আমরা বিএনপির সৈনিক

আমরা বিএনপির সৈনিক গনতন্ত্রের জন্য আমারা লড়াই করতেছি, আমাদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা।

নতুন বছর হোক শান্তি এবং গনতন্ত্রকামীদের জন্য নতুন বছর।
31/12/2022

নতুন বছর হোক শান্তি এবং গনতন্ত্রকামীদের জন্য নতুন বছর।

 #শোক_সংবাদবিএনপি'র ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল...
31/12/2022

#শোক_সংবাদ
বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।🏴🏴🏴

জনগণ ভোট দিতে পারলে এই সরকারের পাত্তা থাকবেনা: ড. খন্দকার মোশাররফ হোসেন
30/12/2022

জনগণ ভোট দিতে পারলে এই সরকারের পাত্তা থাকবেনা: ড. খন্দকার মোশাররফ হোসেন

30/12/2022

আজ রাজধানী ঢাকা বিএনপির দখলে গণমিছিলে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী অংশ করেন।

30/12/2022
29/12/2022

৩০শে ডিসেম্বর বিএনপির গণমিছিলে হামলার পরিকল্পনা করেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা যদি আওয়ামী সন্ত্রাসীরা করে আমরা এর জবাব দেবো কঠোর ভাবে।

বাংলাদেশ এক কারাগার পুলিশের ভয়ে বাসর রাতে নববধূকে রেখে আত্মগোপনে বিএনপি নেতা ইরান খান———————————— বিয়ে করে নববধূকে বাড়ি...
27/12/2022

বাংলাদেশ এক কারাগার
পুলিশের ভয়ে বাসর রাতে
নববধূকে রেখে আত্মগোপনে
বিএনপি নেতা ইরান খান
————————————
বিয়ে করে নববধূকে বাড়িতে আনা হলেও বাসর করতে পারেননি বর বিএনপি নেতা। বিয়েরদিন দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতারের পর এজাহারভূক্ত আসামি বর ইরান খান পুলিশের গ্রেফতার আতঙ্কে নববধূকে রেখে আত্মগোপন করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের।

মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২, সকালে, ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা গেছে, বাগধা গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক খানের ছেলে ইরান খান সামাজিকভাবে বরযাত্রী নিয়ে পার্শ্ববর্তী আমবৌলা গ্রামের মোক্তার আলী মৃধার মেয়ে নারগিস খানমকে বিয়ে করে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে নিয়ে আসেন।

ওই বিয়ের বরযাত্রী ছিলেন-ইরানের বড় বোন জামাতা জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা। বরযাত্রী থেকে ফিরে সন্ধ্যার পর আবুল মোল্লা বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক খানের সঙ্গে বাগধা পশ্চিমপাড় বাজারের বসে কথা বলেন। এ কারণে এমদাদুলকে মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার।

বিষয়টি জানতে পেরে যুবদল নেতা আবুল মোল্লা ওই বাজারে গিয়ে এমদাদুলকে মারধরের কথা মশিউরকে জিজ্ঞাসা করেন। এ কারণে ওইদিন রাতে স্থানীয় আওয়ামী লীগের ৩০/৪০ জন নেতাকর্মীরা যুবদল নেতা আবুল মোল্লাকে তার শ্বশুর বাড়ি (বিয়ে বাড়ি) খুঁজতে যান।
ওইদিন রাতে ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে আগৈলঝাড়া থানায় হামলা ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেন। এ খবর পেয়ে ওই মামলার এজাহারভুক্ত আসামি নববিবাহিত ইরান খান ও তার ভাই মিরান খান পুলিশের গ্রেফতার আতঙ্কে নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন করেন। এর ফলে নববিবাহিত ইরান খানের বাসর রাত পণ্ড হয়ে যায়।

নববধূ নারগিস খানম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার স্বামী ইরান খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার চাচ্ছি।’

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তবে কোনো আসামি বিয়ে করেছে তা আমাদের জানা নেই।’

সূত্র — বাংলাভিশন/ ডিসেম্বর ২৭, ২০২২

27/12/2022

বিএনপির ৩০শে ডিসেম্বর এর গণমিছিলে দলে দলে যোগদিন সফল করুন।

25/12/2022

অতিউৎসাহী পুলিশদের ছেড়ো দিবেনা বাংলাদেশ। তোমরা মনে রেখো মানবতা বিরোধী অপরাধের বিচারের চেয়ে ও তোমার বিচার আরো কঠোর হবে।

24/12/2022

রাষ্ট্রীয় নিরাপত্তায় আওয়ামীলীগের সম্মেলন শেষ আরেক দিকে রাষ্ট্রীয় পুলিশি তান্ডবে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহত বিএনপি কর্মী।

পঞ্চগড়ে নরকীয় তান্ডব চালিয়ে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিএনপির দুই নেতাকে, বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিলে পুলিশ নিরস্ত...
24/12/2022

পঞ্চগড়ে নরকীয় তান্ডব চালিয়ে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিএনপির দুই নেতাকে, বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিলে পুলিশ নিরস্ত্র বিএনপির নেতাকর্মীদের উপর এভাবে গুলি চালালে আমরা ও বাধ্য হবো হাতে অস্ত্র নিতে এবং পরিশেষে দেশে গৃহযুদ্ধ শুরু একটি স্বাধীন দেশে এভাবে হানাদার বাহিনীর মতো গুলি করলে আমরা এর চাইতে বেশি আর কি করবো।

24/12/2022

পঞ্চগড়ে (শনিবার) বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত...

