Sawda Bint Saleh

Sawda Bint Saleh Learning with us / Personal Blog
(6)

1. Confront ← কনফ্রন্ট → মুখোমুখি হওয়া।2  Consort ← কানসোর্ট → সঙ্গী হওয়া।3. Conspire ← কন্সপায়ার → ষড়যন্ত্র করা।4. Cons...
26/12/2024

1. Confront ← কনফ্রন্ট → মুখোমুখি হওয়া।
2 Consort ← কানসোর্ট → সঙ্গী হওয়া।
3. Conspire ← কন্সপায়ার → ষড়যন্ত্র করা।
4. Constrict ← কনস্ট্রিক্ট → সংকুচিত করা।
5. Consult ← কনসাল্ট → পরামর্শ করা।
6. Contemn ← কনটেম → অবজ্ঞা করা৷
7. Crave ← ক্রেইভ → ব্যাকুলভাবে কামনা করা।
8. Crease ← ক্রীস → ভাজ করা।
9. Crawl ← ক্রুল → হামাগুড়ি দিয়ে চলা।
10. Creep ← ক্রীপ → হামাগুড়ি দিয়ে চলা।
11. Criminate ← ক্রীমিনেইট→অভিযুক্ত করা।
12. Crimple ← ক্রীম্পল → সংকুচিত করা।
14. Criticize ← ক্রিটিসাইজ →সমালোচনা করা।
15. Croon ← ক্রুন → গুনগুন করে গান গাওয়া।
16. Crumple ← ক্রাম্পল → চাপ দিয়ে ভাজ পরানো।
17. Crumble ← ক্রাম্বল → ভেঙ্গে টুকরা টুকরা করা।
18. Cuff ← কাফ → ঘুষি মারা।
19. Curb ← কার্ব → সংযত করা।
20. Curse ← কার্জ → অভিশাপ দেওয়া।
21. Daunt ← ডোন্ট → নিরুৎসাহিত করা।
22. Dally ← ড্যালি → হেলাফেলা করা।
24. Decline ← ডিকলাইন → প্রত্যাখান করা।
24. Defeat ← ডিফীট → পরাজিত করা।
25. Defend ← ডিফিন্ড → আত্মরক্ষা করা।

Some useful Connecting/Linking words:★ Only – শুধু, কেবল, একমাত্র ★ Firstly - প্রথমত ★ Finally - পরিশেষে ★ Moreover - তা...
25/12/2024

Some useful Connecting/Linking words:
★ Only – শুধু, কেবল, একমাত্র
★ Firstly - প্রথমত
★ Finally - পরিশেষে
★ Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু

★ But also - এমনি, এটিও
★ As well as - এবং, ও, পাশাপাশি
★ Furthermore - অধিকন্তু
★ Regrettably - দুঃখজনকভাবে

★ In fact - আসলে
★ Hence- অত:পর/সুতরাং
★ Such as - যথা/যেমন
★Notably – লক্ষণীয়ভাবে

★Consequently - অতএব
★On the whole – মোটামুটি
★Either - দুয়ের যে কোন একটি
★Neither - দুয়ের কোনটি নয়

★In any event - যাহাই ঘটুক না কেন
★Additionally - অতিরিক্ত আরো
★In this regard - এ বিষয়ে
★As a matter of fact - প্রকৃতপক্ষে

