Aifa’s Collection

Aifa’s Collection An incredible eye for what's next in fashion. A passionate drive to exceed expectations. Now shopping is easier, quicker and always joyous.

we've worked to deliver the best possible shopping experience, helping our customers express their style—not just buy fashion. Aifa’s Collection is the ultimate online shopping destination for Bangladesh offering completely hassle-free shopping experience through secure and trusted gateways. We offer you trendy and reliable shopping with all your preferred products and more. We help you mark the e

xact choice here. Quality Products
We promise the quality of our products.Our dedicated Aifa’s Collection quality promise team works round the clock to individually make sure the right packages reach on time. Our quality assurance team makes sure that you are receiving the correct product at the exact price. You will find here the deluxe quality and premium products with a sensible pricing. We have a wide range of products of the varied category in our product line. We provide finest quality and service at the best price. So message now to get anything you need.

হাস্যকর 🤣
24/12/2024

হাস্যকর 🤣

24/12/2024

🥹

প্রিয় মদিনায় প্রথম দিন 🌸♥️
24/12/2024

প্রিয় মদিনায় প্রথম দিন 🌸♥️

জামাইর জন্য প্লাউ রান্না করলাম 🤪
23/12/2024

জামাইর জন্য প্লাউ রান্না করলাম 🤪

22/12/2024
মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পরে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি বাব...
22/12/2024

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পরে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি বাবা তুমি এখন কি করবা তখন বলে হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি । তখন সে কান্না করতে করতে মাদ্রাসার এক কর্নারে গিয়ে ঘুমিয়ে পরে!

এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরেও তারা থেকে যায় মাদ্রাসায়। আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদকার মাধ্যমে চলে তাদের জীবন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করেন!😥

©

মরিয়ম ফুল। মক্কা থেকে নিয়ে এসেছিলাম আমার এক ভাবীর জন্য যিনি ফিনল্যান্ড থাকেন এবং অনেকদিন যাবৎ আল্লাহর কাছে একটা বাবু চাচ...
20/12/2024

মরিয়ম ফুল।
মক্কা থেকে নিয়ে এসেছিলাম আমার এক ভাবীর জন্য যিনি ফিনল্যান্ড থাকেন এবং অনেকদিন যাবৎ আল্লাহর কাছে একটা বাবু চাচ্ছেন।
তো এখন মূল কথায় আসি ,
আমাদের আশেপাশে বা আমাদের খুব কাছের মানুষ ও আছেন যারা একটা বাচ্চার জন্য চেষ্টা করে যাচ্ছেন ,আল্লাহর কাছে দিনরাত চোখের পানি ফেলছেন শুধু মাত্র একটা বাচ্চার জন্য। হয়তো কারো শারীরিক সমস্যা ,নয়তো এখনও সঠিক সময় হয়নি তাই আল্লাহ দিতে দেরী করছে। এমন অবস্থায় এসব আপুদের মন কতোখানি ছোটো হয়ে থাকে একটাবার চিন্তা করে দেখুন।

তার মধ্যে আপনারা যারা তাদের দেখা মাত্রই -
১.বাচ্চা নাও ,বাচ্চা নাও ,বাচ্চা নেওনা কেনো? বাচ্চা হচ্ছেনা নাকি? কার সমস্যা জামাই এর নাকি তোমার? ভালো ডাক্তার দেখাও না কেনো? রং ডং সব করতে পারো বাচ্চা নিতে পারো না? বয়স হয়ে যাচ্ছে বাচ্চা কখন নিবে?
২.আবার এখন অনেকে তো সরাসরি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে ফেলে "তুই বাঞ্জা " তোর বাচ্চা হচ্ছে না 😡

ছি ছি কতোটা খারাপ হলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে কে এমন কমেন্ট করতে পারে। আল্লাহ এসব খারাপ মানুষকে হেদায়েত করুক।

কাউকে মজা করে ছোটো করে একটা কথা বলে আপনি হয়তো খুব মজা পেলেন কিন্তু ওই মানুষটার মনে আসা কষ্ট , দু ফোটা চোখের পানির হিসেব কি আপনি দিতে পারবেন? মনের অজান্তেই আপনি একটা মানুষের অভিশাপের কারন হয়ে গেলেন। আপনার হয়তো সন্তান আছে ,সুন্দর সংসার আছে কিন্তু সারাজীবন যে এগুলো আপনার অটুট থাকবে আপনি কি তা বলতে পারবেন?

