Trendz Now

Trendz Now Trendz Now is a digital content creation and distribution platform.
(17)

Trendz Now is a digital content creation and distribution platform that creates and distributes content regarding trending Features, Geopolitical analysis, Life-changing ideas, and social awareness Categories with a mission to give a new dimension to the digital content distribution field.

12/12/2023

আওয়ামিলীগ এর দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটা গ্রহণযোগ্যতা পাবেন মাহি, তা এখন পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে কী এই আসনে মাহিকে ঘিরেই চলছে রাজনৈতিক বাতাবরণ? নাকি আরও অনেক আসনের স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও প্রতিদ্বন্দ্বিতা চলবে আওয়ামিলীগের দলীয় প্রার্থীদের সঙ্গে?

12/12/2023

বিনা প্রমোশন ও এভারেজ ট্রেইলার সত্বেও দুর্দান্ত গতিতে আগাচ্ছে সালারের ওভারসিজ এডভান্স বুকিং। ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন এগুলা সম্ভব হচ্ছে প্রভাস এবং প্রশান্ত নীলের ব্রান্ড ভ্যালুর কারনে। যদি ডানকির সাথে ক্ল্যাশে টিকে থাকতে হয় তাহলে আরো জোরেসোরে প্রমোশন করতে হবে এই সিনেমাকে।

12/12/2023

আইপিএল থেকে শুরু করে পাকিস্তানের পিএসএল সহ আরো একাধিক লীগেই একসময় নিজের জাদু দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় ।বিদেশী লীগগুলোতে দীর্ঘ সময় নিজের দাপট দেখালেও,এবার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দল ও বিপিএল বাদে সব ধরণের ক্রিকেট লীগ থেকে

12/12/2023

শাকিব খান এবং রায়হান রাফী যখন একসাথে আসবেন তখন স্বাভাবিক ভাবেই তুফান সৃষ্টি হবে। যারফলে তাদের এই সিনেমার টাইটেলও রাখা হয়েছে তুফান । বাংলা সিনেমা ভক্তরা আশা করছেন এই তুফান ইতিহাস সৃষ্টিকারী কোনো সিনেমা হবে। অন্তত সিনেমার পোস্টারও সেই ইঙ্গিতই দিচ্ছে৷

12/12/2023

নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কিন্তু কবে নাগাদ নির্বাচনের মাঠে নামতে যাচ্ছে সেনাবাহিনী? আর কতদিন পর্যন্তই বা রাখা হবে রাজনীতির মাঠে ?

11/12/2023

নিজ হাতে গড়া দল কল্যান পার্টির সকল পদ থেকে সরে আসতে হলো জেনারেল ইব্রাহিমকে। নির্বাচন নিয়ে যতোটা না আলোচনা আছে এই দলকে ঘিরে, তার চেয়ে বেশী আলোচনা চলছে দলের হাইকমান্ড নিয়ে। কিন্তু কেন হঠাৎ করে বহিষ্কার হতে হলো কল্যাণ পার্টি প্রতিষ্ঠাতাকে?

11/12/2023

একদিকে রাজপথে আন্দোলনের প্রতিশ্রুতি, অন্যদিকে বিভিন্ন মামলায় নেতা কর্মীদের গ্রেফতার আতংক; দুইয়ে দুইয়ে চার হতে বাঁধা দিচ্ছে দলটিকে। কিন্তু নির্বাচনে না এসেও কীভাবে নির্বাচনে থাকছে বিএনপি, তা এখন হয়ে উঠেছে দেশীয় রাজনীতির মূল আলোচনা৷ কিন্তু নির্বাচনে না এসেও কীভাবে ৩০০ আসনেই থাকছে বিএনপি?

