সনাতন গানের দল,
সর্বদা বাংলার প্রাচীন গীতি, লালনগীত, পালাগান,ভাটিয়ালী, কাওয়ালী, পাহারিগান, পুথি,বাউল,ঘাটু গান এবং লোকগীতি সংরক্ষন করে নতুন রুপে ইহা বাংলাকে উপহারের জন্য ইচ্ছা প্রকাশ করে তার জন্য কাজ করে যাচ্ছে।
আমাদের এই বাংলা একটি অপারসুরের দেশ যেখানে জন্ম নিয়েছে লালন সাঁই, হাসন রাজা, শাহ্ আব্দুল করিমদের মত শত শত বাউল সাধকের। যাদের সাধনার পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পাই তত্তভিত্তিক হাজারো গান। ব
াংলা গানের ঋদ্ধ ঐতিহ্য প্রায় হাজার বছর ধরে চর্যাপদের কাল থেকে প্রবাহিত বলে বলা হয়। সেই যুগ থেকে আজ পর্যন্ত বাংলা গান অন্যান্য ভারতীয় গানের থেকে একটু স্বাতন্ত্র্য রক্ষা করতে পেরেছে। এই স্বাতন্ত্র্য, অনায়াসে বলা যায়, নিহিত আছে তার বাণীমুখিতায়। যে কোনো ধরনের বাংলা গান এর স্বভাব-বৈশিষ্ট্যে উজ্জ্বল। বাংলা গানের আদর্শ ও ঐতিহ্য তুলে ধরার প্রয়োজন থেকেই এমন একটি গানের দলের প্রকাশ। বাংলার সাম্প্রতিক গানে বাঙালিত্ব আমরা কতটা হারাতে বসেছি তা আমাদের জানার বাহিরে নয় । তার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি বাংলার কাছে এই গানগুলো উপহার দেয়ার। আবার এই গানগুলো বিষয়বস্তুর মধ্যে না গিয়েও বলা যায় যে বাণীমুখী বাংলা গানে সুর, তাল, লয় এবং ছন্দের যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চলেছে তার অন্তত আংশিক পরিচয়ও পাওয়া যাইবে।
সবাইকে ভালো ভালো বাংলা গান শোনার আশা প্রকাশে .................................।
আমরা সনাতন