অবুঝ ভালোবাসা

অবুঝ ভালোবাসা আপনার ভালোবাসার গল্প আমাদের জানান,
আম?
(2)

সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয়ের সময় এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে পাড়ি জমাচ্ছে সাধারণ ...
22/11/2023

সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয়ের সময় এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে পাড়ি জমাচ্ছে সাধারণ মানুষ।
📸 Margaret Bourke-White/LIFE

18/10/2023

এক ফোঁটা বী*র্য তৈরিতে কত ফোঁটা রক্তের প্রয়োজন হয় জানেন?
বিস্তারিত দেখুন কমেন্টে...

08/09/2023

অল্পবয়সী ছেলেরা কেন বিবাহিত মহিলাদের পছন্দ করে, কারণটা শুনে অবাক হবেন ।
বিস্তারিত দেখুন কমেন্টে...

২০ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ!যদি ২ টাকার জন্যে গাড়ির জানালা বন্ধ থাকে।....😪😪
17/08/2023

২০ লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ!
যদি ২ টাকার জন্যে গাড়ির জানালা বন্ধ থাকে।....😪😪

16/08/2023

জানেন মৃত্যুর পর নাকে ও কানে তুলো দেওয়া হয় কেন? ৯৫ শতাংশ মানুষের অজানা ।
বিস্তারিত দেখুন কমেন্টে...

12/08/2023

অল্পবয়সী ছেলেরা কেন বিবাহিত মহিলাদের পছন্দ করে? কারণটা শুনে অবাক হবেন ।
বিস্তারিত দেখুন কমেন্টে...

বর্ষার সময় গাড়ি আস্তে চালান ।আপনার দুটি গাড়ি থাকতে পারে, কিন্তু অনেকের দুটি জামা নাই ।
29/07/2023

বর্ষার সময় গাড়ি আস্তে চালান ।
আপনার দুটি গাড়ি থাকতে পারে, কিন্তু অনেকের দুটি জামা নাই ।

এক গলি রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পোষ্টের সাথে একটি কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দ...
17/07/2023

এক গলি রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পোষ্টের সাথে একটি কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দেখি কাগজের গায়ে লেখা, 'আমার ৫০ টাকার একটা নোট এখানে হারিয়ে গেছে। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌঁছে দিলে বাধিত হব, আমি বয়স্ক মহিলা চোখে খুব কম দেখি।' তারপরে নিচে একটি ঠিকানা।

আমি এরপর খুঁজে খুঁজে ঐ ঠিকানায় গেলাম। হাঁটা পথে মিনিট পাঁচেক। গিয়ে দেখি একটি জরাজীর্ণ বাড়ির উঠোনে এক বয়স্ক বিধবা মহিলা বসে আছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন "কে এসেছ?"
আমি বললাম, "মা, আমি রাস্তায় আপনার ৫০ টাকা খুঁজে পেয়েছি আর তাই সেটা ফেরত দিতে এসেছি।"
এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ' বাবা, এই পর্যন্ত অন্তত ৩০-৪০ জন আমার কাছে এসেছে এবং ৫০ টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। বাবা, আমি কোন টাকা হারাই নাই, ঐ লেখাগুলোও লিখিনি। আমি খুব একটা পড়ালেখা জানিও না।

আমি বললাম, সে যাইহোক সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। আমার কথা শোনার পর টাকাটা নিয়ে বললেন 'বাবা আমি খুব গরীব কি যে তোমায় খেতে দিব! একটু বসো।একটু জল অন্তত খাও। 'বলে ঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলেন। ফেরার সময় তিনি বললেন, 'বাবা, একটা অনুরোধ তুমি যাওয়ার সময় ঐ কাগজটা ছিঁড়ে ফেলো সত্যি আমি লিখিনি।"

আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ ঐ কাগজটি ছেড়েনি!
আর ভাবছিলাম ঐ মানুষটির কথা যিনি ঐ নোটটি লিখেছেন। ঐ সহায়সম্বলহীন বয়স্ক মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায়। তিনি এসে বললেন, 'ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন, আমি একটি ৫০ টাকার নোট পেয়েছি, এটা ওনাকে ফেরত দিতে চাই।'

ঠিকানাটা দেখিয়ে দিয়ে হঠাৎ করে দেখি চোখে জল চলে আসল, আর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দুনিয়া থেকে মানবতা শেষ হয়ে যায়নি! এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা।

সত্য কাহিনী অবলম্বনে
#সংগৃহীত

খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তার গল্প। তাঁর অতি সাধারণ জীবন যাপন আমাকে বিস্মিত করতো। একদিন জিজ্ঞেস করলাম:-স্যার, আপনি এতো স...
15/07/2023

খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তার গল্প। তাঁর অতি সাধারণ জীবন যাপন আমাকে বিস্মিত করতো। একদিন জিজ্ঞেস করলাম:
-স্যার, আপনি এতো সাধারণ জীবন বেছে নিলেন কেন? আপনার তো অনেক ক্ষমতা!