24/12/2022

দেশে গৃহযুদ্ধ শুরু করতে পাঁয়তারা শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীলীগ ও পুলিশ লীগ।

24/12/2022
দুজনকেই অভিনন্দন জানাই, দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে নতুন কিছু করার চিন্তা করুন এবং মানুষের কল্যানের জন্য কাজ ক...
24/12/2022

দুজনকেই অভিনন্দন জানাই, দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে নতুন কিছু করার চিন্তা করুন এবং মানুষের কল্যানের জন্য কাজ করুন দেশের গনতন্ত্র হরন করা ও বিরোধী মত দমনে আপনাদের যে ভুমিকা ছিলো আশা করি আপনাদের বোধদয় হবে, বেগম খালেদা জিয়া সহ বিএনপি এবং দেশের রাজনৈতিক মতাদর্শের সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে আপনারা সুন্দর ভাবে দল পরিচালনা করুন।

পুলিশের প্রধানমন্ত্রী সবচেয়ে ঝুঁকিতে থাকেন আর আমাদের জনগণ আরামে আছে দুই জঙ্গীকে ছেড়ে দিয়ে।
23/12/2022

পুলিশের প্রধানমন্ত্রী সবচেয়ে ঝুঁকিতে থাকেন আর আমাদের জনগণ আরামে আছে দুই জঙ্গীকে ছেড়ে দিয়ে।

১লা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর প্রশ্নবিদ্ধ পুলিশের বিশেষ অভিযান, তাদের এই অভিযান ছিলো বিএনপির ১০ই ডিসেম্বর এর সমাবেশ ঘির...
21/12/2022

১লা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর প্রশ্নবিদ্ধ পুলিশের বিশেষ অভিযান, তাদের এই অভিযান ছিলো বিএনপির ১০ই ডিসেম্বর এর সমাবেশ ঘিরে কিন্তু ২০ই নবেম্বর পালিয়ে যাওয়া মৃত্যুদন্ড প্রাপ্ত দুই জঙ্গীকে গ্রেফতার করতে পারেনি তারা।

20/12/2022

বিএনপির রাষ্ট্র মেরামত করার ঘোষণায় অবৈধ সরকারের চুলকানি শুরু হয়েছে। অবৈধ কেহই রেহাই পাবেনা।

19/12/2022

বাংলাদেশে গিয়ে কাঁঠালের বার্গার দোকান দিলে কেমন হবে জানাবেন কি।

19/12/2022

#রাষ্ট্র_কাঠামো_মেরামতে_২৭দফা_রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই ২৭ দফা রূপরেখা ঘোষণা করেন।
রাষ্ট্র কাঠামো মেরামতের সংক্ষিপ্ত রূপরেখা:

১. একটি “সংবিধান সংস্কার কমিশন” গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ রহিত/সংশোধন করা হবে।

২. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক “Rainbow Nation” প্রতিষ্ঠা করা হবে।

এ জন্য একটি “National Reconciliation Commission" গঠন করা হবে।

৩. একটি “নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার” ব্যবস্থা প্রবর্তন করা হবে।

৪. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে।

৫. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।

৬. বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে “উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা" (Upper House of the Legislature) প্রবর্তন করা হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে

৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

৮. বর্তমান “প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২” সংশোধন করা হবে।

৯. সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনঃগঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ডেটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদসমূহে নিয়োগ প্রদান করা হবে।

১০. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য একটি “জুডিশিয়াল কমিশন” গঠন করা হবে।

১১. একটি “প্রশাসনিক সংস্কার কমিশন” গঠন করে প্রশাসন পুনঃগঠন করা হবে।

১২. মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি “মিডিয়া কমিশন” গঠন করা হবে।

১৩. দুর্নীতির ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। অর্থ-পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। সংবিধান অনুযায়ী “ন্যায়পাল (Ombudsman)” নিয়োগ করা হবে।

১৪. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। Universal Human Rights Charter অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে।

১৫. বিশেষজ্ঞ সমন্বয়ে একটি “অর্থনৈতিক সংস্কার কমিশন” গঠন করা হবে।

১৬. “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন।

১৭. মুদ্রাস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

১৮. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে।

১৯. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। বাংলাদেশ ভূ-খণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে। না এবং কোন সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয়-প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের অপতৎপরতা বন্ধ করা হলে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে এবং আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা সম্ভব হবে।

