30/09/2023
মানব প্রজাতির জীবনে অতীব গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে 'বিয়ে' ও 'মৃত্যু', এ যেন পৃথিবীর দুই প্রান্তের দুই মেরু। তবে এ দুয়ের মাঝে রয়েছে অদ্ভুত কিছু মিল। যদিও আমরা সবাই তা জানি, তবুও গুরুত্ব দিয়ে কেউ কখনো ভেবেছেন বলে আমার মনে হয় না, তাই সকলকে পুনরায় মনে করিয়ে দিতে একটু স্মৃতিচারণ-
বিয়ে ও মৃত্যু-
এক জায়গায় একজনকে উঠানো হয় পালকিতে,
তো অন্য জায়গায় উঠানো হয় খাটিয়াতে।
ফুল ছিটানো হয় দুই জায়গাতেই।
তবে পার্থক্য শুধু-
একজন যায় নিজের ইচ্ছায় সেজে-গুজে,
তো অন্যজনকে অনিচ্ছায় নেওয়া হয় সাজিয়ে।
বিয়ে ও মৃত্যু-
একজন নিজে যায় স্বামীর হাত ধরে,
তো অন্যজনকে নিয়ে যায় সকলে মিলে।
দুজনেই যায় নিজের ঘরে,
তবে পার্থক্য শুধু-
একজন যায় আনন্দে নিজে থেকেই উঠে,
তো অন্যজনকে নিতে হয় সকলে মিলে উঠিয়ে।
বিয়ে ও মৃত্যু-
অনুষ্ঠান-মাহফিল দু'জায়গাতেই হয়,
লোক সমাগমও হয় দুই জায়গায়।
তবে পার্থক্য শুধু-
এক জায়গায় সবাই মিলে আনন্দে হাসে,
তো অন্য জায়গায় সবাই মিলে কাদে শোকে।
বিয়ে ও মৃত্যু-
দু'জায়গায় হুজুর থাকলেও, বিয়েতে ডাকে কাজি।
আয়াত পড়া হয় দুই জায়গাতেই।
তবে পার্থক্য শুধু-
এক জায়গায় দুজনকে হুজুর পড়ায় বিয়ে,
অন্য জায়গায় সকলে মিলে পড়ে জানাজা।
বিয়ে ও মৃত্যু-
দুই জায়গাতেই দেয়া হয় বিদায়।
তবে পার্থক্য শুধু-
এক জায়গায় জামাইকে আপন করে মেয়েকে দেয় বিদায়,
তো অন্য জায়গায় দাফন করিয়ে মৃতকে দেয় চির বিদায়।