11/12/2023

পেঁয়াজের দাম কমাতে এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা ।নতুন বছরের ৩১শে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার ।নিজ দেশে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ আর চাহিদা পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি ।প্রতিবেশি দেশের এমন সিদ্ধান্তের পরই পর অস্থিতিশীল হয়ে পড়েছে পেঁয়াজের বাজার

11/12/2023

নিক্সন চৌধুরীর মধ্যকার রসবোধও বেশ ভালো। তিনি মনে করেন তার চেহারা শাহরুখ খানের চেয়েও সুন্দর। সেইসাথে তার ছোটোবেলার স্মৃতিচারণও করেছেন। যেখানে ছিল স্কুল পালিয়ে সিনেমা দেখা সহ, পরীক্ষায় নকল করারও মজার গল্প।

11/12/2023

ফের একবার বিশ্বনবীর আরো একটি বানীকে সত্য প্রমাণ করে প্রকাশ্যে এলো কেয়ামতের বড় এক আলামত । আর এই আলামত প্রকাশ পেয়েছে পৃথিবীর আর কোনো দেশে নয়, বিশ্ব নবীর জন্মভূমি সৌদি আরবেই ।যে মক্কা তার মরুভূমির জন্য গোটা বিশ্বেই পরিচিত হয়ে আছে,কেয়ামতের পূর্ব মুহুর্তে সেই মক্কার মাঠঘাট পরিনত হবে চারণভূমিতে,সেই সাথে দেখা যাবে নদী নালাও

11/12/2023

আসছে নতুন বছর,আর এই নতুন বছরটি ভিন্নভাবে শুরু করতে অনেকেই হয়তো পরিকল্পনা সাজিয়েছেন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের সৌন্দর্য উপভোগের ।তাদের এই পরিকল্পনাকে মাথায় রেখেই আমাদের আজকের এই বিশেষ আয়োজনে কথা বলবো এমন চারটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ নিয়ে,যে দেশগুলোতে ঘুরে আসতে পারবেন ভিসা ছাড়াই ।

11/12/2023

ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যায়, তাহলে সামরিক জোট ন্যাটো থেকে বেরিয়ে আসতে পারে বলে ধারনা মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের। তবে কী আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আর সত্যিই যেই ন্যাটো থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র, তাহলে কেমন হবে আগামীর বিশ্বব্যবস্থা?

11/12/2023

হিরো আলমের নির্বাচনী হলফনামা থেকে জানা যায় বিগত পাঁচ বছরে তার স্ত্রীর সম্পদ বেড়েছে ২৭৫ গুন। এত পরিমান সম্পদ কিভাবে উপার্জন করেছেন এই ভাইরাল সেলিব্রিটি? সোস্যাল মিডিয়াতে পরিচিত হবার আগে কি করতেন তিনি?

11/12/2023

অবশেষে সিলেটের ১০ম কুপে মিলেছে তেলের সন্ধান। যার বাজারমূল্য ৮৫০০ কোটি টাকা। নতুন ভাবে খুঁজে পাওয়া তেলের এই মজুত জ্বালানি খাতে আশার আলো দেখাচ্ছে। তবে এই তেলের সন্ধান কতটা সম্ভাবনাময়?

11/12/2023

সামর্থ্য না থাকায় অনেক ক্রেতাই বাড়ি ফিরছেন পেঁয়াজ না কিনে, আবার অনেকেই নীরব প্রতিবাদ জানিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন পেঁয়াজ কেনা থেকে ।আর এই অস্থির সময়ের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ সরকার ।যে ভারত পেঁয়াজ রপ্তানির উপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে,এবার সেই ভারত থেকেই আসছে ৫২হাজার টন পেঁয়াজ

11/12/2023

স্মার্টফোনের বাজারে এপল স্যামসাংয়ের দাপট থাকলেও,ফিচার ফোনে বিশ্বব্যাপি জনপ্রিয়তা রয়েছে নোকিয়ার ।টেকসই ফিচার ফোন নির্মাণে আজো নোকিয়ার ধারেকাছে ভীরতে পারেনি কেউই । আর এই টেকসই ফোন নির্মাণের ধারাবাহিকতা বজায় রাখতে এবার আর একটি নয়,দুটি শক্তিশালী ব্যাটারির ফোন নিয়ে হাজির হয়েছে নোকিয়া৷

11/12/2023

এবার সিলেটের ১০ নং কূপে বেশ বড় পরিমানে তেল ও গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। যার বাজার মূল্য সাড়ে আট হাজার কোটি টাকা। এর আগে গত মাসেই কৈলাসটিলার একটি পরিত্যক্ত কূপে পাওয়া যায় ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাস।

10/12/2023

জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিপূরণ পেতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে সে ক্ষতিপূরণের দাবি জানিয়ে এলেও, নানা কারনে আটকে আছে দাবীকৃত ক্ষতিপূরনের অর্থ। কিন্তু কেন ক্ষতিপূরণ পেতে বিলম্ব হচ্ছে বাংলাদেশের? আর ক্ষতিপূরণ পেতে কি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ?

10/12/2023

আন্দোলন যেখানে দুর্বল, গ্রেফতার হতে হচ্ছে নেতাকর্মীদের, সেখানে ভোটে না গিয়ে কী বড় ভুল করলো বিএনপি? নাকি নিজেদের কৌশলে বড় ধরনের পরিবর্তন এনে ঘটাবে নতুন কিছু?

10/12/2023

এক সময় হারিয়ে যাওয়া ববি দেওলের পেছনে এখন হাজার হাজার ক্যামেরা। সম্প্রতি এইসব বিষয়ে আলোকপাত করেছেন আমাদের দেশের একসময়কার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। এই নায়কও অনেকদিন যাবৎ ঢালিউডে অনুপস্থিত। ববি দেওলের রাজকীয় প্রত্যাবর্তন দেখে অনেকেই বলছেন এভাবেই ফিরে আসুক আমাদের হারিয়ে যাওয়া নায়ক বাপ্পারাজ।

10/12/2023

ডিজাইনে চমক নিয়ে এবার স্মার্টফোনের বাজার কাঁপাতে আসছে টেক জায়ান্ট স্যামসাং ।নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনটি ।যে ফোনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ

10/12/2023

হিংস্র চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসা কুড়ালেও,সিনেমায় ববির মৃ*ত্যু মেনে নিতে পারেননি মা প্রকাশ কউর । সেই সাথে এমন হৃদয় বিদারক সিনেমায় অভিনয় করতেও বারণ করে দেন ছেলে ববিকে । তবে মায়ের এমন শাসনকে ইতিবাচক চোখেই দেখছেন সানী পুত্র

10/12/2023

শাহরুখের দুই হাত ছাড়িয়ে দাঁড়ানোর মত জায়েদ খানের সিগনেচার স্টেপ হলো এই ডিগবাজি। তবে এটা পরিকল্পনা করে আবিষ্কার করননি জায়েদ খান। অনেকটা পরিস্থিতির শিকার হয়েই ডিগবাজির দ্বারস্থ হয়েছিলেন এই ঢাকাই তারকা। অথচ সেটাই এখন তার নিজস্ব পরিচয় হয়ে দাঁড়িয়েছে।

10/12/2023

জাতির পিতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনাও ফিলিস্তিনকে আকুন্ঠ সমর্থন দিয়ে আসছেন। সম্প্রতি জাতিসংঘেও ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছি*ন্ন করেও বাংলাদেশ শক্তভাবে জানান দিয়েছে আমরা এই দ*খ*ল*দা*র রাষ্ট্রর পক্ষে নেই৷

10/12/2023

বিশ্বের নানা দেশে ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়ে চাপ প্রয়োগ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত এই নিষেধাজ্ঞাকে তারা ব্যবহার করে কূটনৈতিক হাতিয়ার হিসেবেই। কিন্তু হঠাৎ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে যেভাবে আলোচনা চলছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। কিন্তু কি এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা? আর কিভাবেই বা কাজ করে এসব নিষেধাজ্ঞা?

