রাখছিলাম: তামিম, সৌম্য, শান্ত, লিটন, মুশফিক, সাকিব, রিয়াদ, মিরাজ, মাশরাফি, তাসকিন, মুস্তাফিজ

কিন্তু গত ৫ বছরে পলিটিক্স, ইগো, পারফরম্যান্স, ইনজুরি, ফ্যান ওয়ার সবকিছু মিলিয়ে এত আগলি হয়ে গেল ব্যাপারটা, যে এখন এসব ফ্যান্টাসি নিয়েও আবেগ দেখাতে ইচ্ছে করে না।

রূপকথা তোলা থাক বাক্সতে ✨

© Remnant Glimpse

দিল্লি না ঢাকা?Congratulations team Tiger 🐅        #টংPolitics
08/12/2024

দিল্লি না ঢাকা?

Congratulations team Tiger 🐅


#টংPolitics

From 'bloody' July to 'floody' August..........2024💔
22/08/2024

From 'bloody' July to 'floody' August..........2024💔

21/08/2024

July: Red sky isn’t aesthetic
August : Rainy days aren’t romantic

কেউ মেট্রোরেল কে স্বরণ করে আর কেউ শ'হীদ আবু সাইদ কে।পার্থক্য ঠিক এখানেই। ❤️
08/08/2024

কেউ মেট্রোরেল কে স্বরণ করে আর কেউ শ'হীদ আবু সাইদ কে।

পার্থক্য ঠিক এখানেই। ❤️

07/08/2024

ড. ইউনুস সুদ খায়
আর
আপনি ব্যাংকে টাকা রাইখা জুস খান??

আমরা কি পারবো?আপনাদের মতামত জানান কমেন্টে !
06/08/2024

আমরা কি পারবো?
আপনাদের মতামত জানান কমেন্টে !

05/08/2024

আ গুণ , লুটপাট দিয়ে কি বুঝাচ্ছেন? আপনারা এভাবে স্বাধীন হতে চেয়েছিলেন? সাধারণ মানুষের বাড়িতেও কেনো আ গুন দিচ্ছেন বা লুটপাট করছেন? অন্য ধর্মের মানুষের উপর কেনো জুলুম করছেন? তবে কি এটাই স্বাধীনতা? আমরা তো এমন স্বাধীনতা কাম্য করিনি । আমরা তো সুষ্ঠু সুন্দর দেশ কাম্য করি । একটু আনন্দ উল্লাস পরে করি নাহয়? আগে এগুলো দেখা উচিত সবার এগিয়ে আশা উচিত । এখানে সাধারণ মানুষ যারা এসবের শিকার হচ্ছেন তাদের কি দোষ?
আসলে যারা এসব করছেন তারা আসলে বলবেন আপনারা আসলে কি চাচ্ছেন?

05/08/2024

⛔ আন্দোলনে যাচ্ছেন?

কিসের আন্দোলনে কেন যাচ্ছেন এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার :

• আল্লাহ্ এক ও অদ্বিতীয়। আপনি আল্লাহ রাব্বুল আলামীনের একজন মজলুম বান্দা।

• আপনি আন্দোলন করছেন অন্যায়ের বিরুদ্ধে, জালিমের জুলুমের বিরুদ্ধে । কোনো দল কিংবা গণতন্ত্র, জাতীয়তাবাদ, হাজার বছরের সংস্কৃতি এইসব কুফরী মতবাদের জন্য না।

• আপনার জন্য শাসনব্যবস্থা একমাত্র শরীয়াহ শাসন, একমাত্র সংবিধান মদিনা সনদ। এর বাইরে যা কিছু আছে, যা কিছু, সব মানবসৃষ্ট কুফরী।

• আপনি আহত হলেন কিংবা জীবন দিলেন, সবটাই শুধুমাত্র আল্লাহ তায়ালা র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য এইসব না, অন্যায়ের প্রতিবাদে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনার এই ত্যাগ। এই পয়েন্টটায় সাবধান। খুব সাবধান। একটু ভুল আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করে দিবে আল্লাহ্ মাফ করুন।

• সুইসাইডাল কিছু করা যাবে না ভুলেও। আত্মরক্ষা করা ফরজ।

• আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। তাই আন্দোলনের ফিল্ড রণক্ষেত্র হয়ে যাক, ফরজ সালাত কোনোভাবেই মিস করা যাবে না।

