শেখ রিফান আহমেদ

শেখ রিফান আহমেদ I am a media worker, so as I portray the image of the society and also try to stand by the helpless.

15/11/2023

[]
সম্প্রতি মাত্রাতিরিক্তভাবে বেড়েছে ইমো হ্যাক। যদিও আগে প্রায়ই ফেসবুক হ্যাকের কথা শোনা যেত, কিন্তু ইমো হ্যাকের বিষয়টা সব রেকর্ড ভংগ করেছে। আচ্ছা ইমো হ্যাক করে কি শুধু টাকা-ই চাওয়া হয়, নাকি আরও কোন ডিমান্ড থাকে হ্যাকারের? আর হ্যাক হয়ে যাওয়া আইডি উদ্ধারে করণীয়?

বিবর্তনের সমরযুদ্ধে আত্ম উৎসর্গকারী আমার এই শহীদ ভাইটির জন্য সবাই দোয়া করবেন, আমিন।
09/11/2023

বিবর্তনের সমরযুদ্ধে আত্ম উৎসর্গকারী আমার এই শহীদ ভাইটির জন্য সবাই দোয়া করবেন, আমিন।

09/11/2023

©একটি বিশেষ ঘোষণা ©
কোন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়াসহ যে কোন অনৈতিক কাজের প্রমাণ পেলে আপনার মোবাইল থেকে ১০৬ এ ফোন দিন, তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ না গেলেও চেরাগের জ্বীন মানে দুদক টিম হাজির হয়ে যাবে। ঘোষণাটি শেয়ার করে এই মহান উদ্যোগটি সকলের মাঝে ছড়িয়ে দিন।

জাতীয় দৈনিক নাগরিক ভাবনা, বর্ষ: ৪, সংখ্যা: ২৪০প্রকাশের তারিখ: ০৭ই নভেম্বর, ২০২৩ইং মঙ্গলবারপুরো পেপার দেখতে: https://nago...
06/11/2023

জাতীয় দৈনিক নাগরিক ভাবনা, বর্ষ: ৪, সংখ্যা: ২৪০
প্রকাশের তারিখ: ০৭ই নভেম্বর, ২০২৩ইং মঙ্গলবার
পুরো পেপার দেখতে: https://nagorikvabna.com/epaper/

03/11/2023
01/11/2023

⏭️✅ বাস্তবতা ও দুনিয়া ✅⏭️
এই দুটো'র কোন মিল না থাকলেও একেবারে ফেলে দেয়াও কিন্তু যাবে না। Tense বা ক্রিয়ার কাল ভেদে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন ভাগে মানব জীবন। পুরো জীবনটাকে "দুনিয়া" বললেও "বর্তমান সময়"টাকে বলা হয় "বাস্তবতা"। আবার "দুনিয়া"কে কথক অর্থে "পৃথিবী" বোঝায়। এই "দুনিয়া বা পৃথিবী" গোল হওয়ায় মানব জীবনে ঘটা কিছু ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অনেকে তা না বুঝলেও কিছু লোক কিন্তু ঠিক-ই উপলব্ধি করে এবং তা বুঝতে-ও পারে। যখন প্রথমবার ঘটনাটি ঘটেছিল, তখন ঐ সময়ে ঐটা ছিল "বর্তমান", একই ঘটনা আবার যখন ঘটে, তখন আমরা আগেরটাকে "অতীত" বলে এড়িয়ে গেলেও বর্তমানেরটাকে কিন্তু উপলব্ধি করি। আমরা মানব প্রজাতি পরে অবশ্য এটাকে কঠিন "বাস্তবতা" বলে চালিয়ে দেই।

🔥যাদের মাথার উপর দিয়ে গেছে, তাদের জন্য উদাহরণ:🔥
স্কুল জীবনে সব কাজ বাদ দিয়ে মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ২৫ বছর পর আজও দাঁড়িয়ে থাকে। পার্থক্য, ঐ যে বললাম "দুনিয়া", তখন সময়টা ছিল অন্যের মেয়ের জন্য, আজ নিজেরটার জন্য, হ্যা এটাই "বাস্তবতা", কঠিন বাস্তবতা। 😜😭🥰🥰

অনেক বছর পর খুলনায় মা ও পরিবারের সাথে জন্মবার্ষিকী পালন, উপস্থিত সকলের পাশাপাশি ধন্যবাদ জানাই সারাদেশের বিভিন্ন প্রান্ত ...
24/10/2023

অনেক বছর পর খুলনায় মা ও পরিবারের সাথে জন্মবার্ষিকী পালন, উপস্থিত সকলের পাশাপাশি ধন্যবাদ জানাই সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সবাই ভালো থাকবেন।

দৈনিক নাগরিক ভাবনা, প্রকাশের তারিখ: ১৮ অক্টোবর, ২০২৩ইংআরও পেইজ পেতে ভিজিট করুন: https://nagorikvabna.com/epaper/
17/10/2023

দৈনিক নাগরিক ভাবনা, প্রকাশের তারিখ: ১৮ অক্টোবর, ২০২৩ইং
আরও পেইজ পেতে ভিজিট করুন: https://nagorikvabna.com/epaper/

Good Work, Amrito.
16/10/2023

Good Work, Amrito.