★Including - সেই সঙ্গে

★Nevertheless - তারপরও,তবু,তথাপি

★Comparatively - অপেক্ষাকৃত

★To be honest - সত্যি বলতে

★ If you do care - যদি আপনি চান

★ Next to nothing - না বললেও চলে

★As far as it goes - এ বেপারে যতটুকু বলা যায়

★As far as I'm concerned -আমার জানা মতে

★On the other hand - অন্যদিকে

★In this connection - এ বিষয়ে

★ In addition - অধিকন্তু/মোটের উপর

★Infact - প্রকৃতপক্ষে

★ To be frank - খোলাখুলি ভাবে বলা যায়

★Sincerely speaking - সাত্তিকার ব্যাপার হলো

★To sum up - সংক্ষেপে বলতে গেলে

★Though - যদিও, সত্বেও

★ Incidentally- ঘটনাক্রমে

★ Then - তারপর,তখন

★Than - চেয়ে, থেকে

★For a while - কিছুক্ষণের জন্য

★ In order to - উদ্দেশ্যে, জন্যে

★Suddenly - হঠাৎ

★Unless - যদিও না

★ Above all - সর্বপরি

★ For example - উদাহরনস্বরূপ

★Yet - তথাপি, তবুও

★Actually - প্রকৃতপক্ষে

★After that - তারপর

★Instead of - পরিবর্তে

★ Thus - এইভাবে

★ Unfortunately - দূর্ভাগ্যবশত

★Once - একদা

★Gradually - ধিরে ধিরে

★ Since - থেকে, যেহেতু

★Sometimes - মাঝে মাঝে

★Above all - সর্বপরি

★As a result - ফলে

★In that - কারন

★Till - পর্যন্ত

★As long as - যতক্ষন পর্যন্ত

★ Until - যতক্ষন পর্যন্ত না

★As though - যেন

★No sooner - হতে না হতেই

★ Sooner or later - আজ না হোক কাল

★No more buts - আর কোন কিন্তু নয়

★On the occasion of - উপলক্ষ্যে

★From a reliable source - নির্ভরযোগ্য সূত্র থেকে।

★As you know - আপনারা জানেন

★Due to - কারণে

★Without hesitation - বিনা দ্বিধায়

★First of all - প্রথমেই

★Surprisingly - আশ্চর্যজনকভাবে

★Strangely enough - আশ্চর্যের ব্যাপার

★Truly speaking - সত্য বলতে কি

★Surprisingly - আশ্চর্যজনকভাবে

★Truly speaking - সত্য বলতে কি !

★Although I could, but - যদিও পারতাম, কিন্তু

★ So long as - যদি না/ এই শর্তে যে

★This very man - এই লোকটিই

★For good – চিরতরে

★Even if - এমনটি যদিও

★Coming back to - মূল কথায় ফিরে আসলে

★Not only....but also - শুধু এটিই নয়.... ওটও
★ Say - ধরা যাক

★ So - অতএব, সুতরাং

★ And - এবং, ও

★ But - কিন্তু

★ Even - এমনকি

★ At first - প্রথমত

★ Often - প্রায়ই, মাঝে মাঝে

★ More - আরো,অধিকতর

★ Which - যেটি, যা

★ As if - যেন

★ Although – যদিও, যাতে,সত্বেও

★ While - যখন

★ Similarly - অনুরূপভাবে, একইভাবে

★ Therefore - অতএব, সুতরাং

★ So that - যাতে, যেন

★ First of all - প্রথমত

★ Rather - বরং, চেয়ে

★ Such as - তেমনই

★ However – যাইহোক

★ Indeed - প্রকৃতপক্ষে

★ Whereas – যেহেতু

★ Usually - সাধারনত

🗣️

✅ ইংরেজি নিয়ে কিছু বাক্য শিখি। ✅✪ আমি ইংরেজি শিখি → I learn English.✪ আমি ইংরেজি শিখছি → I am learning English.✪ আমি ইং...
24/12/2024

✅ ইংরেজি নিয়ে কিছু বাক্য শিখি। ✅
✪ আমি ইংরেজি শিখি → I learn English.
✪ আমি ইংরেজি শিখছি → I am learning English.
✪ আমি ইংরেজি শিখেছি → I have learned English
✪ আমি ইংরেজি শিখতে পারি→I can learn English
✪ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম →I am able to speak in English.
✪ আমি ইংরেজি না শিখে পারিনা→ I cannot but learn English.
✪ আমি ইংরেজি না শিখে পারলাম না→ I could not but learn English
✪ আমার ইংরেজি শেখার কথা→I am supposed to learn English.
✪ আমার ইংরেজি শেখা দরকার→I need to learn English.
✪ আমার ইংরেজি শেখা উচিত →I should learn English.
✪ আমার বরং ইংরেজি শেখাই উচিত →I had better learn English.
✪ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত →I am used to talk in English.
✪ আমাকে ইংরেজি শিখতে হয় → I am to learn English.
✪ আমি খুব কমই ইংরেজি শিখি → I am hardly learn English.
✪ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে → I am likely to learn English.
✪ আমাকে ইংরেজি শিখতে হবে→ I have to learn English.
✪ আমি ইংরেজি শিখতাম → I would be learned English
✪ আমি ইংরেজি শিখতেও পারি → I May Learn English.
✪ আমি অবশ্যই ইংরেজি শিখবো → I must learn English
✪ আমি গতকাল থেকে ইংরেজি শিখছি→ I have been learning English since yesterday.
✪ আমি দু'ঘন্টা যাবত ইংরেজি শিখছি → I have been learning English for two hours.
✅পড়া শেষে Done লিখতে ভুলবেন না।✍️✍️✍️❤️