• ফ্রি মিক্সিং হতে সাবধান। তবে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা নৈতিক দায়িত্ব।

• গান বাজনা, প্রতিকৃতি, ভাস্কর্য এগুলো সর্বাবস্থায় হারাম। পরিত্যাগ করুন।

• আশেপাশের মানুষের খেয়াল রাখুন। পাশাপাশি অবলা পশুপাখিরও খেয়াল রাখুন।

• বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই আয়াতুল কুরসি, বিসমিল্লাহ হি তাওয়াক্কুল তু আলাল্লাহ, ইখলাস ফালাক নাস এবং যত দোয়া জানেন সব পরে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে মুছে নিবেন।

• ফিল্ডে সার্বক্ষণিক জোরে জোরে কালিমায়ে শাহাদাত পড়তে থাকবেন। মনে রাখবেন মৃ*ত্যুর ফেতনা ভয়াবহ। এইসময় শয়তান তার সর্বোচ্চ চেষ্টা করে মুমিন বান্দাকে পথভ্রষ্ট করার। শয়তান কে সফল হতে দেয়া যাবে না।
জোরে কালিমা পড়বেন, জোরে না পারলে আস্তে পরবেন, তাও না পারলে অন্তত আওয়াজ করবেন, সেটাও সম্ভব না হলে ডান হাতের তর্জনী উঁচু করে ধরবেন, যেমনটা তাশাহুদের সময় করেন। শেষ নিঃশ্বাসেও সাক্ষ্য দিয়ে যাবেন আল্লাহ্ এক ও অদ্বিতীয়।

• যদি জনতার জয় হয় তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, ন্যায়ের ভিত্তিতে শাসনব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করুন। একটি আদর্শ রাষ্ট্র কিভাবে গড়তে হয় তার জন্য সীরাত পড়ুন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন।

• আর যদি আমরা হেরে যাই আল্লাহ না করুন, তবে জেনে রাখুন, যে দেশের মানুষ নিজেরা কুফরীতে মগ্ন থাকে, ওজনে কম দেয়, আল্লাহ তাদের উপর অত্যাচারী শাসক চাপিয়ে দেন। সুতরাং জালিম শুধু ঐ পক্ষ ই না, আমরাও জালিম। নিজেদের উপর জুলুম করছি। তাই এই আযাব আমাদের উপর চলে এসেছে। এর থেকে মুক্তির একটাই পথ, নিজের ঈমানের যত্ন নেয়া, অন্যকে ঈমানের দাওয়াত দেয়া।

আর যারা আন্দোলনে যাচ্ছেন না, বাসায় থেকে যতটা সম্ভব দুয়া করেন। দাওয়ায় যা বদলায় না, দোয়ায় বদলানো সম্ভব ইনশাআল্লাহ। মজলুম রা বাসায় আশ্রয় চাইলে আশ্রয় দিন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিন।
হকের উপর থাকেন। বাতিল এবার বাতিল হবেই ইনশাআল্লাহ।

ডা. ফারীবা

26/07/2024

মনে প্রশান্তি অনুভব করার জন্য ফজরের সালাত'ই যথেষ্ট!

আলহামদুলিল্লাহ।

15/07/2024

প্রতিটা রিফ্রেশে চোখে পানি আইসা টলমল করতেছে!🙂

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
10/07/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মাইনষের খাইও না, পড়িও না । এটা মাথায় সেট করে নিয়ে আগাতে হবে বৎস । জেনারেশন নিজেরটা নিজে বুঝে নিয়ে সামনে এগিয়ে চলা শিখো ।...
04/07/2024

মাইনষের খাইও না, পড়িও না । এটা মাথায় সেট করে নিয়ে আগাতে হবে বৎস । জেনারেশন নিজেরটা নিজে বুঝে নিয়ে সামনে এগিয়ে চলা শিখো । শুধু একটাই অনুরোধ যেখানেই যে পরিস্থিতিতে থাকো না কেন, “মানবিক” থেকো ✨

22/06/2024

আসসালামু আলাইকুম 🙋‍♂️
ভাই আমি রাসেল 🐸 ゚followers

Bangladesh won by 25 runs 🏏Congratulations team Bangladesh Cricket : The Tigers Shakib Al Hasan
13/06/2024

Bangladesh won by 25 runs 🏏
Congratulations team Bangladesh Cricket : The Tigers Shakib Al Hasan

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when টং Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share