MKANews.com

MKANews.com This page is all about News, Media and Publishing. Stay connected to read and watch current news and events.
(19)

06/10/2024

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটের এয়ার টিকিট ক্রয় করুন Ahyan Documents Clearing Services এর মাধ্যমে ঘরে বসেই সাশ্রয়ী মূল্যে ও খুব সহজে।
📌(বিঃদ্রঃ আপনার কাঙ্খিত ভ্রমন তারিখে টিকিট প্রাপ্যতার উপর ভিত্তি করে টিকিটের মূল্য কম-বেশি হতে পারে এবং উল্লেখিত মূল্য সর্বনিম্ন মূল্য)
যেকোন দেশের বিমানের টিকিটের জন্য বা যে কোন ট্রাভেল রিলেটেড কাজে কল করুন :
𝐂𝐚𝐥𝐥 𝟐𝟒/𝟕 𝐨𝐫 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩
wa.me/+971542873228
wa.me/+8801963008008
Book your International and Domestic Flights Ticket with an extra discount.
We provide you:
👉 Air Ticket
👉 Hotel Booking
👉 Trip Organize
👉 Passport Service
👉 VISA Processing
Dhaka Corporate Office:
Islam Mansion (2nd floor),
House # 39, Road # 126,
Gulshan-1, Dhaka-1212, Bangladesh

03/10/2024
18/09/2024

UAE Amnesty Program-2024
Dubai 2 Years Freelance Visa

Package Included:
🏥 Labor Insurance
🏩 Medical
🪪 Emirates ID
📝 No Objection Certificate
📑 Jobless Insurance
🏦 Personal Bank Account Assistance

Contact now: 054 287 3228

18/09/2024

সোমবার ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ‘‘ঈদ-ই-মিলাদুন্নবী’’ পালন করা হয়। এ উপলক্ষ্যে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিতঃ https://bbangla-tv.com/3636/

18/09/2024
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান তৌহিদ হ...
14/08/2024

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান।

আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির ...........
11/08/2024

আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির ...........

আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে কাজ চল�

09/08/2024

রাজধানীর বিভিন্ন থানায় সেনাবাহিনীর সহযোগিতায় কাজ শুরু করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেছে সেনাবাহিনী। তারা কথা দিয়েছেন থানায় কোনো প্রকার হামলা হবে না।

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন।

08/08/2024

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কারা থাকছেন অন্তর্বর্তী স�

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন) গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স...
31/07/2023

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 fe

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তি...
23/06/2023

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন । এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে । তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত । বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে । এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো । তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি । ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ! আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) বলবেন- আর কিছু চাই না ।

না না । আজ তো দেয়ার দিন । আমি আরও দিব । বলো কি চাই ।

তখন জান্নাতীরা (আলহামদুলিল্লাহ ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও । আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি । চোখ বন্ধ করে একটু চিন্তা করুন । সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন । যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন । কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন । খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন । কত চাওয়া, মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি । একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন । বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন। মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন , পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি , আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব । ইনশাআল্লাহ ।

এ যে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন ।

আমিন 🤲

টাইটানিক কোথায় ডুবে আছে  জানেনতো? কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে! ...
22/06/2023

টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে!

অতলান্তিক ( atlantic এর বাংলা) মহাসমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীর জলের নীচে!

ওশনগেইট ( oceangate) নামের একটা কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে!

আট দিনের একটা ট্যুর প্যাকেজ।
আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট সাবমেরিনে করে, সার্ফেস থেকে সাড়ে তিন কিলোমিটার গভীরে, টাইটানিকের ধ্বংসাবশেষের মুখোমুখি করা হবে!

রীতিমতো ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স!

তবে পুরো প্যাকেজটা মারাত্নক এক্সপেন্সিভ।
বাংলাদেশী টাকায় প্রায় আড়াই কোটি টাকার উপরে লাগে !

এই সাবমার্সিবল, মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান! খুবই মাইক্রো সাইজের একটা সাবমেরিন। তাতে টেনেটুনে পাইলট সহ মোটে পাঁচ জনের জায়গা হয়!


সমস্যা হচ্ছে,
রবিবার সকাল বেলা, টাইটানে করে চারজনের একটা ট্যুরিস্ট দল, টাইটানিক দেখতে নেমেছিলো!

নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা!

কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই!
ভ্যানিশ!

টাইটানে বড় জোর ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন সরবরাহ আছে। পানি খাবারও খুব একটা নেই!

এদের রেসক্যু মিশনে এখন আমেরিকা, কানাডার কোস্ট গার্ড নেভি নেমেছে তবু কোন হদিস পাওয়া যাচ্ছেনা!

সাবমেরিনে, ইংল্যান্ডের তিন জন আছে দেখলাম। একজন বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, আরেকজন পাকিস্তান বর্ন বিজনেস টাইকুন দাউদ আর তার ছেলে!


