Free Feelings

Free Feelings জীবন কখনো কারো জন্য থেমে থাকে না �

04/02/2024

পরিবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী🥹
যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি।

চিনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো ।   জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো।। আর আমাদের দেশের বুয়েট,...
14/02/2023

চিনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো । জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো।। আর আমাদের দেশের বুয়েট, চুয়েট,কুয়েট,রুয়েটে পড়াশোনা শেষ করা ইঞ্জিনিয়ারেরা এসব তথ্য মুখস্থ করে বিসিএস দিবে!
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
মেট্রোরেলের আয়তন কত? ঘন্টায় কত কি.মি বেগে চলে ইত্যাদি ইত্যাদি ?

বাংলাদেশের ইতিহাসের পাতায় এক নতুন নাম হিরো আলম এমপিএটা দুনিয়া এখানে কেউ কাউকে জায়গা দে না নিজের জায়গা নিজেকেই করে নি...
05/02/2023

বাংলাদেশের ইতিহাসের পাতায় এক নতুন নাম
হিরো আলম এমপি
এটা দুনিয়া এখানে কেউ কাউকে জায়গা দে না নিজের জায়গা নিজেকেই করে নিতে হয় আর সেই কাজটা হিরো আলম করে দেখিয়েছে🙂 শুভকামনা অন্তর থেকে দোয়া রইল তার জন্য

25/01/2023
my constant.
31/12/2022

my constant.

20/12/2022

- একাকীত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে🌸

- সুখী মানুষের তালিকায় থাকবেন!'🖤

25/10/2022

আশচার্য বেসে ঘুরাছে ভয়ংকর রুপী মানুষ!!এলাকাবাসী ঘুরছে আতংকে,শিশু ধরা ভেবে ভিড় করছে হাজার হাজার মানুষ।

18/10/2022

পাংশা হাবাসপুর কলেজ মাঠে মেলা তে হিরো আলম রিয়া মনি দেখতে হাজার জনতা ঢল নেমেছে

04/10/2022

Rain in jungle is so peaceful 🌧️🌿🍃

রাস্তা ছাড়েন প্লিজ।           কই যাইবেন মিস?ঔষুধ আনতে ভাই।           আজ তোরেই চাই।দোষটা কি আমার?          তুই রসের খামার...
02/10/2022

রাস্তা ছাড়েন প্লিজ। কই যাইবেন মিস?
ঔষুধ আনতে ভাই। আজ তোরেই চাই।
দোষটা কি আমার? তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ! এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা'টা বাসায়। আমার কি আসে যায়?
মানুষ ডাকবো কিন্তু৷ এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম! চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার। মিটাই আশা একবার।
নাইরে তোর মা-বোন। চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই, আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও,বাঁচাও,বাঁচাও। চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দ মেতে ওঠে।অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক।একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে।তারপর মেয়েটা গোঙ্গাতে গোঙ্গাতে বলতে লাগলো,

একটু পানি যদি পাই, হারামজাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস। কিছুক্ষন পর হবি লাশ!
জীবনটা দেন ভীক্ষা। পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাব ঘটনা সব। জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু। শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন। ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ! এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ ;
ধর্ষক বেঁচে যায়,ধর্ষণ করে যায় এর নাম বাংলাদেশ।
ধর্ষণ
Collected

21/09/2022

কোনো একদিন সমুদ্রের পাড়ে তুমি আর আমি ❤🥺 EGO

19/09/2022

তুমি আমার সেই মানুষ যার কাছে শান্তি খুঁজে পাই!☺️💖

16/09/2022

চট্টগ্রাম পতেঙ্গা স্টিলমিল বাজার শিল্পপণ্য মেলায় আমি রিয়া মনি ও হিরো আলম।

14/09/2022

তুমি আমি আর অচেনা এক রাস্তা! 💖

13/09/2022

Bangladesh সেনাবাহিনী নিয়ে যা বললেন 'আবরারু হক আসিফ' হুজুর বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব

11/09/2022

এমন বেলকনিতে কথা বলতে বলতে কথা ফুরিয়ে যাবে তবুও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতো না।❤️

14/08/2022
09/08/2022
পিঞ্জর খুলে দিয়েছি ,,,,যা কিছু বলার ছিল বলে দিয়েছি ,,,যারে যাবি যদি যা,,,,🦜
31/07/2022

পিঞ্জর খুলে দিয়েছি ,,,,
যা কিছু বলার ছিল বলে দিয়েছি ,,,
যারে যাবি যদি যা,,,,🦜

একটি প্রতিবাদ, একটি বিজয়। প্রতিবাদ থেকে জন্ম নেয় প্রতিরোধ, তারপর হবে প্রতিশোধ। জয় হোক তারুন্যের, ধ্বংস হোক লুটেরাদের চলম...
20/07/2022

একটি প্রতিবাদ, একটি বিজয়। প্রতিবাদ থেকে জন্ম নেয় প্রতিরোধ, তারপর হবে প্রতিশোধ। জয় হোক তারুন্যের, ধ্বংস হোক লুটেরাদের চলমান বীভৎস সিন্ডিকেট। এভাবেই গর্জে উঠুক তারুন্যের হাতিয়ার। মুক্তি পাক এই বিভীষিকাময় জনপদের সাধারন মানুষ।

অভিনন্দন হে তারুন্য….

ভালবাসা অবিরাম…

19/07/2022

হোক প্রতিবাদ, আসুক বাধা
আওয়াজ উঠুক জোরে,
আওয়াজ উঠুক মুখের ভাষায়
লক্ষ্য গলার স্বরে!

কন্ঠ এবং সুরঃ Tasrif Khan

তোমার কাজল কালো চোখের মায়ায় হৃদয় কেমন করে! তোমার মুখের হাসির আভাচাঁদ হয়ে ওঠে, তোমার চোখের পলক যেন ভাসে রঙিন স্রোতে।
17/07/2022

তোমার কাজল কালো চোখের মায়ায় হৃদয় কেমন করে! তোমার মুখের হাসির আভাচাঁদ হয়ে ওঠে, তোমার চোখের পলক যেন ভাসে রঙিন স্রোতে।

বাংলাদেশের সেরা সন্তান আপনারা বীর, শহীদ এই আত্মত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো
08/06/2022

বাংলাদেশের সেরা সন্তান
আপনারা বীর, শহীদ
এই আত্মত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো

চালের জন্য------------ওএমএসের ট্রাকের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষায় আছেন মা হালিমা। এ সময় ট্রাকের নিচে পড়ে যাওয়া চাল ...
01/06/2022

চালের জন্য
------------
ওএমএসের ট্রাকের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষায় আছেন মা হালিমা। এ সময় ট্রাকের নিচে পড়ে যাওয়া চাল কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে তাঁর ছোট্ট মেয়ে রহিমা। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায়। ছবি

অসংখ্য মানুষের কাছে প্রিয় হবার চেয়ে নির্দিষ্টএকটা মানুষের প্রিয় হওয়া অনেক শ্রেয়.!🖤
18/05/2022

অসংখ্য মানুষের কাছে প্রিয় হবার চেয়ে নির্দিষ্ট
একটা মানুষের প্রিয় হওয়া অনেক শ্রেয়.!🖤

নির্দিষ্ট একজনে তৃপ্ত থাকার মতো আনন্দ কিংবা সুখ; পৃথিবীর আর অন্যকিছুতে নেই!🖤
18/05/2022

নির্দিষ্ট একজনে তৃপ্ত থাকার মতো আনন্দ কিংবা সুখ; পৃথিবীর আর অন্যকিছুতে নেই!🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Free Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies