সুলতান মেহমেদ ফাতিহ

সুলতান মেহমেদ ফাতিহ সম্ভাবনার সীমানা দেখতে,
অসম্ভব চেষ্টা করতে হবে।
__সুলতান মেহমেদ হান
(3)

উত্তেজনাপূর্ণ পর্বের জন্য অপেক্ষা করতে পারছিনা 🥵
24/12/2024

উত্তেজনাপূর্ণ পর্বের জন্য অপেক্ষা করতে পারছিনা 🥵

এমরে কোনুক তাঁর কথা রাখছে। সালাহউদ্দীন সিরিজটা পুরাই জমে উঠেছে 🔥কুদুস ফাতিহি সালাহউদ্দিন আইয়ুবী সিরিজের ৩৮ ভলিউমে সুলতান...
24/12/2024

এমরে কোনুক তাঁর কথা রাখছে। সালাহউদ্দীন সিরিজটা পুরাই জমে উঠেছে 🔥

কুদুস ফাতিহি সালাহউদ্দিন আইয়ুবী সিরিজের ৩৮ ভলিউমে সুলতান নুরুদ্দিন জেঙ্গি এবং উজির সালাহউদ্দীন আইয়ুবি'র মধ্যে কিছুটা মনমালিন্য দেখা দিয়েছে। যা ইতিহাস অনুযায়ী সঠিক। তাদের মধ্যে যে মনমালিন্যটা এত সূক্ষ্মভাবে উপস্থাপন করেছে তা সত্যই প্রসংসার দাবিদার।©

"সম্ভাবনার সীমানা দেখতে,অসম্ভব চেষ্টা করতে হবে।"~~~সুলতান মেহমেদ হান
24/12/2024

"সম্ভাবনার সীমানা দেখতে,
অসম্ভব চেষ্টা করতে হবে।"

~~~সুলতান মেহমেদ হান

মেহমেদ ফাতিহলার সুলতান ভলিউম ২৯ এর অফিসিয়াল ছবি 🔥⚔️
23/12/2024

মেহমেদ ফাতিহলার সুলতান ভলিউম ২৯ এর অফিসিয়াল ছবি 🔥⚔️

TRT1-এর নতুন ঐতিহাসিক সিরিজ "ভেফা সুলতান" এর শুটিং শুরু হয়েছে। অভিনেতা Ismail Eğe Şaşmaz এই সিরিজের কাস্টে যুক্ত রয়েছেন।...
22/12/2024

TRT1-এর নতুন ঐতিহাসিক সিরিজ "ভেফা সুলতান" এর শুটিং শুরু হয়েছে। অভিনেতা Ismail Eğe Şaşmaz এই সিরিজের কাস্টে যুক্ত রয়েছেন। সিরিজটি প্রচারিত হবে রমযান মাসে। সিরিজটি প্রযোজনা করছে Miray Yapim

ভেফা সুলতানের যাত্রা…
সিরিজটি ভেফা সুলতানের জীবন কাহিনী বলে, যিনি কনস্টান্টিনোপল বিজয়ের সময় হৃদয় জয় করেছিলেন এবং এটি একটি মুসলিম স্বদেশে রূপান্তরিত হয়েছিল। মুসলিহুদ্দিন মুস্তফা (ভেফা সুলতান), যিনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রতি তার আবেগ নিয়ে দাঁড়িয়েছেন, তাকে একটি দুর্দান্ত পরীক্ষার মধ্য দিয়ে যেতে বাধ্য করা হয়। একটি প্রশ্ন তাকে অনুসরণ করে এটি কঠিন কিন্তু গভীর আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রা তাকে সত্যের জগতে নিয়ে যাবে যেখানে তিনি ভেফা সুলতান নামে পরিচিত হবেন।

সালাহউদ্দিন আইয়ুবি ভলিউম ৩৮ এর অফিসিয়াল ছবি। ⚔️🔥
22/12/2024

সালাহউদ্দিন আইয়ুবি ভলিউম ৩৮ এর অফিসিয়াল ছবি। ⚔️🔥

22/12/2024

সালাহউদ্দিন আইয়ুবি ভলিউম ৩৮ ট্রেলার ৩ বাংলা সাবটাইটেলসহ 🔥⚔️

আপডেট 🚨সালাহউদ্দিন আইয়ুবি'র ভাই "আবু সাঈদ বুড়ি" চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা "বরিস বেকতাস"
22/12/2024

আপডেট 🚨

সালাহউদ্দিন আইয়ুবি'র ভাই "আবু সাঈদ বুড়ি" চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা "বরিস বেকতাস"

22/12/2024

মেহমেদ ফাতিহলার সুলতান ভলিউম ২৯ ট্রেলার ২ বাংলা সাবটাইটেলসহ 💥💥⚔️

অন্যান্য সিরিজের সাথে মেহমেদ সিরিজের পার্থক্য হলোঃমেহমেদ সিরিজে মূল চরিত্র ছাড়াও অন্যান্য সাইড চরিত্র গুলোকেও ভাল এবং গু...
21/12/2024

অন্যান্য সিরিজের সাথে মেহমেদ সিরিজের পার্থক্য হলোঃ

মেহমেদ সিরিজে মূল চরিত্র ছাড়াও অন্যান্য সাইড চরিত্র গুলোকেও ভাল এবং গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়।

যেমন: কুর্তচু দোয়ান,বাত্তাল বে,আলী বে এবং বালি বে।
এই ৪ টি চরিত্রকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখানো হয়েছে।
৪ টি চরিত্রের অভিনয় দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় পুরোই সিংহের মতো সাহসী

কি সুন্দর অভিনয় তুর্কী রা আসলেই জাত অভিনেতা 💥💖

বাইজেন্টাইনদের এতো গর্বের "গ্রিক ফায়ার" এর সমাপ্তি করে দিল বাত্তাল বে। উসমানীয়দের জন্য আরেকটি হুমকি ধ্বংস হয়ে গেল। অবশ্য...
20/12/2024

বাইজেন্টাইনদের এতো গর্বের "গ্রিক ফায়ার" এর সমাপ্তি করে দিল বাত্তাল বে। উসমানীয়দের জন্য আরেকটি হুমকি ধ্বংস হয়ে গেল। অবশ্য এতে দেমেত্রিয়োসের ভূমিকা অসামান্য। 💥⚔️

20/12/2024

সালাহউদ্দিন আইয়ুবি ভলিউম ৩৮ ট্রেলার ২ বাংলা সাবটাইটেলসহ 🔥⚔️

19/12/2024