টাইটানিক ডুবে যাওয়ার সে অঞ্চলে আরেকটা বিয়োগ গাথা রচিত হচ্ছে?

টাইটানিক ব্যাপারটাই কি মৃত্যু ডেকে আনে?
টাইটান নামটাই কি ভ্যাজালের?

নাকি আসলে একট অতি ক্ষুদ্র কো ইনসিডেন্স?

নাকি শেষ পর্যন্ত কোন একট অলৌকিক উপায়ে টাইটানকে খুজে পাওয়া যাবে!
সময় ফুরিয়ে আসছে দ্রুত!
মোটে কয়েক ঘন্টার অক্সিজেন সাপ্লাই আছে আর!

( টাইটানের জন্য প্রার্থনা।)

-ডা.ইমরান কায়েস

হেঁটে যাওয়ার জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা হল কেপটাউন (দক্ষিণ আফ্রিকা) থেকে মাগাদান (রাশিয়া)। এই পথ পারি দেওয়ার জ...
19/06/2023

হেঁটে যাওয়ার জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা হল কেপটাউন (দক্ষিণ আফ্রিকা) থেকে মাগাদান (রাশিয়া)। এই পথ পারি দেওয়ার জন্য কোনো প্লেন বা নৌকার দরকার নেই, নদীর উপরে ব্রিজ আছে।

এই পথের দৈর্ঘ্য প্রায় ২২,৩৮৭ কিলোমিটার
(অর্থাৎ ১৩,৯১১ মাইল) এবং এই রাস্তা ভ্রমণ করতে আপনার প্রায় ৪,৪৯২ ঘন্টা সময় লাগবে।

একটানা ১৮৭ দিন হাঁটলে আপনি এই রাস্তা অতিক্রম করতে পারবেন! অথবা দৈনিক ৮ ঘণ্টা করে হাঁটলে ৫৬১ দিনে এই রাস্তা অতিক্রম করতে পারবেন।

এই পথ চলার সময় আপনি ১৭ টি দেশ এবং বছরের প্রায় সকল ঋতুর মধ্য দিয়ে যাবেন।

আর আপনিও যদি একজন ভ্রমণ প্রেমী হন তাহলে অবশ্যই একবার চেষ্টা করতে পারেন।

মানচিত্রে মহান মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময় পর্যন্ত বিস্তৃত মুঘল সাম্রাজ্য ।  যা বর্তমান বাংলাদেশ,ভারত,পাকিস্তান এ...
19/06/2023

মানচিত্রে মহান মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময় পর্যন্ত বিস্তৃত মুঘল সাম্রাজ্য ।
যা বর্তমান বাংলাদেশ,ভারত,পাকিস্তান এবং আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিলো।
যার আয়তন ছিল প্রায় ৪০ লক্ষ বর্গ কিলোমিটার,যা উত্তর থেকে দক্ষিনে প্রায় ৩ মাসের পথ ।
এসময় মুঘল সাম্রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় ১৫ কোটির বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ।
সম্রাজ্যের জিডিপি ছিল ৯০ বিলিয়ন ডলারের বেশি, বিশ্বের মোট জিডিপির ২৫℅ , যা সেই সময়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি।
সাম্রাজ্যে বাৎসরিক করের পরিমাণ ছিল ৪৫০ মিলিয়ন ডলার

১৯৭৬ সাল: ১৯ টি জেলা নিয়ে বাংলাদেশের মানচিত্র।সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
12/06/2023

১৯৭৬ সাল: ১৯ টি জেলা নিয়ে বাংলাদেশের মানচিত্র।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

অসুস্থ ছিলেন, দেশে গিয়ে চিকিৎসা করবেন বলে কাগজপত্রের জন্য বহুবার দূতাবাসে গিয়েছেন কিন্তু দূতাবাসের হয়রানির কারনে আর দেশে...
26/05/2023

অসুস্থ ছিলেন, দেশে গিয়ে চিকিৎসা করবেন বলে কাগজপত্রের জন্য বহুবার দূতাবাসে গিয়েছেন কিন্তু দূতাবাসের হয়রানির কারনে আর দেশে ফেরা হলোনা জীবন যুদ্ধে হেরে যাওয়া প্রবাসী,
মালয়শিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ভিতরেই এই প্রবাসী মারা গিয়েছেন।

শুধু ট্রাভেল পাসের জন্য হাইকমিশনে তিন চার বার গেলে তাকে হয়রানি করা হয়েছে। একবার বলেছে পাসপোর্টের ফটোকপি লাগবে, আরেকবার বলেছে জন্ম নিবন্ধনের কাগজ লাগবে। আজ পুলিশি রিপোর্ট নিয়ে গেলেও কোনো কথা শোনেনি হাই কমিশন। উনি অনেক অসুস্থ থাকায় দেশে আসার জন্য বাংলাদেশ এম্বেসিতে ট্রাভেল পাস আনতে যান। কিন্তু বাংলাদেশ হাইকমিশন তাকে কোন ধরনের সাহায্য করেনি।