আমি তাকে সবার থেকে বেশী ভালবাসি। I love her more than anyone.কিন্তু সে আমার সাথে প্রতারণা করল। But she cheated with me.আ...
24/12/2024

আমি তাকে সবার থেকে বেশী ভালবাসি।
I love her more than anyone.
কিন্তু সে আমার সাথে প্রতারণা করল।
But she cheated with me.
আমি তাকে খুব বিশ্বাস করতাম।
I believed her so much.
আমি ভাবছিলাম সে সত্যিই আমাকে ভালবাসে।
I thought she really loves me.
কিন্তু এখন আমি বুঝতে পারলাম ।
But now I can understand
সে কখনোই আমাকে ভালবাসেনি।
She never loved me.
তাই সে আমাকে প্রত্যাখ্যান করলো।
So she rejected me.
দুঃখের বিষয় হলো যে
The matter of sorrow that

পড়া শেষে Done লিখতে ভুলবেন না পেজে নতুন হলে Follow করে দাও

   of "feel like" in sentences:★★ Feel like = ইচ্ছা করা/ আকাঙ্খা করা অর্থে ব্যবহৃত হয়ঃসেক্ষেত্রে নিম্নের Structure টি ব্...
24/12/2024

of "feel like" in sentences:

★★ Feel like = ইচ্ছা করা/ আকাঙ্খা করা অর্থে ব্যবহৃত হয়ঃ

সেক্ষেত্রে নিম্নের Structure টি ব্যবহৃত হয়ঃ
# Structure: Sub + feel like + ( Verb এর সাথে ing + Obj + Ext.

#উদাহরণঃ
∆ I feel like learning English = আমার ইংরেজি শিখতে ইচ্ছে করতেছে।

∆ I feel like slapping you = আমার তোমাকে থাপড়াইতে ইচ্ছে করতেছে।

∆I feel like seeing you = আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছে।

∆ I feel like eating pizza আমার পিজা খেতে ইচ্ছা করছ
∆ I feel like crying=আমার কাঁদতে ইচ্ছে করছে।

∆ I feel like dying with you=তোমার সাথে মরে যেতে ইচ্ছে করছে।

∆ I feel like stealing your mind= আমার তোমার মনটা চুরি করতে ইচ্ছে করছে।

∆ I feel like kissing you without interval=আমার তোমাকে বিরতিহীন চুমাইতে ইচ্ছে করছে।

∆ I feel like sparing/ leaving you=তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে।

∆ I feel like flying in the sky=আমার আকাশে উড়তে ইচ্ছে করছে।

∆ I feel like killing you=তোমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে।

∆ I feel like caressing you= তোমাকে আদর করতে ইচ্ছে করছে।

∆ I feel like marrying you=আমার তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে।

∆ I feel like flirting with you=তোমার সাথে ফষ্টিনষ্টি করতে ইচ্ছা করছে।

∆ I feel like loving you=তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে।

∆ I feel like being a good man like you=আমার তোমার মতো ভালো মানুষ হতে ইচ্ছা করছে।

∆ I feel like going home=আমার বাড়ি যেতে ইচ্ছে করছে।

∆ I feel like making you cry=আমার তোমাকে কাঁদাইতে ইচ্ছে করছে।

∆ I feel like teaching you=আমার তোমাকে শিখাইতে ইচ্ছে করছে।

∆ I feel like having tea=আমার চা খেতে ইচ্ছে করছে।

∆ I feel like learning English=আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে।

∆ They feel like dancing=তাদের নাচতে ইচ্ছে করছে।

∆ I feel like riding bike=আমার বাইক চালাতে ইচ্ছে করছে।

∆ I feel like talking to my girlfriend over the phone=আমার প্রেমিকার সাথে মোবাইলে কথা বলতে ইচ্ছে করছে।

∆ You feel like going outside= তোমার বাহিরে যেতে ইচ্ছে করছে।

∆ I feel like swimming in the river=আমার নদীতে সাঁতরাইতে ইচ্ছে করছে।

∆ I do not feel like seeing you =আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে না।

