14/10/2024
ক্যামেরার সামনে অভিনয় কেমন হওয়া উচিত, একজন নতুন অভিনয় শিল্পীর কী কী বিষয় মাথায় রাখা উচিত এসব নিয়ে একটা আড্ডার আয়োজন করছি আমরা- পাঁচফোড়ন, আগামী ১৯ অক্টোবর, শনিবার, সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। উদ্দেশ্য- কিছু নতুন ট্যালেন্ট এর সাথে পরিচিত হওয়া এবং সামনে তাদের সাথে কিছু নিয়মিত কাজের সুযোগ তৈরি করা।
আড্ডায় থাকছেন ক্যামেরার সামনের এবং পেছনের দুর্দান্ত সব মানুষ। তাদের মধ্যে অন্যতম
পলাশ রসূল, খালিদ হাসান রুমি, নাদিয়া হক, আব্দুল্লাহ আল সেন্টু এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিম!
এই আড্ডায় বৈশাখ ছাড়াই ঝড় উঠবে চায়ের কাপে, অভিজ্ঞতার ঝুলি খুলবে, প্যাকেট খোলার আগেই বিস্কুট ফুরাবে! আমরা আড্ডা দেবো গুটি কয়েক বিষয়ে। সেগুলি হলোঃ
*স্টেজ একটিং ভার্সেস স্ক্রিন একটিং
*ডায়লগ থ্রোইং
*এক্সপ্রেশন
*ডাইরেক্টর সাব কি চান?
*সেলফ গ্রুমিং
আপনি যদি নবীন থিয়েটার কর্মী হয়ে থাকেন এবং এই আড্ডায় অংশ নিতে চান তাহলে এখনই https://forms.gle/DGzYwdoDnMEXgu797 এই ফর্মটা ফিলাপ করে ফেলুন। আগ্রহীদের ভেতর থেকে আপাতত মাত্র ১৫ জনকে নিয়েই শুরু করবো এই আড্ডা। আগ্রহীর সংখ্যা বেশি হলে আড্ডার সংখ্যাও বেড়ে যাবে।