تنوير الحق تحسين

تنوير الحق تحسين this is islamic page

13/12/2024

নানাজান মওলানা আবুল ওয়াফা শামসী রহ. এর স্বরণে স্বরচিত ক্বসিদা,,,

আল্লাহ তায়ালা নানাজান কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।।

09/12/2024

শামে মুসলমানদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে জামিয়া ইসলামিয়া পটিয়ায় চলছে বিজয় সমাবেশ

আখেরী বয়ান করছেন জামিয়ার শায়খে ছানি ফকিহুল আসর আল্লামা মুফতি শামসুদ্দিন জ্বিয়া সাহেব হুজুর হাফি.

06/12/2024

❝স্বরচিত ক্বসিদা❞

কক্সবাজারস্থ চকরিয়া থানার অন্তর্গত মদিনাতুল উলুম ইসলামিয়া চা-বাগান মাদ্রাসার শিক্ষা পরিচালক ও এমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মুফতি মাহমুদুল হক কাসেমী রহ. এর স্বরনে চা-বাগান মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত মর্সিয়া ও দোয়া মাহফিলে স্বরচিত ক্বসিদা নিজ কন্ঠে,,,

আল্লাহ তায়ালা মরহুম কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।।

04/12/2024

কক্সবাজারস্থ চকরিয়া থানার অন্তর্গত মদিনাতুল উলুম ইসলামিয়া চা-বাগান মাদ্রাসার শিক্ষা পরিচালক ও এমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মুফতি মাহমুদুল হক কাসেমী রহ. এর স্বরনে চা-বাগান মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত মর্সিয়া ও দোয়া মাহফিলে Abdul Mabud Haqqani ভাই এর রচিত একটি ক্বসিদা আমার কন্ঠে শুনতে পারেন।

02/12/2024

আমার হিফজ বিভাগের উস্তাদ ক্বারী নুরুল ইসলাম সাহেব হাফি. যার থেকে আমি হিফজ শেষ করছি, ওনার তেলওয়াত আমার খুবই মধুর লাগে। খুবই চমৎকার ভাবে বিভিন্ন সুরে তেলওয়াত করেন তিনি। ওনার সে জাদুময় কন্ঠের তেলওয়াত আজ বহুদিন ধরে শুনা হচ্ছে না। উনার এক তেলওয়াত আজ হাতে আসলো তাই শিয়ার করলাম,,
শুনতে পারেন! মনে প্রশান্তি আসবে,,

আল্লাহ তায়ালা উনার হায়াতে বরাকাহ দান করুক আমিন।।

30/11/2024

এক নজরে দেখতে পারেন চুনতির ঐতিহাসিক সিরাত ময়দান। যেখানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সা. মাহফিল।

আর সাথে শুনতে পাচ্ছেন উক্ত মাহফিল নিয়ে আমার রচিত কসিদা টি ও।

27/11/2024

রাত পোহালেয় শুরু জামিয়া ইসলামিয়া পটিয়ার ২ দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

সম্মেলন উপলক্ষে নতুনভাবে সজ্জিত জামিয়া পটিয়া।

আপনি আসছেন তো?

19/11/2024

ছোট ভাই তানজীমুল হক তাহজিবের কন্ঠে আরেকটি তেলওয়াত।

19/11/2024

খালাতো ভাই Qari Mahbubur Rahman ভাইয়ার কন্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত।

চট্টগ্রাম শহরের চক বাজারস্থ অলি খাঁ জামে মসজিদে এশারের নামাজে এ তেলাওয়াত করেন।

মহান রব ভাইয়ার কন্ঠে, আমলের পাশাপাশি উপার্জনে বারাকাহ দান করুক,আমিন

18/11/2024

বড় আব্বু মুহতারাম আল্লামা সুলতান আহমদ রহ. এর মহীয়সী সহধর্মিণীর বড় আম্মু "শাকেরা খাতুন" (রহিমাহুমাল্লাহ) -এর মৃত্যুর বেদনায় ❝দরদে ফুরকত❞ {তথা 'বিচ্ছেদ-বেদনা'} শিরোনামে স্বরচিত উর্দু কবিতা নিজ কন্ঠে,,,

সুবিধার্থে অনুবাদ সহ দেওয়া হলো।

16/11/2024

জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক উস্তাদে মুহতারম আল্লামা জাফর সাদেক সাহেব হুজুর হাফি. এর রচিত একটি আরবি ক্বসিদা জামিয়ার মুশাআরা অনুষ্ঠানে আমার কন্ঠে,,,,,,,

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার শায়েখে ছানি ফকিহুল আসর আল্লামা মুফতি শামসুদ্দিন জ্বিয়া সাহেব হুজুর হাফি. ও অন্যান্য উস্তাদে গণ।

শুনার আমন্ত্রণ!

15/11/2024

জামিয়া ইসলামিয়া পটিয়ার শটকোর্স বিভাগ নিয়ে উস্তাদে মুহতারম আল্লামা জাফর সাদেক হাফি. এর রচিত কসিদার একাংশ,

যাদের অবদানে এই শটকোর্স হলো এই অংশে তাদের কথা তুলে ধরা হলো।

14/11/2024

জামিয়া ইসলামিয়া পটিয়ায় মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াস ঘুম্মান হাফি. এর রাজকীয় সংবর্ধনা।

08/11/2024

পবিত্র জুমার দিনে "মাদরাসাতুর রাশাদ" এর হিফজ বিভাগের শিক্ষার্থী ছোট ভাই তানজিমুল হক তাহজিব এর সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত শুনুন।

31/10/2024

সাহাবায়ে কেরাম রা. এর মান-মর্যাদা নিয়ে স্বরচিত ক্বসিদা ❝শানে সাহাবা❞ নিজ কন্ঠে শুনতে পারেন।

28/10/2024

জামিয়া ইসলামিয়া পটিয়ার মুশাআরা অনুষ্ঠানে স্বরচিত ক্বসিদা 'পয়গম্বরে রহমত' নিজ কন্ঠে।

শুনার আমন্ত্রণ।

আগামীকাল জামিয়া ইসলামিয়া পটিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি শানদার বযমে মুশাআরা তথা কাব্য অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে স্বরচিত দ...
27/10/2024

আগামীকাল জামিয়া ইসলামিয়া পটিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি শানদার বযমে মুশাআরা তথা কাব্য অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে স্বরচিত দুটি ক্বসিদা নিয়ে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।

প্রথম টি 'পয়গম্বরে রহমত' শিরোনামে নাতে রাসুল সা.
দ্বিতীয় টি 'শানে সাহাবা' শিরোনামে প্রিয় নবীজির সাহাবায়ে কেরামের মান মর্যাদা নিয়ে।

আল্লাহ তায়ালা আমাদের পথচলা সহজ করুক আমিন।

18/10/2024

বড় বোন কে নিয়ে স্বরচিত ক্বসিদা নিজ কন্ঠে শুনতে পারেন!

বিস্তারিত কমেন্ট 👇

Address

Lohagara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when تنوير الحق تحسين posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share