∆ We feel like shouting=আমাদের চিৎকার করতে ইচ্ছা করছে।

∆ They feel like beating you=তাদের তোমাকে পিটাইতে ইচ্ছে করছে।

∆ You feel like seeing me=আমাকে তোমার দেখতে ইচ্ছে করছে।

∆ I feel like insulting you=আমার তোমাকে অপমান করতে ইচ্ছে করছে।

∆ I feel like meeting you tonight=আজ রাতে তোমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছে করছে।

∆ I feel like getting your love=তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করছে।

∆ I feel like bathing = আমার গোসল করতে ইচ্ছে করছে।

পরবর্তী পোস্ট পেতে এই গ্রুপের সাথেই থাকুন, প্রিয় বন্ধুদেরকে সংযুক্ত করুন।

Learning English 68 (y) Here (হিয়ার) = এখানে(y) There (দেয়ার) = সেখানে(y) Near (নিয়ার) = কাছে, নিকটে(y) Near at hand = হ...
24/12/2024

Learning English 68
(y) Here (হিয়ার) = এখানে
(y) There (দেয়ার) = সেখানে
(y) Near (নিয়ার) = কাছে, নিকটে
(y) Near at hand = হাতের কাছেই
(y) Somewhere (সামঅয়ার) = কোন এক স্থানে
(y) Elsewhere (এল্সঅয়ার) = অন্য কোথাও
(y) Far away (ফা্র এওএই) = বহু দুরে
(y) Not far away = বেশি দুরে নয়
(y) Any where = যেকোন জায়গায়
(y) In a place = এক জায়গায়, এক স্থানে
(y) Everywhere (এভরিঅয়ার) = সবখানে, সব স্থানে
(y) Nowhere (নৌঅয়ার) = কোথাও না
(y) Somewhere (সামঅয়ার) = কোন এক স্থানে
(y) Elsewhere (এল্সঅয়ার) = অন্য কোথাও
(y) Very near = অত্যন্ত নিকটে বা কাছে
(y) Far away (ফা্র এওএই) = বহু দুরে
(y) Close (ক্লৌজ) = কাছাকাছি
(y) Very close (to) = (এর) অত্যন্ত কাছে
(y) At this place = এই স্থানে
(y) Over there = ওখানে
(y) Around (এরাউন্ড) here =এখানে আশেপাশে কোথাও

Write done......

🥰🥰🥰What if someone saw me?কি হতাে যদি আমায় কেউ দেখে ফেলত?What if I didn't understand the problem?কি হতাে যদি আমি সমস্যা...
24/12/2024

🥰🥰🥰
What if someone saw me?
কি হতাে যদি আমায় কেউ দেখে ফেলত?

What if I didn't understand the problem?
কি হতাে যদি আমি সমস্যাটি না বুঝতাম?

What if I didn't complete the task?
কি হতাে যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

What if he didn't cooperate me in the
beginning?
কি হতাে যদি শুরুতেই সে আমাকে সহযােগিতা না করতাে?

ইংরেজি চর্চায় লজ্জা এড়িয়ে চলুন। avoid shiness to practice English. তাই বেশি বেশি ইংরেজি তে কথা বলুন। So talk a lot in En...
24/12/2024

ইংরেজি চর্চায় লজ্জা এড়িয়ে চলুন।
avoid shiness to practice English.

তাই বেশি বেশি ইংরেজি তে কথা বলুন।
So talk a lot in English.

ভুল হলেও সমস্যা নেই।
Even if it's wrong, it's not a problem.

ভুল থেকেই শুদ্ধটা শিখবেন।
learn right from the mistake.

==============================
পড়া শেষে Done ✅লিখতে ভূলবেন না কিন্ত।

24/12/2024

★Why to read = কেন পড়তে হবে?

★Why to write = কেন লিখতে হবে?

★Why to learn = কেন শিখতে হবে?

★Why to teach = কেন শেখাতে হবে?

★Why to go = কেন যেতে হবে?

★Why to come = কেন আসতে হবে?

★Why to talk = কেন বলতে হবে?

★Why to walk- কেন হাঁটতে হবে?

★Why to stop = কেন থামতে হবে?

★Why to see = কেন ‌দেখতে হবে?