তিনি হাসলেন। তারপর কয়েকটি কথা বললেন:

১. চাকরির শুরুতে বেশ কয়েক বছর ক্ষমতার উত্তাপ বেশ উপভোগ করতাম। বাড়তি খাতির বেশ আনন্দ দিতো- পরিবার আত্মীয়স্বজনদের সামনে ভাব নিতে সুবিধা হতো।

২. কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য ছিলাম। তাও চাকরির কারণে- নরমালি এসব ক্লাবের সদস্য হতে হলে ত্রিশ/চল্লিশ লাখ টাকা লাগে।

৩. বিমানবন্দরে ভিআইপি সুযোগ নিতাম-গর্বে মাথা উঁচু করে গটগট করে র‍্যাম্প কারে প্লেনের গোড়ায় নামতাম। প্লেনে ভিআইপি সিটে বসতাম।

৪. ডাক্তারের কাছে গেলে সিরিয়াল ভেঙ্গে চেম্বারে ঢুকে যেতাম। আগেই খবর দেয়া থাকতো- সবাই অপেক্ষা করতো কখন আমি পৌঁছাব!

৫. বিশাল গাড়ির ঠান্ডা হাওয়ায় বসে ভাবতাম, এই না হলে চাকরি!

তারপর একদিন অফিস শেষে বাড়ি ফেরার সময় দেখলাম আমার এক অতি ক্ষমতাবান রিটায়ার্ড বস হোটেল শেরাটনের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন। হাতে আধময়লা একটি ফাইল। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। দুম করে মাথায় কয়েকটি প্রশ্ন এলো:

১. চাকরির বাড়তি খাতির ক'দিনের জন্য?

২. অভিজাত ক্লাবের মেম্বারশিপ ক'দিনের জন্য?

৩. ভিআইপি সুবিধা ক'দিনের জন্য?

৪. ডাক্তার কতদিন সিরিয়াল ভেঙ্গে আমাকে দেখবেন?

৫. বিশাল গাড়ির ঠান্ডা বাতাস ক'দিনের জন্য?

উত্তর একটাই- যতদিন চাকরি আছে ততদিন। তারপর আমি নো বডি। তাহলে এই যে এত আরামে অভ্যস্ত হয়ে যাচ্ছি- রিটায়ার করার পর তো এসব হারানোর কারণেই হার্ট অ্যাটাক করবে। পরদিন থেকে বাড়তি খাতির নেয়া বাদ দিলাম। সব ক্লাবের মেম্বারশিপ বাদ দিলাম। ভিআইপি সুবিধা বাদ দিলাম। সিরিয়াল ভেঙ্গে ডাক্তার দেখানো বাদ দিলাম। অফিসে আসাযাওয়া ছাড়া সরকারি গাড়ি ব্যবহার বাদ দিলাম।
না; আমি কোনো মহামানবের কাজ করিনি। নিজের ভুল বুঝে অস্বাভাবিক আচরণ থেকে স্বাভাবিক আচরণে ফিরে আসলাম মাত্র।

ফলাফল-

আগে রিটায়ারমেন্টকে ভয় পেতাম- এখন মনে হয় সময়ের কিছু আগে অবসর নিয়ে নিলে খারাপ হয়না। কেমন যেন নিজেকে মুক্ত মুক্ত মনে হয়।

তাঁর কথাগুলো আমার মগজে ছোটোখাঁটো একটি বিস্ফোরণ ঘটালো। পরিবর্তনের বিস্ফোরণ।

সংগৃহীত

কাসুন্দি দিয়ে পাট শাক আর সাদা ভাত।জীবনে খুব অল্পতে সুখী থাকা যায়।
আলহামদুলিল্লাহ্‌।

ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ড...
13/07/2023

ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে । কথা শুরু করার পরে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ দেখলাম কথাবার্তা শুনে মনে হচ্ছিল ছেলেটা পড়াশোনা জানে খুব সুন্দর উচ্চারণ এবং সাবলীল কথাবার্তা ।