10/12/2023

ভুল, অসত্য ও মানহানিকর এই প্রতিবেদনের প্রতিবাদে ৭১ টেলিভিশনকে আইনি নোটিশ দিয়েছেন মুশফিক। এর আগেই ৭১ টেলিভিশনের খেলাধুলা বিষয়ক পেজ খেলাযোগ সেই প্রতিবেদন ডিলেট করে ফেললেও এবার মুশফিক এবং বিসিবি ব্যবস্থা নিতে যাচ্ছে!

10/12/2023

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে সাম্প্রতিক সময়ে ।অবশেষে এসব মিথ্যাচারের বিরুদ্ধে মুখ খুললেন বিসিবি প্রধান ।নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ সমতার পর গণমাধ্যমের মুখোমুখি হন পাপন;এসময় ভাইরাল হওয়া খবরগুলোকে ভিত্তিহীন দাবি করেন বিসিবি সভাপতি ।

10/12/2023

শুটিং উপলক্ষে ঢাকায় আসছেন রাজকুমারের মার্কিন নায়িকা কোর্টনি কফি। এই সিনেমার জন্য তিনি যেসব প্রস্তুতি নিয়েছেন তাতে মুগ্ধ পরিচালক হিমেল আশরাফ। বাংলা শেখা থেকে শুরু করে রাজকুমারের প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বের সাথে আয়ত্ত্ব করেছেন এই অভিনেত্রী। সিনেমা নিয়ে বেশ পড়াশোনাও আছে কোর্টনি কফির।

09/12/2023

ভৌগোলিক অবস্থানের দিক থেকে সৌদি আরব এমন এক জায়গায় রয়েছে, যাদেরকে প্রয়োজন সকল পরাশক্তির। আর এই গেমপ্ল্যানটা বুঝে ফেলার পরই পরিবর্তন আসছে সৌদি পররারাষ্ট্র নীতিতে। ফলে পশ্চিম কিংবা পূর্ব নয়, বরং আফ্রিকা, এশিয়া কিংবা ইউরোপের অন্যান্য দেশের সাথেও বাড়ছে কূটনৈতিক সম্পর্ক। তবে কী সৌদি আরব নিজেই হতে যাচ্ছে আগামীর পরাশক্তি?

09/12/2023

’শেষ চার বছরে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেই তৃপ্তি ডিমরি পেয়েছেন বলিউডের লুকানোর রত্মের উপাধি ।তবে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সিনেমায় কাজ করলেও,২৯বছর বয়সী এই তারকা সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন বক্স অফিস কাঁপানো এনিমেল সিনেমার বিতর্কিত এক দৃশ্য দিয়ে ।যে অংশটুকু বাদ দেয়ায় ক্ষু*দ্ধ হয়েছেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরা

09/12/2023

ফের একবার রেকর্ড বইয়ে নাম উঠলো কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের ।ঐতিহ্যবাহী এই মসজিদে অতীতে আটটি দানবাক্স থাকলেও,দানের পরিমাণ বেড়ে যাওয়ায় নতুন করে আরো একটি দানবাক্স যুক্ত করা হয় ।তিন মাস বিশদিন পর এই নয়টি দানবাক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে

09/12/2023

পশ্চিমাদের অযৌক্তিক চাপ নিয়ে জাতিসংঘে চিঠি দিয়ে যেন নতুন এক বার্তা দিতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পশ্চিমাদের এমন হস্তক্ষেপকে যেন জাতিসংঘ থেকে নিরপেক্ষ ভাবে তদারকি করা হয় সে বিষয়ে আহবান জানিয়েছেন একে আব্দুল মোমেন।

09/12/2023

শুরু হয়ে গেছে শীতের আমেজ,কমতে শুরু করেছে তাপমাত্রা ।শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম বাংলাদেশে আঘাত না করলেও,এর প্রভাবে দেশজুড়েই দেখা গেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ।আর এই বৃষ্টির সাথে জেঁকে বসতে শুরু করেছে শীতের প্রকোপ