আচ্ছা বাচ্চাকাচ্চা কি অনলাইন অডারকৃত কোনো পণ্য যে অডার করলাম আর বাসায় হোম ডেলিভারি হয়ে গেলো?
আর সবার ভালো মন্দ বুঝার ক্ষমতা আছে তাই কখন বাচ্চা নিতে হবে কি হবেনা সেটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি আমি কে এতো নাক গলানোর?

সব কিছুর একটা নিদিষ্ট সময় আছে ,
যখন পারফেক্ট সময় আসবে তখন আল্লাহ নিজ থেকেই দিবে এত তাড়াহুড়ার কিছু নেই।

অনেক আপুদের আবার দেরীতে বিয়ে হয় এইটা নিয়ে ও মানুষের মাথা ব্যথার শেষ নেই। জামাই পাবেনা বুড়া হয়ে যাচ্ছে। কতো কথা।

আবার অনেকের হয়তো ডিভোর্স হয়েছে বা অনেক বছরের একটা সম্পক্ ছিলো আর নেই ,অনেকদিন পর হয়তো
মুভ অন করছে আর নতুন জীবনে ভালো আছে কিন্তু আপনি গিয়ে গিয়ে ছেচড়্যার মতো কমেন্ট করলেন -
দ্বিতীয় বিয়ে নাকি? আগের টা কই?

আচ্ছ এগুলো কোন ধরনের ফাইজলামি আমাকে একটু বলেন?

প্রতিটি মানুষের অতীত আছে ,তাই বলে মানুষটা কি বতমানে ভালো থাকতে পারবে না? তার কি ভালো থাকার অধিকারটুকু কি নেই? আপনার হয়তো কোনো ধারনায় নেই সে অতীতে কতো কিছু সয্য করে এসেছে আর আল্লাহ হয়তো তাকে এখন ভালো রেখেছে। তাহলে কেনো আমরা একটা মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবো? কি লাভ আমাদের?

এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে গীবতের সবচেয়ে উত্তম মাধ্যম।
এখানে মানুষ মানুষকে কিভাবে ছোটো করে কথা বলবে সেই চিন্তায় থাকে। কেউ কারো ভালো দেখতে পারেনা।

দয়া করে এসন মন মানদিকতা থেকে বের হয়ে আসুন। অযথা মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আগামী দিনগুলোতে কার জন্য কি অপেক্ষা করছে ,কার ভাগ্যে কি লিখা আছে আমরা কেউ ই জানিনা।
আজ যেই ঘটনার সূত্র ধরে অন্যকে ছোটো করছেন ,আগামীতে সেইম ঘটনা যে আপনার সাথে হবেনা সেটা কি আপনি বলতে পারেন???

একটা পুরুষের জন্য দুনিয়ায় দুটো নারী কাঁদে তাদের বিপদের দিনে,,একজন হচ্ছে জন্মদাতা মা, যার সাথে রক্তের সম্পর্ক নারীর সম্পর...
19/12/2024

একটা পুরুষের জন্য দুনিয়ায় দুটো নারী কাঁদে তাদের বিপদের দিনে,,একজন হচ্ছে জন্মদাতা মা, যার সাথে রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক😊আরেকজন হচ্ছে তার স্ত্রী, অর্ধাঙ্গীনি যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, অপরিচিত একটা মানুষ থেকে পরিচিত হয়,,তার সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠে,,,জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার বিপদে পাশে থাকবে কোনো স্বার্থ ছাড়াই,আপনার হাসিতে হাসবে আবার আপনার দুঃখে কাঁদবে,,আপনার অসুস্থতায় নিজের কথা না ভেবে আপনাকে সেবা যত্ন করে ভালো করবে,,মুখ ফুটে নিজের সাদ আল্লাদ বলবেনা আপনার পকেটের অবস্থা দেখে,,,তার কাছে আপনিই সব, আপনিই তার পৃথিবী হয়ে উঠবেন যদি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেন🥰পৃথিবীর অন্য কোনো নারী আপনার বিপদে পাশে থাকবেনা,, ফেলে চলে যাবে,তারা সুসময়ে সঙ্গী হতে আসে, স্বার্থ ছাড়া তারা কিছুই করবেনা,,,আপনার ভালো মন্দের খেয়ালো তারা করবেনা😅দুনিয়াতে যেমন একটা পুরুষের সম্বল তার স্ত্রী হয় তেমনি আখিরাতেও🥰কারণ প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক,,প্রথম পরিচয় এটাই হবে আখিরাতে।