মাননীয় পররাস্ট্র মন্ত্রী মহোদয়,
দূতাবাসগুলোতে কারা চাকরি করে এবং তাদের আচার ব্যবহার কেমন তার বর্ণনা পেতে হলে মালয়শিয়াতে বাস করা প্রবাসী শ্রমিকদের সাথে কথা বলে দেখেন একবার, কান্না সামলাতে পারবেন না।
এতো কস্ট করে বৈদেশিক মূদ্রা পাঠাচ্ছে বাংলাদেশে, আর সেই টাকায় বেতন নেওয়া হাইকমিশনের সরকারি লোকেদের কাছে তারা পশুর মতো তুচ্ছ তাচ্ছিল্লের স্বীকার হচ্ছে।
এই অবস্থা আর কত কাল চলবে ?
মালয়শিয়াতে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার বিচার আপনি করবেন। এই আমাদের প্রত্যাশা। আমরা দ্রুততার সহিত আপনার এ্যাকশন দেখার প্রতিক্ষায় রইলাম।

৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।১| নদীর পাড়ের বাড়ি২। ব্রেক ছাড়া গাড়ি৩। ঘর ছাড়া নারী।তিনটি জিনিস একবার আসেঃ(১) মাতা...
22/05/2023

৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।

17/05/2023
আবুধাবি বাংলাদেশ দূতবাসের নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের নির্মানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক প্লট বরাদ্দ সংক্রান...
05/05/2023

আবুধাবি বাংলাদেশ দূতবাসের নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের নির্মানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক প্লট বরাদ্দ সংক্রান্ত চুক্তি সই।

আপনার সন্তানকে বলবেন না যে কথা গুলো :১. আপনার শিশুকে বলবেন না: দেয়ালে দৃশ্য এঁকো না। বরং তাকে বলুন: তুমি তোমার খাতায় দ...
06/09/2021

আপনার সন্তানকে বলবেন না যে কথা গুলো :
১. আপনার শিশুকে বলবেন না: দেয়ালে দৃশ্য এঁকো না। বরং তাকে বলুন: তুমি তোমার খাতায় দৃশ্য আঁকো, আঁকা শেষ হলে দৃশ্য বা ছবিটা দেয়ালে বা ফ্রিজের ওপর বা বোর্ডে লটকে দিবে।
২. আপনার সন্তানকে বলবেন না: উঠো! নামায পড়ে নাও, না হলে জাহান্নামে যাবে। বরং তাকে বলুন: চলো! একসাথে নামাযটা আদায় করে নিই, তাহলে জান্নাতেও একসাথে থাকতে পারবো।
৩. আপনার সন্তানকে বলবেন না: এই তোমার কামরাটা পরিষ্কার করে নাও, ইশ! খোয়াড় বানিয়ে রেখেছে কামরাটাকে। বরং তাকে বলুন: তোমার কামরাটা কি তুমি একাই গোছাতে পারবে? নাকি আমি সাহায্য করবো? তুমি তো সব সময় একাই সবকিছু গুছিয়ে রাখো।
৪. সন্তানকে বলবেন না: হয়েছে খেলাধূলা ছেড়ে এবার পড়তে বসো। খেলার চেয়ে পড়ালেখা গুরুত্বপূর্ণ। বরং তাকে বলুন: তুমি তাড়াতাড়ি আজকের পড়াটা শেষ করে ফেলো, তাহলে পরে খেলার জন্য অনেক সময় পাবে।
৫. আপনার সন্তানকে বলবেন না: এই! দাঁত ব্রাশ করো, আমি না বললে দেখি তুমি দাঁতে হাতই দাও না। বরং বলুন: তুমি তো দেখি আমি বলার আগেই দাঁত পরিষ্কার করে ফেলো!
৬. আপনার সন্তানকে বলবেন না: বাম কাত হয়ে শুয়ো না। বরং তাকে বলুন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ডানকাত হয়ে শুতে শিখিয়েছেন।
৭. আপনার সন্তানকে বলবেন না: একদম চকলেট খাবে না। সারাদিন শুধু চকলেট আর চকলেট। দাঁতগুলো তো সব এভাবেই যাবে। বরং তাকে বলুন: তোমাকে দিনে একবার চকলেট খাওয়ার অনুমিত দেয়া যাবে, কারণ তুমি নিজ দায়িত্বেই প্রতিদিন দাঁত পরিষ্কার করে ফেলো।
সংগৃহীত

Address

Near Malbar Super Marcket Deira Dubai UAE
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when MKANews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MKANews.com:

Videos

Share

খবরের সন্ধানে - ছুটে যাই সবখানে

দেশ ও বিদেশে থাকা সকল বাংলাদেশীদের জন্য বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন আমাদের লক্ষ্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All