★Why to hear = কেন শুনতে হবে?

★Why to sit down = কেন বসতে হবে?

★Why to stand up = কেন দাঁড়াতে হবে?

Raze (রেইজ্)........বিনষ্ট করাRage (রেইজ)........ক্রোধRain (রেইন)...........বৃষ্টিRein (রেইন)........লাগামRoom (রুম).......
24/12/2024

Raze (রেইজ্)........বিনষ্ট করা

Rage (রেইজ)........ক্রোধ

Rain (রেইন)...........বৃষ্টি

Rein (রেইন)........লাগাম

Room (রুম)........কক্ষ

Roam (রৌম).........ঘোরাফেরা

Rebel ('রিবেল).........বিদ্রোহী

Revel ('রিভেল).........আমোদ করা

Right (রাইট).........অধিকার

Rite (রাইট)..........আচার-অনুষ্ঠান

Rhyme (রাইম)..........ছন্দ

Rime (রাইম)...........তুষার

পড়া শেষে Done লিখুন🥰

🎼𝟏.নিজে চেষ্টা কর  - 𝐓𝐫𝐲 𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.🎼𝟐.চিন্তা করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐰𝐨𝐫𝐫𝐲.🎼𝟑.প্রশ্নই ওঠে না - 𝐔𝐧𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐚𝐛𝐥𝐞.🎼𝟒.একটু বুঝতে চেষ...
24/12/2024

🎼𝟏.নিজে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.
🎼𝟐.চিন্তা করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐰𝐨𝐫𝐫𝐲.
🎼𝟑.প্রশ্নই ওঠে না - 𝐔𝐧𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐚𝐛𝐥𝐞.
🎼𝟒.একটু বুঝতে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝.
🎼𝟓.কথাটা মন্দ না - 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐛𝐚𝐝 𝐢𝐝𝐞𝐚.
🎼𝟔.বিশেষ কিছুই না - 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥.
🎼𝟕.আদৌ নয় - 𝐍𝐨𝐭 𝐚𝐭 𝐚𝐥𝐥.
🎼𝟖.হতাশ হবেন না – 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐝𝐢𝐬𝐚𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐞𝐝.
🎼𝟗.হাল ছেড়ে দেবেন না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩.
🎼𝟏𝟎.সংকোচ করবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐡𝐞𝐬𝐢𝐭𝐚𝐭𝐞.
🎼𝟏𝟏.ঠিক ঠিক উত্তর দাও - 𝐀𝐧𝐬𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟐.মূল বিষয়ে আসো - 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟑.ব্যাপারটা দারুন হবে - 𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭.
🎼𝟏𝟒.ওটা হলে খুব ভালোহয়-𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞
🎼𝟏𝟓.মাথা গরম করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐥𝐨𝐬𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐞𝐦𝐩𝐞𝐫.
🎼𝟏𝟔.আর কিছুই বলবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞.
🎼𝟏𝟕.বাজে কথা বলো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐭𝐚𝐥𝐤 𝐧𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐞.
🎼𝟏𝟖.আপনি যেতে পারেন - 𝐘𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐠𝐨.
🎼𝟏𝟗.পরে দেখা হবে - 𝐒𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐚𝐠𝐚𝐢𝐧
🎼𝟐𝟎.পরে কথা হবে - 𝐓𝐚𝐥𝐤 𝐭𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐚𝐭𝐞𝐫.
🎼𝟐𝟏.বকবক কর না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐚𝐛.
🎼𝟐𝟐.পাগলামি করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐞𝐭 𝐦𝐚𝐝.
🎼𝟐𝟑 ভয় পেয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐚𝐟𝐫𝐚𝐢𝐝.
🎼𝟐𝟒.সন্তোষজনক নয় - 𝐍𝐨𝐭 𝐬𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐨𝐫𝐲.
🎼𝟐𝟓.এদিকে এসো - 𝐂𝐨𝐦𝐞 𝐡𝐞𝐫𝐞.
🎼𝟐𝟔.শান্ত হও - 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐭𝐞.
🎼𝟐𝟕.দয়া করে বসুন - 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐬𝐞𝐚𝐭.
🎼𝟐𝟖.বোকামী করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐢𝐥𝐥𝐲.
🎼𝟐𝟗.এতো অধৈর্য হয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐨 𝐢𝐦𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭
🎼𝟑𝟎.চলো শুরু করি - 𝐋𝐞𝐭’𝐬 𝐠𝐞𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝

⚡ পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না কিন্তু! ✍️

24/12/2024

I have done it for the interest of my relatives. আমি আমার আত্মীয়ের স্বার্থে এটা করেছি।
I have done it for the interest of my county.আমি আমার দেশের স্বার্থে এটা করেছি।
I have made post for the interest of learning English. আমি ইংরেজী শিখার স্বার্থে পোস্ট করি।
I have done it for the interest of yourself. আমি এটা তোমার স্বার্থে করেছি।
I have done it for the interest of my parents.আমি পিতামাতার স্বার্থে এটা করেছি।
I have done it for the interest of people. আমি জনগণের স্বার্থে এটা করেছি।

★ 𝐀𝐦𝐚𝐳𝐢𝐧𝐠 𝐰𝐨𝐫𝐝, 𝐧𝐞𝐰 𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧.✪ আমি ইংরেজি শিখি → 𝐈 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.✪ আমি ইংরেজি শিখছি → 𝐈 𝐚𝐦 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.✪ আমি ইংরেজি ...
24/12/2024

★ 𝐀𝐦𝐚𝐳𝐢𝐧𝐠 𝐰𝐨𝐫𝐝, 𝐧𝐞𝐰 𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧.
✪ আমি ইংরেজি শিখি → 𝐈 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি শিখছি → 𝐈 𝐚𝐦 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি শিখেছি → 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐥𝐞𝐚𝐫𝐧𝐞𝐝 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমি ইংরেজি শিখতে পারি→𝐈 𝐜𝐚𝐧 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম →𝐈 𝐚𝐦 𝐚𝐛𝐥𝐞 𝐭𝐨 𝐬𝐩𝐞𝐚𝐤 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি না শিখে পারিনা→ 𝐈 𝐜𝐚𝐧𝐧𝐨𝐭 𝐛𝐮𝐭 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি না শিখে পারলাম না→ 𝐈 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐮𝐭 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমার ইংরেজি শেখার কথা→𝐈 𝐚𝐦 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞𝐝 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার ইংরেজি শেখা দরকার→𝐈 𝐧𝐞𝐞𝐝 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার ইংরেজি শেখা উচিত →𝐈 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার বরং ইংরেজি শেখাই উচিত →𝐈 𝐡𝐚𝐝 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত →𝐈 𝐚𝐦 𝐮𝐬𝐞𝐝 𝐭𝐨 𝐭𝐚𝐥𝐤 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমাকে ইংরেজি শিখতে হয় → 𝐈 𝐚𝐦 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি খুব কমই ইংরেজি শিখি → 𝐈 𝐚𝐦 𝐡𝐚𝐫𝐝𝐥𝐲 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে → 𝐈 𝐚𝐦 𝐥𝐢𝐤𝐞𝐥𝐲 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমাকে ইংরেজি শিখতে হবে→ 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি ইংরেজি শিখতাম → 𝐈 𝐰𝐨𝐮𝐥𝐝 𝐛𝐞 𝐥𝐞𝐚𝐫𝐧𝐞𝐝 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমি ইংরেজি শিখতেও পারি → 𝐈 𝐌𝐚𝐲 𝐋𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.
✪ আমি অবশ্যই ইংরেজি শিখবো → 𝐈 𝐦𝐮𝐬𝐭 𝐥𝐞𝐚𝐫𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡
✪ আমি গতকাল থেকে ইংরেজি শিখছি→ 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐛𝐞𝐞𝐧 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐬𝐢𝐧𝐜𝐞 𝐲𝐞𝐬𝐭𝐞𝐫𝐝𝐚𝐲.
✪ আমি দু'ঘন্টা যাবত ইংরেজি শিখছি → 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐛𝐞𝐞𝐧 𝐥𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐟𝐨𝐫 𝐭𝐰𝐨 𝐡𝐨𝐮𝐫𝐬.