২০. দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে।

২১. ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে।

২২. রাষ্ট্রীয় উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে।

২৩. যুবসমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে।
এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে।

২৪. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচী গ্রহণ করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেয়া হবে।

২৫. চাহিদা-ভিত্তিক (Need-based) ও জ্ঞানভিত্তিক (Knowledge-based) শিক্ষাকে প্রাধান্য দেয়া হবে।

২৬. “সবার জন্য স্বাস্থ্য” এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের ‘NHS" এর আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করা হবে।

২৭. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।
পরবর্তীতে যথাসময়ে অন্যান্য বিষয়ভিত্তিক সংস্কার প্রস্তাব ও উন্নয়ন কর্মসূচী প্রকাশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, নিতাই রায় চৌধুরী। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মাহবুবে রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ, অনিন্দ্র ইসলাম অমিত, আসাদুজ্জামান, জহির উদ্দিন স্বপন, শাম্মী আখতার, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এ সময় গণফোরামের মোস্তফা মোহসিন মন্টু, অণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ২০ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পাটির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজর রহমান ইরান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা ইসলামী ঐক্যজোটের মাওলানা কামরুল খান, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জাগপার অপর অংশের খন্দকার লুতফর রহমান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ডিএলের সাইফুদ্দিন মনি, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
পেশাজীবীদের মধ্যে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, অধ্যাপক একেএম আজিজুল ইসলাম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নজরুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাংবাদিক আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leo messi
18/12/2022

Leo messi

Congratulations Argentina🇦🇷
18/12/2022

Congratulations Argentina🇦🇷

16/12/2022

আওয়ালীগ গত ১৫বছরে দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে তারা ব্যাংক ডাকাতি করেছে, ঋনের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে এই হলো আওয়ামীলীগ।

বিজয়ের মাসে আমাদের শপথ নিতে হবে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।
16/12/2022

বিজয়ের মাসে আমাদের শপথ নিতে হবে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।

15/12/2022

আওয়ামী জঙ্গীলীগ ওবায়দুল সন্ত্রাসী কাকু ঘোষণা দিয়েছে বিএনপির উপর আক্রমণ চালাতে তা হলে আমরা বসে থাকবো কেন।

15/12/2022

কাদের কাকুরা যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা ও দিতে পারে আবার যুক্তরাষ্ট্রের কাছে গুম খুনের হিসেব ও চাইতে পারে।

14/12/2022

আওয়ামী জঙ্গীদের প্রশিক্ষণ দিয়েছে পুলিশ সাবধানে থাকুন, ঐসব জঙ্গীলীগদের যেখানে পাবেন সেখানেই কবর দিয়ে দিবেন, কারন আওয়ামী সন্ত্রাসীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

14/12/2022

জঙ্গী সন্ত্রাসীদের পরিবারকে ডেকে এনে মায়ের কান্না নামক নাম দিয়ে তালিকা ভুক্ত সন্ত্রাসীদের পরিবারের ডাক শুনলোনা মার্কিন রাষ্ট্রদূত।

13/12/2022

পুলিশলীগের কাছে শেখ হাসিনা হলো তাদের ভগবান এবং বড় পীর, কিন্তু খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি সংবলিত পোষ্টারে পুলিশলীগের চুলাকনি দেখে মনে হলো ওরা ৭১এর হানাদার বাহিনী।

13/12/2022

কুমিল্লায় হানাদার বাহিনী বিএনপির মিছিলে বিনা উসকানিতে হামলা করেছে। আটক করেছে ১জনকে।

মুক্তি চাই
13/12/2022

মুক্তি চাই

জাতীয় নেতাদের মুক্তি চাই।
12/12/2022

জাতীয় নেতাদের মুক্তি চাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কাছে...
12/12/2022

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের কাছে প্লটের আবেদন করেছেন মর্মে একটি পুরাতন চিঠির ছবি দিয়ে আওয়ামী লীগ সরকার এর সাইবার সন্ত্রাসীরা অপপ্রচার চালাচ্ছে। উল্লেখ্য যে, সংসদ সদস্য হিসেবে তিনি একটি সরকারি প্লট প্রাপ্য। সেই প্রাপ্য প্লটটির জন্যই তিনি আবেদন করেছিলেন। পরবর্তীতে বিএনপি'র কর্মী-সমর্থকদের অনুভুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি উক্ত আবেদন প্রত্যাহার করে নেন।

তার সেই আবেদনপত্র প্রত্যাহার এর চিঠি এখানে দেয়া হলো। আশা করি এরপর আর এই বিষয়ে কোন বিভ্রান্তি থাকবে না।

12/12/2022
11/12/2022

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

Address

Sharjah

Website

http://bnpbd.org/

Alerts

Be the first to know and let us send you an email when আমরা বিএনপির সৈনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Sharjah

Show All