Travel with Mukul

Travel with Mukul Travel with Mukul is the official page of Travel Content creator Mahfuzur Rahman Mukul Share your own travel stories, tips, and recommendations.
(7)

"Travel With Mukul" is a captivating page dedicated for the passionate traveler around the world to share experiences on diverse cultures, breathtaking landscapes, and awe-inspiring destinations. Bangladeshi Travel content creator Mahfuzur Rahman Mukul, an avid globetrotter and storyteller, shares his adventures and travel experiences to inspire and connect with fellow travel enthusiasts.

What to Expect:

Breathtaking Destinations: Embark on virtual journeys to some of the most breathtaking destinations on the planet. Mukul's travel escapades take you on a visual rollercoaster, transporting you to exotic locations, ancient cities, serene beaches, majestic mountains, and hidden gems that you've never seen before. Cultural Immersion: Immerse yourself in the richness of global cultures through "Travel With Mukul." Experience the local traditions, cuisines, festivals, and everyday life of people from different parts of the world. Travel Tips and Insights: Mukul shares valuable travel tips and insights garnered from his extensive adventures. From budget-friendly hacks to off-the-beaten-path recommendations, his expertise will empower you to plan your own unforgettable journeys. Inspiring Tales: Prepare to be inspired by Mukul's captivating travel tales. His engaging storytelling style will transport you into the heart of each destination, making you feel like you're right there beside him on his adventures. Photography Masterpieces: Feast your eyes on a stunning collection of photographs capturing the essence and beauty of the places Mukul visits. Each picture is a masterpiece that showcases the world's boundless wonders. Q&A and Live Sessions: Connect with Mukul through live Q&A sessions and gain exclusive insights into his travel experiences. Ask questions, seek recommendations, and interact with a vibrant community of fellow travel enthusiasts. Sustainable Travel Initiatives: "Travel With Mukul" believes in responsible and sustainable travel. Learn about eco-friendly practices, community engagement, and ways to leave a positive impact on the places you visit. Join the "Travel With Mukul" Community:

Whether you are an experienced globetrotter or an aspiring traveler, everyone is welcome to join the "Travel With Mukul" community. Connect with like-minded individuals who share a deep passion for exploration and adventure. Follow Us on Facebook:

To embark on a journey of discovery, inspiration, and wanderlust, follow "Travel With Mukul" on Facebook. Hit the "Follow" button to receive regular updates and dive into the world of exploration from the comfort of your own screen. Let's Travel Together:

At "Travel With Mukul," we believe that traveling not only broadens our horizons but also connects us as global citizens. So, pack your virtual bags, fasten your seatbelts, and let's embark on unforgettable adventures together! Disclaimer: All travel experiences and recommendations shared on "Travel With Mukul" are based on personal experiences and preferences. Remember to conduct your own research and exercise caution while planning your travels.

07/12/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে জাকজমকপূর্ন পিঠা উৎসব

07/12/2024

রাজশাহীর একমাত্র ৪ তারকা হোটেল Grand Riverview Hotel

02/12/2024

The Sundarbans is a vast and unique mangrove forest that spans the delta region of Bangladesh and India, formed by the c...
01/12/2024

The Sundarbans is a vast and unique mangrove forest that spans the delta region of Bangladesh and India, formed by the confluence of the Ganges, Brahmaputra, and Meghna rivers. It is one of the largest and most productive ecosystems in the world, recognized as a UNESCO World Heritage Site for its biodiversity and ecological significance.

The Sundarbans is renowned for its intricate network of tidal waterways, mudflats, and small islands covered with dense mangrove forests. It is home to a diverse range of flora and fauna, including the majestic Royal Bengal Tiger, estuarine crocodiles, spotted deer, and numerous species of birds, fish, and reptiles. The forest also supports a unique human community that has adapted to the challenging environment.

This enchanting region plays a crucial role in protecting the coastal areas from storm surges and erosion, acting as a natural barrier against cyclones and tidal waves. Its rich biodiversity and complex ecosystem make it a vital area for scientific research and conservation efforts.

Visitors to the Sundarbans can experience its beauty and mystery through guided tours, boat safaris, and wildlife excursions, offering a chance to witness the fascinating interplay of nature and life in one of the world's most extraordinary habitats.