পড়া শেষে Done লিখুন।

★ Amazing word, new version.✪ আমি ইংরেজি শিখি → I learn English.✪ আমি ইংরেজি শিখছি → I am learning English.✪ আমি ইংরেজি ...
24/12/2024

★ Amazing word, new version.
✪ আমি ইংরেজি শিখি → I learn English.
✪ আমি ইংরেজি শিখছি → I am learning English.
✪ আমি ইংরেজি শিখেছি → I have learned English
✪ আমি ইংরেজি শিখতে পারি→I can learn English
✪ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম →I am able to speak in English.
✪ আমি ইংরেজি না শিখে পারিনা→ I cannot but learn English.
✪ আমি ইংরেজি না শিখে পারলাম না→ I could not but learn English
✪ আমার ইংরেজি শেখার কথা→I am supposed to learn English.
✪ আমার ইংরেজি শেখা দরকার→I need to learn English.
✪ আমার ইংরেজি শেখা উচিত →I should learn English.
✪ আমার বরং ইংরেজি শেখাই উচিত →I had better learn English.
✪ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত →I am used to talk in English.
✪ আমাকে ইংরেজি শিখতে হয় → I am to learn English.
✪ আমি খুব কমই ইংরেজি শিখি → I am hardly learn English.
✪ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে → I am likely to learn English.
✪ আমাকে ইংরেজি শিখতে হবে→ I have to learn English.
✪ আমি ইংরেজি শিখতাম → I would be learned English
✪ আমি ইংরেজি শিখতেও পারি → I May Learn English.
✪ আমি অবশ্যই ইংরেজি শিখবো → I must learn English
✪ আমি গতকাল থেকে ইংরেজি শিখছি→ I have been learning English since yesterday.
✪ আমি দু'ঘন্টা যাবত ইংরেজি শিখছি → I have been learning English for two hours.
পড়া শেষে done লিখতে ভুলবেন না। ✅

23/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

✪ Therefore - অতএব , সুতরাং✪ So that -  যাতে , যেন ✪ First of all - প্রথমত✪ Rather - বরং✪ Hence - অত:পর/সুতরাং✪ Such as ...
23/12/2024

✪ Therefore - অতএব , সুতরাং
✪ So that - যাতে , যেন
✪ First of all - প্রথমত
✪ Rather - বরং
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ Surprisingly - আশ্চর্যজনকভাবে
✪ Strangely enough - আশ্চর্যের ব্যাপার হলো
✪ Truly speaking - সত্য বলতে কি !
✪ Although I could, but - যদিও পারতাম, কিন্তু
✪ So long as - যদি না/ এই শর্তে যে
✪ This very man - এই লোকটিই
✪ For good – চিরতরে|
✪ Even if - এমনটি যদিও
✪ Coming back to - মূল কথায় ফিরে আসলে
✪ Not only....but also - শুধু এটিই নয় ... ওটিও

Follow our page

১/ ভুল উচ্চারণ  ; Different  - ডিফারেন্ট - বিভিন্ন সঠিক উচ্চারণ ; ডিফ্ রেন্ট ২/ ভুল উচ্চারণ  ; Anxious - এনেকজিয়াস -উদ্...
23/12/2024

১/ ভুল উচ্চারণ ; Different - ডিফারেন্ট - বিভিন্ন
সঠিক উচ্চারণ ; ডিফ্ রেন্ট
২/ ভুল উচ্চারণ ; Anxious - এনেকজিয়াস -উদ্বিগ্ন
সঠিক উচ্চারণ ; এ্যাংশাস
৩/ ভুল উচ্চারণ ; State -স্টেট -রাজ্য
সঠিক উচ্চারণ ; স্টেইট
৪/ ভুল উচ্চারণ ; Sunday - সানডে
সঠিক উচ্চারণ ; সানডেই
৫/ ভুল উচ্চারণ ; Monday
সঠিক উচ্চারণ ; মানডেই
৬/ ভুল উচ্চারণ ; Friday - ফ্রাইডে
সঠিক উচ্চারণ ; ফ্রাইডেই
৭/ ভুল উচ্চারণ ; Social - সোসিয়াল - সামাজিক
সঠিক উচ্চারণ ; সোশ্যাল
৮/ ভুল উচ্চারণ ; Courage - সাহস
সঠিক উচ্চারণ ; কারিজ
৯/ ভুল উচ্চারণ ; Attitude - আ্যাটিচিউড - দৃষ্টিভঙ্গি
সঠিক উচ্চারণ ; আ্যাটিটিউড
১০ / ভুল উচ্চারণ ; Gratitude - গ্র্যাটিচিউড - কৃতজ্ঞতা
সঠিক উচ্চারণ ; গ্র্যাটিটিউড