মেহমেদ ফাতিহলার সুলতান ভলিউম ২৯ ট্রেলার ১ বাংলা সাবটাইটেলসহ 💖⚔️

Behind the scenes 👀
19/12/2024

Behind the scenes 👀

দেমেত্রিয়োস অন ফায়ার 🔥মাইনকার চিপায় কন্সটান্টিনোস 😄ভলিউম ২৯ এর ট্রেইলার থেকে নেয়া।
19/12/2024

দেমেত্রিয়োস অন ফায়ার 🔥
মাইনকার চিপায় কন্সটান্টিনোস 😄

ভলিউম ২৯ এর ট্রেইলার থেকে নেয়া।

মেহমেদ ভলিউম ২৮ সম্ভবত সিরিজের সেরা পর্ব টি আজকে দেখা হয়ে গেলো! 🔥এমনিতে সব ভলিউম'ই উপভোগ্য তবে আজকের টি মনে হয় সিরিজের স...
18/12/2024

মেহমেদ ভলিউম ২৮ সম্ভবত সিরিজের সেরা পর্ব টি আজকে দেখা হয়ে গেলো! 🔥
এমনিতে সব ভলিউম'ই উপভোগ্য তবে আজকের টি মনে হয় সিরিজের সেরা হয়ে থাকবে!! এক কথায় Wow 💥

18/12/2024

ভাবা যায় সুলতান মেহমেদ ফাতিহ কতটা জেদি সুলতান ছিলেন? ঘোড়া নিয়ে সমুদ্র নেমে যায় গ্যালাটার নৌযুদ্ধে ১৪৫৩ 🔥

‘জিওভার্নী জুস্টিনিয়ানি’ এর মৃত্যু নিয়ে প্রায় সবাই মন্তব্য করতেছেন। করাটাই স্বাভাবিক যেহেতু ইতিহাস অনুযায়ী তার মৃত্য...
18/12/2024

‘জিওভার্নী জুস্টিনিয়ানি’ এর মৃত্যু নিয়ে প্রায় সবাই মন্তব্য করতেছেন। করাটাই স্বাভাবিক যেহেতু ইতিহাস অনুযায়ী তার মৃত্যু হয় ‘কন্সটান্টিনোপোল’ বিজয়ের পরে। আসলে দেখেন, জিওভার্নী জুস্টিনিয়ানি চরিত্রে অভিনয় করা অভিনেতা “Luka Peros” একজন ক্রোয়েশিয়ান অভিনেতা। এবং তিনি খুব বড় মাপের এবং বেশি বাজেটের অভিনেতা। সম্ভবত তার সাথে অল্প কিছু ভলিউমের জন্যেই চুক্তি হয়েছিল অথবা তার ব্যক্তিগত কারণে সে সিরিজ থেকে বিদায় নিয়েছে, খেয়াল করে দেখেন গত ২৭তম পুরো ভলিউমে তাকে একবারও দেখা যায়নি। বাজেটের ব্যাপারটা গুরুত্বপুর্ণ, কারণ ‘মেহমেদ ফাতিহলার সুলতান’ সিরিজ বড় বাজেটের সিরিজ। এখানে সব চরিত্রই গুরুত্বপুর্ণ এবং অভিনেতারাও সব বড় বাজেটের। যার মধ্যে ‘লুকা পেরোস’ সবচেয়ে বেশি বলাই যায়। আর বাজেটের সামঞ্জস্য না থাকলে সিরিজের সবদিক ঠিক রাখা মুশকিল। সম্ভবত এ কারণেই তাকে সিরিজ থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং অন্য গুরুত্বপুর্ণ কোনো চরিত্রকে এন্ট্রি করানো হবে। আর এ পর্যন্ত একমাত্র এ সিরিজটাই সবচেয়ে বেশি ইতিহাসকেন্দ্রিক। ইতিহাস মোতাবেক প্রায় সব চরিত্রই পরিচালক দেখানোর চেষ্টা করতেছে যা অত্যন্ত প্রশংসনীয়। তারপরেও একটা সিরিজে শতভাগ ইতিহাস দেখা যাবে সেটা আশা করা বোকামি। এখানে তাদের রেটিং এবং দর্শক ভ্যালু ধরে রাখার একটা ব্যাপার থাকবেই, যার জন্য অতিরিক্ত বা অতিরঞ্জিত কিছু ঘটনা বা সিন দেখানো হবেই যা ইতিহাস অনুযায়ী নাও হতে পারে এইটুকু ইতিহাস বিকৃতি তো মেনে নেওয়াই যায় যেখানে অন্যান্য সিরিজগুলোতে ইতিহাস বিকৃতি ভরা। তাই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়ে আমাদের জিওভার্নী জুস্টিনিয়ানি চরিত্র নিয়ে সিরিজের সমালোচনা না করাই ভালো হবে, তবে অবশ্য তাকে শেষ পর্যন্ত রাখতে পারলে খুব ভালো হতো। অল্প সময়ে সবার মনে বেশ জায়গা করে নিয়েছে “জিওভার্নী জুস্টিনিয়ানি” চরিত্রটি। উনার অ্যাটিটিউড এবং ভয়েসটা মিস করবো..

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সুলতান মেহমেদ ফাতিহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুলতান মেহমেদ ফাতিহ:

Share