সারা রাস্তা চুপচাপ দেখছিলাম , বাসার কাছে এসে নেমে জিজ্ঞেস করলাম কিসে পড়ো? উত্তর এলো এবার ক্লাস টেনে।
জিজ্ঞেস করলাম ক্লাস কখন করো রিকশা চালাচ্ছো যে ? উত্তর দিল চালাই না তো আমার বাবা সব সময় চালান আজ বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি যখন বাবা অসুস্থ থাকেন তখন আমি রিক্সা নিয়ে বের হই।

কৌতূহল বসত মুখ দিয়ে বের হয়ে গেল রিক্সা চালাতে খারাপ লাগে না ? খুব সাবলীলভাবে বড় একটা হাসি দিয়ে উত্তর দিল আমার বাবাও তো চালান ।

ছেলেটারে এক কথাতেই সবকিছুর উত্তর পেয়ে গেলাম , বড় হয়েও যেন ছেলের এই মনোভাব থাকে দোয়া করি।

 #আমরা_হাসি_কুড়ায় #মুগ্ধতার_হাসি
13/07/2023

#আমরা_হাসি_কুড়ায়
#মুগ্ধতার_হাসি

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
05/07/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।

-সংগৃহীত

উপকার করবার ইচ্ছা থাকলে পেছনে বাঁশ দিয়েও কিন্তু উপকার করা যায় । 😉😉🤩😆😋
28/06/2023

উপকার করবার ইচ্ছা থাকলে পেছনে বাঁশ দিয়েও কিন্তু উপকার করা যায় । 😉😉🤩😆😋

শারীরিক প্রতিবন্ধী জুয়েল ।সারাদিন ঘুরে বেড়ায় রাস্তায় ।রাতে থাকে মহাখালী স্টেশনে ।প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর হলেই চলে আসে ...
28/06/2023

শারীরিক প্রতিবন্ধী জুয়েল ।
সারাদিন ঘুরে বেড়ায় রাস্তায় ।
রাতে থাকে মহাখালী স্টেশনে ।
প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর হলেই চলে আসে খাবার খেতে ভালো কাজের হোটেলে ।

প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিদিন কত টাকাই তো খরচ হয়। অনেকেই দিনে ২০০-৩০০ টাকা সিগারেটের পিছনেই নষ্ট করেন। আপনি কি জানেন, এই ২...
25/06/2023

প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিদিন কত টাকাই তো খরচ হয়। অনেকেই দিনে ২০০-৩০০ টাকা সিগারেটের পিছনেই নষ্ট করেন। আপনি কি জানেন, এই ২০০-৩০০ টাকা অনেকেরই সংসার খরচ। 🙂
নিম্ন আয়ের মানুষের জন্য বাস্তবতা অনেক কঠিন। 💔

ছন্নছাড়া জীবনে এলোপাথাড়ি ক্ষুধার যন্ত্রনা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় । 😔 #ভালো_কাজের_হোটেল
21/06/2023

ছন্নছাড়া জীবনে এলোপাথাড়ি ক্ষুধার যন্ত্রনা প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় । 😔

#ভালো_কাজের_হোটেল

জীবন থেকে নেয়া ।আমি ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি ।সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠ...
19/06/2023

জীবন থেকে নেয়া ।

আমি ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি ।

সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠিকভাবে পড়তেও পারছে ।
তারপর উনি আমাকে এইটাও বললেন যে আমাকে কি কি পরীক্ষা দিয়েছে ডাক্তার ।

তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম মামা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? সে বললো মামা আমার ডিপার্টমেন্ট তো ছিলো ফার্মেসী ।

তারপর আমি বললাম কোন ভার্সিটি মামা সে বলে এখন কি আর ভার্সিটি দিয়া লাভ আসে মামা 🙂

এই কথা বলে একটা সুন্দর হাসি দিয়ে লোকটা রিক্সা নিয়ে চলে গেলেন🙂 💔

- Ratish Saha

গরীবের জীবন...ক্ষুধার যন্ত্রনা যখন ঝড়-বৃষ্টিকেও হার মানায়... 😞
19/06/2023

গরীবের জীবন...
ক্ষুধার যন্ত্রনা যখন ঝড়-বৃষ্টিকেও হার মানায়... 😞

Address

Dhaka
1100

Opening Hours

Monday 05:00 - 04:00
Tuesday 05:00 - 04:00
Wednesday 05:00 - 04:00
Thursday 05:00 - 04:00
Friday 05:00 - 04:00
Saturday 05:00 - 04:00
Sunday 05:00 - 04:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবুঝ ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

অবুঝ ভালোবাসা

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । সবার আগে আমাদের পোষ্ট পেতে "Follow" বাটনে ক্লিক করে "See First" অপশনে ক্লিক করে রাখুন ।


Other Media/News Companies in Dhaka

Show All