স্বরুপা

স্বরুপা আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই,
আল্লাহ্ এক ও অদ্বিতীয়।
(6)

28/12/2024

আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ।

19/12/2024

দুনিয়া সাদ মেটানোর জায়গা না।

10/12/2024

উদাহরণ

মাশাআল্লাহ My   baby.
09/12/2024

মাশাআল্লাহ
My baby.

Good morning
09/12/2024

Good morning

07/12/2024

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

03/12/2024

যে অন্যের জন্য গর্ত করে ,
সে মূলত নিজের জন্যেই সেই গর্ত করে।

কাজের ফাঁকে ফাঁকে পড়ুন।
02/12/2024

কাজের ফাঁকে ফাঁকে পড়ুন।

দোয়া ইউনুস
25/09/2024

দোয়া ইউনুস

ডাঃ জাকির নায়েককে একজন প্রশ্ন করেছিলো কোরআনের এক জায়গায় বলা বি*র্য থেকে মানুষ সৃষ্টি। আরেক জায়গায় বলা মানুষ সহ সকল ...
24/09/2024

ডাঃ জাকির নায়েককে একজন প্রশ্ন করেছিলো কোরআনের এক জায়গায় বলা বি*র্য থেকে মানুষ সৃষ্টি।
আরেক জায়গায় বলা মানুষ সহ সকল প্রানী পানি থেকে সৃষ্টি। আরেক জায়গায় বলা মানুষ মাটি থেকে সৃষ্টি।
তাহলে তো পরস্পর বিরোধী কথা হলো।
হযরত মুহাম্মদ সাঃ নিজ থেকে বললে কিন্তু একটাই বারবার বলতেন। যেহেতু নিজ থেকে বলেন নাই আল্লাহ যা বলেছেন তাই বলেছেন তাই এমন তথ্য কোরআনে আছে।
ডাঃ জাকির নায়েক বলেন তিনটাই একসাথে সঠিক। মানুষ সহ সকল প্রাণীর দেহে এতো পার্সেন্ট পানি থাকে। বিজ্ঞানীরা কোনো গ্ৰহে প্রানী ছিল কিনা তা জানতে পানি ছিল কিনা তা আগে পরিক্ষা করে।এর মানে প্রানী থাকতে হলে পানি থাকতে হবে।
মানুষের দেহে যত উপাদান আছে তার প্রায় সব উপাদান মাটিতেও আছে।
আর বি*র্য থেকে মানুষ সৃষ্টি তা তো সবাই জানে।
জাকির নায়েক বলেছেন তিনটা তথ্য একসাথে সত্য। আপনি কাউকে সুদর্শন, ভদ্র, জ্ঞানী বললেন। এমনটা বলা পরস্পর বিরোধী না। তিনটাই একসাথে সত্য হতে পারে।
আরেকটা পরস্পর বিরোধী কথা যেটা না*স্তি*ক*রা বলে আল্লাহর এক দিন এক হাজার বছরের সমান।
হাশরের মাঠের এক দিন ৫০ হাজার বছরের সমান হবে।
এই দুই আয়াতকে বলে পরস্পর বিরোধী।
এখন বিজ্ঞানীরাই জানে সময়ের হিসাব সব জায়গায় এক রকম থাকে না। ভবিষ্যতে আবিষ্কার হবে তখন জানবে এমন বিষয় না।
এখনি বিজ্ঞানীরা জানে সময়ের হিসাব সব জায়গায় একরকম থাকে না। তাছাড়া আল্লাহ হাশরের মাঠের দিন পঞ্চাশ হাজার বছরের সমান করলে আল্লাহর সাধারন এক দিন এক হাজার বছরের সমান সেটার সাথে মিলবে কিভাবে। সবার বিচার করার জন্য আল্লাহ সেইদিনকে বড় করে দিবে।
কোরআনে পরস্পর বিরোধী কথা নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।

শান্তির ধর্ম ইসলাম।
24/09/2024

শান্তির ধর্ম ইসলাম।

29/01/2024

ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করা শিখতে হবে ।

27/01/2024

যে কেউ ইসলাম এ ঢুকতে চাইলে ইসলামের দরজা তার জন্য খোলা আছে।

26/01/2024

তোমার ক্ষমার জন্য দরজা খোলা রেখেছে আল্লাহ।

26/01/2024

আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বরুপা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share