01/12/2024

আফ্রিকার শীর্ষ বিমান সংস্থা এবং স্টার অ্যালায়েনসের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইনস ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু ক...
29/11/2024

আফ্রিকার শীর্ষ বিমান সংস্থা এবং স্টার অ্যালায়েনসের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইনস ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। এয়ারলাইনটি সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে। এর ফলে বাংলাদেশ থেকে ভ্রমণপিপাসুরা আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা ও এর বাইরেও সব মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫টিরও বেশি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবে।
ইথিওপিয়া রোববার থেকে অত্যাধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ উদ্বোধনী ফ্লাইট চালু করবে। ফ্লাইটটি সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে আবার আদ্দিস আবাবায় ফিরে যাবে। এই রুটে নিয়মিত বিমানগুলো রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার ও শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।
ইথিওপিয়ান এয়ারলাইনসের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ইথিওপিয়ান এয়ারলাইনসের গ্রুপের সিইও মেসফিন তাস্যু বলেছেন, বাংলাদেশ একটি প্রাণবন্ত ও দ্রুত বর্ধনশীল বাজার। আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের আধুনিক বহর ও ব্যতিক্রমী পরিষেবা দুই দেশের মধ্যে ভ্রমণের চাহিদা পূরণ করবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইনসের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলের সুবিধা প্রসারিত হবে।
বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেছেন, এটি কেবল একটি ফ্লাইট চালু নয়। এর ফলে বাংলাদেশ ও বিশ্বকে আরও কাছাকাছি আনার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, প্রতিযোগিতামূলক ভাড়া এবং বিশাল বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে ইথিওপিয়ান এয়ারলাইনস বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে। সোহাগ হোসেন জানান, নতুন এই রুটটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধাজনক সংযোগ প্রদান করবে এবং সাশ্রয়ী ভাড়ায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ইথিওপিয়ান এয়ারলাইনস আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন নেটওয়ার্ক। এই রুটে অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে সেবা পরিচালনা করবে এয়ারলাইনসটি।
সোহাগ আরও বলেন, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ইথিওপিয়ান এয়ারলাইনস প্রতিদিনের ফ্লাইট সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করেছে। ঢাকার নতুন রুটটি এয়ারলাইনসের বৃহৎ নেটওয়ার্ককে সম্প্রসারিত করবে। এর মধ্যে আফ্রিকার ৬৩টিরও বেশি গন্তব্য এবং বিশ্বব্যাপী প্রায় ১৫৫টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, যাত্রী গন্তব্য ও আয়ের দিক থেকে ১৪৭টি উড়োজাহাজ নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইনস আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইনস। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইনস হিসেবে স্বীকৃত। যারা সবচেয়ে বেশি সংখ্যক দেশে ফ্লাইট পরিচালনা করে। দক্ষিণ এশিয়ায় এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই এয়ারলাইনস বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও করাচিতে ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকায় তাদের সম্প্রসারণ এশিয়ায় উপস্থিতি শক্তিশালী করার বৃহত্তম কৌশলের অংশ।

বেনাপোল থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকায় যাওয়া যাবে এই আনন্দে ভাসছেন বেনাপোল, নাভারন ও ঝিকরগাছাসহ যশোরবাসী। বেনাপোল এক্সপ্রেস...
22/11/2024

বেনাপোল থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকায় যাওয়া যাবে এই আনন্দে ভাসছেন বেনাপোল, নাভারন ও ঝিকরগাছাসহ যশোরবাসী। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আগামী ১ ডিসেম্বর থেকে বেনাপোল-নড়াইল-ঢাকা রুটে চলাচল করবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, বেনাপোলের সঙ্গে ঢাকার দূরত্ব খুব বেশি নয়। স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি আমদানি করা এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে ঢাকায় যাবে। ফলে নানান দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।

ট্রেনটি ভোর ৬টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৯টায়। সকাল ১০টায় বেনাপোল ছেড়ে দুপুর ১টায় কমলাপুর পৌঁছাবে। দুপুর ২টায় পুনরায় কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বেনাপোল পৌঁছাবে বিকেল ৫টায়। ট্রেনটি সন্ধ্যা ৭টায় বেনাপোল থেকে রওয়ানা দিয়ে রাত ১০টায় ঢাকা পৌঁছাবে।

গত জুলাইয়ে বেনাপোল থেকে নড়াইল হয়ে ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। পরে পিছিয়ে যায় উদ্বোধনের দিনক্ষণ। পাসপোর্টযাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ দিনে দুই বেলা পদ্মা সেতু হয়ে ট্রেনটি বেনাপোল-ঢাকায় চলাচলের ব্যবস্থা নেয়।

যশোর রেল বাস্তবায়ন কমিটির নেতা ইকবাল কবির জাহিদ বলেন, যশোর ব্রিটিশ আমলের পুরাতন জেলা শহর। বেনাপোল বৃহত্তম স্থলবন্দর ছাড়াও সেনানিবাস, এমএম কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও যশোরে রয়েছে সবচেয়ে বড় মোটর ও মোটরসাইকেল পার্টসের ব্যবসা। প্রতিদিন কয়েক হাজার যাত্রী যশোর থেকে ঢাকায় যাতায়াত করেন।

তিনি বলেন, বৃহৎ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে যশোরের সঙ্গে আরও দুটি ট্রেন যোগাযোগ স্থাপন করতে হবে। বেনাপোলের পাশাপাশি চুয়াডাঙ্গা বা দর্শনার সঙ্গে একটি ট্রেন চালু করলে যশোরের যাত্রীসহ গেদে বর্ডার হয়ে ভারতগামী পাসপোর্টযাত্রী, ঝিনাইদহের কোটচাঁদপুর ও কালীগঞ্জ এলাকার যাত্রীরা উপকৃত হবেন।

22/11/2024

লাদাখ স্বপ্নের চেয়েও সুন্দর | কাশ্মীর ভ্রমণ: পর্ব ২৭ | কাশ্মীর ভ্রমণ: পর্ব ২৬ | Ladakh | Kashmirpage: https://www.facebook.com/Mukul.Traveler ...

22/11/2024

ডেরা রিসোর্ট এন্ড স্পা কক্সবাজারের ইনানী বিচের সন্নিকটে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট। এই রিসোর্টটি প্রকৃতির সৌন্দর্য ও আরামদায়ক পরিবেশের একটি নিখুঁত মিশ্রণ। অতিথিরা এখানে পান প্রশান্তিদায়ক পরিবেশ, যা শহরের কোলাহল থেকে মুক্তি দেয়।

সুবিধাসমূহ এবং পরিষেবা

ডেরা রিসোর্ট এন্ড স্পা-তে রয়েছে নানা ধরণের আধুনিক সুযোগ-সুবিধা যেমন প্রেসিডেন্সিয়াল ভিলা, সি ভিউ টাওয়ার, ফ্যামিলি ভিলা ও সুপিরিয়র ভিলা। অতিথিরা এখানে পান ইনফিনিটি সুইমিং পুল, অর্গানিক থাই স্পা, হেলথ ও ফিটনেস সেন্টার, স্পেশালিটি রেস্তোরাঁ এবং একটি মিনি-জু।

সক্রিয়তা এবং অভিজ্ঞতা

অতিথিরা এখানে উপভোগ করতে পারেন কায়াকিং, বোটিং, এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার। এছাড়াও আছে ৯-হোল গলফ কোর্স, সিনেমা হল এবং ভালোভাবে সুসজ্জিত কনভেনশন হল।

অবস্থান এবং সহজলভ্যতা

ডেরা রিসোর্ট এন্ড স্পা ইনানী কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে এবং কলাতলী সিটি সেন্টার থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। এটি এমন একটি স্থান যা প্রকৃতির সৌন্দর্য এবং বিশ্বমানের বিলাসবহুল সুবিধার সংমিশ্রণে এক নিখুঁত গেটওয়ে।

DERA Resort & Spa Inani, Cox's Bazar is a luxurious all-inclusive resort located adjacent to the beautiful Inani Beach. ...
22/11/2024

DERA Resort & Spa Inani, Cox's Bazar is a luxurious all-inclusive resort located adjacent to the beautiful Inani Beach. This serene destination offers a perfect blend of relaxation and adventure, surrounded by picturesque hills and pristine beaches.

Accommodations and Amenities

The resort features a variety of accommodations, including Presidential Villas with private rooftop pools, Sea View Towers, Family Villas, and Superior Villas. Guests can enjoy amenities such as an infinity swimming pool, an organic Thai spa, a health and fitness center, specialty restaurants, and a mini-zoo.

Activities and Experiences

Visitors can indulge in activities like kayaking, boating, and exploring the lush natural surroundings. The resort also offers a 9-hole golf course, a cineplex, and a well-equipped convention hall for business meetings and events.

Location and Accessibility

DERA Resort & Spa Inani is just a 45-minute drive from Cox's Bazar Airport and a 30-minute drive from Kolatoli City Center. It's an ideal getaway for those looking to experience the tranquility of nature while enjoying world-class luxury.

DERA Resort & Spa Inani, Cox's Bazar is a luxurious all-inclusive resort located adjacent to the beautiful Inani Beach. This serene destination offers a perf...

27/10/2024

গোয়ার যে ইতিহাস ভীষণ লোমহর্ষক

25/10/2024

শিলংয়ের কাশ্মীর হিসেবে পরিচিত লাইটলুম ঘুরে এলাম। Laitlum Canyon, often referred to as the "End of the Hills," is a breathtakingly beautiful spot located in t...

17/10/2024

পর্তুগিজরা এই জেলখানায় আসামীদের আটকে রাখতো

15/10/2024

এই সমূদ্র সৈকতের নাম কি?

মানিকগঞ্জ এ অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা'তে এক দিন
13/10/2024

মানিকগঞ্জ এ অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা'তে এক দিন

10/10/2024

পর্তুগিজদের জেলখানা

09/10/2024

গোয়ার সবচেয়ে সুন্দর সমূদ্র সৈকত

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Mukul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Mukul:

Share