29/12/2024
ভালোবাসার বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় না মনের, বিচ্ছেদ হয় শরীরের, বিচ্ছেদ হয় সম্পর্কের, বিচ্ছেদ হয় মানুষের, মানুষ ভালোবেসে যা পায় তার থেকে বেশি হারায়, অযত্নে, অনাদরে, অবহেলায়, গুরুত্বহীনতায় ।
কারণ, মানুষ ভালোবাসা পাওয়ার জন্য যে সময় ব্যয় করে, তার অর্ধেক সময়ও কখনো সম্পর্ক টেকানোর জন্য ব্যয় করে না, যদি করতো তবে বর্তমানে সম্পর্ক ভাঙ্গার প্রতিযোগিতা চলতো না, আজকাল সম্পর্ক গড়া যতটা সহজ হয়ে গেছে, ভাঙ্গাটাও ততটাই সহজ হয়ে গেছে, মানুষ এখন পোশাকের মতো সম্পর্ক বদলায়, প্রিয়জন বদলায়, তাই সম্পর্কের দাম এখন শূন্যের কোঠায় বললেই চলে ।
বর্তমান প্রজন্ম সম্পর্কের শুরুতে কোনোরকম ভাবে টুকটাক adjustment করলেও, কেউই খুব একটা sacrifice করতে চায় না, কেউই কাউকে এক চুল ছাড় দিতেও রাজি না, সবাই অনেক বেশি আত্মকেন্দ্রিক, নিজের ভালো মন্দটুকু ছাড়া কেউ কিছু বোঝেও না আর বুঝতে চায়ও না ।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ভীষণ, নিজের ভালো থাকাটাই বর্তমান প্রজন্মের first priority, তাই আবেগের থেকে বিবেক একটু বেশিই কাজ করে আমাদের, আসলে আমরা ভুলে যাই জীবনে বেঁচে থাকতে গেলে বিবেক যতটা গুরুত্বপূর্ণ আবেগও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, একজনের প্রতি অন্যজনের মায়া-মমতা কম থাকায়, সম্পর্ক টেকানোর প্রতিও আমাদের মমত্ব বোধ খুবই দুর্বল, তাই তো পান থেকে চুন খসলেই আমরা বিচ্ছেদ চাই, পঁচিশ কিংবা পয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতেও আমাদের বাঁধে না, এক সাথে থাকা আর সম্ভব নয়,কিংবা বন্ধুত্বটুকু আর নেই, কিংবা মনের মিল আর হচ্ছে না বলে আমরা হরহামেশাই বিচ্ছেদ টানি সম্পর্কে ।
বিচ্ছেদ তো হয় ঠিকই, তবে সব বিচ্ছেদের পিছনেই কিন্তু দুজনের সদিচ্ছা কিংবা দুজনের সম্মতি থাকে না, বেশিরভাগ বিচ্ছেদ হয় একজনের, অন্য খাচায় পোষ মানায় আর অন্যজনের আপোষে, কেউ চাপিয়ে দিয়ে, কেউ বাধ্য হয়ে মেনে নিয়ে সম্পর্কে বিচ্ছেদ টানে, মানুষটি আপোষ করে কিন্তু, ভালোবাসা তো আর আপোষ করে না, ভালোবাসা ঠিকই মনে রয়ে যায়, কারণ, ভালোবাসার যে কখনো বিচ্ছেদ হয় না ।
Collected