09/12/2023

প্রয়াত কিংবদন্তী হুমায়ূন ফরিদীর ভক্ত আফরান নিশো তাকেই গুরু মেনে নিজের অভিনয় জগতকে সমৃদ্ধ করে চলেছেন। সম্প্রতি নিজের জীবনের ৪৩টি বসন্ত পার করে ফেলেছেন জনপ্রিয় এই তারকা। নিশোর জন্মদিন উপলক্ষে বিশেষ এই ভিডিওতে জানাবো তার সম্পর্কে বেশ কিছু জানা অজানা তথ্য এবং তার অনন্য কিছু রেকর্ড।

09/12/2023

ইস*রা*য়ে*লকে সমর্থন করার জন্য ১৯ দিনে অন্তত ১১০০ কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে জনপ্রিয় কফি শপ চেইন স্টারবাকস৷ এত বড় অর্থনৈতিক ধ্বস এর আগে কখনো দেখেনি এই কোম্পানিটি।

09/12/2023

ক্রিকেট ছেড়ে হঠাৎ রাজনীতির মাঠে আসায় সাকিবকে ঘিরে যে আলোচনা চলছে দেশজুড়ে, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার। তবে কী ক্রিকেট মাঠের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এক প্লেয়ার হতে যাচ্ছেন সাকিব?

09/12/2023

শেষ হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর ।বিশ্বজুড়ে ৬০টিরও বেশি দেশে সফলতার সাথে ইন্টারনেট পরিষেবা দেয়ার পর এবার বাংলাদেশেও চালু হতে যাচ্ছে ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিংক ।সম্প্রতি স্পেসএক্স মালিকানাধীন স্টারলিংককে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার

08/12/2023

আজ এমন এক জেলখানার খোঁজ জানাবো যেখানে জেলবন্দিদের সুবিধায় আছে আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে রূপচর্চাও ব্যবস্থা। যেখানের ক্যান্টিনে পাওয়া যাবে ১৭৩ টি খাবার আইটেম। শুনে অনেকেরই মনে হতে পারে এটা কি জেলখানা নাকি কোনো পিকনিক স্পট? তবে ঠিক কোথায় অবস্থিত এই কারাগার?

08/12/2023

বয়স ৪০ এর কোটা পেরোতেই যিনি হয়েছিলেন ১০ হাজার কোটি ডলারের কম্পানি বাইজুসের মালিক। সেই বাইজুসই কিনা এখন দেউলিয়া হবার পথে! শেয়ার বিক্রি থেকে শুরু করে বাড়ি বন্ধক! কোনো কিছু করেই কুল-কিনারা করতে পারছেন না বাইজু রবীন্দ্রন।

08/12/2023

নির্বাচনের আগে হুট করে দল পাল্টে বিএনপি থেকে যোগ দিলেন আওয়ামিলীগে। পেয়েছেন নৌকার মনোনয়নও! কিছুটা আশ্চর্যজনক মনে হলেও আসছে নির্বাচনে এমনই এক প্রার্থী হলেন সাবেক সেনা কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর৷ ক্ষমতাসীন দলে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন ঝালকাঠি- ১ আসন থেকে। নির্বাচন করবেন দলীয় প্রতীক নৌকাতেই।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Trendz Now posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trendz Now:

Videos

Share

Welcome to ‘Trendz Now’ Official page

Welcome to Trendz Now Official page We are here for sharing our Thoughts, Researchers, Ideology and Own Creations for you. Hope you Enjoy our every single effort. Subscribe to Trendz Now Channel and click on the Bell Icon 🔔 so that all videos of Trendz Now are easily available to You. Thank you. ................. স্বাগত ট্রেন্ডস নাউ চ্যানেলে আমাদের চিন্তা; চেতনা; গবেষণা; মতাদর্শ এবং সেই নিজেদের তৈরি কনটেন্ট নিয়ে কেবলই আপনার জন্যে। আশাকরি আমাদের প্রতিটি ক্ষুদ্র্রপ্রচেষ্ঠা আপনি উপভোগ করবেন। সবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী সকল আপডেট সাথে সাথে পাওয়ার জন্যে। ধন্যবাদ

Channel Link : https://www.youtube.com/channel/UCC1ic7JeW2bNtVFYvWSNZAQ

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All