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা মেকআপের জন্য জরুরি ভিত্তিতে ২জন  অপারেটর আবশ্যক। আগ্রহীগণ অতিসত্বর ...
14/10/2023

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা মেকআপের জন্য জরুরি ভিত্তিতে ২জন অপারেটর আবশ্যক। আগ্রহীগণ অতিসত্বর যোগাযোগ করুন ⤵️
01671-827303
01819242905
অথবা cv পাঠান [email protected] এ।

এই বাইকটার মাইলেজ, সার্ভিস, কমফোর্ট সম্পর্কে অভিজ্ঞ লোকদের মতামত চাই, আমি প্রায়ই হিরো হাংক ডিডি দিয়ে পরিবার নিয়ে লং জার্...
13/10/2023

এই বাইকটার মাইলেজ, সার্ভিস, কমফোর্ট সম্পর্কে অভিজ্ঞ লোকদের মতামত চাই, আমি প্রায়ই হিরো হাংক ডিডি দিয়ে পরিবার নিয়ে লং জার্নি করি, সেইক্ষেত্রে কোনটা বেষ্ট?

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’প্রকাশের তারিখ: ১০ অক্টোবর, ২০২৩ইংপ্রিন্ট ভার্সন (ইপোর) পড়তে ভিজিট করুন:htt...
09/10/2023

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’
প্রকাশের তারিখ: ১০ অক্টোবর, ২০২৩ইং
প্রিন্ট ভার্সন (ইপোর) পড়তে ভিজিট করুন:
https://nagorikvabna.com/epaper/

দৈনিক নাগরিক ভাবনা https://nagorikvabna.com/epaper/প্রকাশের তারিখ : ০৫/১০/২০২৩ইং
04/10/2023

দৈনিক নাগরিক ভাবনা
https://nagorikvabna.com/epaper/
প্রকাশের তারিখ : ০৫/১০/২০২৩ইং

ওয়েব: nagorikvabna.com॥ মেইল: [email protected]॥ ফেসবুক: fb.com/info.nagorikvabna ও news.nagorikvabna

দৈনিক নাগরিক ভাবনা, প্রকাশের তারিখ: ০৪/১০/২৩ইংhttps://nagorikvabna.com/epaper/
03/10/2023

দৈনিক নাগরিক ভাবনা, প্রকাশের তারিখ: ০৪/১০/২৩ইং

https://nagorikvabna.com/epaper/

02/10/2023

আমার স্ত্রী শারীরিকভাবে খুবই অসুস্থ, সবার দোয়া চাই

30/09/2023

মানব প্রজাতির জীবনে অতীব গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে 'বিয়ে' ও 'মৃত্যু', এ যেন পৃথিবীর দুই প্রান্তের দুই মেরু। তবে এ দুয়ের মাঝে রয়েছে অদ্ভুত কিছু মিল। যদিও আমরা সবাই তা জানি, তবুও গুরুত্ব দিয়ে কেউ কখনো ভেবেছেন বলে আমার মনে হয় না, তাই সকলকে পুনরায় মনে করিয়ে দিতে একটু স্মৃতিচারণ-

বিয়ে ও মৃত্যু-
এক জায়গায় একজনকে উঠানো হয় পালকিতে,
তো অন্য জায়গায় উঠানো হয় খাটিয়াতে।
ফুল ছিটানো হয় দুই জায়গাতেই।
তবে পার্থক্য শুধু-
একজন যায় নিজের ইচ্ছায় সেজে-গুজে,
তো অন্যজনকে অনিচ্ছায় নেওয়া হয় সাজিয়ে।

বিয়ে ও মৃত্যু-
একজন নিজে যায় স্বামীর হাত ধরে,
তো অন্যজনকে নিয়ে যায় সকলে মিলে।
দুজনেই যায় নিজের ঘরে,
তবে পার্থক্য শুধু-
একজন যায় আনন্দে নিজে থেকেই উঠে,
তো অন্যজনকে নিতে হয় সকলে মিলে উঠিয়ে।

