দৈনিক রাজপথ বার্তা

দৈনিক রাজপথ বার্তা সকল মানুষের ক্ণ্ঠশ্বর জাতীয় দৈনিক

27/05/2022

প্রচ্ছদ
খেলা

রাজিথার বলে উপড়ে গেল মুশফিকের স্টাম্প
স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২২,
রাজিথার বলে উপড়ে গেল মুশফিকের স্টাম্প

চট্টগ্রাম টেস্টে দাপটের সঙ্গে ড্র করে ঢাকা টেস্টে জয়ের আশা করেছিলেন টাইগাররা। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যান স্বাগতিকরা।

প্রথম ইনিংসে মাত্র ৪২ মিনিট ব্যাটিং করে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। দলকে সেই অবস্থা থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেট জুটিতে ২৭২ রান যোগ করেন তারা।

দ্বিতীয় ইনিংসে সেই একই চিত্র দেখা যায়। চতুর্থ দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ৩৪ রান তুলতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। অর্থাৎ সেই মুশফিক-লিটনে ভরসা করেই দিন শেষ করে বাংলাদেশ।

কিন্তু শেষ দিনে কুঠারাঘাত করে সেই ভরসাকে চৌচির করে দিলেন কাসুন রাজিথা। লংকান পেসারের বলে উপড়ে গেল মুশফিকের স্টাম্প।

দিনের অষ্টম ওভারে অফ স্টাম্পের বাইরে পিচ করা লেংথ ডেলিভারি ভেতরে ঢোকে একটু। একটু নিচু হয়ে স্কিড করে যায় বল। মুশফিক মিস করেন বলের লাইন, পেছনের পায়ে ডিফেন্স করতে গিয়ে একটু দেরিও করে ফেলেন তিনি। তাতেই ভূপাতিত স্টাম্প।

প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করা ব্যাটসম্যান এবার ফিরলেন ৩৯ বলে ২৩ রানে। বাংলাদেশের জন্য যা বড় ধাক্কা।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৪।

নতুন ব্যাটার সাকিব আল হাসান। লিটন অপরাজিত ১৪ রানে।

27/05/2022
27/05/2022
27/05/2022
27/03/2022

ভারতের অধিনায়ক মিতালি
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে ভারত। মিতালির দল এ রান করতে পারে দুটি বড় জুটিতে ভর করে। উদ্বোধনী জুটিতে স্মৃতি মান্ধানা ও শেফালি ভর্মা মিলে তোলেন ৯১ রান। মান্ধানা ৬ চার ও ১ ছয়ে ৮৪ বলে ৭১ রান করে আউট হন। শেফালি ৮ চারে ৪৬ বলে করেন ৫৩ রান। মিতালি-মান্ধানা তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন ৮০ রান। মিতালি ৮৪ বলে করেন ৬৮ রান।

এ ম্যাচে অর্ধশতক করে একটি ভারতীয় রেকর্ড গড়েন ৩৯ বছর বয়সী মিতালি। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে অর্ধশতক করা ভারতীয় ব্যাটার হয়ে গেছেন তিনি। বিশ্বকাপে ভারতের সর্বকনিষ্ঠ অর্ধশতক করা খেলোয়াড়ও তিনি

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম২৫ মার্চ ২০২২, ০৭:০৯ পিএমঅনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়মঅনেকেই চান না স্টেশ...
27/03/2022

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

২৫ মার্চ ২০২২, ০৭:০৯ পিএম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
অনেকেই চান না স্টেশনের কাউন্টারে ভিড় ঠেলে ট্রেনের টিকিট কাটতে। কিংবা নানা ব্যস্ততায় সময়ও হয়ে ওঠে না। আর তাই অনলাইনে টিকিট কাটা দিন দিন জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশে অনেক আগে থেকেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি চালু রয়েছে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন। আগামী ২৬ মার্চ থেকে টিকিট পেতে নতুন নিয়ম অনুসরণ করতে হবে।

ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

>> প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) প্রবেশ করতে হবে।

>> প্রবেশের পর ওয়েবসাইটের উপরের দিকে রেজিস্ট্রেশন ( Registration) ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। এ পেজে ব্যক্তিগত তথ্যাদি (Personal Information) সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই (Verify) বাটনে ক্লিক করতে হবে।

>> সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল (Successful) হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার (User) অটো লগ ইন (Log In) হয়ে যাবে।

টিকিট কেনার পদ্ধতি

>> প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) প্রবেশ করতে হবে।

>> অটো লগ ইন (Log In) না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ঠিকানা (E-mail address) ও পাসওয়ার্ড (Password) পূরণ করে লগ ইন (Log In) বাটনে ক্লিক করতে হবে।

>> লগ ইনের পর যে পেজটি আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট (Find Ticket) বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

>>ট্রেন অনুযায়ী ভিউ সিটস (আসন দেখুন) বাটনে ক্লিক করে আসন খালি থাকার সাপেক্ষে পছন্দের আসন (seat) সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে (Continue Purchase) ক্লিক করতে হবে।

>> ভিসা (VISA) কার্ড, মাস্টার (MASTER) কার্ড কিংবা বিকাশে (bkash) পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড (Auto Download) হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।

>> ই-মেইলের ইনবক্স থেকে টিকিটটি প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন (Ticket Print Information) দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে

27/03/2022
বিশ দিন আগেই মাঠে দেখা গেল মেসিকে। ছবি: এএফপিবিশ দিন আগেই মাঠে দেখা গেল মেসিকে। ছবি: এএফপি১০ দিন আগে সেভিয়ার বিপক্ষে হাত...
01/11/2018

বিশ দিন আগেই মাঠে দেখা গেল মেসিকে। ছবি: এএফপি
বিশ দিন আগেই মাঠে দেখা গেল মেসিকে। ছবি: এএফপি
১০ দিন আগে সেভিয়ার বিপক্ষে হাতের চোটে পড়েছিলেন মেসি। শোনা যাচ্ছিল, কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে আর্জেন্টাইন এই তারকাকে। কিন্তু কাল বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। নির্ধারিত সময়ের আগেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ঘটনাটা গত ২০ অক্টোবরের। লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি। স্বদেশি ফ্রাঙ্কো ভাজকেজের সঙ্গে বল দখলের সেই লড়াইয়ে মেসির আঘাত ছিল হাতে। ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়ল, কবজির ওপরের হাড়ে চিড় ধরেছে আর্জেন্টাইন তারকার। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা বলা হয়েছিল। মোটামুটি ছয়টি ম্যাচ মেসিকে ছাড়া খেলার মানসিক প্রস্তুতিও বার্সেলোনা নিয়ে ফেলেছিল। তবে আশার কথা হচ্ছে, মেসি বেশ দ্রুতই সুস্থ হয়ে উঠছেন।
গতরাতে কোপা ডেল রের ম্যাচে কালচারাল লিওনিসাকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে এই ম্যাচের ফলের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মেসির সুস্থতার খবর। কাল ম্যাচের আগেই সতীর্থদের সঙ্গে হালকা অনুশীলন করেছেন মেসি।

দারুণ সুখবর, সন্দেহ নেই। কিন্তু এখনই মেসিকে মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না কোচ আরনেস্তো ভালভার্দে। তবে ৪ নভেম্বর লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামার একটা সম্ভাবনা আছে মেসির। আহত হওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। তাই তাঁর সুস্থতার ব্যাপারটি বার্সেলোনার জন্য বড় খবর হয়েই এসেছে।

এ মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১২ গোল মেসির। অ্যাসিস্ট ৬টি। নতুন করে মাঠে নেমে তিনি কেমন খেলেন, দেখার বিষয় সেটিই।

Address

33, West Jatrabari, Dhaka1204
Dhaka
1204

Telephone

+8801935219657

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক রাজপথ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক রাজপথ বার্তা:

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All