পৃথিবীর শেষতম রাস্তা! এখানেই এসে থেমেছে উত্তরমেরু, কী আছে ‘ই ৬৯’-এর ওপারে❓উত্তর মেরু। পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্ত (Las...
20/12/2024

পৃথিবীর শেষতম রাস্তা! এখানেই এসে থেমেছে উত্তরমেরু, কী আছে ‘ই ৬৯’-এর ওপারে❓

উত্তর মেরু। পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্ত (Last Road of The World)। উত্তরমেরু পেরিয়ে আরও উত্তরে গেলে কি পৃথিবী শেষ❓

গোলাকৃতি বস্তুর আসলে কোনও অন্ত নেই। মানচিত্রের ভাষা বলছে, উত্তরমেরু পেরিয়ে আরও উত্তরে এগোতে চাইলে কখনও হয়তো দক্ষিণমেরুর দেখা মিলবে। কিন্তু পৃথিবীর উত্তরপ্রান্ত তো এখানেই শেষ! এখানেই তাই রয়েছে পৃথিবীর শেষতম রাস্তা।
উত্তরমেরুর দেশ নরওয়ে (Norway)। পৃথিবীর শেষ রাস্তাটাও এখান থেকেই শুরু হয়েছে। এ রাস্তার নাম ই-৬৯ (E 69)। পৃথিবীর শেষ প্রান্তগুলি সংযুক্ত করে তৈরি হয়েছে এই রাস্তা। সারা বিশ্বের সমস্ত কোলাহল, ঘটনাপ্রবাহ এই পথেই এসে এক্কেবারে থমকে যায়। ই-৬৯’এ দাঁড়িয়ে কারও আর বলার উপায় নেই ‘এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত…’ এ রাস্তার ওপারে আর কোনও রাস্তা নেই। কেবল দীগন্ত বিস্তৃত সাদা বরফ আর উথালপাথাল সমুদ্র।
ই-৬৯ আসলে ঠিক রাস্তা নয়, এটা একটা হাইওয়ে। দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। নরওয়ের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন বটে, তবে পৃথিবীর শেষতম এই রাস্তায় একা একা হাঁটাচলা বা গাড়ি চালানো নিষিদ্ধ। দুজন বা তিনজনকেও এ রাস্তায় চলার অনুমতি দেওয়া হয় না। কেবল অনেকে একসঙ্গে থাকলে তবেই এই রাস্তায় পা রাখা যায়।
ই-৬৯ এমন একটা রাস্তা যার চারদিকে বরফের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাক্ষণ। শুনশান এই রাস্তা দিয়ে একা হাঁটা বিপজ্জনক। পা পিছলে তো যেতেই পারে। তার চেয়ে বড় কথা, এ রাস্তা দিয়ে একা চলতে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই একসঙ্গে দল না বাঁধলে ই-৬৯’এ পা রাখা মুশকিল।
নরওয়ের নিয়ম অনুযায়ী ই-৬৯’ও ঘড়ির কাঁটা মেনে চলে না। এ রাস্তায় তাই শীতকালে কখনও রাত শেষ হতে চায় না, দিনের পর দিন দেখাই দেয় না সূর্য। আর গরমকালে এই রাস্তায় দিনরাত সূর্য জ্বলে থাকে উজ্জ্বল আলোয়। টানা ৬ মাস সূর্য ডোবে না।
শীতের সময় পৃথিবীর এই শেষ প্রান্তে তাপমাত্রা কখনও কখনও পৌঁছে যায় -৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আর গ্রীষ্মে ই-৬৯’এ তাপমাত্রার পারদ থাকে শূন্য ডিগ্রি ছুঁয়ে।
পৃথিবীর এই শেষ প্রান্তেও কিন্তু মানুষ বসবাস করে। আগে এখানে শুধু মাছের চাষ হত। এখানকার বাসিন্দাদেরও ওই একটিই জীবিকা ছিল। ১৯৩০ সালের পর থেকে এই অঞ্চলটি একটু একটু করে উন্নত হয়। এখানে পর্যটন শিল্প গড়ে তোলা হয় সেই তখন থেকেই।
আজ নরওয়েতে পৃথিবী

Address

Kawlar Namapara
Dhaka
1231

Alerts

Be the first to know and let us send you an email when Sawda Bint Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sawda Bint Saleh:

Videos

Share