18/12/2024

হুম

ছবিটি একটি নিরাপত্তারক্ষী কর্মীর । তিনি এ টি এম বুথের একজন নিরপত্তা কর্মী । তার সল্প বেতনের অর্ধেকটা তার পরিবারের ভরন পো...
17/12/2024

ছবিটি একটি নিরাপত্তারক্ষী কর্মীর । তিনি এ টি এম বুথের একজন নিরপত্তা কর্মী । তার সল্প বেতনের অর্ধেকটা তার পরিবারের ভরন পোষনের জন্য পাঠানো হয় । বাকী টাকাটা সে নিজের থাকা খাওয়ার জন্য ব্যয় করেন । সেখান থেকেও সে টাকা বাঁচিয়ে পরিবারের জন্য দুই একবার ভাল খাবার কিনে দেন ।

আমরা অনেকেই অনেক টাকার মাঝে থেকেও পরিবারকে ভালবাসতে পারিনা । অথচ সামন্য কটা টাকা বেতনে চাকুরী করেও তারা তাদের পরিবারকে সুখী করতে নিজের সুখ বিসর্জন দেয় ।

তাই বলব সাহায্য করতে হলে এই সমস্ত লোকদের সাহায্য করুন যারা হাত পেতে কখনই চাইবে না । আপনি যখন এ টি এম বুথে বিশাল অংক টাকার মাঝে বিলাস খুঁজেন আর তারা খুঁজে পরিতৃপ্তি একথালা পান্তা ভাত ও কাচামরিচ ও পেয়াজে ।
কখন ও যদি পারেন তাদের কে দু এক প্যাকেট খাবার গিফট করবেন । কারন মধ্যবিত্ত অনেকে টাকা না থাকলেও আত্নসম্মান বোধটা অনেক আছে , তারা ভিক্ষা পছন্দ করেন না ।

এ দেশ আমাদের গর্ব—এ বিজয় আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক, মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধের সকল শহীদদের...
15/12/2024

এ দেশ আমাদের গর্ব—এ বিজয় আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক, মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমাদের এই প্রিয় মাতৃভূমির রক্তার্জিত স্বাধীনতার আজ ৫৩ বছর। সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

#বিজয়দিবস🇧🇩

13/12/2024

মানুষ জীবনে দুইভাবে জিতে..
এক চট্টগ্রামে জন্ম নিয়ে, দুই জীবনসঙ্গী চাটগাঁইয়া হলে।🤪

একদম সত্যি 😄
13/12/2024

একদম সত্যি 😄

🌚

মানুষ সুখী হওয়ার  জন্য  কমপক্ষে  এক মুঠো  ভালোবাসার দরকার। নারীদের পাশে   একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজ...
10/12/2024

মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী।

জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয়। শুধু ভালোবাসা হয় না! ভালোবাসা টাকা- পয়সায় থাকে না! ভালোবাসা থাকে হৃদয়ে।মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা,বিশ্বস্ততা,যত্নশীলতা আর মায়াবী চাহনিতে।

একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায়। তার ভেতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে। মন খুশিতে নাচতে থাকে। তার সবকিছু ভালো হতে থাকে।

একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে তার ভরণপোষণের খরচ যোগায়।দায়িত্ব নিয়ে আগলে রাখে। তাঁর ভালো মন্দ সবকিছু নিজের করে নেয়। তখন তার মনেও সুখ সুখ ভাব হয়।

ভোগবিলাসতাকে সুখ বলে না! সুখ হলো সেটা, যেটা হৃদয়ে প্রশান্তি দেয় । হৃদয়কে তাজা রাখে। মনকে বসন্তের কোকিলের মতো উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে । যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে। ✨❤️‍🩹

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Aifa’s Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aifa’s Collection:

Share