বিয়ে ও মৃত্যু-
অনুষ্ঠান-মাহফিল দু'জায়গাতেই হয়,
লোক সমাগমও হয় দুই জায়গায়।
তবে পার্থক্য শুধু-
এক জায়গায় সবাই মিলে আনন্দে হাসে,
তো অন্য জায়গায় সবাই মিলে কাদে শোকে।

বিয়ে ও মৃত্যু-
দু'জায়গায় হুজুর থাকলেও, বিয়েতে ডাকে কাজি।
আয়াত পড়া হয় দুই জায়গাতেই।
তবে পার্থক্য শুধু-
এক জায়গায় দুজনকে হুজুর পড়ায় বিয়ে,
অন্য জায়গায় সকলে মিলে পড়ে জানাজা।

বিয়ে ও মৃত্যু-
দুই জায়গাতেই দেয়া হয় বিদায়।
তবে পার্থক্য শুধু-
এক জায়গায় জামাইকে আপন করে মেয়েকে দেয় বিদায়,
তো অন্য জায়গায় দাফন করিয়ে মৃতকে দেয় চির বিদায়।

হ্যা হ্যা, মনে পড়ে?
30/09/2023

হ্যা হ্যা, মনে পড়ে?

দেখছে সবাই, বলছে না কেউমো: নয়ন মিয়া, বিরামপুর (দিনাজপুর) ও নূর মোহাম্মদ সজীবসরকারি খরচে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশ...
29/09/2023

দেখছে সবাই, বলছে না কেউ
মো: নয়ন মিয়া, বিরামপুর (দিনাজপুর) ও নূর মোহাম্মদ সজীব
সরকারি খরচে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রী সাধারনের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে দেওয়া হয়েছে রেলিং। কিছুদিন না যেতেই নবনির্মিত এই রেলিংগুলোর মাঝের কিছু রড চুরি করে নিয়ে গেছে স্থানীয় ছিচকে চোর ও মাদকসেবীরা। অনেকে আবার নিজের সম্পদ মনে করে প্রকাশ্যে কিছু রড খুলে নিয়ে গিয়ে ব্যবহার করছেন নিজস্ব বাসাবাড়ি বা দোকানে। এ ধরনের ঘটনায় বেশিরভাগ সময় স্থানীয় প্রশাসন অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করে। এদিকে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে যাদের তৎপর থাকা কিংবা ব্যবস্থা নেওয়ার কথা, সেই প্রশাসনকে চুপ থাকতে দেখে, স্থানীয়রাও অপরাধ ঘটতে দেখে না দেখার ভান করে থাকে। সকলের চোখের সামনে ঘটলেও নীরব থাকছে সবাই। এখন প্রশ্ন হচ্ছে, এটা দেখার দ্বায়িত্ব কার? সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি রয়েছে রেলওয়ের নিরাপত্তা প্রহরী, যাদের বেতনসহ সকল সুযোগ সুবিধা যদিও বহন করে সরকার, কিন্তু টাকাটা আসে সরকারি কোষাগারে জমা দেওয়া দেশের মানুষের করের টাকা দিয়ে-ই। অথচ সামান্য অবহেলা ও গাফিলতি কারণে নষ্ট হচ্ছে সরকার তথা দেশের মানুষের সম্পদ। এ যেন সরকারি মাল, তাই দরিয়া মে ঢাল। অবশেষে পত্রিকার ভাষায় বলতে হয়,
"দেখছে সবাই, কিন্তু বলছে না কেউ"।

মাথা উঁচু করে আমাদের চলতে শেখানো এক মহীয়সী নারীর আজ শুভ জন্মদিন
27/09/2023

মাথা উঁচু করে আমাদের চলতে শেখানো এক মহীয়সী নারীর আজ শুভ জন্মদিন

শুভ জন্মদিন নেত্রী
27/09/2023

শুভ জন্মদিন নেত্রী

20/09/2023
20/09/2023

Thank You

https://www.facebook.com/100084725305979/posts/248975031270005/?sfnsn=mo&mibextid=6aamW6
23/07/2023

https://www.facebook.com/100084725305979/posts/248975031270005/?sfnsn=mo&mibextid=6aamW6

১১টি এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয়টি এলাকা এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচটি এলাকা রয়েছে। এগুলো হলো- মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ, উত্তরা, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা। -সূত্র: দৈনিক 'নাগরিক ভাবনা'

15/07/2023
মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই
25/09/2022

মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই

16/09/2022
15/09/2022

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

Loading, Pls wait...
12/09/2022

Loading, Pls wait...

07/09/2022

Address

50/F, Imner Circular, Noyapaltan
Dhaka
GPO-1000

Alerts

Be the first to know and let us send you an email when শেখ রিফান আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেখ রিফান আহমেদ:

Videos

Share

Category


Other Newspapers in Dhaka

Show All